এই চিঠিটা পড়ার পর কিছু বিষয় নিজের মনে উপলব্ধি করতে পেরেছি।এই পৃথিবীতে কারো কথায় নিজেকে প্রভাবিত করবো না, কারন বাবা-মা ই একমাত্র সু বিচার রাখার ক্ষমতা রাখে।জীবনে প্রত্যাশার চাপ কমিয়ে বাস্তবতা কে মানতে শিখতে হবে।নিজের পরিবারকে ভুলে গেলে চলবে না,কেননা বিপদে সবাই হারিয়ে গেলেও কাছের আত্বীরাই থাকে।পরিশ্রম ছাড়া সফলতা পাবার ইচ্ছা করা আর দিনের বেলা চেয়ে স্বপ্ন দেখা একই বিষয়। আর পিতা মাতার শেষ বয়সে আমাদের উচিৎ তাদের ছায়া হয়ে থাকা,ঠিক তারা যেমন ছিলো আমাদের সময় যখন আমরা শিশু ছিলাম।সর্বপোরী শেষ উপদেশ টা অনেক দাগ কেটেছে, যতক্ষন নিশ্বাস থাকবে উপভোগ করাটাই বুদ্ধিমানের কাজ।