Art of Living

Feedback on a letter to a child by a father

Feedback on a letter to a child by a father

by Muhammad Sajidul Islam -
Number of replies: 74

Read the letter carefully and write your duties and responsibilities to yourself and your family within 200 words.  


(Link of the letter) https://elearn.daffodilvarsity.edu.bd/pluginfile.php/1687206/mod_resource/content/1/Letter%20to%20a%20Child%20by%20a%20Father.pdf

In reply to Muhammad Sajidul Islam

Re: Feedback on a letter to a child by a father

by Yeamin Khan (213-15-4300) -
প্রথমেই বলতে হয় সন্তানের প্রতি বাবার দেওয়া চিঠিটি একটি অসাধারণ লেখা। চিঠিটির প্রতিটা লাইন একজন বাবা তার জীবনের অভিজ্ঞতা থেকে নিয়েছেন। আমাদের জীবন সংক্ষিপ্ত। আমরা যখন অল্পবয়স্ক থাকি তখন ভালো মন্দ অনেক কিছু বুজার ক্ষমতা আমাদের থাকে না। আমরা অনেক ধরনের ভুল করে থাকি। তখন একমাত্র বাবা-মা রাই আমাদের সঠিক পথ দেখিয়ে থাকেন। বাবা-মা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের ভালোর জন্য কাজ করে যান। জীবনের বেশিরভাগ ক্ষেত্রেই বাবা-মার দেওয়া উপদেশ গুলো আমাদের জীবনে সুখ বয়ে আনে। জীবনে চলার পথে আমাদের প্রত্যকেরই বাবা-মার আদেশ-উপদেশ গুলো মেনে চলা উচিত কারন এইগুলো আমাদেরকে অনেক অপ্রয়োজনীয় কষ্ট থেকে রক্ষা করতে পারবে।
In reply to Yeamin Khan (213-15-4300)

Re: Feedback on a letter to a child by a father

by Muhammad Talha -
লেখাটি একটি বাস্তবসম্মত এবং আবেগময় লেখা।আমি মনে লেখক জীবনের একটা সারাংশ তুলে
ধরেছেন তার ছেলের কাছে।

আমি নিজের বেপারে দায়িত্ব বলতে বুঝি নৈতিকতাকে এবং নিজেকে সমাজ ও দেশের জন্য গুরুত্বপূর্ণ করে গড়ে তুলাকে।আর এই পুরো ব্যাপারটাকে আক্রিতি দেন বাবা-মা।যারা আমাকে ছোট থেকে লালন পালন করে আসছেন।কাজেই তাদের এই পরিশ্রম এবং সন্তান কে আদর্শ ভাবে গড়ে তুলার ইচ্ছাকে কেন্দ্র করেই উপরে উল্লিখিত বিশয় গুলো করা নিজের জন্য এবং বাবা-মার জন্য প্রয়োজনীয় মনে করি।

আলাদাভাবে বাবা-মার কথা বলতে গেলে তাদেরকে গুরুত্ত দেয়া,বয়স হয়ে গেলে যতই বেস্ততা থাকুক তাদের খোজ নেয়া এবং সময় দেয়া এগুলোই মাথায় আসে।
তবে আর একটা বিসয় গুরুত্বপূর্ণ যেটা লেখক উল্লেখ করেছেন যে প্রাপ্তবয়স্ক হলে কখনই বাবা-মার উপর ভরসা করে আরাম আয়েশে রাজার মত জীবন কাটানো উচিত না।অর্থ উপার্জন না করলেও তাদের কাজগুলোতে সাহায্য করা চাই।
শেষে বলতে চাই যে যাই হোক তাদের কথার সম্মান রাখা চাই।কারন তারা অন্য যে কারও চাইতে আমার জীবনে সবচেয়ে বেশি ঘনিষ্ঠ।
In reply to Muhammad Sajidul Islam

Re: Feedback on a letter to a child by a father

by Morsalin Sarkar 213-15-4371 -
বেচে থাকতে বাবা মাকে সম্মান ও ভালোবাসাতে হবে।
সন্তানের জীবনে বাবার অবদান কেউ লিখে শেষ করতে পারবে না।
একজন মানুষ তোমার সাথে ভালো ব্যাবহার করবে এমনও হতে পাতে ২,৩দিন পর তুমি ওর ভালো বন্ধু না, কিনতু বাবা মা সব সময় পাশে থাকবে
জীবনের সব কিছু যে পেয়ে যাবে তা নয় কেও পাশে না থাকলেও বাবা মা পাশে থাকবে। কখনো সুন্দররযকে নিয়ে বারা বারি করা যাবে না কারন সুন্দরর্য সব সময় থাকে না।এমন অনেক মানুষ আছে যারা উচ্চ শিক্ষা না করেই সফলতা লাভ করেছে। তাই পরিশ্রম ছাড়া সফলতা লাভ করা যায় না সে যতই ভালো পড়ালেখা করুক।আমাদের সাথে কে কত সময় থাকবে সেটা বড় কথা না, বড় কথা হলো সেই ভালো মুহুর্ত গুলি উপভোগ করা
In reply to Muhammad Sajidul Islam

Re: Feedback on a letter to a child by a father

by Riyadh Mahmud Sajid -
An actual incident is mentioned in the letter . Everything in the letter is true. Every human being should find his own way of life. We can't sit around hoping for someone else. It takes a lot of patience to walk the earth. If someone does a good deed, he cannot be trusted suddenly. Because later he can betray again. Must be respectful to parents. Because they want the best for the child.
In reply to Riyadh Mahmud Sajid

Re: Feedback on a letter to a child by a father

by Tawhidul Islam(213-15-4311) -
The letter is a father's advice to his son from his own experience about how he can spend his life avoiding the miseries the father himself faced.We can also be profited from this letter by leading our life according to the writer.
From the letter my duties and responsibilities to myself and my parents are-
1. I should always be good and humble with my parents specially at their old age.
2. I should obey each and every advice my parents give to me.
3. I should be good with others and not keep the expectations of them being good.
4. I should take my time to find real friend.
5. I should be very hardworking and use my education practically because this is the only way of success.
In reply to Muhammad Sajidul Islam

Re: Feedback on a letter to a child by a father

by Bayzid Bhuiyan(213-15-4379) -
In this letter a father teach life's lesson to his child . His father told him that life is a beautiful lie . It is coved with hard obstacle , adventure. He never have losse hope .He should never have to be sad of those people who never loves him . Always be happy with what he have even it is so little . In this selfish world even people cheat him , he should be honest with everyone . He should understand that everything is not for achieve . So thing we should sacrifice .thats the meaning of life . Getting higher education is not enough to be a successful man . He must know that knowledge is the main power to success .One thing he must understand to avoid pain that he doesn't need everyone . Try to help people but never expect from any of them . So it doesn't matter how much time you need to success only thing is matter that eventually you are a successful man. His father wants him to carry his father when he is old enough to work himself .That's a father's life lesson to his child .
In reply to Muhammad Sajidul Islam

Re: Feedback on a letter to a child by a father

by Mredul Arafin -
আমাদের জীবনটা অনেক সংক্ষিপ্ত।আমরা জানি না যে আমরা কতদিন বাঁচব আর কতক্ষণ বাঁচতে পারবো। কিন্তু এই ছোট্ট জীবনে আমাদের আসলে সুন্দরভাবে বাঁচতে হবে।আমাদের সকল নেতিবাচক দিকগুলো পরিহার করার চেষ্টা করতে হবে এবং ইতিবাচক দিকগুলোকে আয়ত্ত করতে হবে।সব সময় মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, মানুষের ভালোর জন্য কাজ করতে হবে তবে বিনিমযয়ে কিছু আশা করা যাবে না।জীবনটা আসলে হতাশায় ডুবে থাকার জন্যে সংক্ষিপ্ত। তাই এইসংক্ষিপ্ত সময়টাতে হতাশায় না ভুগে সুন্দর ভাবে উপভোগ করতে হবে।জীবনের সমস্ত দুঃখগুলোকে হাসিমুখে বরণ করতে হবে যাতে সেটা আমাকে দুর্বল করে ফেলতে না পারে।ভাগ্যের উপরে নির্ভরশীল হওয়া যাবে না কারণ সফলতার কোন সহজ রাস্তা হয়না কঠোর পরিশ্রমের মাধ্যমে এটিকে অর্জন করতে হয়।তাই সময়টাকে সঠিকভাবে কাজে লাগিয়ে পরিশ্রমের মাধ্যমে নিজেকে সফল করে তুলতে হবে।আসলে আমরা কতদিন বাঁচবো সেটা তো মুখ্য বিষয় নয় যতক্ষণ বাঁচবে অতটুকু যেন আমরা সুন্দর ভাবে উপভোগ করে কাটিয়ে যেতে পারিএটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত।
In reply to Muhammad Sajidul Islam

Re: Feedback on a letter to a child by a father

by Harun Or Rashid Sajib -
প্রথমতই বলতে হয় পঠিত চিঠিটি একটি অনবদ্য লেখনী। লেখাটির প্রকাশভঙ্গি পাঠকমনে খুবই মুগ্ধতা ছড়িয়েছে নিঃসন্দেহে।
তাছাড়া আলোচ্য প্রত্যেকটি বিষয়ের তাৎপর্য নিখাঁদ মূল্যায়নে অলংকৃত হয়েছে। আমার কাছে এই একটি চিঠিকেই মনে হয়েছে আমার, আমার প্রানপ্রিয় বন্ধুদের, লাইব্রেরিতে আমার পাশের বাঞ্চে বসে থাকা অচেনা ভাইটির- তথা আমার মতো প্রত্যেকটা মানুষের জীবনের একটি সার্থক সারমর্ম। ঠিক এমন ই হওয়া উচিত আমাদের ব্যক্তিজীবনের দৃষ্টিভঙ্গি।

জীবনে সহনশীলতা, আপন স্বতন্ত্রতা, জীবনের সংক্ষিপ্ততা,সম্পর্ক, সাফল্য, বাবা-মা এর প্রতি দৃষ্টিভঙ্গি, আমাদের প্রতি তাঁদের ভালোবাসা, তাঁদের প্রতি আমাদের কর্তব্য - ইত্যাদি ব্যাপারগুলো আমার নিজস্ব জীবন ও পরিবারের সাথে সরাসরি সম্পর্কিত। আমার পরিবারে আমার বাবা-মা এর সহিত আমার অপরিসীম ভালোবাসা ও সম্মানের সম্পর্ক বিদ্যমান। জীবনের প্রতিটি ক্ষেত্রে এ পর্যন্ত যেমন নিঃস্বার্থ সহযোগিতা পেয়েছি বাবার কাছ থেকে, মা লড়াকু সৈনিকের মতো সবার বিরুদ্ধে গিয়ে হলেও আমার ভবিষ্যত সুখের জন্য সর্বদা লড়াই করে গেছেন নিজের মেধা ও সক্ষমতার প্রতিটি বিন্দু ঢেলে দিয়ে। আমিও একজন যোগ্য সন্তান হিসেবে গড়ে ওঠার অভিপ্রায়ে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি তাঁদের প্রতি সর্বদা সদয় এবং দায়িত্বশীল থাকার৷

উপসংহারে শ্রদ্ধাভরে স্মরণ করছি বাবা এবং মা কে, এবং একই সাথে সম্মানিত শিক্ষককে যিনি এই অসাধারণ লেখনিটি আমাদের প্রদান করে সুযোগ করে দিয়েছেন আমাদের জীবনের এত গুরুত্বপূর্ণ আবেগ ও ভাবনাগুলো সঞ্চারণ করার জন্য।
In reply to Muhammad Sajidul Islam

