Art of Living

শিক্ষাই দর্শন দর্শনই শিক্ষা

শিক্ষাই দর্শন দর্শনই শিক্ষা

by Esa Bin Faysal -
Number of replies: 0

আমরা প্রথমে যদি দর্শনের কথা বলি দর্শনের আক্ষরিক শব্দ হলো জ্ঞানের প্রতি ভালোবাসা এবং আবেগ। মানুষের মূল্যবোধ অস্তিত্ব এবং জ্ঞানের যে অধ্যায়ন তাকে আমরা দর্শন বলতে পারি। বিশিষ্ট শিক্ষক ও লেখক সলিমুল্লাহ খানের কাব্যভাষায় দর্শন হচ্ছে খালি চোখে দেখা যায় না যা অন্তরের চোখ দিয়ে অনুভব শক্তি মাধ্যমে দেখতে হয়।শিক্ষা ও দর্শন গভীরভাবে সম্পর্কিত বলে আমি মনে করি। বাস্তবমুখী চেতনার বিকাশ ঘটানো হলো দর্শনের শিক্ষা। আমরা স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় পাশ করার পর সেই শিক্ষা যদি আমরা বাস্তবিক জীবনের প্রতিটি মুহূর্তে কাজে লাগাতে না পারি তাহলে ধরে নিতে হবে সেই শিক্ষার মাঝে আর যাইহোক দর্শনতত্ত্ব ছিল না এবং ছিলনা জ্ঞানের প্রতি ভালোবাসা।সলিমুল্লাহ খান শিক্ষা দর্শন দর্শনের শিক্ষা বিষয়টি অন্যভাবে ভাবেন। তিনি বলেন যে শিক্ষাদর্শন তাকে আনন্দ দেয় না তিনি সুশিক্ষায় শিক্ষিত হতে চান না কেননা দর্শন ব্যক্তির চেতনাকে অনেক বেশি জাগ্রত করে ।আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থায় যদি দর্শনের শিক্ষা দেওয়া হতো তাহলে প্রতিটি শিক্ষার্থীর কিছু হোক বা না হোক চিন্তার বিকাশ ঘটে যার ফলে আমরা বাস্তব জীবনে উপকৃত হতে পারতাম । সলিমুল্লাহ খান সবশেষে একটি উদাহরণ দিয়েছিলেন  কদম্বিনি মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। আমরা দর্শন ব্যতীত এর অর্থ বুঝতে পারব না। দর্শনের ভাষায় মারা যাওয়া অর্থ ট্রান্সফার হওয়া সুতরাং আমরা বুঝতে পারি যে দর্শন শিক্ষা আমাদের জীবনের একটা অংশ ।

।।।।।।।।।।।।।। ধন্যবাদ।।।।।।।।।।।।