Art of Living

Art of living

Art of living

by Alfie Tabussum -
Number of replies: 0

শিক্ষার মাইন্ডসেট এর জন্য আমাদের সর্বপ্রথম আমাদের মানসিকতা পরিবর্তন করা জরুরি।  সমাজের ছোট থেকে বড় হই,  কিন্তু একটি বোঝা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়।  আমাদেরকে ডাক্তার হতে হবে নাহলে ইঞ্জিনিয়ার হতে হবে অথবা কোন ভাল প্রফেশনে যেতে হবে।  সেই থেকেই আমাদের মাইন্ড সেট করা সম্ভব হয়না। তাই আমাদের এই ধারণাটা থেকে বেরিয়ে আসতে হবে।  কিছু চাপিয়ে দেওয়া যাবে না।  যার যেটা করতে ভালো লাগবে সেটাই করবে।তবে শিক্ষার মাইন্ডসেট করা সম্ভব হবে।  নিজের যেটা ভালো হবে সেটাই করা উচিত অন্য কারণ যেটা ভালো মনে হবে সেটা  কান দেয়া উচিত না।  পুঁথিগত বিদ্যা  সব কিছু না,  সাথে  নিজের দক্ষতা এবং নিজের ইচ্ছা তৃপ্তি পুরন করতে হলে গেলে আমাদের শিক্ষা ক্ষেত্রে মাইন্ড সেট করতে হবে।  মন থেকে যদি কিছু করা যায় তাহলেই সেই কাজ ভালভাবে হয়। তাই অনেকে বিসিএস এর প্রতি  ঝুকছে নিজের মাইন্ড সেট করতে পারছেনা বলে। 

তাই শিক্ষার মাইন্ড সেট এ আমাদের সমাজের সকলের মানসিকতা ও দৃষ্টিভঙ্গি পরিবর্তন একান্ত প্রয়োজন। এটি সম্ভব হলে আমাদের দেশের ও দশের কল্যাণ হবে এবং আমাদের দেশের জনসংখ্যা তখন জনশক্তিতে রূপান্তরিত হবে