Re: Feedback on a letter to a child by a father

by Mohammed jahedul Islam (213-15-4373) -
চিঠিটার প্রতিটা কথা অসাধারণ।
মা-বাবা আমাদের জন্য আল্লাহ তায়ালার বিশেষ নেয়ামত। মা-বাবা ছাড়া পৃথিবী কল্পনা করা যায় না। যদি মা-বাবার ভালোবাসার দৃষ্টি না পড়ত, তাহলে এই পৃথিবী থাকত মায়া-মমতাহীন।
সন্তানের কাছে বাবা-মার হক একটি মহান দায়িত্ব। এ হকের গুরুত্ব এত বেশি যে, আল্লাহ তাআলা তাঁর নিজের হকের সঙ্গে মা-বাবার হককে মিলিত করেছেন। কারণ তিনি মা-বাবার মাধ্যমে জিন ও ইনসানকে সৃষ্টি করেছেন। মানুষ জন্ম নেওয়ার পর মহান আল্লাহর বাদতে নিয়োজিত হয়।
এ কারণেই প্রত্যেক সন্তানের উচিত, বাবা-মার এ দায়িত্ববোধ পালনের কারণে তাদের প্রতি সদয় হওয়া। তাদের প্রতি যথাযথ দায়িত্ব পালন করা। কোরআনের নির্দেশ মেনে চলা। বাবা-মার প্রতি দায়িত্ব পালন করা সন্তানের একান্ত হক বা অধিকার।
In reply to Muhammad Sajidul Islam

Re: Feedback on a letter to a child by a father

by FAHIM HOSSAIN (213-15-4375) -
A father teaches his child a lesson about life in this letter. Life is a lovely lie, according to his father. It is filled with difficult challenges and thrilling adventures. He has never given up. He should never have to feel sad because of others who don't care for him. Always be grateful for what he has, no matter how insignificant it may appear. Even if individuals deceive him in this greedy world, he should be honest with everyone. He must realize that nothing is meant to be accomplished. So that's something we'll have to forego. This is what life is all about. To be a successful guy, you need more than a higher degree. He needs to understand that information is the most important factor in achieving success. To escape pain, there is one thing he must comprehend.
In reply to Muhammad Sajidul Islam

Re: Feedback on a letter to a child by a father

by Mehedi Hasan Akash -
The letter given by the father to the child is a wonderful writing. Each line of the letter is taken from a life experience of a father. The life of each of us is short. When we are young we don't have the ability to understand many good and bad things. We make many kinds of mistakes. Then only parents show us the right path. Parents work for our good in every aspect of life. In most cases, parental advice brings happiness into our lives. Every one of us should obey the commands and advice of our parents in the way of life because they can save us from many unnecessary troubles. It is not like writing the contribution of parents in the life of a child. To survive, parents must be respected and loved.
In reply to Muhammad Sajidul Islam

Re: Feedback on a letter to a child by a father

by Refat Bin Hafiz 213-15-4291 -
In this letter, a father teaches his child a life lesson. His father once told him that life is a lovely lie. It is filled with difficult obstacles and adventure. He has never lost hope. He should never have to feel sad because of those who don't love him. Always be grateful for what he has, no matter how insignificant it is. Even in this selfish world, people will deceive him, therefore he must be honest with everyone. He must realize that nothing is meant to be achieved. So that's something we'll have to give up. That is the essence of life. Having a good degree isn't enough to make you a successful man. He must understand that information is the most powerful tool for achievement. One thing he must comprehend in order to avoid sorrow is that
In reply to Muhammad Sajidul Islam

Re: Feedback on a letter to a child by a father

by Sanjeda Nasrin -
উক্ত চিঠি থেকে যা বুঝতে পারা গেল যে, একজন বাবা উনার জীবনের অভিজ্ঞতা থেকে জীবনের বাস্তব কিছু চিত্র নিয়ে তার সন্তানকে একটি চিঠি দিয়েছেন। তিনি চিঠি টি তে তার সন্তানকে জীবনের মর্ম্ম এবং একটি মানুষের জীবনে তার বাবা মায়ের গুরুত্ব টা সম্পর্কে বললেন। জীবনে চলার পথে অনেক রকম বাধা আসলেও এবং অনেক কাছের মানুষ জীবনের কঠিন মুহূর্তে ছেড়ে চলে গেলেও কিভাবে জীবনটা চালিয়ে নিয়ে যেতে হবে তা নিয়ে পরামর্শ দিয়েছেন। তিনি আরও বলেছেন যে,জীবনে কোনোকিছুই অপরিহার্য নয়। এই কথাটি একবার উপলব্ধি করলেন জীবনটা অনেক সহজ হয়ে যাবে।
তিনি তার সন্তানকে নিজের জীবনের অভিজ্ঞতা থেকে এমন কিছু কথা বলেছেন যেনো তার সন্তান কখনো যদি অপ্রত্যাশিত কোনো পরিস্থিতিতে কখনো পরে যায় তখন যেনো সে হতাশ না হয়ে পরে। তিনি চিঠি টি তে একটা কথাই বুঝালেন যে জীবনের অনেক সময় অনেক উত্থান পাথান আসলেও জীবনের প্রত্যেকটা মুহূর্তে জীবনকে উপভোগ করার চেষ্টা করতে হবে।
In reply to Muhammad Sajidul Islam

Re: Feedback on a letter to a child by a father

by MD Sadman Rabbani -
বাবা মা এর ভালবাসা পাওয়া, সেই ভালবাসা এর সঠিক মুল্য দেওয়া আমাদের একান্ত কর্তব্য। জীবনে আমরা যেটাই করি না কেন, যেই কাজেই ব্যস্ত থাকি না কেন বাবা মা এর জন্য আমাদের সময় থাকা অনেক উচিত। কারণ বিপদে আপদে আর কেও পাশে থাকুক না কেন বাবা মা থাকবেই।আজ যদি আমরা এই পর্যন্ত এসেছি আমাদের বাবা মা এর দুয়া আর তাদের সহযোগিতা এর কারনে।তারা হয়তো না থাকলে আমাদের জীবনটা অন্যরকম থাকতো।জীবনে অনেক মানুষ আসবে যাবে কাজেই তাদের থেকে বাবা মা কে গুরুত্ব দেওয়া আমাদের একান্ত কর্তব্য হওয়া উচিত।
In reply to Muhammad Sajidul Islam

Re: Feedback on a letter to a child by a father

by Mehdi Hasan (213-15-4307) -
A father delivers a life lesson to his son in this letter. Life is a magnificent lie, according to his father. It's chock-full of challenging hurdles and thrilling adventures. He's never given up on anything. He should never have to be depressed because of others who do not care for him. Always be thankful for what he has, no matter how small. People will deceive him even in this self-centered environment, so he must be truthful to everyone. Nothing is meant to be accomplished, he must understand. As a result, we'll have to do without it. Life is all about that. Being a successful man requires more than just a solid education. He must realize that information is the most effective instrument for achieving his objectives.
In reply to Muhammad Sajidul Islam

Re: Feedback on a letter to a child by a father

by hashebul alam -
লেখাটির প্রকাশভঙ্গি পাঠকমনে খুবই মুগ্ধতা ছড়িয়েছে নিঃসন্দেহে। তাছাড়া আলোচ্য প্রত্যেকটি বিষয়ের তাৎপর্য নিখাঁদ মূল্যায়নে অলংকৃত হয়েছে। আমার কাছে এই একটি চিঠিকেই মনে হয়েছে আমার, আমার প্রানপ্রিয় বন্ধুদের, লাইব্রেরিতে আমার পাশের বাঞ্চে বসে থাকা অচেনা ভাইটির- তথা আমার মতো প্রত্যেকটা মানুষের জীবনের একটি সার্থক সারমর্ম।

আমাদের জীবনটা অনেক সংক্ষিপ্ত।আমরা জানি না যে আমরা কতদিন বাঁচব আর কতক্ষণ বাঁচতে পারবো। কিন্তু এই ছোট্ট জীবনে আমাদের আসলে সুন্দরভাবে বাঁচতে হবে।আমাদের সকল নেতিবাচক দিকগুলো পরিহার করার চেষ্টা করতে হবে এবং ইতিবাচক দিকগুলোকে আয়ত্ত করতে হবে।সব সময় মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, মানুষের ভালোর জন্য কাজ করতে হবে তবে বিনিমযয়ে কিছু আশা করা যাবে না।জীবনে সহনশীলতা, আপন স্বতন্ত্রতা, জীবনের সংক্ষিপ্ততা,সম্পর্ক, সাফল্য, বাবা-মা এর প্রতি দৃষ্টিভঙ্গি, আমাদের প্রতি তাঁদের ভালোবাসা, তাঁদের প্রতি আমাদের কর্তব্য - ইত্যাদি ব্যাপারগুলো আমার নিজস্ব জীবন ও পরিবারের সাথে সরাসরি সম্পর্কিত।

পরিশেষে শ্রদ্ধাভরে স্মরণ করছি বাবা এবং মা কে, এবং একই সাথে সম্মানিত শিক্ষককে যিনি এই অসাধারণ লেখনিটি আমাদের প্রদান করে সুযোগ করে দিয়েছেন আমাদের জীবনের এত গুরুত্বপূর্ণ আবেগ ও ভাবনাগুলো বোঝানোর জন্য।
In reply to Muhammad Sajidul Islam

Re: Feedback on a letter to a child by a father

by Anonto Kumar Borman Dipu -
My duties and responsibility to myself and my family :
I have to be a good human being and accept the fact that I am responsible for the choices I make in my life and the direction will lead me there.So I will try hard to be more skilled and learn as much I can.
There are important responsibility to my family,like: taking care of their health when they are old, helping them travel,give them time and support,taking care of family buisness and Wealth etc.
In reply to Muhammad Sajidul Islam

Re: Feedback on a letter to a child by a father

by Shafin Ahmed -
My main responsibility is that I should never upset them by behaving rudely or getting angry with anybody, on the other hand I should help my family members I should do the jobs like buying vegetables and groceries. I should help my younger sister in her studies. I always help my father in whatev.er work he is doing. I assist him when he is repairing tube light, fixing nails, painting the walls . I iron my clothes myself. As I grow my responsibility will also grow and I have to do more as per the demand of the situation like working and earning and caring my parents. I should not forget their deeds for me and I must do everything to help my family.i have to take care of my parents when they get older as like they do when i was child.
In reply to Muhammad Sajidul Islam

Re: Feedback on a letter to a child by a father

by Naimur Rahman 4304 Durjoy -
চিঠিতে বাবার প্রথম দিকের বাক্য ছিল "তিক্ত সত্য কথা বলছি"

সত্য কথা তিক্ত হয় আর সত্য এটাই বাবা-মা ছাড়া কেও আপন হয়।আপন হলেও তা সম্পূর্ণভাবে আপন ভাবতে হলে সময় নিয়ে বুঝতে হবে। অল্পতেই কাওকে আপন ভাবা যাবে না।কেও নাটক করে স্বার্থ হাছিল করতে কাছে আসতে পারে।কাজের একটু সবটা বিচার বিশ্লেষণে আনাটা একান্তই প্রয়োজন।
সবার সাথে ভালো ব্যাবহার তো করতে হবেই।কিন্তু কোনো প্রত্যাশা ছাড়া। আমি কারো সাথে ভালো ব্যাবহার করেছি বা কারো জন্য ভালো কিছু করেছি যার জন্য সেও তদ্রূপ আচরণ করবে।এমন ভাবা যাবে না।এমন প্রত্যাশা ও করা যাবে না। কিন্তু যাদের দ্বারা আমি নিজে উপকৃত, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা মূলক আচরণ রাখতে হবে। প্রেম, ভালোবাসা নিয়ে অসাধারণ কথা বলেছেন। প্রেম কখনো স্থায়ী হতে পারে,আবার কখনো তা স্থায়ী নাও হতে পারে। কিন্তু সময়ের প্রবহমান স্রোত সব বাধা ভেঙে ফেলতে সক্ষম। কাজেই, আপেক্ষা করলে সময় সব মুছে দিবে।
আমার জীবন কেমন হবে তা আমার নিজের ঠিক করতে হবে। নিজের পরিচয়ে নিজে বড় হতে হবে।নিজে জীবনে কি করবো তা নিজে ঠিক করতে হবে।

