Discussion on Learning to learn

learning to learn

learning to learn

by Jannatul Maoa -
Number of replies: 0

লেখাপড়া করে আমরা  সবাই শিক্ষিত হই। কিন্তু আমাদের মধ্যে কিছু সামাজিক মূল্যবোধ না থাকলে সেটাকে প্রকৃত শিক্ষিত বলা যায় না। আমাদের মধ্যে অনেক শিক্ষিত লোককে দেখা যায় এ সমস্ত মূল্যবোধের অভাব। যেমন অনেক কাজ আছে যেগুলো আমরা অন্যের দেখলে পছন্দ করি না কিন্তু সেই কাজগুলো  আমরাই করে থাকি। রাস্তাঘাটে চলার পথে আমরা বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকি যেমন কোন কারো সাথে কথা বলার সময় নাকে হাত দেই, পথে-ঘাটে চলার সময়  হাঁচি বা কাশি দেওয়ার সময় আমরা মুখে হাত দেই না। একাজগুলো অন্য কেউ আমাদের সামনে করলে আমরা যতটা বিরক্ত ফিল করি ঠিক ততটা বিরক্ত ফিল তারাও করে।তাই আমাদের সমস্ত কাজ গুলো থেকে দূরে থাকতে হবে এবং এগুলো শিখতে হবে। একাজগুলো থেকে দূরে থাকার জন্য  জন্য আমাদের প্রথমেই মন থেকে  মাইন্ড সেট করে নিতে হবে। যে কোন কাজ করার আগে আমাদের মধ্যে আত্মশক্তি আনতে হবে এ কাজটি আমি করতে পারব।যদি আমাদের কোন কাজ করার আগে তীব্র আত্মশক্তি থাকে তবেই আমি সে কাজটি সম্পন্ন করতে পারব। সময়ের কাজ সময়ে করতে শেখাটাও আমাদের শিখতে হবে। যেমন যখন আমি পড়তে বসবো তখন আমার মনের মধ্যে দৃঢ়প্রতিজ্ঞ আনতে হবে এখন আমি পড়বো এবং  আমি কমপ্লিট করব। এরকম যে কোন কাজ করার আগে আমাকে এটাই চিন্তা করতে হবে হ্যাঁ আমি পারবো এবং এটি সম্পন্ন করব।এখানে একটি কথা আছেন   learning to unlearn  অর্থাৎ যে কাজগুলো আমরা জানিনা সে কাজগুলো আমাদেরকে শিখে কাজটা কমপ্লিট করতে হবে। আমরা একটি কথা জানি practice makes a man perfect..অর্থাৎ আমরা যদি ছোট ছোট ভুল গুলো আমাদের শোধরানোর চেষ্টা করি তাহলে আমরা অবশ্যই সেগুলো থেকে দূরে থাকতে পারব।