Art of Living

Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Muhammad Sajidul Islam -
Number of replies: 112

Write your intention to be university within 100 words.

In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Omar Faruk -
আমি বিশ্বাস করি যে প্রত্যেকেরই বিশ্ববিদ্যালয়ে পড়া উচিত। বৈচিত্র্য এবং উচ্চতর শিক্ষার পছন্দগুলি ছড়িয়ে দেওয়া আমাদের বিশ্ববিদ্যালয়ে যাওয়ার ইচ্ছুক প্রত্যেকের মূল উদ্দেশ্য ।তাছাড়া স্বতন্ত্র, সম্মানিত, সুলভ বেতনযুক্ত পেশার দিকে পরিচালিত করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা । বিশ্ববিদ্যালয় একটি উচ্চ স্তরের শিক্ষার ব্যবস্থা করে এবং জ্ঞানের আগ্রহের জন্য এই সমস্ত সংস্থান এবং সুবিধা রয়েছে ।আমরা উন্নত করতে চাই এমন প্রতিটি কিছুর শিখাই। সুতরাং, উচ্চশিক্ষা আমাদের বোঝার প্রশস্ত করতে এবং আমাদের বৌদ্ধিক দক্ষতা বাড়াতে সহায়তা করে। বিজ্ঞান এবং প্রযুক্তিতে ক্যারিয়ার বা ব্যবসায়ের পেশা অর্জনের জন্য অনেকেই বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। এটি বিশ্বাস করা হয় যে বিজ্ঞান ক্ষেত্রে ধারণা, সুযোগ, যোগ্যতা, গভীর জ্ঞান এবং দক্ষতা প্রায়শই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা আবশ্যক করে তোলে। অনেক সময় একটি বিশ্ববিদ্যালয়ে চার বছরের অধ্যয়ন শুধুমাত্র তার ক্যারিয়ারের জন্য সবচেয়ে ভাল মনে করে যা সম্পাদন করতে পারে তার জন্য কেউ চালাতে পারে এমন ক্রমের সূচনা হতে পারে। নতুন যুবক স্বাধীনতা এবং স্বাধীনতার অনুভূতিটি অভিজ্ঞতা অর্জন করতে পারে বা ভাবতে পারে যে তাকে খুব গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে বিবেচনা করা হবে। নতুন বন্ধু তৈরি করার এবং বিভিন্ন জায়গার মানুষের সম্পর্কে জানার সুযোগ রয়েছে।
In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Mohammad Ali -
যে দেশ মেধাকে যত বেশি কাজে লাগাতে পারছে তত বেশি উন্নতির শিখরে পৌঁছাচ্ছে। নিজেকে এবং দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় যার আছে তার জন্য বিশ্ববিদ্যালয় উপযুক্ত স্থান। যেকোনো শিক্ষার্থীর জন্য বিশ্ববিদ্যালয় এমন একটি প্ল্যাটফর্ম যার আশ্রিত হয়ে একজন শিক্ষার্থী নিজেকে যোগ্য করে গড়ে তোলার সুযোগ পেয়ে থাকে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে সৃজনশীল করে তোলার পাশাপাশি পণ্ডিত ব্যক্তিদের সাহচর্য তাকে জ্ঞান অর্জনে উৎসাহিত করে এবং জ্ঞান অর্জনের ক্ষেত্র সে খুঁজে পায়। সব গুণের বিকাশ ঘটাতে বিশ্ববিদ্যালয়ে থাকে অনুকূল পরিবেশ। দেশের বেশির ভাগ ক্ষেত্রে নেতৃত্ব দেয় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। সুতরাং নিজকে তৈরি করার এবং দেশকে কিছু দেয়ার উপযুক্ত স্থান হচ্ছে বিশ্ববিদ্যালয়। নিজের মধ্যে এই আগ্রহ নিয়েই আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া।
In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Sajia Afrin -
বিশ্ববিদ্যালয় হল এমন একটি প্রতিষ্ঠান যেখানে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা প্রদান করা হয় এবং বিভিন্ন গবেষণা মূলক কাজকর্ম করা হয়। এটি একটি মুক্তবুদ্ধি চর্চার জায়গা। উচ্চশিক্ষা গ্রহণের লক্ষ্যে এবং সঠিক ক্যারিয়ার গড়ার লক্ষ্যে আমাদের মাঝে বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রবণতা সৃষ্টি হয়েছে। 'উইমেনস ইমপাওয়ারমেন্ট' বলে একটা কথা আছে! আর আমি এটাতে বিশ্বাসী। আমি সবসময় চেয়েছি আত্ননির্ভরশীল হতে। যাতে দিন শেষে বলতে পারি যে,আমার জন্য আমিই আছি।অন্য কারো উপর আমাকে নির্ভর করতে হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের চার বছরের শিক্ষাটা শুধুমাত্র একটা সার্টিফিকেটের জন্য না। এই চার বছর শেখাবে অনেক সামাজিক মুল্যবোধ,নেতৃত্ব দানের অভিব্যক্তি, নিজেকে প্রতিনিধিত্ব করার প্রবণতা এবং পরিবার ও দেশের উন্নয়নে কাজ করার ইচ্ছাশক্তি। যা আমাদের ক্যারিয়ার জীবনে এক ধাপ এগিয়ে রাখবে। স্কুল এবং কলেজের গন্ডি পেড়িয়ে যখন আমারা ইউনিভার্সিটিতে আসি তখন আমাদের জ্ঞানের পরিধির সাথে সাথে নিজেকে জানার ইচ্ছাটাও প্রবল হয়ে ওঠে। আমার বাবা-মায়ের ও ইচ্ছা ছিলো উচ্চশিক্ষা গ্রহণ করে জীবনে প্রতিষ্ঠিত হই। আর বিশ্ববিদ্যলয়ে আসার পিছনে তাদের এই ইচ্ছা পূরণের ভূমিকাও অনেক। সর্বোপরি, সফলতার সাথে উচ্চশিক্ষা গ্রহণ করে বাবা-মায়ের ইচ্ছা পূরণ করা এবং নিজের ক্যারিয়ার গড়ে তোলার আগ্রহ নিয়েই আমার বিশ্ববিদ্যলয়ে আসা।
In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Md. N.I. NUMAN (201-23-906) -
My aim is become a Businessman. So i need to expand my learnings, knowledge and skills. I think university is the best place for me to expand my knowledge.
Outside of your degree University teaches us Independence, Self-motivation, Time management, Teamwork, Taking criticism, Communication, Resolving conflicts etc. Besides the skills gained from university degree, we’ll have gained a number of highly transferrable skills from your university experience and we can add these to our graduate CV. As we embark upon your graduate career path snd look for graduate jobs, these are all skills that will be valuable in our day to day work now, and in the future.
In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by alma akondo -

A university is an institution where students are imparted higher education and various research activities are carried out.  It is a place of free will.  There is a tendency among us to go to university for higher education and to build a proper career.  There is a saying 'Women's Empowerment'!  And I believe in it.  I have always wanted to be self-reliant.  So that at the end of the day I can say that I am for myself. I don't have to depend on anyone else.  Four years of university education is not just for a certificate.  These four years will teach many social values, expressions of leadership, tendency to represent oneself and willingness to work for the development of the family and the country.