এখানে যে কথাগুলো ব্যাক্ত করেছেন বাবা তার সন্তানের প্রতি।আমার বাবা-মা আমাকে চিঠিতে এমন কিছু তো লেখে নি। কিন্তু তারা সর্বদাই এমনটাই বলে এসেছে।
In reply to Muhammad Sajidul Islam

Re: Feedback on a letter to a child by a father

by Robiullah Roni -
3.ART OF LIVING:
যেখানে আমার জীবন শুরু আর শেষ সেটাইতো পরিবার । সেই পরিবারের প্রতি দায়িত্ব ও কর্তব্য নিয়ে টিকতে হবে ভাবিনি কখনোও। প্রথমত,পরিবারের দায়িত্ব আমার উপর ওয়াজিব। বাবা মা আমার জন্য অনেক কষ্ট এবং ত্যাগ স্বীকার করেছে । বাবা মা যেভাবে আমাকে কোন কিছু অভাব বুঝতে দেও নি, টিক তেমনি ভাবে বড় হয়ে তাদের চাওয়া পাওয়া আরও ভালোবাসা পূরন করার সুযোগ করে দেয় যেনো সৃষ্টিকর্তা । বাবা মা কখনও বুঝতে দিবে না তাদের কি প্রয়োজন, নিজ দায়িত্বে প্রয়োজন গুলো খুঁজে বের করে সমাধান করে তাদের খুশি রাখাটাই আমার উপর বড় দায়িত্ব । পরিবারকে খুশি রাখার সৌভাগ্য যেনো আমার হয় ।বুক ফুলিয়ে ভালোবাসি বলতে পারিনি, আমার ইচ্ছা নিজের পায়ে দাড়িয়ে তাদের কাছে গিয়ে বলবো ভালোবাসি তোমাদেরকে "প্রিয় বাবা-মা"
In reply to Muhammad Sajidul Islam

Re: Feedback on a letter to a child by a father

by Esrat Jahan Elma -
We live in a society. Sometimes we get confused and often think that they are exempted from responsibilities . But in the family dynamic there is many things that are required. we have some responsibilities for ourselves and our family.
the letter is very important for our better future . The letter is taken from the experience of life .We should learn from the letter is we should behave well to others . Because, live is too short . So we should enjoy the life . We should remember nothing is permanent . Never expect something from others . We should try hard to achieve anything. If we can not achieve ,we should never be depressed . Because, there is nobody who cares about us . We should always become satisfied with what we have . Otherwise we have to repent. If we want to become successful we should study more and work hard. We must become honest .Because , honesty is the best policy .
In reply to Muhammad Sajidul Islam

Re: Feedback on a letter to a child by a father

by Md. Rayhan 212-15-4164 -
No one can deny the eternal truth that one has to die at birth. So we should all use our time wisely as long as we live without worrying about death. The letter is a parent's counsel to his kid based on his own life experiences on how he might spend his life in order to avoid the hardships that the father endured. We can also benefit from this letter if we live our lives in accordance with the writer's instructions.

Tolerance in life, individuality, brevity of life, relationships, success, attitude towards parents, their love for us, our duty towards them etc. are directly related to my own life and family. Our parents raised us from the youngest to the oldest. We should take care of them when they grow up. Try to help others, but don't expect anything in return. So it doesn't matter how much time it takes you to succeed; all that matters is that you become a successful guy someday. When he is old enough to work on his own, his father wants him to carry him. That is a life lesson taught by a parent to his child.

Finally, I would like to say that one should not give anything for the purpose of getting something from someone.
In reply to Muhammad Sajidul Islam

Re: Feedback on a letter to a child by a father

by Zotirmoy Chowdhury -
According to the letter, I have come to know that I have responsibilities towards myself and my family.
For myself I have to be hardworking, humble good person. And for family,, I have to take care of them when they are old, give them time and support,and our love.
In reply to Muhammad Sajidul Islam

Re: Feedback on a letter to a child by a father

by Ahasan Habib 213-15-4284 -
In the letter, his father told him about life. His father told him that man is mortal.We have to leave this world at any moment.He forbade his son to be discouraged and told him to be kind to everyone. He simply told him not to trust anyone.Everytime be happy with what he have even it so little.In this selfish world even people cheat him he should be honest with eveyone.He should understand that everything is not for achieve.So thing we should sacrifice thats the meanings of life.Getting higher education is not enough to be successful man.He must know that knowledge is the main power to success.One things he must understand to avoid pain thatvhe doesn’t need everyone.Try to help people but never expect from any one them.So it doesn’t Matter How much time you need to success only things is matter eventually you are a successful you are a successful man.His father wants him to carry his father when he is old enough to work himself.That's a father's life lesson to his child.
In reply to Muhammad Sajidul Islam

Re: Feedback on a letter to a child by a father

by juiria Humayan 213-15-4394 -

চিঠিটি পড়ে অনেকগুলো বিষয় উপলব্ধি করতে পারলাম যেমন জীবনে কোনো বিষয়ই ধ্রুব ধরে চলা উচিত নয়। কারন পৃথিবী নিজেও চিরস্থায়ী নয়, নক্ষত্রেরও একদিন মৃত্যু ঘটবে ঠিক তেমনি ভাবে জীবন ও ফুরিয়ে যাবে তাই এই সামান্য পাওয়া জীবনকালকে আমাদের সঠিকভাবে কাজে লাগানো উচিত। 

আর সুখী থাকতে হলে বেশি জিনিসের প্রয়োজন নেই প্রয়োজন শুধু নিজের আর নিজের আপনজনদের প্রতি কিছু দায়িত্ব এবং কর্তব্য গুলো পালন করা। নিজের প্রতি পালন করা দায়িত্ব ও কর্তব্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি আমি মনে করি নিজের খেয়াল রাখা এবং নিজেকে শ্রদ্ধা করা। এর কারণ হিসেবে আমি বলবো আমি যদি নিজের খেয়াল সঠিকভাবে রাখতে পারি আমি আমার আশেপাশের মানুষজনের কথাও একইভাবেই ভাববো। সম্মান করা বিষয়টাও ঠিক তেমনি যদি আমি নিজে নিজেকে সম্মান করতে পারি আমার আশেপাশে থাকা আর পাঁচজন মানুষ কেউ আমি সম্মান করতে পারবো। 

 

আমার পরিবার এবং প্রিয় জনদের প্রতি আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে তাদের সময় দেওয়া এবং সম্মান করা। কারণ জীবনের প্রতিটা পর্যায়ে আমার আর্থিক সচ্ছলতা থাকবে কি থাকবে না এ বিষয়টি আমি বলতে পারছিনা, তাই হয়তো আমার পরিবারকে বা প্রিয়জনদের আমি আর্থিকভাবে সবসময় সহযোগিতা করতে পারবও না। কিন্তু যে জিনিসটা দিয়ে আমি তাদের সব সময় আগলে রাখতে পারব তা হচ্ছে তাদের সময় দেয়া। কারণ পাশে বসে কথা শুনলেও একটা মানুষ মানসিক প্রশান্তি পায় যা অনেক অর্থের বিনিময়েও কেনা সম্ভব না। আর সম্মান করা বিষয়টা নিজের ক্ষেত্রে যেমন গুরুত্বপূর্ণ পরিবারের ক্ষেত্রেও তেমনি। আমি মনে করি যেকোনো সম্পর্কের মূল ভিত্তি হচ্ছে সম্মান করা। তাই আমার মনে হয় আমার পরিবার এবং প্রিয়জনদের প্রতি আমি এই দুইটা দায়িত্ব এবং কর্তব্য সঠিকভাবে পালন করলে পরিবারের সদস্যদের সাথে আমার সম্পর্ক সুন্দর হবে, জীবনও সুন্দর হবে।

In reply to Muhammad Sajidul Islam

Re: Feedback on a letter to a child by a father

by Mist. Mariya Hossan Shayle -
In the letter, a father shared some lessons with his child from what he experienced in his life. It includes duties and responsibilities towards oneself and his family. I learned my duties and responsibilities towards myself and my family by reading the letter.

My duties towards myself are:
1. Valuing life more than anything else.
2. Acquiring knowledge.
3. Working hard to achieve my goal.
4. Learning to let go.
5. Acquiring skills that are needed in life.
6. Having less expectations from others.
 
My duties towards my family are:
1. Spending time with them & cherishing it.
2. Well behaving with them.
3. Taking care of them.
In reply to Muhammad Sajidul Islam

Re: Feedback on a letter to a child by a father

by Jannatun Naim Ema 213-15-4374 -
The first thing to say is that the letter read is wonderful writing.He has learned from his life and advised his son. A father has brought up his child responsibly since childhood. Each of us should establish ourselves and take responsibility for them. To follow their advice in every moment of life. To give them a happy and tension free life. To fulfill their dreams and expectations. To fulfill my moral responsibility towards them. We should learn from every mistake of life and not repeat it. Working hard to achieve my goals. Being kind enough to forgive those responsible for the suffering in my life. To be a good person.
In reply to Muhammad Sajidul Islam

Re: Feedback on a letter to a child by a father

by Md. Farhan Afsar 213-15-4292 -
This letter gives a simple overview of life, what the father faced in his brief life and what I should know to lead a better healthy life.so, some of my duties and responsibilities to myself and my family are listed below:
1. Be aware of making a new real friend. Take enough time before making one.
2. There is nothing essential in our life. We should learn the deep meaning of what is essential in our life.
3. Life and love are concise. If we value those times, we can explore the meaning of life.
4. Practical education and hard work is the key to success.
5. I should always be humble with my parents, especially in old age and help them financially.
In reply to Muhammad Sajidul Islam

Re: Feedback on a letter to a child by a father

by Raktim Kumar Mondal (213-15-4287) -
এই চিঠিতে আমরা দেখতে পাই যে,বাবা তার সন্তানকে উপদেশ দেওয়ার পাশাপাশি সতর্কও করছেন।
জীবনে আমাদেরকে পিতা মাতা কে সম্মান দেওয়া যায় আমদের নিজেদের কাজের মাধ্যমে।যেমন ভালো রেজাল্ট করে,সমাজের জন্য হিতকর কোন কাজ করে।জীবনের প্রতিটি মুহুর্ত আমদের জন্য গুরুত্বপূর্ণ যা কাজ করার মাধ্যমে আমদের উপভোগ করতে হবে।প্রতিটি আননদের মুহুর্ত পিতা মাতার সঙ্গে কাটাইতে হবে।প্রতিদিন বাবা মায়ের খোজ নিতে হবে।তাদের সাথে জীবনের সকল সমস্যার শেয়ার করতে হবে,কেননা তারা আমাদের সব থেকে ভালো চেনেন,তারাই সমাধানের সঠিক উপায় বলে দিতে পারবেন।

পরিশেষে বলতে পরি যে, পিতা মাতা এবং পরিবারের প্রতি আমাদের দায়িত্ববোধ অবর্ণনশীল।
In reply to Muhammad Sajidul Islam

