শিক্ষার হেরফের (রবীন্দ্রনাথ ঠাকুর)

শিক্ষার হেরফের (রবীন্দ্রনাথ ঠাকুর)

by Sonali Soya -
Number of replies: 0

শিক্ষার হেরফের প্রবন্ধটি প্রথম প্রকাশ পায় ১৯৯৯ সালের পৌষ মাসে। 


শিক্ষার হেরফের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি প্রবন্ধ। 

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই প্রবন্ধে প্রচলিত শিক্ষা ব্যাবস্থার বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং বাস্তব জীবনের শিক্ষা দুটিই আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। শুধু প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করে প্রকৃত জ্ঞান অর্জন করা সম্ভব নয়।বাস্তবে এটাই সত্যি – আমরা যেভাবে জীবন নির্বাহ করি, সেই ভাবে বা অনুপাতে শিক্ষিত হয় না। কারণ প্রচলিত শিক্ষা ব্যবস্থায় শিক্ষার সঙ্গে জীবনের যোগ সাধন উপলক্ষ হয়ে পড়ে। 

আমাদের দেশের ছেলে মেয়েরা যদি বাংলা ভাষা কে ভালো ভাবে প্রাধান্য দিতো তাহলে তারা অনেক কিছু শিখতে পারতো।

কিন্তু তারা ইংরেজি শিখতে গিয়ে না হল জ্ঞান অর্জন না হল খেলাধুলা, শরীর গঠন। শুধু তাই নয় শিক্ষাব্যবস্থার প্রচলিত ব্যবস্থার ফলে কল্পনাশক্তি চিন্তাশক্তির বিকাশ এর পথ ও বন্ধ । এর ফলে শুধু সময় কাটে। চিন্তাশক্তি কল্পনা শক্তির বিকাশ সাধন ঘটে না।আমাদের দেশের ছেলেমেয়েরা ইংরেজি ভাষাকে অনেক বেশি প্রাধান্য দিয়ে থাকে, যার কারনে তারা ভালো ভাবে কোন ভাষা ই আয়ত্য করতে পারে না।

সুতরাং আমাদের শিক্ষার সঙ্গে ভাষা এবং জীবনের সামঞ্জস্য সাধিত হয়নি, রচিত হয়নি যোগাযোগের রাস্তাও। এই কারণেই যখন সেটি দরকার পড়ে তখন আমরা হাতের কাছে সেটিকে পাইনা । এই হেরফের টি মুছে যাওয়া দরকার।আমাদের সবার উচিৎ সঠিক শিক্ষা গ্রহণ করে আদর্শ মানুষ থেকে গড়ে ওঠা এবং সবাইকে সঠিক পথ দেখানো।


Sonali

Id:201-10-656