বিসমিল্লাহির রাহমানির রাহিম।আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আমার বিশ্ববিদ্যালয়ে আসার কারণ ব্যাখ্যা করতে যাচ্ছি। বিশ্ববিদ্যালয় এমন একটি জায়গা যেখানে একজন মানুষ নিজেকে গড়ে তুলতে পারে। ইউনিভার্সিটি এমন একটি জায়গা যেখানে সব ধর্মের ছেলে-মেয়েরা থাকে আর এই সকল ছেলে মেয়েদের প্রত্যেকেরই আলাদা মনোভাব ও উদ্দেশ্য থাকে।আর এর মধ্যে আমিও একজন। আমার বিশ্ববিদ্যালয়ে আসার অন্যতম কারণ হলো আমার চিন্তাভাবনা, দৃষ্টিভঙ্গি ও উদ্দেশ্য এর পরিবর্তনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে আমার ব্যক্তিত্বের বিকাশ ঘটানোর প্রচেষ্ঠা করা। বিশ্ববিদ্যালয় এমন একটা জায়গা যেখানে একজন ছেলে বা মেয়ে স্বাধীন ভাবে তার ব্যক্তিত্বর বিকাশ ঘটাতে পারে৷ কিন্তু্ু একজন ছেলে বা মেয়ে নিজেকে কোথায় নিয়ে যাবে সেটা একান্তই তার ব্যক্তিগত বিষয়। কারণ একটা ছেলে বা মেয়ে জানবে সে কোথায় ভালো এবং সে নিজেকে সেই দিকে গড়ে তুলতে পারবে। যেহেতু আমি একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমার এখানে আসার উদ্দেশ্য হলো ক্যারিয়ার ও ব্যক্তিত্ব বিকাশের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে ব্যক্তিত্ব বিকাশ। আর এভাবে আমি আমার বাবা-মায়ের স্বপ্ন পূরণ করতে চাই। নিজেকে সঠিক পথে নিয়ে যেতে চাই।