  Which will take us one step further in our career life.  When we come to the university beyond the boundaries of school and college, our desire to know ourselves becomes stronger along with the scope of our knowledge.  My parents also wanted me to get higher education and establish myself in life.  And there is a lot of role in fulfilling this desire behind coming to the university.  After all, I came to my university with the desire to successfully pursue higher education, fulfill my parents' wishes, and build my own career.

In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Tasnim Reza Mahi -
My intentions to be in university because for my further study and I want to build up my career as an independent woman and want to fulfil my and my parents dream. And university helps me to achieve my goal.
In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Farzana Rahman Prottasha -
আমাদের শিল্প, সাহিত্য, দর্শন, কারিগরি জ্ঞান, ব্যাবসায় বাণিজ্য এবং বিজ্ঞান সবকিছুর যে বিশেষায়িত জ্ঞান তার ভাণ্ডার রয়েছে বিশ্ববিদ্যলয়গুলোতে। এই বিশাল জ্ঞান ভাণ্ডার সবার জন্য উন্মুক্ত। যে কজন এর সামান্যতম অংশের খোজ পায় তার জন্য সারা পৃথিবীর সম্ভাবনার দ্বার উন্মুক্ত।উচ্চশিক্ষা গ্রহণের লক্ষ্যে এবং সঠিক ক্যারিয়ার গড়ার লক্ষ্যে আমাদের মাঝে বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রবণতা সৃষ্টি হয়েছে।যেকোনো শিক্ষার্থীর জন্য বিশ্ববিদ্যালয় এমন একটি প্ল্যাটফর্ম যার আশ্রিত হয়ে একজন শিক্ষার্থী নিজেকে যোগ্য করে গড়ে তোলার সুযোগ পেয়ে থাকে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে সৃজনশীল করে তোলার পাশাপাশি পণ্ডিত ব্যক্তিদের সাহচর্য তাকে জ্ঞান অর্জনে উৎসাহিত করে এবং জ্ঞান অর্জনের ক্ষেত্র সে খুঁজে পায়।বিশ্ববিদ্যালয়ের চার বছরের শিক্ষাটা শুধুমাত্র একটা সার্টিফিকেটের জন্য না। এই চার বছর শেখাবে অনেক সামাজিক মুল্যবোধ,নেতৃত্ব দানের অভিব্যক্তি, নিজেকে প্রতিনিধিত্ব করার প্রবণতা এবং পরিবার ও দেশের উন্নয়নে কাজ করার ইচ্ছাশক্তি। যা আমাদের ক্যারিয়ার জীবনে এক ধাপ এগিয়ে রাখবে। স্কুল এবং কলেজের গন্ডি পেড়িয়ে যখন আমারা ইউনিভার্সিটিতে আসি তখন আমাদের জ্ঞানের পরিধির সাথে সাথে নিজেকে জানার ইচ্ছাটাও প্রবল হয়ে ওঠে। নতুন বন্ধু তৈরি করার এবং বিভিন্ন জায়গার মানুষের সম্পর্কে জানার সুযোগ রয়েছে বিশ্ববিদ্যালয়ে।সফলতার সাথে উচ্চশিক্ষা গ্রহণ করে বাবা-মায়ের ইচ্ছা পূরণ করা এবং নিজের ক্যারিয়ার গড়ে তোলার আগ্রহ নিয়েই আমার বিশ্ববিদ্যলয়ে আসা।
In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Tania Nasrin -
আমি বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছি উচ্চশিক্ষা এবং নৈতিক শিক্ষা গ্রহণ করার জন্য ।কারণ একটি ক্যারিয়ার বিকাশের জন্য যে জ্ঞান থাকার দরকার বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের গভীরতার সাথে সে জ্ঞান দিয়ে থাকে। বিশ্ববিদ্যালয় এমন এক সেরা স্থান যেখানে কোন ব্যক্তি জ্ঞান অর্জন করতে এবং সমাজের কাছে মূল্যবান মানুষ হয়ে উঠতে পারে। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন কেবল তাদের জ্ঞান বৃদ্ধি করে না, বিশ্ববিদ্যালয় বিভিন্ন পেশাজীবি এবংবিভিন্ন সংস্কৃতি অধিকারী ব্যাক্তি দের সাথে দেখা করার সু্যোগ করে দেয় দেয় । বিশ্ববিদ্যালয়গুলি শিক্ষার্থীদের বেছে নেওয়া ক্যারিয়ারের জন্য তাদের প্রস্তুত করে তাদের লক্ষ্য অর্জনে সহায়তা করে। এখানে কোন
সন্দেহ নেই যে বিশ্ববিদ্যালয়ই ছাত্রছাত্রীদের ভবিষ্যতের টার্নিং পয়েন্ট হতে পারে। বিশ্ববিদ্যালয় থেকে একটি ডিগ্রি নেওয়ার পর ছাত্রছাত্রীদের একটি পরিচয় দেয় যা তাদের প্রতিযোগীদের মধ্যে দাঁড় করিয়ে দেয়। আমার লক্ষ্য হল , আমি একজন পুষ্টিবিদ হব । পুষ্টিবিদ হওয়ার জন্য যে জ্ঞান দরকার , সে জ্ঞান কেবল বিশ্ববিদ্যালয় থেকে নেওয়া সম্ভব । অন্যদিকে নৈতিক শিক্ষা গ্রহন করার জন্য যে পরিবেশ দরকার
তা কেবল বিশ্ববিদ্যালয়ে পাওয়া সম্ভব । বর্ত্মান সময়ে
নৈতিক শিক্ষা অত্যন্ত জরুরি । কারন আমি যদি ভাল মানুষ না হতে পারি তাহলে আমার নেওয়া উচ্চশিক্ষা , মানব এবং দেশের কল্যাণে কাজে আসবে না ।
In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by shakil anower -

Intention to be in university 

Attachment IMG_20210128_184240.jpg
In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Md Forkan Sikder -

আমি উচ্চ শিক্ষার জন্য এবং আমার জ্ঞান বাড়াতে বিশ্ববিদ্যালয়ে এসেছি।  যা আমাকে আমার ক্যারিয়ার গড়তে সহায়তা করবে এবং ভবিষ্যতে একটি ভাল কাজ পেতে সহায়তা করবে।বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আরেকটি সাধারণ কারণ হ'ল কলেজ শিক্ষাই প্রায়শই ভবিষ্যতে আরও ভাল ক্যারিয়ারের দিকে পরিচালিত করে।