Re: Feedback on a letter to a child by a father

by Almahbuba (213-15-4346) -
বাবা-মা আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ।এই চিঠি তে একজন বাবা পরম মমতা নিয়ে,নিজের জীবনের অভিজ্ঞতা গুলো একত্রিত করে, তার ছেলেকে জীবনে চলার জন্য দিক নির্দেশনা দিয়েছেন।জীবনের প্রতিটা পর্যায়ে,প্রত্যেকটা মানুষ কে গ্রহনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।সংক্ষিপ্ত বিচারে কাউকে আপন করা যাবে না। জীবন অনেক ক্ষুদ্র,তাই মানুষ কে সঠিক মূল্যায়ন করতে হবে।ভালো-খারাপ মিলিয়েই মানুষের জীবন।জীবন কে উপভোগ করতে হলে,তাকে সঠিক মূল্যায়ন করতে হবে এবং বাস্তবতা কে আঁকড়ে নিয়ে মাথায় রাখতে হবে,জীবনে অপরিহার্য কিছু নেই।পরিশ্রম কখনই বৃথা যায় না।পরিশ্রমই আমাদের নিজেদের প্রাপ্য জায়গা এনে দিবে।পাশাপাশি বাবা-মা কে সাথে রাখতে হবে কারণ আমাদের জীবনে চলার পথের প্রথম পথপ্রদর্শক উনারা।তাই বাবা-মা কে সাথে নিয়েই আমাদের সততার সঙ্গে জীবন পাড়ি দেওয়া উচিত।আমাদের প্রত্যকেরই বাবা-মার আদেশ-উপদেশ গুলো মেনে চলা উচিত কারন এইগুলো আমাদেরকে অনেক অপ্রয়োজনীয় কষ্ট থেকে রক্ষা করতে পারবে।তাই আমাদের বাবা-মা এর প্রতি যত্নশীল এবং শ্রদ্ধাশীল হওয়া উচিত।
In reply to Muhammad Sajidul Islam

Re: Feedback on a letter to a child by a father

by Md Rashedul Islam(213-15-4308) -
এখানে চিঠিতে দেখতে পাই একজন বাবা তার জীবনের অভিজ্ঞতা থেকে তার ছেলেকে উপদেশ দিচ্ছেন। যেনো তার ছেলের জীবনে সেই প্রতিবন্ধকতা তৈরি না হয়।তার উপদেশ অনুযায়ী আমাদের যা করনীয় -
১. আমাদের প্রত্যেকের সাথে ভালো ব্যবহার করতে হবে কিন্তু কেউ যদি খারাপ ব্যবহার করে তার জন্য কষ্ট পাওয়া যাবে না।
২. বাবা মা ছাড়া কেউ আমাদের ভালো রাখবার দায়িত্ব নেয় না তাই আমাদেরও উচিত বাবা মা বৃদ্ধ হলে তাদের সেবা করা এবং সম্মান দেখানো।
৩. পরিশ্রম ছাড়া কোনো কিছুই অর্জন করা সম্ভব নয়,তাই ভাগ্যের উপর দোষ না দিয়ে আমাদের লক্ষ অনুযায়ী এগিয়ে যেতে হবে। চলার পথে অনেক বাধার সৃষ্টি হবে সেসব বাধা অতিক্রম করেই সফলতা অর্জন করতে হবে।
৪. আমাদের জীবনে কোনো কিছুই অপরিহার্য নয়।কোনো প্রিয় কিছু হারালে যে একদম ভেঙে পরে যাবে এমন হওয়া যাবে না।অনেক প্রত্যাশিত জিনিস হারিয়ে গেলে বা কোনো বিপদে সব সময় সবাই পাশে থাকবে না।কিন্তু আমাদের উচিত সামর্থ্য থাকলে অন্যকে সাহায্য করা।
৫. আমরা যাদের বন্ধু মনে করি সবাই যে আমাদের সেরকম বন্ধু ভাববে এই ধারণা মিথ্যে।সেক্ষেত্রে খুব সহজেই কাউকে মূল্যায়ন করা ঠিক হবে না।
৬. কেউ যদি আমাদের ধোকা দেয় বা খারাপ আচরণ করে তবুই তার সাথে খারাপ আচরণ করা উচিত হবে না।কারণ তার স্বভাব চরিত্র আর আমাদের স্বভাব এক হবে না।
৭. জীবনে চলার পথে খারাপ সময় আসতেই পারে।সেক্ষেত্রে ভেঙে পরা উচিত নয়।তখন ভালো সময় গুলোর কথা ভেবে আমাদের সুখী থাকতে হবে।
৮. অনেকেই আছে প্রেম ভালোবাসাকে জীবনের অপরিহার্য বলে মনে করে।প্রেম আসলে ক্ষনস্থায়ী অনুভূতির প্রকাশ। যদি আমাদের সেই প্রিয় মানুষটা চলেও যায়, আমাদের জীবন থেমে থাকে না।তাদের ছাড়াই এক সময় ভালো থাকতে শিখতে হয়।ভালো থাকা যায়।
In reply to Muhammad Sajidul Islam

Re: Feedback on a letter to a child by a father

by Mahmudur Rahman Sabbir (213-15-4315) -
জীবনে চলার পথে কিছু বিষয় রয়েছে, যেগুলো মেনে চললে আমাদের জীবন অনেক সুন্দর হয়ে ওঠে আর জীবনে ভালো থাকার জন্য সেই বিষয়গুলো আমাদের সকলের মেনে চলা উচিত। জীবনে কাউকে অথবা কোন কিছুকেই অপরিহার্য করা উচিত নয় কারণ সেই ব্যক্তি অথবা বস্তু জীবন থেকে হারিয়ে গেলে জীবনের পথচলা অনেক কঠিন হয়ে পরে। মানুষের মধ্যে আবেগ ভালোবাসা অনেক গুরুত্বপূর্ণ বিষয় এবং জীবনের অনেকটা জুড়ে এর অবস্থান। কোন কারনে এসব অনুভূতিতে আঘাত প্রাপ্ত হলে বিষন্নতায় পর্যুবেসিত না হয়ে ধৈর্য্য ধারণ করা আমাদের কর্তব্য এতে জীবন স্থিতিশীল ও বিষন্নতা কাটিয়ে সুন্দর হয়ে উঠবে।জীবনে চলার পথে অনেক মানুষের সাথে পরিচয় হয় অনেকের সাথে কারণ বশতঃ দন্দ্ব লাগে। কেউ আমার সাথে সদয় না হলেও আমার উচিত তার সাথে সদয় হওয়া তার সাথে ভালো আচরন করা এতে জীবন সুন্দর ও সহজ হয়ে উঠে। আর যে ভালো আচরন করে তার সঠিক মূল্যায়ন করা এবং তার প্রতি কৃতজ্ঞ থাকা আমাদের দায়িত্ব ও কর্তব্য। জীবনে সফলতা অর্জনের জন্য সর্বোপরি কঠোর পরিশ্রম করতে হবে কখনো শর্টকাট রাস্তা খুঁজে বের করবো না কারন এতে জীবনের সঠিক রাস্তা লাইনচ্যুত হওয়ার সম্ভাবনায় বেশি থাকে। আমি মানুষের সাথে ভালো আচরন করলে তার থেকে ভালো আচরন পাওয়ার প্রত্যাশা করবো না এতে তার ব্যতিক্রম ঘটলেও মনে কষ্ট অনুভব হবে না। সর্বোপরি বলবো জীবন সুখী ও সুন্দর হওয়ার জন্য পরিশ্রমের বিকল্প নেই।পরিশ্রম এর দ্বারাই জীবন সমৃদ্ধ ও সুন্দর হয়ে উঠে।
In reply to Muhammad Sajidul Islam

Re: Feedback on a letter to a child by a father

by Md. Firoz Hasan 213-15-4313 -
First of all, the letter given by the father to the child is a magnificent writing. I should understand that not everything is for achievement. So we should give up a lot of things we need. This is the meaning of life. I should always be kind and humble with my parents. I should follow every advice given to me by my parents.Higher education is not enough to be a successful person. I must know that knowledge is the main force of success. To avoid sorrow I have to understand one thing that I do not need everyone. I should take my time to find real friends. I have to try to help people but never expect anything from them. So it doesn't matter how long it takes me to succeed, the only thing that matters is whether or not I can be a successful person. Above all, the moments I spend with my family should be enjoyed and appreciated.
In reply to Muhammad Sajidul Islam

Re: Feedback on a letter to a child by a father

by Towsib Ahsan -
আমাদের জীবনটা অনেক সংক্ষিপ্ত।আমরা জানি না যে আমরা কতদিন বাঁচব আর কতক্ষণ বাঁচতে পারবো। কিন্তু এই ছোট্ট জীবনে আমাদের আসলে সুন্দরভাবে বাঁচতে হবে।আমাদের সকল নেতিবাচক দিকগুলো পরিহার করার চেষ্টা করতে হবে এবং ইতিবাচক দিকগুলোকে আয়ত্ত করতে হবে।সব সময় মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, মানুষের ভালোর জন্য কাজ করতে হবে তবে বিনিমযয়ে কিছু আশা করা যাবে না।জীবনটা আসলে হতাশায় ডুবে থাকার জন্যে সংক্ষিপ্ত। তাই এইসংক্ষিপ্ত সময়টাতে হতাশায় না ভুগে সুন্দর ভাবে উপভোগ করতে হবে।জীবনের সমস্ত দুঃখগুলোকে হাসিমুখে বরণ করতে হবে যাতে সেটা আমাকে দুর্বল করে ফেলতে না পারে।ভাগ্যের উপরে নির্ভরশীল হওয়া যাবে না কারণ সফলতার কোন সহজ রাস্তা হয়না কঠোর পরিশ্রমের মাধ্যমে এটিকে অর্জন করতে হয়।তাই সময়টাকে সঠিকভাবে কাজে লাগিয়ে পরিশ্রমের মাধ্যমে নিজেকে সফল করে তুলতে হবে।আসলে আমরা কতদিন বাঁচবো সেটা তো মুখ্য বিষয় নয় যতক্ষণ বাঁচবে অতটুকু যেন আমরা সুন্দর ভাবে উপভোগ করে কাটিয়ে যেতে পারিএটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত।
In reply to Muhammad Sajidul Islam

Re: Feedback on a letter to a child by a father

by Joy Datto -
Duty implies an obligation or moral commitment which an individual is expected to perform. Responsibility refers to the liability which is assumed or accepted by a person, as a part of someone's job role or position. There are few valuable advices in the given letter whichs mention some of important duties and responsibilities.

Things like love, relationship, wealth, friendship and work-life are well written in the letter. And we also have certain things to take away from the letter as our duties and responsibilities toward both us and our families.

Here are the list of things which we should obey as duty and responsibility to ourselves :
• We shouldn’t solely rely on someone for anything. Self-company is the only constant.
•People doesn’t stay beside always. We should accept the reality and move on.
• Working on personal wealth from early age is one of the most important thing we can do.

