Department of software engineering
Abdullah Al Abid
section: B
ID:221-35-908
মানুষ স্বভাবতই নিজেকে বড় প্রকাশ করার চেষ্টায় থাকে। তবে শিক্ষার দিক থেকে মানুষকে বড় হতে হলে নানান ডিগ্রী অর্জন করতে হয়। আমি নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে বিশ্ববিদ্যালয় এসেছি। বিশ্ববিদ্যালয় আমাকে প্রতিষ্ঠিত হবার রাস্তা বলে দেবে। বিশ্ববিদ্যালয় এমন এক প্রতিষ্ঠান যেখানে পড়ালেখার পাশাপাশি ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস গঠনের সরাসরি ভূমিকা পালন করে। আমি বিশ্ববিদ্যালয় শুধু পড়তে আসিনি, আমি আমাকে সমাজে চলার নীতি যাকে আমরা সভ্য হওয়া বলি তা হতে এসেছি। পড়ার পাশাপাশি আত্মার তৃপ্তির একটা সংযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয় আমাকে যে পরিবেশ দিবে তা আমার মনকে তৃপ্ত রাখবে। বিশ্ববিদ্যালয় আমাকে খুব মুগ্ধ করে। যেমনঃ বড়দের সহযোগিতা বিশ্ববিদ্যালয় ছাত্র ছাত্রীদের সহযোগিতা উচ্চশিক্ষালাভের সহায়ক ভূমিকা পালন করে। আমার জ্ঞান-পিপাসু হওয়ার মন মানসিকতা নিয়েই বিশ্ববিদ্যালয় এসেছি।
বিশ্ববিদ্যালয় এমন একটি প্রতিষ্ঠান যেখানে আমি আমার নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি এবং নিজের জ্ঞানকে বিকশিত করতে পারি। আমি যদি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কথা বলি যেখানে রয়েছে বিশাল এক পাঠাগার যার মাধ্যমে আমি আমার জ্ঞান কে আরো বিকশিত করতে পারি।আমি উচ্চ শিক্ষা অর্জন করে দেশ ও সমাজের জন্য কিছু করতে চাই।সমাজের নিম্নশ্রেণীর মানুষের পাশে দাড়াতে চাই।
সর্বোপরি আমি আমার বাবা- মা কে গর্বিতবোধ করাতে চাই।