In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Md Ibrahim Hossen -
I came in university to get higher education and increase my knowledge. Which will help me to build up my career and also will help me to get a good job in future. While studying in university, I will join some club or group, learn all the ethics, manners and get acquainting with strangers that will make my own identity and become a good citizen.
In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Liza Akter -

প্রথমত, শিক্ষা পড়ার এবং লেখার দক্ষতা শেখায়। পড়া এবং লেখাই শিক্ষার প্রথম পদক্ষেপ। ফলস্বরূপ, শিক্ষা মানুষকে শিক্ষিত করে তোলে। একটি বিশ্ববিদ্যালয় শিক্ষা শিক্ষার্থীদের আত্মবিশ্বাসের মাত্রা বাড়িয়ে তোলে। তারা স্কুলের প্রতিদিনের নিয়মানুবর্তিত পরিবেশ থেকে মুক্তি পায়। শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় জীবনে শৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা তাদের ভাল নম্বর দিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষা সম্পূর্ণ করতে সহায়তা করে। বিশ্ববিদ্যালয় শিক্ষা জ্ঞান, দক্ষতা উন্নত করে এবং ব্যক্তিত্ব এবং মনোভাব বিকাশ করে। একজন উচ্চ শিক্ষিত ব্যক্তি সম্ভবত একটি ভাল চাকরি পাওয়ার সম্ভাবনা খুব বেশি ।উচ্চশিক্ষা কৃপণতা এবং  দৃঢতার সাথে শিক্ষার্থীদের এই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করতে প্রস্তুত করে।  একটি কলেজ শিক্ষা শ্রেণিকক্ষে নির্দেশাবলীর চেয়ে বেশি।  এটি একটি সামগ্রিক ভ্রমণ যা স্বতন্ত্রতা, অধ্যবসায় এবং দক্ষতার দিকগুলি অন্বেষণ করে।  একটি ডিগ্রী কীভাবে চিন্তাভাবনা করা, যোগাযোগ করা এবং বিতরণ করা যায় তা শেখার বিষয়ে।

In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Deen Mohammad (201-15-3180) -
In university we have the academic freedom. we will have the ability to learn many a things in practical in lab or many other places. and can communicate with our friends much nicely and in a better way. the corona pandemic damages ourselves a lot that's why we can't go to university the recent time but we are still learning in online platforms. university is a place where we get vast knowledge and learn many a things to make our bright future.
In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Md Reajul Islam -
My intentions to be in university because for my further study and I want to build up my career as a successful man and want to fulfil my and my parents dream. And university helps me to achieve my goal. Higher education prepares students to meet challenges with grit and determination . University education is important for everyone. It is a holistic journey that explores facets of individuality, perseverance, and skill. A degree is about learning how to think, communicate, and deliver. More realistically, it can be considered as a transformation from potential to realization.
In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Md. Mehedi Hasan 202-15-3845 -
The university is an appropriate spot for the individuals who have the conviction to take themselves and the nation forward. For any understudy, the university is a stage on which an understudy has the chance to create himself or herself. The more a nation can use its abilities, the more it will arrive at the zenith of improvement. So the university is the right place to create myself and give something to the country. Notwithstanding making the university understudy inventive, the relationship of researchers urges him to gain information and he finds a field to obtain information. Admitting to this university with this interest in myself is the proper reason.
In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Shayma Aziz -
Become a University student is important for many reasons, including long-term financial gain, job stability, career satisfaction and success outside of the workplace. With more and more occupations requiring advanced education, a higher degree is critical to our success in today's workforce.

My intention to be university is to get higher education and increase my knowledge. Which will help me to build up my career and also will help me to get a good job in future because I know a higher education will allow me to pursue careers that I choose to do. University classes are designed for us to build better knowledge in areas of our interest [of our major] and give us better skills on writing, communicating, studying, and critical thinking. Whether i considering going to university, or just want to expand my knowledge with a course. Studying has many benefits. Whether it's gaining the essential skills needed to be happier in my future career, or even finally figuring out what job is actually right for me. The future may seem uncertain, but University will help me to discover the career path that matches my interests and motivates me to become the best version of myself. I'll learn to be more independent and gain the skills and knowledge i need to prepare myself for the future.
Attachment images.jfif
In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Ananna Saha 202-15-3821 -
We are admitted to the university to complete our higher education and to know better about our society. Here I can read about my favorite topics. In this university life we ​​get the opportunity to mix with different types of people and through this we get the education and mentality to get along with everyone. We also get ideas about our jobs at the university. In a word, university life gives us an idea about our real life and our success. This university life really builds us as human beings. It is for these reasons that we are admitted to the university.
In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Ananya Dutta -
I am ananya dutta anu. My home town narail. We, know every man have a aim so, i also have a aim in my life.1st at all i want to be a honest and good man.than aim is to sttain a higer degree, good job and mekes me to be an responsible with parents. And i want to fulfill my dreams.. So, i come vercity so that, i can attain knowledge, good manner, teach Honest and more attention to attain higer degree.
So that, i  wish i got a good job
In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Minhajul Abedin -
আমরা ছোট থেকেই স্বপ্ন দেখি নিজের মত কিছু করার। সেই হিসেবে আমরা আমাদের পথ চলা শুরু করি। প্রাইমারি থেকে হাই স্কুল তার এক একটি ধাপ যেন। আর আমাদের সেই স্বপ্নের চূড়ায় আরোহণ এর শেষ ধাপ হচ্ছে বিশ্ববিদ্যালয়। এটা ঠিক জীবনে সফল হতে হলেই যে বিশ্ববিদ্যালয়ের দ্বারস্থ হতে হবে তা নয় তবে এটা মানতে হবে কেউ যদি কিছু করার মানসিকতা নিয়ে বিশ্ববিদ্যালয়ে আসে তার সাফল্য হবেই। কারন বিশ্ববিদ্যালয় এমন এক স্থান যেখান সবাই তার নিজস্ব মেধা অনুযায়ী শিক্ষা গ্রহণ করতে হবে। সেক্ষেত্রে বলা যায় এটি এক বিচিত্র লীলাভূমি। এক দিকে এটি যেমন সবার মেধা অনুযায়ী সতন্ত্র আবার কেউ চাইলে বিভিন্ন বিষয়ে শিক্ষা অর্জন করতে পারবে।
আমার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় এক স্বর্গ উদ্যান। হয়ত একটি বিষয় নিয়ে এখানে পড়তে এসেছি কিন্তু বিশ্ববিদ্যালয় যেন বিশাল এক অজানা দ্বার উন্মোচন করে দিয়েছে।
In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by MD RAKIBUL ISLAM 201-15-3369 -
I came to the university for higher education and to increase my knowledge. Which will help me build my career and help me get a better job in the future. Another common reason for going to university is that college education often leads to a better career in the future.
In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Redul Redul(201-15-3193) -
I come here for sufficient skills in my dedicated subject so that I can utilize these skills for making a living in future job invention.
In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Jessika Alam -
I am Jessika Alam student of computer science engineering in Daffodil International University. “If you do hard work, you will get good result”. I always believe in this.
Now the topic why i am here and come in University. First i want to tell At one point every students are faced with one big question: why should they go to university? Some students decide not to go. They might think that higher education is not necessary for them or that they have something more meaningful to do. Other students decide to go to university. Although these students all think that it is worth spending the next four years in classrooms, the reason why they think so might be different. Students go to university for a variety of reasons: academic interest, future career, or social life. curriculums, courses, faculty, and facilities enable students to pursue their academic
goals in the field of their choice, and this is one of the reasons why they go to university. Another common reason for going to university is that a college education often leads to a better career in the future. In many countries, companies tend to look for university graduates to fill positions that have greater responsibility and higher pay,such as managers and supervisors. Furthermore, for certain professions including doctors, lawyers, and school teachers, a university degree is a requirement. In addition, some universities provide students with opportunities to acquire practical skills that can be useful in the real world. For example, they offer courses in accounting, data processing, and foreign languages, as well as internship programs in which students can experience working in a company and learning business skills.
And that’s why I am hare.
In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Rafin Ahammed(202-15-3829) -
I am Rafin ahammed student of computer science engineering in Daffodil International University. “If you do hard work, you will get good result”. I always believe in this.
Now the topic why i am here and come in University. We are admitted to the university to complete our higher education and to know better about our society. Here I can read about my favorite topics. In this university life we ​​get the opportunity to mix with different types of people and through this we get the education and mentality to get along with everyone. We also get ideas about our jobs at the university. In a word, university life gives us an idea about our real life and our success. This university life really builds us as human beings. It is for these reasons that we are admitted to the university. The future may seem uncertain, but University will help me to discover the career path that matches my interests and motivates me to become the best version of myself. I'll learn to be more independent and gain the skills and knowledge i need to prepare myself for the future.
In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Jaima Jannat Shikha -

