Art of Living

মাইন্ড সেট শিক্ষা-

মাইন্ড সেট শিক্ষা-

by abdur rashed(201-15-3469) -
Number of replies: 0


মাইন্ড সেট শিক্ষা- এই শব্দটি বাংলাদেশের শিক্ষাঙ্গনে ব্যাবহার করা হয় নাকি সেটাই ভাবার বিষয়। তারপর আসি বাংলাদেশের শিক্ষার্থীদের অভিভাবকদের কথায়। একটা দেশ ঠিক তখনই সফলতা অর্জন করতে পারবে যখন তার প্রত্যেক টা মানুষ তার নিজ নিজ যোগ্যতা দ্বারা তার পচ্ছন্দের কাজ করে দেশের জন্য ভালো কিছু প্রদান করতে পারবে। কিন্তু আমাদের দেশের শিক্ষার অগ্রগতির ইতিহাস ঘাটলে দেখা যাবে বেশির ভাগ শিক্ষার্থীরা তাদের শিক্ষা গ্রহণ করছে বাধ্যবাধকতা স্বরূপ। মাইন্ডসেট শিক্ষার প্রধান বাধাদাতা হচ্ছে শিক্ষর্থীদের বাবা মায়েরা,, সবারই প্রধান উদ্দেশ্য টাকা উপার্জনের জন্য শিক্ষা নেওয়া। কিন্তু এই ব্যাবস্থা যদি একটু ভিন্ন রকম হতো, যদি প্রত্যেকটা শিক্ষার্থীদের তাদের ইচ্ছে মতো স্বাধীন ভাবে শিক্ষা লাভের সুযোগ দেওয়া,,তাদের চাওয়াটাকে প্রাধান্য দেওয়া। এরকম ব্যবস্থা থাকলে হয়তো বাংলাদেশের উন্নয়ন আরো শত গুনে বেড়ে যেত। শিক্ষার মাইন্ড সেট এর ক্ষেত্রে আরেকটা প্রধান বাধা দিচ্ছে সমাজ ব্যাবস্থা। আমাদের সমাজের নিয়ম অনুসারে ব্যাক্তি তার পূর্ব পুরুষ অনুযায়ী শিক্ষার অগ্রগতি লাভ করবে। এটাই যেন নিয়ম হয়ে দাড়িয়েছে। কিন্তু দেশ আর মানুষের জীবন উন্নয়নের জন্য সব কিছুরই পরিবর্তন আনা জরুরি। এক্ষেত্রে শিক্ষার মাইন্ড সেট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রত্যেক টা মানুষকে যেন তার স্বাধীন ভাবে শিক্ষা লাভের সুযোগ দেওয়া হয় এটারই মূল লক্ষ্য শিক্ষার মাইন্ড সেট।