Learning from the chapter

সলিমুল্লাহ স্যার এর ভিডিও দেখে যা বুঝেছি ঃ

সলিমুল্লাহ স্যার এর ভিডিও দেখে যা বুঝেছি ঃ

by Dilshat Dristy -
Number of replies: 0

শিক্ষায় দর্শন , দর্শনের শিক্ষা" অনুষ্ঠানে স‍্যার সলিমুল্লাহ খানের বক্তব্যের মূল কথা ছিল " মাতৃভাষায় শিক্ষা, শিক্ষা ব‍্যবস্থার পরিবর্তন এবং শিক্ষার স্তর বিন্যাস।


শিক্ষার গুনগত ও পরিমাণ গত মান বাড়াতে হলে দেশীয় শিক্ষার কোনোই বিকল্প নেই। শিক্ষা ব‍্যবস্থায় মাতৃভাষা কে যদি প্রাধান্য দেওয়া হয় তবে শিক্ষা সুফল বয়ে আনতে সহযোগী হবে।



প্রাথমিক ক্ষেত্রে একজন শিক্ষার্থী ভালো ভীত নিয়ে গড়ে উঠে, তবে ভবিষ্যতে তার পথচলা সহজ হয়ে যায়। এতে একজন ভালো শিক্ষক ভালো পথপ্রদর্শক হিসেবে ভূমিকা রাখতে পারে। এছাড়াও শিক্ষকের কৌশল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষককে কৌশলের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে কৌতূহল জাগাতে হবে । শিক্ষা হতে হবে আনন্দের , শিক্ষা হতে হবে নিজের ভাষায় ।  শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার আগ্রহ উদ্দীপনা করতে হবে । এবং সবার প্রথম শর্ত "The teacher needs to be educated" .