আমাদের জীবনে শিক্ষার গুরুত্বটা অনেক এবং সেটা আমাদের মধ্য সবাই জানে।আমাদের শিক্ষাজীবনের কয়েকটি ধাপ পেরিয়ে তারপর বিশ্ববিদ্যালয় নামক ধাপটিতে আসি।আর এই ধাপটি আমাদের জ্ঞানের ভান্ডার যেমন প্রসার করতে সাহায্য করে তেমনি আমাদের ভবিষ্যত ক্যারিয়ারে একটি বড় ধরনের ভূমিকা পালন করে।আর এখানে যেভাবে আমাদের জ্ঞানের পরিসীমা বৃদ্ধি পায় সেটা আমাদের ক্যারিয়ারকে উজ্জ্বল করতে সাহায্যে করে।আমরা প্রাথমিক,মাধ্যমিক,উচ্চ মাধ্যমিক স্তর পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে শিক্ষাজীবন শুরু করে জ্ঞানের উচ্চতম ধাপে পৌঁছে যে জ্ঞান অর্জন করি সেই আহরিত জ্ঞান দ্বারা কিভাবে  দেশ ও দশের জন্য সেবা করা যায় তার ধারনা পাই এবং ভালো ক্যারিয়ার নিজের এবং পরিবারের জন্য একটি উন্নত জীবন গড়তে পারব।বিশ্ববিদ্যালয়ের দেওয়া সুশিক্ষা অর্জনের মাধ্যমে দেশের একজন সুনাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারি।একজন সত্যিকারের সুনাগরিক হিসেবে দেশ ও মানুষের সেবা করার ব্রত নিয়ে বিশ্ববিদ্যালয়ের জ্ঞান অর্জন করতে আসা।

In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by MD Ridwan202-15-3826 -
I came to the university for higher education and to increase my knowledge. Which will help me build my career and help me get a better job in the future. Another common reason for going to university is that college education often leads to a better career in the future.
In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by saikat Sarkar (202-15-3836). -
A university is a place of free will. Here we come to get the proper education. Because proper education is the only thing which can make a person a good citizen. There is a tendency among us to go to university for higher education and to build a proper career. Universities have a wealth of specialized knowledge of our art, literature, philosophy, technical knowledge, business, trade and science. In addition to making the university student creative, the association of scholars encourages him to acquire knowledge and he finds a field to acquire knowledge. Four years of university education is not just for a certificate. These four years will teach many social values, expressions of leadership, tendency to represent oneself and willingness to work for the development of the family and the country. Which will take us one step further in our career life. In conclusion, my reason behind getting admitted to the university is making myself worth to serve my family, friends and country
In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Aysha Akter Soha -
Intention to be in university :
1.Achieve higher order cognitive skills
2.Attain an entrepreneurial mindset
3.Enjoy more autonomy by comparison with working life
4.Challenge prejudices
5.The opportunity to enjoy diving deeply into a subject that you’re passionate about
6.The opportunity to create lifelong friendships
In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Sanzida Zaman Mim -
বিশ্ববিদ্যালয়ে এসেছি উচ্চ শিক্ষা লাভের জন্য নিজের মেধাকে আরো অনেক বেশি বিস্তৃত করার জন্য পাশাপাশি নৈতিক শিক্ষা লাভ করে দেশ ও জাতির কল্যাণ করার জন্য।সুন্দর একটা সমাজ তথা দেশ গড়ার জন্য।নিজের একটি কেরিয়ার গড়ার জন্য।যা শুধু বিশ্ব বিদ্যালয়ের এসেই পাওয়া সম্ভব। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার কোনো লিমিট থাকে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা জ্ঞান লাভের পাশাপাশি একজন আদর্শ মানুষ হতে শিখায়, নেতৃত্ব শিখায় একে ওপরের সাথে আরো ভালো ভাবে যাতে কমিনিকেশন করা যায় সেটিও শিখায়।আমাদের সংকৃতি কে কাছ দেখে উপলুদ্ধি করা শিখায় । যা আমাদের একজন আদর্শ মানুষ হিসাবে গড়ে উঠার জন্য থাকা দরকার। এর সবই আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা থেকে পাই।
In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Nausin Onti 202-15-3827 -
I was admitted to this varsity for my higher education and to prepare myself for the future as a successful person. In this varsity I was able to get admission in my favorite subject. Before I get admitted in this university I try to know the information about this university and find out that DIU is specially committed to quality education. Quality is ensured through regular classes, strict examinations and other academic and administrative measures. Daffodil International University has been trying to facilitate students with the best possible faculty members, enriched library, educational environment, own campus, laptops, scholarships, exposures, international collaborations, online facilities, and all necessary modern supports to accelerate their study and shaping up their career. For all these reasons I thought this university was suitable for my career so I got admitted here
In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Sabbir hossain rifat(201-15-3324) -
Every student has a dream of their own. Every night they work hard to fulfill their dream. I also have a dream of my own. I can not fulfill my dream without reading at a university. In school and collage where we learn our actual lesson by reading and writing .But we prepared our lesson in university practically .So university is an important place where i fulfill my dream. University education provides us with useful skills and living experience for having a good job in the future. Having a higher education is essential part of life for someone who wants to be successful.
I am a student of CSE department in my university. So i have a dream to become a great programmer. University is the right place which give me the value and cost to how i went to success as a great programmer. There are many facilities which university gives me .Manners, leadership, creativity, marketing, group work, project maintain etc important of them. So, I think university is a converter which which change our student life and fulfil our dream.
In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Tabassum Islam Mim 202-15-3848 -
University education exposes students to new research and technology. Studying at university encourages creative and independent thought. Students are given the chance to travel and experience life overseas through study abroad programs. University life exposes students to other cultures and backgrounds. Daffodil International University has been trying to facilitate us with the best possible faculty members, enriched library, educational environment, own campus, scholarships, exposures, international collaborations, online facilities, and all necessary modern supports to accelerate your study and shaping up your career. Because of all those opportunities me and my parents chose Daffodil International University for completing my higher studies.
In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Rashik Shahriar 202-15-3825 -
যদি খুব সহজ ভাবে বলতে চাই তাহলে বিশ্ববিদ্যালয়ে এসেছি মানুষের মত মানুষ হওয়ার জন্য। উচ্চশিক্ষা গ্রহন করে নিজের লক্ষে পৌছানোর জন্য। কিন্তু এগুলোর পাশাপাশিও বিশ্ববিদ্যালয় অনেক শিক্ষাই আমাদের দিয়ে থাকেন আমাদের আচার আচরণ ও নৈতিক শিক্ষা টা আমরা ঠিক ঠাক ভাবে বিশ্ববিদ্যালয়েই পেয়ে থাকি। শিক্ষার কোনো বাধা ধরা নিয়ম থাকে না এখানে। আমরা বিশ্ববিদ্যালয়ের সব কিছু থেকেই শিক্ষা গ্রহন করতে পারি। বিশ্ববিদ্যালয় থেকেই মানুষ নেতৃত্ব দানের গুনাবলি অর্জন করে। এক কথায় বিশ্ববিদ্যালয় একটা কমপ্লিট প্যাকেজ। আর এই কমপ্লিট প্যাকেজ এর অংশ হয়ে নিজেকে গড়ে তোলার লক্ষেই আমি বিশ্ববিদ্যালয়ে এসেছি।
In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Sonia Afrose -