Now here comes the list of things which should be followed to obey the duty and responsibility to family :
• We should stay beside our parents in their old age.
• We should earn by own in our adulthood rather then keeping a constant pressure on parents.
In reply to Muhammad Sajidul Islam

Re: Feedback on a letter to a child by a father

by Abdul Ahad -
এই চিঠিটা পড়ার পর আমার যে সকল দায়িত্ব গুলো করা প্রয়োজন বলে মনে হয়েছে। ঐসকল দায়িত্বগুলো নিয়ে এখন কথা বলা যাক। সর্বোপরি আমি যা বুঝতে পেরেছি তা হচ্ছে এটি বাস্তব সম্মত এবং নিজের জীবনের অভিজ্ঞতা থেকে নেয়া একটি চিঠি।
আমি আমার সম্পর্কে এবং আমার পরিবারের সম্পর্কে দায়িত্ব বলতে বুঝি, যে কাজগুলো আমার এবং আমার পরিবার উভয়েরই উপকার হয় এবং তাদের সাথে সাথে যেন আমি দেশ ও সমাজে মানুষের উন্নয়ন করতে পারি। আমার কাজকর্ম যাতে এমন না হয় যাতে শুধু আমারই উপকার হচ্ছে এবং অন্যদের ক্ষতি হচ্ছে। আমার কাজকর্মগুলো এমন হওয়া উচিত যাতে আমার সাথে সাথে মানুষের উপকার হয় সাথে দেশের উপকার হয়। আর একা কখনও জীবনযাপন করা যায়না, তাই আমাদের উচিত আমাদের সাথে সাথে অন্যদের কথা ভেবে কাজ করা। আমাদের জীবন সংক্ষিপ্ত। আমরা যখন অল্পবয়স্ক থাকি তখন ভালো মন্দ অনেক কিছু বুজার ক্ষমতা আমাদের থাকে না। আমরা অনেক ধরনের ভুল করে থাকি। তখন একমাত্র বাবা-মা রাই আমাদের সঠিক পথ দেখিয়ে থাকেন। তবে আর একটা বিসয় গুরুত্বপূর্ণ যেটা লেখক উল্লেখ করেছেন যে প্রাপ্তবয়স্ক হলে কখনই বাবা-মার উপর ভরসা করে আরাম আয়েশে রাজার মত জীবন কাটানো উচিত না। ভাগ্যের উপরে নির্ভরশীল হওয়া যাবে না কারণ সফলতার কোন সহজ রাস্তা হয়না কঠোর পরিশ্রমের মাধ্যমে এটিকে অর্জন করতে হয়।তাই সময়টাকে সঠিকভাবে কাজে লাগিয়ে পরিশ্রমের মাধ্যমে নিজেকে সফল করে তুলতে হবে।
In reply to Muhammad Sajidul Islam

Re: Feedback on a letter to a child by a father

by A.A.M. Mustahid -
আমার দায়িত্ব আমার নিজের প্রতি-
১. বন্ধু নির্বাচনে সতর্ক থাকা। তাদের মুল্যায়ন ও কৃতজ্ঞতা প্রকাশ করা যারা আমাকে মুল্যায়ন করছে।
২. প্রাপ্তিহীন এর জায়গাতে ধৈর্য্য ধরা ।
৩. জীবনের আন্দন্দঘন মুহুর্তগুলো উপভোগ করা।
৪. সফলতার কোন সংক্ষিপ্ত পথ বা সুত্র নেই। কঠোর অধ্যাবসায় পারে কোন মানুষকে সফলতর করে তুলতে।তাই অধ্যাবসায় ও ধৈর্য ধরে নিজের গন্তব্যের দিকে এগিয়ে চলা।
৫. নিজের কথার মর্যাদা রক্ষা করা।

পরিবারের প্রতি আমার দায়িত্ব-
১. পরিবারকে সময় দেওয়া।
২. বাবা মায়ের খেয়াল রাখা এবং তাদের কোন দুঃখ এর কারন না হওয়া।
৩. পরিবারের বয়োজোষ্ঠ্যদের সম্মান ও তাদের কথার মুল্যায়ন ও শ্রদ্ধাবোধ রাখা।
In reply to Muhammad Sajidul Islam

Re: Feedback on a letter to a child by a father

by Imran Islam Saiem -
সম্পূর্ণ চিঠিটি পড়ে আমি অনেক কিছুই বুঝতে পারলাম। তার মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে বাবা-মা আমাদের জন্য সব সময় ভালো কিছুই আশা করে। এই চিঠি পড়ে বুঝা গেল বাবা সাথে ঘটে যাওয়া তিক্ত অভিজ্ঞতা গুলা ছেলের সাথে শেয়ার করেছে। এককথায় আমরা বলতে পারি, চিঠিতে বাবার দেওয়া এডভাইস গুলো আমরা যদি সকলেই ঠিকঠাকমতো পালন করতে পারি এবং কথাগুলো মানতে পারি তাহলে আমরা জীবনে অনেক বড় কিছু হতে পারব। ক্রমান্বয়ে জীবনে সবকিছুতে সাকসেস চলে আসবে।
In reply to Muhammad Sajidul Islam

Re: Feedback on a letter to a child by a father

by rayhan rafin -
চিঠিটি পড়া দায়িত্ব ও কর্তব্যের কথা মনের করিয়ে দেয় | প্রথমত, পিতা-মাতার শাসনে কখোনই মনে অসন্তোষ পুষে রাখতে নেই | পিতা মাতা সবসময়ই সন্তানের মংগলের কামনা করেন | পৃথিবীর কোনো কিছুই নিজের নয় | যেকোনো সময় প্রিয় বস্তু বা ব্যক্তি চলে যেতে পারে | জীবনের সঠিক মূল্যায়ন করতে হবে | ক্ষনস্থায়ী বিষয়ে মেজাজ হারানো যাবে না | জীবনে যেমন আশাবাদী হতে হবে তেমনি বাস্তবিক হওয়া প্রয়োজন | পিতা মাতা সহ সকলকে সম্মান ও মর্যাদায় রাখা আমাদের কর্তব্য
In reply to Muhammad Sajidul Islam

Re: Feedback on a letter to a child by a father

by Jubayer Ahmed -
চিঠিটি পড়ে বোঝা যায়, বাবার তাএ সন্তানকে দেওয়া উপদেশ যা তিনি নিজের জীবনে অনুভব করেছেন। তিনি তার সন্তানকে জীবনে পরিবার এবং পিতামাতার গুরুত্ব ব্যাখ্যা করেন। তিনি বলেছেন যে তার সন্তান যদি কখনও অপ্রত্যাশিত পরিস্থিতিতে তার পিছনে যায় তবে তার হতাশ হওয়া উচিত নয়। জীবনে অনেক উত্থান-পতন আছে কিন্তু আসলে তাকে প্রতিটি মুহূর্তে জীবনকে উপভোগ করার চেষ্টা করতে হয়। বাবা-মা আর্থিক সহায়তা চান না। তারা চায় আমাদের ভালোবাসা, আমাদের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো। তারা চায় আমরা ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হই। তাই প্রাপ্তবয়স্ক হওয়ার পর কোনোভাবেই তাদের ওপর নির্ভর না করে আমাদের নিজেদের পাশাপাশি তাদের জন্যও কিছু করতে হবে। উচ্চশিক্ষাই শুধুমাত্র সফলতার মানদন্ড নয়। অনেক সফল লোক রয়েছেন যারা উচ্চশিক্ষিত নন তবে এর মানে এই না যে উচ্চশিক্ষার কোনো দরকার নেই জীবনে। শিক্ষালাভ এবং পরিশ্রম উভয় একে অপরের পরিপুরক জীবনে সফল হতে চাইলে।পরিশ্রমের বিকল্প নেই। কারণ পরিশ্রম না করে শুধু ভাগ্যের আশায় বসে থাকলে সফলতা আসে না। পৃথিবীর কেউ আমার জন্য জায়গা ছাড়বে না। আমাদের নিজেদের প্রচেষ্টায় জায়গা পেতে হবে। তারপর আমরা নিজেকে একজন ভালো এবং সফল মানুষ হিসেবে বলতে পারি।
In reply to Muhammad Sajidul Islam

Re: Feedback on a letter to a child by a father

by MD. Aminul Islam Bulbul 213-15-4298 -
আমার নিজের কাছে চিঠি টা অনেক ভাল লেগেছে, কারণ লেখা গুলো ছিল বাস্তবসম্মত। উনি যে কথা গুলো বলেছেন আমি মনে করি আমাদের জীবনের চলার পথে প্রত্যেক সময় মনে রাখা উচিত।

চিঠি তে বাবা তার ছেলেকে অনেক উপদেশ দিয়েছেন। অনেক বাস্তবসম্মত উপদেশ দিয়েছেন যার প্রতিফলন প্রত্যেকটা মানুষের জীবনে আনা উচিত বলে আমি মনে করি। উনি বলেছেন মানুষের সাথে ভালো ব্যাবহার করতে, কিন্তু বিপরিতে ভালো ব্যাবহার আশা করতে নিষেধ করেছেন। বাস্তব ভাবে চিন্তা করলে আমরা অনেক সময় মানুষের কাছে থেকে অনেক খারাপ ব্যাবহার পেয়ে থাকি যদিও বা তার সাথে ভাল ব্যাবহার করা যায়। উনি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যেটা, ভাল সময়ে অনেক জনকে কাছে পাবে কিন্তু খারাপ সময়ে কেউ তোমার পাশে থাকবে না, এমনকি তোমার আত্বীয় স্বজন তোমার পাশে থাকবে না। সত্যি বলতে আমারা এই ব্যপারাটা আমাদের সাথে অনেক সমইয় হতে দেখেছি। তিনি আরো বলেছেন, কঠোর পরিশ্রম করতে যেন জীবনে সফল হওয়া যায়। আর সফলতা যেন এরকরম হয় সারাজীবন খুব সুন্দর ভাবে পার করা যায়।

সর্বশেষে বলা যায়, তিনি একজন বাস্তবসম্মত মানুষ। তিনি তার জীবনে যে সমস্যা গুলো উপলব্ধি করে এসেছেন সেই ব্যাপার গুলো যেন তার ছেলের সম্মুখীন না হতে হয়। আর যার জন্য তিনি তার ছেলেকে এই চিঠি লিখেছেন।
In reply to Muhammad Sajidul Islam

Re: Feedback on a letter to a child by a father

by Sazzad Hossain 213-15-4305 -
চিঠিটা পড়ে বোঝা গেল যে এক বাবা তার ছেলের কাছে বাস্তব জীবনে চলার পথে বাধা ও বাস্তব ঘটনা উল্লেখ করছেন।
প্রথমত জীবনে চলতে অনেকই ভালো ব্যবহার করে না। তাই বলে তারা যে খারাপ তা নই। অর্থাৎ চলার পথে মানুষ চিন্তে হবে। এরপর সব জিনিস নিজের জন্য নই।জীবন খুবই সংক্ষিপ্ত তাই সময়ের কাজ সময়ে করতে হবে। ভালোবাসা ক্ষণস্থায়ী। আজ আছে তো কাল নাই। সফল হতে হলে পরিশ্রমী হতে হবে। একদিন বাবার হাত ছেড়ে নিজের পায়ে দাড়াতে হবে এবং নিজের বর্তমান সময় উপভোগ করতে হবে।

অর্থাৎ বাবা-মা তার সন্তানের নিয়ে কতটা চিন্তিত তা উক্ত চিঠিতে প্রকাশ পায়।
In reply to Muhammad Sajidul Islam

Re: Feedback on a letter to a child by a father

by Sarmin Rahman Mim -
চিঠিটি পড়ে অনেকগুলো বিষয় উপলব্ধি করতে পারলাম |আমার পরিবার এবং প্রিয় জনদের প্রতি আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে তাদের সময় দেওয়া এবং সম্মান করা। বাবা-মা আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ।সুখী থাকতে হলে বেশি জিনিসের প্রয়োজন নেই প্রয়োজন শুধু নিজের আর নিজের আপনজনদের প্রতি কিছু দায়িত্ব এবং কর্তব্য গুলো পালন করা। নিজের প্রতি পালন করা দায়িত্ব ও কর্তব্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি আমি মনে করি নিজের খেয়াল রাখা এবং নিজেকে শ্রদ্ধা করা। এর কারণ হিসেবে আমি বলবো আমি যদি নিজের খেয়াল সঠিকভাবে রাখতে পারি আমি আমার আশেপাশের মানুষজনের কথাও একইভাবেই ভাববো। সম্মান করা বিষয়টাও ঠিক তেমনি যদি আমি নিজে নিজেকে সম্মান করতে পারি আমার আশেপাশে থাকা আর পাঁচজন মানুষ কেউ আমি সম্মান করতে পারবো। পরিশ্রমই আমাদের নিজেদের প্রাপ্য জায়গা এনে দিবে।পাশাপাশি বাবা-মা কে সাথে রাখতে হবে কারণ আমাদের জীবনে চলার পথের প্রথম পথপ্রদর্শক উনারা।তাই বাবা-মা কে সাথে নিয়েই আমাদের সততার সঙ্গে জীবন পাড়ি দেওয়া উচিত।আমাদের প্রত্যকেরই বাবা-মার আদেশ-উপদেশ গুলো মেনে চলা উচিত কারন এইগুলো আমাদেরকে অনেক অপ্রয়োজনীয় কষ্ট থেকে রক্ষা করতে পারবে।তাই আমাদের বাবা-মা এর প্রতি যত্নশীল এবং শ্রদ্ধাশীল হওয়া উচিত।
In reply to Muhammad Sajidul Islam

