Art of Living

বিশ্ববিদ্যালয় কেন এসেছে

বিশ্ববিদ্যালয় কেন এসেছে

by Khadizatul Kubra -
Number of replies: 0

বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানান ভাবে নতুন জিনিস, শিখছি দিবা রাত্র । নিজের জ্ঞান ও ভান্ডারকে সমৃদ্ধ ও পরিপূর্ণ করার জন্য বিশ্ববিদ্যালয় এসেছি। বিশ্বব্রহ্মাণ্ডের যা কিছু আছে তার সম্পর্কে জ্ঞানের অনুসন্ধান, গবেষণা, জ্ঞান-বিজ্ঞান  অনুশীলনের ক্ষেত্রেই হল বিশ্ববিদ্যালয় । নিজের মধ্যে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভাকে বিকাশ করে। নিজের মেধা শক্তিকে  কাজে লাগিয়ে পরিবার ও সমাজের অর্থনীতিতে ভূমিকা রাখতে। মানব সম্পদকে অর্থনৈতিক সম্পদে পরিণত করার জন্য এই বিশ্বব্রহ্মাণ্ডে এসেছে। নিজেকে বদ্ধ ঘর থেকে মুক্ত করে বিশ্বব্রহ্মাণ্ডে কিভাবে চলছে  । কেমন করে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে ঘুরছি। দেশ হতে দেশান্তরে ছুটছে। সব কৌতূহলের অবসান ঘটানোর জন্য এই বিশ্ববিদ্যালয়।