বিশ্ববিদ্যালয় এমন এক স্থান যেখান সবাই তার নিজস্ব মেধা অনুযায়ী শিক্ষা গ্রহণ করতে হবে। সেক্ষেত্রে বলা যায় এটি এক বিচিত্র লীলাভূমি। এক দিকে এটি যেমন সবার মেধা অনুযায়ী সতন্ত্র আবার কেউ চাইলে বিভিন্ন বিষয়ে শিক্ষা অর্জন করতে পারবে।

বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন কেবল শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধি করে না, বিশ্ববিদ্যালয় বিভিন্ন পেশাজীবি এবংবিভিন্ন সংস্কৃতি অধিকারী ব্যাক্তি দের সাথে দেখা করার সু্যোগ করে দেয় দেয় । বিশ্ববিদ্যালয়গুলি শিক্ষার্থীদের বেছে নেওয়া ক্যারিয়ারের জন্য তাদের প্রস্তুত করে তাদের লক্ষ্য অর্জনে সহায়তা করে। 

In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Saquline Suja Saque(201-15-3188) -
For higher study and increase knowledge we need a good place. An university is always perfect for this citeria. Not only higher study but also grow personality and morality then we need an good university. Every person have a choice of subject and career and an universty has lots of subject including engineering. My goal is build my career in a engineering subject. Thats why i have admitted in a university.
In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Habiba Ahmed -

আমি উচ্চ শিক্ষার জন্য এবং আমার জ্ঞান বাড়াতে বিশ্ববিদ্যালয়ে এসেছি।  যা আমাকে আমার ক্যারিয়ার গড়তে সহায়তা করবে এবং ভবিষ্যতে একটি ভাল কাজ পেতে সহায়তা করবে।  বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে, আমি কিছু ক্লাব বা গোষ্ঠীতে যোগদান করব, সমস্ত নীতিশাস্ত্র, শিষ্টাচার শিখব এবং অপরিচিতদের সাথে পরিচিত হব যা আমার নিজস্ব পরিচয় তৈরি করবে এবং একটি ভাল নাগরিক হবো।

In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Afia Tasnim -

শিক্ষা আমাদের মৌলিক অধিকার এর মধ্যে অন্যতম।স্কুল,কলেজের গন্ডি পেরিয়ে আমরা সবাই স্বপ্ন দেখি একটি ভাল বিশ্ববিদ্যালয়ে পড়ার।যেখানে পড়াশোনার সীমাটাকে একটু বড় করে নিজেকে প্রতিষ্ঠিত করে তোলার।বর্তমান এই প্রতিযোগীতার যুগে উচ্চ শিক্ষা গ্রহণ না করলে আমরা কোন ভাবেই ভাল ক্যারিয়ার গড়ে তুলতে পারবো না।আর নিজের স্বপ্নকে ব্যস্তবায়ীত করার জন্য শিক্ষার পরিসর বৃদ্ধি ছাড়া উপায় নেই।বিশ্ববিদ্যালয়ের পাঠদানের ধরন স্কুল,কলেজের থেকে একদমই আলাদা।এখানে নিজের প্রতিভা গুলো বিকাশের সুযোগ করে বিশ্ববিদ্যালয়ের ক্লাবগুলো তেমনি উন্মুক্ত চিন্তা থেকে কোন নতুন কিছু আবিষ্কার করতে সাহায্য করে উদ্ভাবন গবেষণাগারে।বিশ্ববিদ্যালয় যেমন কাজ করার প্রতি স্পৃহা ও ধৈর্য বাড়িয়ে তোলে অ্যাসাইনমেন্টগুলো তেমনি নিজেকে সবার সামনে সাহসের সাথে কথা বলতে শেখায় প্রেজেনটেশন!আবার তেমনি দলগত কাজ আমাদের একটি সঠিক সিদ্ধান্ত নিয়ে সবার সাথে কাজ করাতে শেখায়।আমরা ছোট থেকে পড়াশোনা করে নতুন কিছু জানার চেষ্টা করছি।আমরা প্রতিদিন আমাদের চারপাশের শিক্ষা, কলা-কৌশল, জ্ঞান ও বিজ্ঞানের অনেক অজানা প্রশ্নের উত্তর খুজে পাচ্ছি ধীরে ধীরে। এ সময়ে এ প্রচেষ্টা আরও জোরদার হয়েছে।তাই নিজের প্রশ্নগুলোকে খুঁজে বের করতে অনেক কিছু জানতে ও শিখতে হবে।তাই এসবের জন্য উচ্চ শিক্ষা ছাড়া উপায় নেই।নিজেকে প্রতিষ্ঠিত ও স্বংয়সম্পূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য পড়াশোনা করে হবে।তাই জন্য বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা আমাদের সবার গ্রহণ করা খুব জরুরি।