Re: Feedback on a letter to a child by a father

by Abdur rahman 213-15-4270 -
প্রথমেই বলতে হয় সন্তানের প্রতি বাবার দেওয়া চিঠিটি বাস্তবসম্মত এবং আবেগময় একটি লেখা। বাবা তার সাড়া জীবনের অভিজ্ঞতা আর জীবনের প্রতিটা ধাপে কি কি বাঁধা আসতে পারে এবং বাঁধা আসলে কিভাবে তা কাটিয়ে উঠা যায় তার সমাধান দেখিয়ে দিয়েছেন। তিনি বলেছেন যে তার সন্তান যদি কখনও অপ্রত্যাশিত পরিস্থিতিতে পিছিয়ে যায় তবে তার হতাশ হওয়া উচিত নয়।প্রতিটি মানুষের জীবনে অনেক উত্থান-পতন আছে কিন্তু আসলে তাকে প্রতিটি মুহূর্তে জীবনকে উপভোগ করার চেষ্টা করা উচিত। বাবা মা আমাদের কাছ থেকে টাকা পয়সা চান না। তারা চায় তাদের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো যেন আজীবন সরণ থাকে। জীবনে কঠিনতম সময়ে আত্মীয় স্বজন কেউই থাকবে না শুধুমাত্র বাবা মা এদুজনই ভালো এবং খারাপ সব সময়ই আমাদের পাশে থাকেন।তাই সময়কে সঠিকভাবে কাজে লাগিয়ে পরিশ্রমের মাধ্যমে নিজেকে সফল করে তুলতে হবে।পৃথিবীতে কে কতদিন বাঁচবো সেটা তো মুখ্য বিষয় নয় যতদিন বাঁচবো সবটুকু সময় যেন আমরা সুন্দর ভাবে উপভোগ করে কাটিয়ে যেতে পারিএটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। আমাদের প্রত্যকেরই বাবা-মার আদেশ-উপদেশ গুলো মেনে চলা উচিত কারন এইগুলো আমাদেরকে অনেক অপ্রয়োজনীয় কষ্ট থেকে রক্ষা করতে পারবে। আর আমাদের বাবা-মা এর প্রতি যত্নশীল এবং শ্রদ্ধাশীল হওয়া উচিত।
সর্বোপরি চিঠিটির বাবা একজন বাস্তব সম্মত মানুষ। তিনি তার জীবনের বাস্তবভিত্তিক সব অভিজ্ঞতা, বাঁধার কথা জানিয়ে এখনই তার সন্তানকে সাবধান করে দিতে চেয়েছেন। আমাদের প্রত্যেককেই উচিত চিঠিটির উপদেশ গুলো মেনে বাস্তব জীবনে কাজে লাগিয়ে পরিশ্রমের মাধ্যমে নিজেকে সফল করে তোলা।
In reply to Muhammad Sajidul Islam

Re: Feedback on a letter to a child by a father

by Halima Akther -
গল্পটি একটি বাস্তবতা সম্মুখীন গল্প..
প্রতিটা বাবা -মা চায় তার সন্তানের জীবন সুন্দর হোক, সন্তান জীবনে কিছু করতে পারুক সেটা যেনো হয় সৎ ভাবে এবং সৎ পথে। পৃথিবীতে সন্তানের সবচেয়ে আপন হচ্ছে তার মা-বাবা, তাই সব কিছুর সুবিচার করার দায়িত্ব শুধু মাএ মা -বাবারই থাকে। বাবা মা আমাদের জন্য আল্লাহ তালার বিশেষ নেয়ামত..
তাই আমাদের তাদের সম্মান করতে হবে এবং তাদের প্রতিটা কথা পালন করতে হবে। একজন বাবা তার অভিজ্ঞতা থেকে বাস্তব জীবনের কিছু চিএ নিয়া তার সন্তানকে চিঠিটি লিখেছেন, তিনি তার সন্তানকে এটাই বুঝিয়েছেন যে জীবনে চলার পথে অনেক বাঁধা আসবে, কিন্তু সব কিছু হার মানিয়ে আমাদের সফল হতে হবে.. এবং দেখা যাবে জীবনে অনেক খারাপ সময় ও আসবে তখন আমাদের লড়াই করে সফলতা এসে জীবনটাকে উপভোগ করতে হবে ❤️
In reply to Muhammad Sajidul Islam

Re: Feedback on a letter to a child by a father

by Md Istiaq Nezoom molla 213-15-4269 -
আমি প্রায়শই অনেক উক্তি, অনেক লিখা, অনেক গল্প পড়ি। অনেক চিঠিও পরেছি। কিন্তু এতো সুন্দর এতো সাবলীলভাবে গুছানো চিঠি কখোন পড়িনি। সত্যিই বাবারা সবসময় চায় সন্তান যেন পরাজিত না হয়। একেক জনের চাওয়াটা একেকরকম করে হয় কিন্তু চায় সবাই ওটাই যেনো সন্তান পরাজিত না হয়।
আমার প্রতি বাবার যেমন দায়িত্ব আছে, তেমনি আমারো দায়িত্ব আছে। একজন সন্তান হয়ে বাবার ভালোবাসাটা উপলব্ধি করাটা একটু কঠিন হয় আমার জন্য। তবুও আমি বুঝি আমার বাবা আমাকে কতোটা ভালোবাসেন। আমি হয়তো আমার বাবার,আমার পরিবারের অনেক কথাও অমান্য করি। কিন্তু সন্তান হিসেবে আমিও চাই তাদেরকে ভালো রাখতে। আমি জানি আমার উচিত আমার পরিবারের প্রত্যেক জনের জন্যে আমার যে দায়িত্ব আছে তা পালোন করা অত্যাবশ্যক । ইনশাআল্লাহ আমি করবো।
সন্তানদের প্রতি বাবাদের ভালোবাসা আসলেই হীরের চেয়ে বেশি দামী।
পুরোটা জুড়ে আমি শুধু বাবার কথা বলছি মায়ের কথা বলা হয়নি কারণ, মায়ের প্রতি সন্তানদের ভালোবাসাটা প্রকাশ পায়। কিন্ত বাবার প্রতি ছেলেমেয়েদের ভালোবাসাটা সুপ্ত থাকে যা অনেক ছেলে মেয়ে কখনোই প্রকাশ করতে পারেনা। হয়তো বাবারা এমনি, হয়তো তাদের ভালোবাসাটাই এমোন।
In reply to Muhammad Sajidul Islam

Re: Feedback on a letter to a child by a father

by Mehedi Hasan -
In this latter a father was giving advice to his son from what he learn in his entire life. He want that his son do learn from his story because he had so many experiences in his life. From this letter we can learn about our life, society , culture and our responsibility. Now I am writing about my duties and responsibilities towards my family ,myself ,friends and society.
Responsibility towards myself :- To learn from every mistake and not to repeat it. To work hard to achieve my goals. To be kind enough to forgive people who are responsible for troubles in my life . To be a better human being .
Responsibility towards family :- To give them a happy and tension free life .To fulfill their dreams and expectations. To give them a luxurious life and to perform my moral duties towards them .
Responsibility towards friends :- To help them in every possible way I can. Also to seek advise from them when I am in a difficult situation. To give them unconditional love and support .
Responsibility towards society :- Starting from my home my first responsibility is to be a good son, brother, friend and a law abiding citizen . Then comes responsibilities like to look after the problems faced by our society and help to solve it and to perform my humanitarian duties towards society .
In reply to Muhammad Sajidul Islam

Re: Feedback on a letter to a child by a father

by Arman hasan 213-15-4282 -
Parents are our closest ones in this world. They are our well wishers. They teaches us about the world. They never left us behind. life is so unpredictable and they are the one who always supports us in every situation. They always helps us .No one is ours expect our parents. Parents are the only selfless people in this world.

Duties and responsibilities to myself:
1 Always have to think good for others and doing good for others.
2 Can't be arrogant, have to behave properly with others.
3 Have to be careful all the time.
4 Have to judge people before trusting.
5 Have to remember nothing is certain. life has ups and downs.
6 Have to appreciate life and work hard to make it worthy.
7 Have to be patience and do proper use of time.
8 Can't lose hope and stop working hard.

Duties and responsibilities to my family :
1 Always respect and love our parents.
2 Must do whatever they say me to do. Because they are our well wishers.
3 Always taking care of my parents.
4 Never do anything which will hurt them.
5 Fulfilling their wishes.
6 Giving them proper time.
In reply to Muhammad Sajidul Islam

Re: Feedback on a letter to a child by a father

by Walid Khan (213-15-4275) -
লেখাটি একটি বাস্তবসম্মত এবং আবেগময় লেখা।আমি মনে লেখক জীবনের একটা সারাংশ তুলে ধরেছেন তার ছেলের কাছে। বেচে থাকতে বাবা মাকে সম্মান ও ভালোবাসাতে হবে।
সন্তানের জীবনে বাবার অবদান কেউ লিখে শেষ করতে পারবে না।
একজন মানুষ তোমার সাথে ভালো ব্যাবহার করবে এমনও হতে পাতে ২ দিন পর তুমি ওর ভালো বন্ধু না, কিনতু বাবা মা সব সময় পাশে থাকবে
জীবনের সব কিছু যে পেয়ে যাবে তা নয় কেও পাশে না থাকলেও বাবা মা পাশে থাকবে। কখনো সুন্দররযকে নিয়ে বারা বারি করা যাবে না কারন সুন্দরর্য সব সময় থাকে না।এমন অনেক মানুষ আছে যারা উচ্চ শিক্ষা না করেই সফলতা লাভ করেছে। তাই পরিশ্রম ছাড়া সফলতা লাভ করা যায় না সে যতই ভালো পড়ালেখা করুক।
শেষে বলতে চাই যে যাই হোক তাদের কথার সম্মান রাখা চাই।কারন তারা অন্য যে কারও চাইতে আমার জীবনে সবচেয়ে বেশি ঘনিষ্ঠ।
In reply to Muhammad Sajidul Islam

Re: Feedback on a letter to a child by a father

by Sakib Tanvir -
Each line of the letter is based on a father's personal experience. Our lives are brief. We don't have the ability to understand many good and bad things when we are young. Friend might not be a good friend always but your parents will always be there for you. We make a variety of errors in our life. Only our parents could show us the right path. Parents work for our benefit in all aspects of life. In most cases, parental advice makes our lives happier. Every one of us should follow our parents' commands and advice in life because they can save us from a lot of trouble. It is not that you will get everything in life. Even if no one is by your side, your parents will be by your side.
In reply to Muhammad Sajidul Islam

Re: Feedback on a letter to a child by a father

by Alaya ParvinAlo 213-15-4283 -
সন্তানের প্রতি ‘বাবা’র ভূমিকাটি শুধু পার্থিব চাহিদা পূরণের মধ্যেই সীমাবদ্ধ নয়। এমনকি সন্তান যখন ভূমিষ্ঠ হয়নি তখন থেকেই তার জন্মদাতা ব্যক্তিটি ‘বাবা’ হয়ে উঠতে থাকেন।আর জন্মদাতার এই ‘বাবা’ হয়ে ওঠার জন্য তাকে হতে হয় দায়িত্বশীল। আর এ দায়িত্বশীলতা থেকেই এক বাবা তার প্রিয় সন্তানের জন্য লিখেছেন এক অসাধারণ চিঠি। যেহেতু চিঠির লেখক এই বাবাটি হলেন একজন চাইল্ড সাইকোলজিষ্ট এবং হংকং-এর প্রখ্যাত টিভি সম্প্রচারকারী। তাই তার কথাগুলো- বয়োজ্যেষ্ঠ, বয়োকনিষ্ঠ, বৃদ্ধ, তরুন কিংবা শিশু তথা আমাদের সবার জন্যই প্রযোজ্য। আমাদের জীবন, ভাগ্য এবং দুর্ঘটনার কোন নিশ্চয়তা নেই তাই ক্ষণস্থায়ী অতিরঞ্জিত কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি না করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। একমাত্র পরিশ্রম ই সফলতার চাবিকাঠি তাই বিনামূল্যে কোনো কিছুর আশা না করে পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জন করতে হবে। জীবন ক্ষণস্থায়ী তাই সকল মুহূর্তগুলো উপভোগ করতে হবে।
In reply to Muhammad Sajidul Islam

Re: Feedback on a letter to a child by a father

by Md. Anik Ahmed Rifat -
Every word in the letter is wonderful .
From the letter it is understood that a father has given a letter to his child with some real life pictures from his life experience. In the letter, she told her child about the meaning of life and the importance of parents in a person's life. Although there are many obstacles in the way of life and many close people have left the difficult moments of life, they have given advice on how to carry on with life.

