Art of Living

Ans

Ans

by Nishat 201-34-253 -
Number of replies: 0

শিক্ষাই দর্শন আর দর্শনই শিক্ষা এটা বলতেই সুন্দর লাগে কিন্তু বাস্তবে আমাদের দেশ এ এই কথার উপযুক্ত প্রয়োগ দেখা যাইনা।আমরা না পাইতেছি শিক্ষা না পাইতেছি দর্শন।কোনভাবেই দর্শন ছাড়া শিক্ষা সম্ভব না।ছোট বেলা থেকে আমদের শিখানো হচ্ছে কিন্তু তার বাস্তব চিত্র কখনও দেখতে পারি না কারন আমাদের দেশ এ সেরকম কোন বেবস্থা নেই।তাই আমরা শিখছি ঠিকই কিন্তু বুঝে শিখছি না আমরা মুখস্থ বিদ্যাতে পারদর্শী হচ্ছি যা দিয়ে বাস্তব জীবনে কিছুই করতে পারছি না আর যদি করতেওঁ চাই তাহলে আমাদের পারি দিতে হচ্ছে বিদেশ।কারন আমাদের যা শেখানো হই তা বেশিরভাগ সময় কাজে আসে না।কারন যখন আমরা কোথাও চাকরি করতে যাই তখন তারা অন্য যোগ্যতা বেশি চাই যা আমাদের শেখানো হইনা।আমাদের শিক্ষাবেবস্থাই অনেক ক্রুটি রয়েছে। যদি আমরা আমাদের ভারসিটির পরার কথা বলি তাহলে বলব আমাদের শিক্ষা দরকার কাজ করার কিন্তু আমাদের এসে লম্বা সময় পর্যন্ত ইংলিশ ভাষা শিখতে হই কাজের শিক্ষা নেওয়ার সময়ই নেই তাহলে এই শিক্ষা নিয়ে আমরা জীবনে কি হবো আর কি করব।আমি যতদূর মনে করি আপনারা প্রধান বিসয়গুলি বাংলাতে করুন আর যেহেতু ইংরেজি শেখা এত দরকার তাহলে ইংরেজিকে আরেকটি বিষয় মানে ভাষা শেখার বিষয় হিসিবে রাখুন তাহলে আমি মনে করি সবাই আর পড়ালেখার প্রতি মনযোগী হবে কারন আমরা পরছি ঠিকই কিন্তু পড়ার যে সাধ সেটা খুজে পাচ্ছি না।