Art of Living

শিক্ষার হেরফের

শিক্ষার হেরফের

by Tania Nasrin -
Number of replies: 0
শিক্ষার হেরফের প্রবন্ধের মধ্য দিয়ে আমাদের দেশের বর্তমান শিক্ষার অবস্থা তুলে ধরার চেষ্টা করা হয়েছে । অর্থ্যাৎ আমাদের দেশের শিক্ষার দান পদ্বতি গুলা ফুটে ওঠেছে ।আমাদের শিক্ষাব্যবস্থা শুধুমাত্রঅত্যাবশ্যক নির্দিষ্ট পাঠ্যপুস্তক ভিত্তিক । যার ফলে আমাদের দেশের ছাত্রছাত্রীরা সঠিক শিক্ষা অর্জন করতে পারে না। আমদের দেশের শিশুরা যে সময়ে স্বাধীনভাবে আনন্দের সাথে সময় কাটানোর কথা , সে সময়ে তাদেরকে স্কুলে পাঠিয়ে তাদের হাতে অত্যাবশ্যক কিছু নির্দিষ্ট বই তোলে দেওয়া হয় । যেখানে তাদের তাদের নির্দিষ্ট বই ছাড়া বাড়তি কোন বই পড়ার সুযোগ নাই।শিশুকাল থেকেই নির্দিষ্ট পাঠ্যবই উপর নির্ভরশীল থাকার ফলে শিশুরা সাহিত্য বা অন্য কোনো বই পড়তে আগ্রহ প্রকাশ করে না । দিন দিন এই আবশ্যকশৃঙ্খলে শিক্ষা দান কারনে আমাদের দেশের ছাত্রছাত্রীদের জ্ঞান কারারুদ্ধ হয়ে পড়ছে । যার কারনের ছাত্রছাত্রীদের জ্ঞান যথেষ্ট পরিমাণে বিকশিত হওয়ার সুযোগ নাই ।