He tells her child from her own life experience that if her child ever goes after an unexpected situation, child  should not be disappointed. He said in the letter that there are many ups and downs in life but in fact you have to try to enjoy life in every moment.

At last i want to say that, My two most important responsibilities and duties towards my family and loved ones are to give them time and respect.
In reply to Muhammad Sajidul Islam

Re: Feedback on a letter to a child by a father

by Shahriar Sultan Ramit 213-15-4248 -
Following is a letter to his son from a renowned Hong Kong TV broadcaster cum Child Psychologist.The words are actually applicable to all of us.Life, fortune and mishaps are unpredictable, nobody knows how long he lives. So, some words are better said early.We should not bear grudge towards those who are not good to us. Because no one has the responsibility of treating us well, except our parents. To those who are good to us, we have to treasure it and be thankful, and we have to be cautious, because, everyone has a motive for every move. When a person is good to us, it does not mean he really likes us. We have to be careful, don't hastily regard him as a real friend.Life is short.The earlier we treasure our life, the better we enjoy our life .Love is but a transient feeling, and this feeling would fade with time and with one's mood.Whatever knowledge we gain is our weapon in life.We should work hard to achieve success and enjoy every moment of our lives.
In reply to Muhammad Sajidul Islam

Re: Feedback on a letter to a child by a father

by Minhazul Hosen -
বিনা স্বার্থে আমাদের সাথে সারাজীবন থাকবে, জীবনে ভালো থাকার দারুণ দারুণ কিছু পরামর্শ দিবেন, আমাদের জীবনে সফলতা কে ছুইবার জন্য তিনি অকান্ত পরিশ্রম করে যাবেন, আপনি তার কথা শুনেন কিংবা না শুনেন তবুও তিনি আপনাকে ভালোবেসে যাবেন। হ্যাঁ, তিনি আর কেউ নন তিনি আমাদের বাবা।

আমার পড়া, সন্তানের কাছে বাবার চিঠিটি ছিল অসাধারণ, অতুলনীয়। চিঠিটিতে বাবা তার সন্তান কে বাস্তবতার সাথে টিকে থাকার জন্য অসাধারণ কিছু পরামর্শ দিচ্ছিলেন। কারণ একজন বাবাই জানে একজন সন্তানের চলা পথ কতটা নির্গম হতে পারে, এবং এই বাবাই জানে কীভাবে সে ওই পথ থেকে বেরিয়ে এসে নিজেকে সফলতার দিকে নিয়ে যেতে পারে। ঠিক তেমনটাই হয়েছিল সন্তানের কাছে বাবার চিঠি দিতে। চিঠিতে বাবা তার সন্তানকে আগামী দিনের পথগুলো কতটা কঠোর করতে পারে তা তুলে ধরে তার সমাধান গুলো বলে দিচ্ছে। আমাদের প্রত্যেকের উচিত বাবাদের এই সুন্দর পরামর্শগুলো কে ধারণ করে সামনের দিনগুলো কে এগিয়ে নিয়ে যাওয়া। 

ধন্যবাদ জানাই সকল বাবাদের কে 
In reply to Muhammad Sajidul Islam

Re: Feedback on a letter to a child by a father

by Asiqur Rahman Anik -
We all are bound to do something in our life which will let us live in peace and harmony until we are alive. There are certain rules which we should follow to lead a better life. The first and foremost duty for myself is to thank The Creator for making me eligible to write this reply here. Without Him nothing is possible so we all should thank Our Creator for this. Then for our family we haveto look after them until they are alive and pray for them if they die. Only my family knows my limits and pushes me to do better. We all should pray for our afterlife because thats the never ending life and be honest and truthful in this life. I think if we stay honest and truthful to everybody then all our duties and responsibilities will be done accordingly. Thats all Thank You :)
In reply to Muhammad Sajidul Islam

Re: Feedback on a letter to a child by a father

by Md Nirob Hossain -
আমাদের চিন্তাশক্তি কিংবা আমাদের অনুধাবন সব যেন ঐ আবেগেই পরিপূর্ণ হয়ে রয়েছে। বাবার লেখা চিঠিটি আবেগকে দূরে ঠেলে সুষম গন্তব্যে এগিয়ে যাওয়ার এক নিদারুণ উৎসাহ তো বটেই ভবিষ্যতের সঠিক পথ দেখানোর সংবিধান। পৃথিবীর প্রত্যেকটা ছেলেমেয়ের দায়িত্ব হওয়া উচিত তার বাবা মা তাকে যেভাবে বড় করেছে, আদর- স্নেহ, ভালোবাসা দিয়ে আগলে রেখেছে ঠিক তেমনই তার বাবা মায়ের সরূপ আচরণ করা। আমি আমার বাবা মাকে অত্যন্ত ভালোবাসি। তারা আমার জীবনের সবটুকু জুড়ে রয়েছে। আমাকে যেভাবে তারা তাদের সব উজাড় করে দিয়ে আগলে রাখছে ইনশাআল্লাহ একদিন আমিও তাদেরকে যেন ঐভাবেই আগলে রাখতে পারি সেইজন্য সৃষ্টিকর্তার কাছে সবসময় প্রার্থনা করি। আমাদের সভ্য সমাজের বৃদ্ধাশ্রমই কেবল আমাদের মানসিকতার পরিবর্তন ঘটাতে সাহায্য করতে পারে৷ এই থেকে এক শিক্ষা নিয়ে হলেও নিজের বাবা মাকে বৃদ্ধাশ্রমে না পাঠানোর অঙ্গিকার তৈরি হবে। আমাদের বাবা মায়ের প্রতি আমার দায়িত্ব অনেক অনেক বেশিই সাথে পরিবারের বড় ছেলে হিসেবে আরো বেশি থাকাই কেবল শ্রেয়। আমাদের সংস্কৃতির দিক থেকে পরিবার কেবল একটি সুন্দর শিক্ষার স্থান নয় একটি আবেগ আর ভালোবাসারও স্থান। তাই এই জায়গায় আমার দায়িত্ববোধ বা কর্তব্যবোধটাও অনেক বেশিই। আমরা আসলে যেমন করবো তেমনই ফলই একদিন পাবো। পরিশেষে বলাই যায় আমরা আমাদের বাবা মা ও নিজের পরিবার আগলে রাখলে ভবিষ্যত প্রজন্মও আমাদের আগলে রাখবে।
In reply to Muhammad Sajidul Islam

Re: Feedback on a letter to a child by a father

by abu salaho 213-15-4254 -
From this letter we see that, a father shared few life lessons with his child from what he experienced in his life. Which includes most duties and responsibilities towards myself and my family. Overall reading this latter we can learn my duties and responsibilities.

My duties towards myself are:
1. Give value on life more than anything else.
2. Acquiring knowledge regarding to my career.
3. Working hard to achieve my goal and having less expectation from others.
4. Learning how to let failures go.
5. Acquiring skills that are needed in life.

My responsibilities towards my family are:
1. Spending time with them.
2. Earn their trust and well behaving with them.
3. I have to take care of them.

After all, I must say that. In childhood, its hard to find out what is good for us. That's why we make mistake. But our parents choose the correct path for us. If we follow the advice of our parents then it will bring up great value in our life.
In reply to Muhammad Sajidul Islam

Re: Feedback on a letter to a child by a father

by Parthib Saha 213-15-4253 -
Every lines of this letter is so important for life.I think if we can follow these lines we will be successful in our life.Parents are the god for a children, no one is yours except your parents.We have to treat everyone well but without any expectation. I have treated someone well or done something good for someone for whom he will behave in the same way. It cannot be thought that. It cannot be expected. But I have to be grateful to those by whom I have benefited myself. He has said wonderful things about love. Love can sometimes be permanent, but it can never be permanent. But the flowing current of time is able to break all barriers. So, if you wait, time will erase everything.
I have to decide for myself what my life will be like. You have to grow up in your own identity. You have to decide for yourself what you will do in your life.
In reply to Muhammad Sajidul Islam

Re: Feedback on a letter to a child by a father

by Ridam Roy -
লেখাটি সত্যি অসাধারণ। যেখানে লেখক তার ছেলের কাছে বাস্তব জীবনের কিছু অধ্যায় তুলে ধরেছেন। জীবনে কিভাবে সফলতা পেতে হয়, বিফলে হতাশ হয় যাবে না। জীবনটাকে উপভোগ করতে হবে। কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে সফলতা অর্জন করতে হবে। জীবন চলার পথে ইতিবাচক ও নেতিবাচক বিষয়ের মধ্যে পার্থক্য বুঝতে হবে। সফলতার কোনো শর্টকাট হয়না পরিশ্রম, ধৈর্য, আর অধ্যাবসায় এর মধ্যেই কেবল পাওয়া সম্ভব।
In reply to Muhammad Sajidul Islam

Re: Feedback on a letter to a child by a father

by shaikh Ajwad Ashhab (213-15-4281) -
In this latter a father is telling his son about life.how hard the life is.Everythig written is the letter is true.Truth of life.Father told his experience about his life.And told him what to do and what no to do by a simple way.how to obey parents,how to use the time.Father told his son about the value of time.
In reply to Muhammad Sajidul Islam

Re: Feedback on a letter to a child by a father

by tanjila akter 213-15-4334 -
বেচে থাকতে বাবা মাকে সম্মান ও ভালোবাসাতে হবে।
সন্তানের জীবনে বাবার অবদান কেউ লিখে শেষ করতে পারবে না।
প্রথমেই বলতে হয় সন্তানের প্রতি বাবার দেওয়া চিঠিটি একটি অসাধারণ লেখা। চিঠিটির প্রতিটা লাইন একজন বাবা তার জীবনের অভিজ্ঞতা থেকে নিয়েছেন। আমাদের জীবন সংক্ষিপ্ত। আমরা যখন অল্পবয়স্ক থাকি তখন ভালো মন্দ অনেক কিছু বুজার ক্ষমতা আমাদের থাকে না। আমরা অনেক ধরনের ভুল করে থাকি। তখন একমাত্র বাবা-মা রাই আমাদের সঠিক পথ দেখিয়ে থাকেন। বাবা-মা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের ভালোর জন্য কাজ করে যান। জীবনের বেশিরভাগ ক্ষেত্রেই বাবা-মার দেওয়া উপদেশ গুলো আমাদের জীবনে সুখ বয়ে আনে। জীবনে চলার পথে আমাদের প্রত্যকেরই বাবা-মার আদেশ-উপদেশ গুলো মেনে চলা উচিত কারন এইগুলো আমাদেরকে অনেক অপ্রয়োজনীয় কষ্ট থেকে রক্ষা করতে পারবে।
In reply to Muhammad Sajidul Islam

