Art of Living

শিক্ষার হেরফের-রবীন্দ্রনাথ ঠাকুর

শিক্ষার হেরফের-রবীন্দ্রনাথ ঠাকুর

by Mahmuda Huq -
Number of replies: 0

"শিক্ষার হেরফের" প্রবন্ধে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের শিক্ষা ব্যবস্থার ত্রুটি সমূহ অত্যন্ত নিপুনভাবে ফুটিয়ে  তুলেছেন

আমাদের সমাজে পুঁথিগত  শিক্ষাকেই মূল শিক্ষা হিসেবে ধরা হয় এবং অন্যান্য শিক্ষাকে তেমন গুরুত্ব দেওয়া হয় নাঅথচ প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বাস্তবিক শিক্ষাও অত্যন্ত গুরুত্বপূর্ণআমরা নাম মাত্রই শিক্ষা গ্রহণ করি অর্থ উপার্জনের জন্য। 

ইংরেজি ভাষাকে অধিক প্রাধান্য দেয়ায় আমরা বাঙ্গালী হয়েও  বাংলা সাহিত্যে দুর্বল এবং ইংরেজি  আমাদের মাতৃভাষা না হওয়ায় ইংরেজি ভাষাতেও সঠিকভাবে পারদর্শী হতে পারি না আমরা এমন শিক্ষায় শিক্ষিত হচ্ছি যে শিক্ষা আমাদেরকে মেরুদণ্ডহীন হিসেবে গড়ে তুলছেআমাদের কাছে  শিক্ষাকে এক পাহাড় সমান বোঝা হিসেবে  উপস্থাপণ করা  হচ্ছে  অথচ বলা হয়ে থাকে, জ্ঞানেই পরম আনন্দ।

প্রয়োজনীয়তা পরিপূর্ণতার মধ্যে রয়েছে বিশাল তফাৎপ্রাতিষ্ঠানিক শিক্ষা আমাদের জীবনের জন্য প্রয়োজনীয় তবে জীবনকে পরিপূর্ণ এবং অর্থময় করার জন্য সাহিত্য চর্চা অত্যন্ত জরুরী