Art of Living

শিক্ষার হেরফের- রবীন্দ্রনাথ ঠাকুর

শিক্ষার হেরফের- রবীন্দ্রনাথ ঠাকুর

by Sabbir Rahman -
Number of replies: 0

এই প্রবন্ধে লেখক আমাদের সমাজের প্রকৃত শিক্ষা ও শিক্ষা ব্যবস্থার বিষয়টি তুলে ধরেছেন।আমাদের শিক্ষা ব্যবস্থা এমন ভাবে সাজানো হয়েছে যেখানে সাহিত্যের কোনো নামগন্ধ নেই। আর এই রসহীন কাজের কারিগর কমিটিকে লেখক উপহাসে করেছে। এছাড়া আমাদের সমাজেও প্রকৃত শিক্ষা প্রতি বেশি গুরুত্ব দেয়া হচ্ছেনা। এরফলে শিক্ষা অর্জনের মূল উদ্দেশ্য হাসিল হচ্ছে না। জ্ঞান অর্জনের জন্য শিক্ষা শিক্ষা গ্রহণ করা উচিত। বেশির ভাগ সময় আমরা এই জ্ঞান অর্জনের বিষয়টিকে পুজি করে অর্থ উপার্জনের দিকে মনোনিবেশকরি।এর ফলে আমরা প্রকৃত শিক্ষার আনন্দ থেকে বঞ্চিত হই।  এই শিক্ষার মারপেঁচে আমাদের পরিপূর্ণ ভাবে মেধার বিকাশ ঘটে না। এছাড়া যে শিক্ষা দিয়ে আমরা সমাজের কোনো কাজে না লাগতে পারি, ঐ শিক্ষার মূল্যই বা কতটুকু! সুতরাং আমাদের মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে হলে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে,সৃজনশীলতা বাড়াতে হবে। আর সেই সৃজনশীলতার কাজটি করে থাকে সাহিত্য  চর্চা।