Art of Living

শিক্ষাই দর্শন দর্শনই শিক্ষা

শিক্ষাই দর্শন দর্শনই শিক্ষা

by Asma Ankhi -
Number of replies: 0

আমরা চারিদিকে যা দেখি তাকে দর্শন বলে না।দর্শন হচ্ছে এমন একটি জিনিস যা আমরা অন্তর দিয়ে দেখতে পাই।এখন অনেকে বলবে আমরা অন্তর দিয়ে কীভাবে দেখি?উদাহরণ দেওয়া যাক,আমরা ছোটকাল থেকে পড়ে আসছি পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে।কিন্তু আমরা কখনো তা দেখতে পায় না,কিন্তু চোখ বন্ধ করে অন্তর দিয়ে অনুভব করি।এটাই হচ্ছে দর্শন।এখন আসি দর্শনের সাথে শিক্ষার কী সম্পর্ক?

আমরা প্রত্যেকে কোথায় না কোথায় পড়াশোনা করেছি।কিন্তু আমরা শুধু সার্টিফিকেট পাওয়ার জন্যই পড়াশোনা করি।যার কারণে আমাদের অনেক কিছু জানার ঘাটতি পড়ে।কিন্তু শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের ও পড়াশোনা করা উচিত। আমাদের দেশে ভালো শিক্ষকের অভাব রয়েছে। মানে ভালো শিক্ষক নেই বললেই চলে।এর প্রধান কারণ হচ্ছে আমাদের নিজস্ব মাতৃভাষা বাংলাকে প্রধান্য না দিয়ে ইংরেজি ভাষাকে প্রধান্য দেওয়া।শিক্ষার্থীরা কিভাবে পড়লে ভালো বুঝবে তা না করে তাদের ওপর ইংরেজি ভাষা চাপিয়ে দেওয়া হচ্ছে। এর ফলে শিক্ষার্থীদের পড়াশোনায় অনীহা চলে আসছে।আমাদের শিক্ষা ব্যবস্থায় তিনটি দিক ঠিক রাখতে হবে।শিক্ষক, শিক্ষার্থী এবং বই।আমরা ১৮ বছর পর্যন্ত অন্যের তত্ত্বাবধানে শিক্ষা লাভ করি যাকে বুনিয়াদি শিক্ষা বলে। আমাদের দেশের কিছু শিক্ষক ইংরেজি ভাষার গর্ব করে। তাঁরা যদি এতোই ইংরেজি পারে তাহলে কার্ল মার্ক সহ বিখ্যাত ব্যক্তিদের বই বাংলায় অনুবাদ করতে পারত।কিন্তু করেনা কেন?আমরা শুধু ইংরেজি ভাষা নিয়েই পড়ে আছি যা ফলে বাংলা ভাষা ঠিকমতো চর্চা করতে পারি না।তাই আমাদের কে ভালোভাবে বাংলা ভাষা শিখতে হবে।