Art of Living

শিক্ষার মাইন্ডসেট

শিক্ষার মাইন্ডসেট

by shourov shishir -
Number of replies: 0

প্রচলিত এক নিয়মের গন্ডিতেই আবদ্ধ আমাদের শিক্ষা। ছোট থেকে বড় হওয়ার ভিতর শিক্ষা যে কথাটা আসে সেখানে সেই গতানুগতিক চিন্তা চেতনা যে বড়রা যা বলেছে তাই করতে হবে শিক্ষার ব্যাপার টাও ঠিক এমনই। আমরা সবসময় তাই করেছি যা তাদের ভাল লেগেছে। এভাবে করে আমরা শুধু পরেই যাচ্ছি কিন্তু শিখতেছি কিছুই না।আমরা যদি কখনও নিজেদের মত প্রকাশ করি তাতে তারা আমাদের সাথে থাকে না আর এতে তাদের দোষ ও নেই বলতে গেলে সমাজ টাই এমন হয়ে গেছে সবাই সমাজ এর প্রচলিত নিয়মে ডাক্তার,ইঞ্জিনিয়ার,শিক্ষক ইত্যাদি পেশাই ঝুকে পড়েছে টাই আমদের বাবা মা ও চাই তাদের সন্তান অন্যদের মত ডাক্তার,ইঞ্জিনিয়ার,শিক্ষক ইত্যাদি পেশাই ঝুকে পরুক। আমরা যদি অন্য কিছু করতেও চাই সমাজ ও দেশ এ তার কোন সুবেবস্থা নেই।