লার্নিং টু লার্ন

লার্নিং টু লার্ন

by Mahfuzur Rahman,, ( 201-23-885) -
Number of replies: 0

পড়াশোনা শেষ করে ভালো ডিগ্রি নিয়েও অনেক সময় আমরা কাঙ্খিত যায়গায় পৌছাতে পারিনা। তার কারন হলো বাজে অভ্যাস। আমরা ডিগ্রি শেষ করে ফেলি কিন্তু বাজে আভ্যাসগুলো থেকে বেরিয়ে আসতে চাইনা বা চেষ্টাও করিনা যার ফলে ভালো চাকরি বা ভালো যায়গায় যেতে পারিনা। ভালো পজিশনে যেতে হলে নিজেকে ডিগ্রি অর্জনের পাশাপাশি স্মার্ট হতে হবে। বাজে ব্যাবহার গুলো পরিবর্তন করতে হবে।  


আর একটা বিষয় শিখলাম এ অধ্যায় থেকে,, যে কোনো কিছু শিখতে হলে আগে থেকেই ব্রেনট ঠিক রাখতে হবে। মন টা সুন্দর রাখতে হবে এবং ঔ বিষয় নিয়ে ভাবতে হবে তাহলে যে বিষয় শিখতে চাচ্ছি ওটা ভালো ভাবে শিখতে পারবো। আর যদি কোনো কিছু শেখার আগে নিজের মন টা সুন্দর না রেখে ব্রেইনটাকে না তৈরি করে নিয়ে শিখতে চাই তাহলে ওই শিক্ষ্যা টা কাজে দিবেনা এবং মনেও থাকবেনা বেশিদিন। তাই কোনো কিছু শিখতে হলে আগে থেকেই ব্রেন টা প্রস্তুত করে নিতে হবে তাহলে শিখতে পারবো সবকিছু।