Art of Living

শিক্ষার হেরফের

শিক্ষার হেরফের

by hasibul hasan antor -
Number of replies: 0

শিক্ষার হেরফের প্রবন্ধের মধ্য দিয়ে আমাদের দেশের বর্তমান শিক্ষার অবস্থা তুলে ধরার চেষ্টা করা হয়েছে । অর্থ্যাৎ আমাদের দেশের শিক্ষার দান পদ্বতি গুলা ফুটে ওঠেছে ।আমাদের শিক্ষাব্যবস্থা শুধুমাত্রঅত্যাবশ্যক নির্দিষ্ট পাঠ্যপুস্তক ভিত্তিক ।যার ফলে আমাদের দেশের ছাত্রছাত্রীরা সঠিক শিক্ষা অর্জন করতে পারে না।তিনি আরও  তুলে ধরেছেন আমরা শিক্ষা অজর্ন করতে করতে কবে যে শিক্ষার মূল লক্ষ্য ভুলে গেছি  আমরা নিজেরাই জানি না। আমরা জানি, শিক্ষাই জাতির মেরুদণ্ড।কিন্তু কথাটা হল আমরা কয়জনই বা প্রকৃত শিক্ষাই শিক্ষিত হতে পারি। শিক্ষা শুধু অর্থ উপার্যনের পথ না হয় এবং তাতে যেন জ্ঞান লাভ হয় এই দিকটাও খেয়াল রাখা উচিৎ প্রতিটি মানুষের। রবীন্দ্রনাথ সবাইকে এটাই বুঝাতে চেয়েছেন তার " শিক্ষার হের ফের প্রবন্ধ দ্বারা।