আমাদের জীবনের প্রতিটি পদে পদে নতুন কিছু শিখতে হয়।আর নতুন জিনিস গুলো শেখার মধ্য দিয়ে আমরা নিজেকে সবার মধ্যে থেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি।কিন্তু কোন কিছু শিখতে গেলে আমাদের সেটার প্রতি আগ্রহ থাকতে হবে।আগ্রহ না জন্মালে আমরা ঐ কাজকে সফল ভাবে আয়ত্ত করতে পারি না।কোথাও না কোথায়ও ত্রূটি থেকেই যায়।তাই আমাদের শেখাটা আর ভাল ভাবে হয়ে ওঠে না।তাই প্রত্যেকটি কাজে আমাদের আগ্রহ,চেষ্টা থাকতে হবে।মনকে স্থির করতে হবে।তাইলেই আমরা সঠিক ভাবে কাজটি শিখতে ও করতে পারবো।