In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Radiful Islam 202-15-3837 -
I have a sole aim in my life and that is to become financially independent. As a student of Computer Science and Engineering department, I am attending university to chase my dream to become a successful engineer. That being said, I need a proper guidance to become one, and I believe my department is doing a great job here.
In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by MD. Lutfor Rahman(201-15-3313) -
প্রত্যেকেরই স্বপ্ন থাকে উচ্চ শিক্ষা অর্জন করা। কারণ একজন শিক্ষিত মানুষই পারে তার দেশকে বিশ্বের বুকে সম্মানজনক অবস্থানে পৌঁছে দিতে। আর একটি বিশ্ববিদ্যালয় হচ্ছে উচ্চশিক্ষা অর্জনের জন্য সর্বোচ্চ প্রতিষ্ঠান। একটি বিশ্ববিদ্যালয় পারে একটি শিক্ষার্থীকে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করে তুলতে। একটি বিশ্ববিদ্যালয় পারে একটি শিক্ষার্থীকে নীতি নৈতিকতায় আদর্শ করে গড়ে তুলতে। আর এই শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যৎ। নিজেকে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করে তুলতে এবং নিজের দেশকে ভালো কিছু উপহার দেয়ার অন্তর্নিহিত প্রত্যাশা থেকেই আমার বিশ্ববিদ্যালয়ে আসা।
In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Rayhan Sobhan -
বিশ্ববিদ্যালয়কে বলা হয় মুক্ত জ্ঞান চর্চার কেন্দ্র যেইখানে বিভিন্ন বিষয়ের ওপর গবেষণা হয়। বিশ্ববিদ্যালয়ের চেয়ে সুন্দর, চিন্তাহীন আর মুক্ত জীবন, জীবনে আর কোনদিন আসবে না।
বিশ্ববিদ্যালয় শুধু বই, পরীক্ষা আর ল্যাব ওয়ার্ক না।এটির অর্থ অনেক ব্যাপক।বিশ্ববিদ্যালয়ে এসেছি যাবতীয় সকল প্রকার জিনিসের জ্ঞান আহরন করতে।বিশ্ববিদ্যালয়ে আমরা ৪ বছর অতিবাহিত করব।এই ৪ বছের আমরা শিখব কিভাবে নেতৃত্ব দিতে হয়,শিখবো মূল্যবোধ,কিভাবে একসাথে একটি কাজ সুষ্ঠুভাবে সম্পূর্ণ করা যায় সেই সকল গুণ,কিভাবে সমাজের মানুষের সাথে ব্যবহার করতে হয় সেই সকল গুণ অর্জন করবো বিশ্ববিদ্যালয় থেকেই। এইখানে জ্ঞান অর্জনের কোন সীমা পরিসীমা নেই সে যতটুকু পারবে সে ততটুকু জ্ঞান আহরন করে নেবে।পরিশেষে অর্জিত জ্ঞান সমাজ,রাষ্ট্র ও বিশ্বের উপকারে ব্যয় করবে।এইসকল কারণেই আমারও বিশ্ববিদ্যালয়ে আসা।
In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Mostafizur Rahman 202-15-3850 -
Education is very important in our life . A university is an institution where students are imparted higher education and various research activities are carried out. It is a place of free will. There is a tendency among us to go to university for higher education and to build a proper career. In a very simple way, I came to the university to be a human being. But in addition to these, the university also gives us a lot of education. We get our conduct and moral education in the university in the right way. There are no barriers to education here. We can learn from everything in the university. People acquire leadership qualities from university. We are coming to the university to get education in order to build our life in a beautiful way.
In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Bijoy Dhar 202-15-3830 -
Every human being has some dreams. If those dreams are associated with education, then he must come to university life. The university is a place where teachers and students can roam freely. Interaction We can learn a lot from each other. In the same way, among all those students, I am also a student who enters university life mainly to achieve certain goals. The more developed the nation, the more educated the nation is. And that is why one must enter university life to get higher education. It not only educates a student in self-education but also helps a student to develop the moral values ​​and responsibilities that he has for his country. In addition, a student acquires character traits and qualities in university life as he interacts with all kinds of people during this time. Traits are acquired which, with proper care, can make him an ideal citizen. Moreover, university education leads to a distinct, respected, affordable paid profession. The university provides a high level of education and has all these resources and facilities for the interest of knowledge. Many join universities to pursue careers or business careers in science and technology. It is believed that ideas, opportunities, qualifications, deep knowledge and skills in the field of science often make it a must to study at university. A lot of times a four-year study at a university can only be the beginning of an order in which one can run for what one thinks is best for one's career. There are opportunities to make new friends and get to know people from different places. In addition, seminars are organized regularly in the university. From there, we can get to know many people, which is very useful in our work. In addition, while studying in university life, we are given a variety of presentations that are very useful in the field of work so we can play an aesthetic role. I can say without any doubt that the role of the university is immense.
In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Maimuna Akter Rikta -
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি শুধু স্কুল, কলেজের মত সীমাবদ্ধ পরিসরের জায়গা নয়, বরং এটি বিস্তার পরিসর নিয়ে শিক্ষা গ্রহণের একটি আদর্শ স্থান। এই পর্যায়ের শিক্ষার্থীরা তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় পার করে থাকে কেননা এখান থেকে বেরিয়ে একজন শিক্ষাথী তার ভবিষ্যৎ গড়ে নেয়। তেমনি আমিও আমার স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার জন্য এই প্রাঙ্গণে এসেছি। তাই সঠিক ভাবে আমার সপ্ন পূরন ও বাবা মায়ের ইচ্ছা পূরণ করার লক্ষ্যেই এই মুক্তশিক্ষা প্রাঙ্গণে নিজেকে নিয়ে এসেছি ।।
In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Nahin Afrose -

The reason to be admitted in University is to achieve knowledge about the whole world.University means a store of knowledge that i can learn in every step  and areas.This learning is helped me for build up my future career.By the learning of University i can realise my skill annd grown up it.

In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Monir Husain Shuvo 202-15-3853 -

Asslamualikum Sir, 

I am Monir Husain Shuvo.ID:202-15-3853,Department of CSE,DIU.

