Learning from the chapter

"শিক্ষারহেরফের "

"শিক্ষারহেরফের "

by sadia Snigdha -
Number of replies: 0

রবীন্দ্রনাথ ঠাকুর তার " শিক্ষার হেরফের" প্রবন্ধে শিক্ষা ব্যবস্থার ত্রুটি সমূহ তুলে ধরেছেন।  আমাদের শিক্ষা ব্যবস্থা হলো পুথিগত শিক্ষা ব্যবস্থা। আমাদের পাঠ্যপুস্তক এর বাইরের   জ্ঞানার্জনের নিষেধাজ্ঞায় পড়তে হয়। কারন   ষষ্ঠ শ্রেণি থাকাকালীন পড়ার টেবিলে  গল্পের বই পাওয়ায় কঠিন শাসনে পড়তে হয়  যার ফলস্বরূপ আজও আমার টেবিলে পাঠ্যবই ব্যতিত কোনো বই উঠেনি। আথচ  বাংলা পাঠ্যবই  এর সারমর্ম ছিল এরূপ- এখানে প্রতিটি  লেখকেরদের পরিচয়ের উদ্দেশ্য  মাত্র  বৃহৎ জ্ঞানার্জনের জন্য আমাদের বই পড়তে হবে। অথচ  এই সারমর্ম জানতে জানতে আমার উচ্চমাধ্যমিক পার হয়েছে।  শিক্ষা ব্যবস্থা যতটা আমাদের দূ্র্বল করেছে তার চেয়ে বেশি দুর্বল  করেছে আমাদের শিক্ষা দানের কৃপাণতা।  কারণ আমাদের উদ্দেশ্য শুধু ভাল  ফলাফল জ্ঞানার্জন নয়। আর সেই ফলাফল হোক নীতিবিরূধী।