Art of Living

শিক্ষার মাইন্ডসেটে পরিবর্তন দরকার

শিক্ষার মাইন্ডসেটে পরিবর্তন দরকার

by 201-15-3430 rakibul islam -
Number of replies: 0

ছোটবেলা থেকে শিক্ষার একটি প্রচলিত নিয়মে বেধে আছি আমরা। ছোটবেলা থেকেই আমাদের বড়রা যা বলছে সেটাই করছি।কখনও ভেবে দেখিনি আমরা কিসে পারদরশ। সবসময় তাই করেছি যা তাদের ভাল লেগেছে।এভাবে করে আমরা শুধু পরেই যাচ্ছি কিন্তু শিখতেছি কিছুই না।আমরা যদি কখনও নিজেদের মত প্রকাশ করি তাতে তারা আমাদের সাথে থাকে না আর এতে তাদের দোষ ও নেই বলতে গেলে সমাজ টাই এমন হয়ে গেছে সবাই সমাজ এর প্রচলিত নিয়মে ডাক্তার,ইঞ্জিনিয়ার,শিক্ষক ইত্যাদি পেশাই ঝুকে পড়েছে টাই আমদের বাবা মা ও চাই তাদের সন্তান অন্যদের মত ডাক্তার,ইঞ্জিনিয়ার,শিক্ষক ইত্যাদি পেশাই ঝুকে পরুক। আমরা যদি অন্য কিছু করতেও চাই সমাজ ও দেশ এ তার কোন সুবেবস্থা নেই।তাই দিনে দিনে উচ্চশিক্ষিত মানুষ বেড়েছে কিন্তু তাদের কোন চাকরি নেই আর থাকবেও বা কিভাবে চাকরি করতে যে যোগ্যতা অর্জন করা দরকার তারা তা করে নি তারা পড়াশুনা শেষ করেছে শুধু সমাজ এবং পিতা-মাতার মান রক্ষার জন্য নিজের মন রক্ষার জন্য না তাই এই পড়াশুনাই তাদের কোন মনোযোগ ছিল না তাই তারা কোনোরকম পাস করে এসেছে তো এই যোগ্যতাই চাকরি করলে কতটা ভাল করবে তা ভাবা দরকার।