Re: Feedback on a letter to a child by a father

by Md kamrul hasan 213-15-4273 -
চিঠির ভাষাটা খুব সুন্দর ও সাবলীল। পৃথিবীতে মা-বাবা থেকে আপন কেও নেই।যখন আপনি সমস্যায় পড়বেন তখন আপনি এই বিষয়টা উপলব্ধি করা খুব সহজ। আমরা ছেলেরা বাবার প্রতি ভালবাসাটা সহজে প্রকাশ করতে পারি না। কিন্তু বাবার প্রতি আমাদের এক সুপ্ত ভালবাসা লুকানো থাকে। কঠিন জিনিস সহজে কখন ও আসে না। পরিশ্রম হল জীবনের উন্নতির চাবিকাঠি। শিক্ষা আর সফলতা দুটো ভিন্ন বিষয়। অনেক সফল মানুষ আছে যাদের সুশিক্ষার অভাব। জীবনে চলার পথে অনেকের সাথে ভাল সম্পর্ক হতে পারে।বন্ধু নির্বাচনে আমাদের সতর্ক হওয়া উচিত। বাবা-মার আত্মত্যাগ কখনও ভোলা যাবে না। প্রত্যেক সন্তানের বাবা-মার প্রতি দায়িত্ব আছে। এক জন সন্তান হিসেবে আমি যেন আমার দায়িত্ব পালন করতে পারি। বাবা-মার হাসির কারণ হতে পারি।
In reply to Md kamrul hasan 213-15-4273

Re: Feedback on a letter to a child by a father

by Md kamrul hasan 213-15-4273 -
পৃথিবীর এই ক্ষণস্থায়ী জীবনে নানা প্রতিকূলতার সম্মুখীন হই। যাদের বাবা আছে তারা আকাশ ভাঙ্গা কষ্ট থেকে রক্ষা পায়। এই জীবনে প্রতিটি পর্যায়ে আমাদের কিছু সিঁড়ি পারি দিত হয়। বাবার এই কথা গুলো সন্তানের জীবন পথ সহজ ও জীবনের চিন্তা গুলো পরিবর্তন করে দেয়। কখন ও কার সাথে ভাল সম্পর্ক হয় আবার বিপরীত সম্পর্ক।কঠিন জিনিস কখনও সহজে আসে না। তবে নিজ জীবনধারা সঠিকভাবে রাখলে জীবন সহজ হয়ে যায়। প্রতিটি সন্তানের বাবার প্রতি দায়িত্ব আছে। আমদের উচিত জীবনকে সহজ ও সুখময় দিনগুলো নিয়ে বেচে থাকা।
In reply to Muhammad Sajidul Islam

Re: Feedback on a letter to a child by a father

by Shibly Sohaib -
The purpose of this letter from this father is basically to make us rethink about our view on our life. We often give trivial matters a lot of importance and ignore matters we should actually care about. This letter sends us the message to think about what things we actually need to prioritize in our life. I think every parent should teach their children these lessons so that they don't have to regret their decisions in the future.
In reply to Muhammad Sajidul Islam

Re: Feedback on a letter to a child by a father

by Shazid Shazid -
কেবল বাবা হিসাবে সন্তানের প্রতি নয় , এই উপদেশগুলো আমার মতে পৃথিবীর প্রতিটি মানুষের জন্যই সত্য। আমার মতে যে দায়িত্বগুলো আমার নিজের প্রতি এবং পরিবারের প্রতি রয়েছে তা হলোঃ
নিজের কাজগুলো যথাসময়ে করা যাতে জীবনের স্রোতে নিজের নৌকাটা খুব বেশি পিছিয়ে না পড়ে। নিজের খেয়াল রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। নিজেকে ভালো রাখাটা আসলে একটাভাবে আমার পরিবারকেই ভালো রাখা কেননা আমি যেমন আমার পরিবারের ওপর নির্ভরশীল ঠিক তেমনি আমার পরিবারও আমার ওপর নির্ভরশীল। যদিও আমার পরিবার এখনো আর্থিক দিক দিয়ে আমার ওপর নির্ভরশীল না তবে সেই সময়টা খুব বেশি দূর না। তাই আজ আমার নিজেকে ভালো রাখাটা যেমন আমার দায়িত্ব ঠিক তেমনি আমার পরিবারকেও ভালো রাখাটা আমার দায়িত্ব। 
In reply to Muhammad Sajidul Islam

Re: Feedback on a letter to a child by a father

by Bikrom Roy(213-15-4561) -
Father is not just a word. This is an emotion to our daily day. Life is to short.
Born to Die father can protect us any kind of problems. He is always try to learn us best part of his life which is he can face. If we face any problem he can solve it very easy.
We have responsible to our parents to look after there older age.
I love my father. And every son's must have it.
Thank-you.
In reply to Muhammad Sajidul Islam

Re: Feedback on a letter to a child by a father

by MD Saurav Hossain -
Art of Living offers several stress-elimination and self-development programs. Art of living totally worth it to even get a few minutes of peace in this busy and noisy world we live in. The Arts of Living is a course where we get to know about the arts by which we can make our life more perfect for future. Contents will cover learning on how we are performing unpredictable life, what kind of self-guardianship is mandatory to develop, how to create history of living in this beautiful world. It aims to learn efficient lifetime performance by developing social, ethical and intellectual abilities depending on practical need And know things which we should do for the peoples living in our surrounding. Though this coursed we get to know about the kids which are avoided by our wealthy society by the initiative of our respected course teacher Ahmed Sojol Sir.
In reply to Muhammad Sajidul Islam

Re: Feedback on a letter to a child by a father

by MD. AL AMIN AKASH -
Art of living course was really interesting for us.Personally I enjoyed this course a lot.The main theme of Art of living course is how we can lead our life by well manner and etiquette. For leading a healthy and smooth life it's very important to maintain some rules very nicely in evey steps.Our teacher was really so humble to use.He played a significant role to taught us about our life styles and many other things.In a word, Art of living was fantastic. Thank you.
In reply to Muhammad Sajidul Islam

Re: Feedback on a letter to a child by a father

by MD. AL AMIN AKASH -
একজন বাবা তার সন্তানের জন্য কতভাবে অবদান রেখে যান, তার চুলচেড়া হিসাব কেউ কোনদিন বের করতে পারবে না। আমি চিরঋণি তোমার কাছে বাবা । বাবা শুধু একজন মানুষ নন, স্রেফ একটি সম্পর্কের নাম নয়। বাবার মাঝে জড়িয়ে আছে বিশালত্তের এক অদ্ভুত মায়াবী প্রকাশ। বাবার ছায়া শেষ বিকেলের বট গাছের ছায়ার চাইতেও বড়। তিনি তার সন্তান কে জীবনের সব উত্তাপ থেকে সামলে রাখেন ।
In reply to Muhammad Sajidul Islam

Re: Feedback on a letter to a child by a father

by Md kamrul hasan 213-15-4273 -
পৃথিবীর এই ক্ষণস্থায়ী জীবনে নানা প্রতিকূলতার সম্মুখীন হই। যাদের বাবা আছে তারা আকাশ ভাঙ্গা কষ্ট থেকে রক্ষা পায়। এই জীবনে প্রতিটি পর্যায়ে আমাদের কিছু সিঁড়ি পারি দিত হয়। বাবার এই কথা গুলো সন্তানের জীবন পথ সহজ ও জীবনের চিন্তা গুলো পরিবর্তন করে দেয়। কখন ও কার সাথে ভাল সম্পর্ক হয় আবার বিপরীত সম্পর্ক।কঠিন জিনিস কখনও সহজে আসে না। তবে নিজ জীবনধারা সঠিকভাবে রাখলে জীবন সহজ হয়ে যায়। প্রতিটি সন্তানের বাবার প্রতি দায়িত্ব আছে। আমদের উচিত জীবনকে সহজ ও সুখময় দিনগুলো নিয়ে বেচে থাকা।
In reply to Muhammad Sajidul Islam

Re: Feedback on a letter to a child by a father

by Faisal Ahmad 213-15-4247 -
চিঠিটি হচ্ছে আমাদের বাস্তবমুখী ওআমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে ক্ষেত্রে যে সকল সমস্যাগুলো পড়ার সম্ভাবনা আছে তার ফুটিয়ে তোলা হয়েছে এবং সাথে সাথে তার সমাধানের ব্যবস্থা করা হয়েছে। আর ব্যক্তিগতভাবে চিঠিটি আমার অনেক উপকারে আসবে বলে আমি মনে করি। কারণ 1ও 8 নম্বর লেখাটি আমার খুবই ভালো লেগেছে যাহা আমাকে খুব অনুপ্রেরণা দিয়েছে। আমার কাছে উপকৃত হওয়ার মত দ্বিতীয় তম চিঠি এটা। প্রথম চিঠি ছিল আব্রাহাম লিংকনের ওনার ছেলেকে নিয়ে টিচার এর প্রতি তার ছেলেকে নিয়ে লেখা আর দ্বিতীয়টি হচ্ছে এই চিঠিটি। আমরা সাধারণত নিজের জীবনকে সময়ের স্রোতে ভাসি দিতে চাই। এমন কি এতে করে আমাদের সামনে কখনো যদি কোন বাধা আসে তাহলে নিজেকে হারিয়ে ফেলি এবং নিজের জীবনের লক্ষ্য থেকে সাধারণত পিছিয়েছে যাই। আর যেসকল বাধা গুলো আমাদের জীবনে আসতে পারে যেমন এই চিঠিটি যিনি লিখেছেন উনার জীবনে যে সকল বাধা এসেছিল। তাহা প্রায় সকলের জীবনে আসতে পারে। আর যদি আসে তাহলে আমাদের উচিত আমাদের সমস্যাগুলো কে একপাশে রেখে, ধৈর্য ধরে, নিজের উপর আস্থা রেখে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলা
In reply to Muhammad Sajidul Islam

Re: Feedback on a letter to a child by a father

by Anamika Hossain Lily(213-15-4246) -
এই চিঠিটা পড়ার পর কিছু বিষয় নিজের মনে উপলব্ধি করতে পেরেছি।এই পৃথিবীতে কারো কথায় নিজেকে প্রভাবিত করবো না, কারন বাবা-মা ই একমাত্র সু বিচার রাখার ক্ষমতা রাখে।জীবনে প্রত্যাশার চাপ কমিয়ে বাস্তবতা কে মানতে শিখতে হবে।নিজের পরিবারকে ভুলে গেলে চলবে না,কেননা বিপদে সবাই হারিয়ে গেলেও কাছের আত্বীরাই থাকে।পরিশ্রম ছাড়া সফলতা পাবার ইচ্ছা করা আর দিনের বেলা চেয়ে স্বপ্ন দেখা একই বিষয়। আর পিতা মাতার শেষ বয়সে আমাদের উচিৎ তাদের ছায়া হয়ে থাকা,ঠিক তারা যেমন ছিলো আমাদের সময় যখন আমরা শিশু ছিলাম।সর্বপোরী শেষ উপদেশ টা অনেক দাগ কেটেছে, যতক্ষন নিশ্বাস থাকবে উপভোগ করাটাই বুদ্ধিমানের কাজ।