The main reason behind my joining the university is to gain knowledge.And of course like every other students I won't reveal that I want a certificate with a healthy cgpa.But you already know that. 

So the other reason for my joining university was to get a certificate with a healthy cgpa. So that I can secure a good job,a good salary and live a happy life. 

 


In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Raisa Ferdush (201-15-3142) -

বিশ্ববিদ্যালয় মানেই উচ্চশিক্ষায় প্রবেশ করা,মূলত উচ্চশিক্ষা পর্যায় থেকেই জ্ঞানের প্রায়োগিক ও চর্চাভিত্তিক অধ্যায় শুরু হয়।এ সময়ে আমাদেরকে বিভিন্ন ধরনের বিষয়ের ওপর একইসাথে পড়াশোনা করতে হয়। জ্ঞানের বিভিন্ন শাখার সাথে পরিচয় করিয়ে দেবার জন্যেই মূলত এ ধরনের বৈচিত্র্যময় শিক্ষার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়।বিশ্ববিদ্যালয়ে যাওয়ার  উদ্দেশ্য  ভিন্নতর৷ বিশ্ববিদ্যালয়ের প্রধান উদ্দেশ্য হচ্ছে উন্মুক্ত জ্ঞান আহরণ৷ জ্ঞানচর্চার জন্য তাই প্রয়োজন নিয়মমাফিক গবেষনা। গবেষণার বিষয় সাধারণত মৌলিক হয়ে থাকে, নতুন এমন কোনো বিষয়ের উপরে হয়ে থাকে, যা নিয়ে ইতোপূর্বে কাজ করা হয়নি। চলমান কোনো সিস্টেমের সমস্যা নির্ণয় বা সংস্করণের জন্যও প্রয়োজন লক্ষ্যভিত্তিক গবেষণাকার্য। মূলত এভাবেই বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন আঙ্গিকে গবেষণা করার সুযোগ তৈরি হয়। উন্মুক্ত পর্যায়ে এমন গবেষণার জন্য প্রয়োজন বিশ্ববিদ্যালয়ের মতো উচ্চ পর্যায়ে শিক্ষালাভের সুযোগ। এতে করে জ্ঞানের উৎপাদনের মতো উচ্চশিক্ষার প্রাথমিক লক্ষ্য অর্জিত হওয়া অনেকটাই উন্মুক্ত হয়ে পড়ে।।

শুধুমাত্র নির্ধারিত বিষয়ে জ্ঞানলাভ ও জ্ঞান উৎপাদন, দু'টি সম্পুর্ণ ভিন্ন জিনিস।এর বাহিরেও কিছু উদ্দেশ্য আমার কাজ করে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার। কম্পিউটার বিজ্ঞান বিভাগের একজন ছাত্রী হিসেবে আমার ক্যারিয়ার এ একটা ভাল সফলতা নিয়ে আসাও বিশ্ববিদ্যালয়ে যাওয়ার একটা বড় কারণ।তাছাড়া বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য মূলত তিনটিই আমার কাছে। জ্ঞানের উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ।আমি এখান থেকে ঠিক যতটুকু  জ্ঞান অর্জন করতে পারবো ঠিক ততটুকুই মানুষের মধ্যে বিতরণ করতে পারবো।এই সকল বিষয়ে সফল হয়ে ফেরার অঙ্গিকার নিয়েই বিশ্ববিদ্যালয়ে আমার পা রাখা। 

In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by REZOANA TABASSUM -
বিশ্ববিদ্যালয় হচ্ছে উচ্চশিক্ষা অর্জনের প্রতিষ্ঠান। উচ্চশিক্ষা এবং নৈতিকশিক্ষা অর্জনের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের গন্ডিতে আসা। বিশ্ববিদ্যালয় থেকে নেতৃত্ব দানের গুণাবলি অর্জিত হয় । মেধাকে আরো বিস্তৃত করা এবং দেশ ও জাতির কল্যাণে নিজের অজিত শিক্ষাকে কাজে লাগিয়ে ভালো কিছু করা। অর্জিত শিক্ষাকে সুন্দরভাবে দেশ ও বিশ্বের কাছে উপস্থাপন করার যোগ্য হয়ে উঠার প্রত্যাশা নিয়েই আমার বিশ্ববিদ্যালয়ে আসা।
In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Mahima Afroz -
বড় হয়ে ভালো চাকুরী করতে হবে। তাহলে আশেপাশের মানুষ সবাই ভালো বলবে। মা-বাবার সম্মান বাড়বে। ছোটবেলা থেকেই একটি শিশুর মাথার মধ্যে এই কথাগুলো গেঁথে দেওয়া হয়। আর এই কথাগুলোর উপর ভিত্তি করেই আমিও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। তবে হ্যাঁ ভালো চাকুরির পাশাপাশি আমার সবসময়ই ইচ্ছা ছিল আমি অনেক নতুন জিনিস সম্পর্কে জানবো, অনেক কিছু সম্পর্কে আমার ধারনা থাকবে। আমি নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াবো। যা বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হলে সম্ভব ছিল না। তাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি।
In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by MD.Fuad Hasan Pulok -
আমার এডমিশন সিজন শুরু হয়েছিল একটা কনফিউশনের ভেতর দিয়ে। আমার ছোটবেলা থেকে শখ ছিল আমি ইঞ্জিনিয়ার হবো।
বেশি বেশি টাকা-পয়সা আর বিলাসবহুল জীবনই আমার কাছে সাফল্য মনে হত।

আরেকটু বড় হতেই আমার কাছে সাফল্যের সংজ্ঞাটা বদলে গেলো। আমি এমন কিছু করতে চাইলাম যেটা আমার পেটের দায় মিটানোর সাথে সাথে মানুষের কাছে একটা পরিচিতি এনে দেবে। বয়সটাই অমন! সবারই বিখ্যাত হতে, সেলেব্রিটি হতে মন চায়। আমি তখন মনে মনে অনেকগুলো অপশন ভেবে ফেললাম।
তাই অামি ঠিক করে ফেললাম যে অামি মানুষের মৌলিক চাহিদার একটি অর্থাৎ খাদ্য নিয়ে পড়াশোনা করবো এবং দেশের অসহায় মানুষের খাবারের চাহিদা পূরণ করার চেষ্টা করবো।
In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Muntasir Mahmud -
My intension to be in university is to be higher educated. I admitted to this university to increase my knowing level high. I believe that a higher educated person can bring a bright future which is important for his entire life. We all know that university is a place where a student can gather different type of knowledge which is relatable with his practical life.
In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Abida Zaman -
বিশ্ববিদ্যালয় হলো চর্চার স্থান । এখানে চার বছর একটি বিষয় নিয়ে পড়াশোনা শেষ করার পর তাকে স্নাতক ডিগ্রি দেওয়া হয় । স্নাতক (ইংরেজি: Bachelor's degree) হচ্ছে 'জ্ঞানের জলে স্নান' বা "অবগাহন করা" । স্নাতক মানে সম্মান । এখানে আমরা আমাদের গ‍্যানের পরিসীমা বাড়াতে এসেছি ।

বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা কোনো গন্ডির মধ্যে সীমাবদ্ধ নয় । বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা বইয়ের পাতার মধ্যেই শেষ নয় । সঠিক মানুষ হিসেবে গড়ে তুলে , নিজেকে সবার সামনে উপস্থাপন করা শিখায় বিশ্ববিদ্যালয় । সত্যি কার অর্থে সামাজিক হতে শিখায় , সামাজিক মূল‍্যবোধ , নেতৃত্ব দেওয়া , প্রতিনিধিত্ব করা সব কিছুই আমরা মূলত বিশ্ববিদ্যালয়ে এসেই শিখি । এখানে আসলে আমরা আমাদের ভবিষ্যৎ গড়ি এবং সঠিক , সুন্দর ও পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে ওঠি ।

আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি চর্চার মাধ্যমে নিজেকে আরো "develop" করার জন্য , নিজের ভবিষ্যৎ কে সুন্দর করে গড়ে তুলার জন্য , পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে উঠার জন্য , মানুষের সাথে একটা "network" গড়ে তোলার জন্য , স্নাতক সম্মানের জন্য , আত্মনির্ভরশীল হওয়ার জন্য । আমি অর্থনৈতিক ভাবে সাবলম্বী হতে চাই । এবং এটি আমার এবং আমার বাবা মার স্বপ্ন । আমি তাদের স্বপ্ন পূরণ করতেই এসেছি বিশ্ববিদ্যালয়ে ।
In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Md. Habibur Rahman (ShanTo) -
বিশ্ববিদ্যালয়ের মূল যে অর্থটি আসলে পাওয়া যায় সেটি হচ্ছে একত্রকরণ, গিল্ড। আমরা যারা বিশ্ববিদ্যালয়ের এসেছি তারা ৯৯% হয়তোবা বলতে পারবেনা কেন এসেছি। সবার কাছ থেকে খুবজোড় একই রকম উত্তর পাওয়াটাই স্বাভাবিক। একঘেয়ে কিছু ধারাবাহিক পাওয়া উত্তরগুলো এমন হবে- আমরা এসেছি একটি পরিপূর্ণ সনদ নিতে, যেটির মাধ্যমে আমরা একটি চাকুরি লাভ করতে পারবো, একটা ক্যারিয়ার দাড় করাতে পারবো। আমাদের সবার প্রত্যাশাটায় একরকম। বছর থেকে বছর এভাবেই চলে যাচ্ছে।

কিন্তু বিশ্ববিদ্যালয় এরকম কোনো অর্থ বহন করেনা। বিশ্ববিদ্যালয় নামটির সাথে থাকবে জ্ঞানের সাম্রাজ্য। বিশ্ববিদ্যালয় মানেই হবে জ্ঞান আহরণের এক পরিপূর্ণ স্থান। যে জ্ঞানের কোনো গন্ডি থাকবেনা। পরিপূর্ণভাবে স্বাদ মিটিয়ে যেখানে জ্ঞানের সাম্রাজ্যের রাজা হওয়া যাবে, যেখানে বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করা যাবে সেটিই হচ্ছে বিশ্ববিদ্যালয়। আমার মনোবাসনাটা এমনই হওয়া উচিত, যেন বিশ্ববিদ্যালয়ের বছরগুলো শেষ হওয়ার পর যে সম্মানের সনদ আমরা অর্জন করবো সেটি যেন পরিপূর্ণ হয়।
In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Fardin Riad 202-15-3846 -
Everyone has a dream in life. We have to do something in life to fulfill our dreams and that's why we came to university to fulfill our goal by receiving higher education. Basically we came to the university for higher education. But in addition to these, the university gives us a lot of lessons. We get our conduct and moral education in the university in the right way. There are no barriers to gain knowledge from here. We can learn from everything in the university. People acquire leadership qualities from university. For these I came to the University.
In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by NAHID ARMAN FAHIM 202-15-3831 -
I came to the university to get higher education and prepare myself for the future. I can also learn many things in the university besides educational learning. Like, Independence, Time management, Teamwork, Communication, etc. So, I am here to fulfill my dream.
In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Mst. Bushra Khatun Sumaiya -
বলা হয়,শিক্ষা প্রতিষ্ঠানের বারান্দা ও আমাদের অনেক কিছু শেখায়।আসলেই তাই।আমরা যে সকল অভিজ্ঞতা শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাই তা আমাদের জীবনে অনেক প্রভাব ফেলে।আমাদের মানুষের মতো মানুষ হতে শেখায়।সামাজিকতা, নৈতিকতা, শিষ্টাচার, সততা সবকিছুই আমরা এখানেই শিখি।নানারকমের মানুষের সাথে পরওআওত হই,তাদের পারসোনালিটি সম্পর্কে জানি,নিজেরা অনেক সময় তাদের প্রভাবিত হই।সব রকমের বাস্তবিক শিক্ষা আমরা শিক্ষা প্রতিষ্ঠানেই পেয়ে থাকি।

আমরা কোনো নির্দিষ্ট একটা বিষয়ে স্নাতক সম্মান অর্জনের উদ্দেশ্য বিশ্ববিদ্যালয়ে আসি যাতে করে আমরা ভবিষ্যতে ঐ পারটিকুলার সাবজেক্টেটাকে নিয়ে ভালো কিছু করতে পারি যা দেশ ও দশের উপকারে আসবে।এছাড়াও বিশ্ববিদ্যালয়ে এসে নানা রকমের মানুষের সাথে পরিচিত হয়ে,বিভিন্ন শিক্ষকের দ্বারা প্রভাবিত হয়ে আমরা সেলফ কনফিডেন্স গেইন করতে পারি,যা পরবর্তী বাকিটা জীবনে আমাদের সাহায্য করে।

নিজেকে রীতিমতো গুছিয়ে নিয়ে ভবিষ্যতের জন্য তৈরি করায় আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তির একমাত্র উদ্দেশ্য।
In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Md. Almoshabir Haque Pranto -
শেখার আনন্দ যে পেয়েছে সে শেখে সবখানেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ হোল শেখার আনন্দ। তাই বিশ্ববিদ্যালয়ের পড়ালেখা আলোচনা করার আগে একটু শেখার কথা বলে নেই।মানব শিশুই সবচেয়ে দুর্বল আর জ্ঞানহীন হয়ে পৃথিবীতে আসে। এখানে এসে আমাদের শিখতে হয়েছে খাওয়া দাওয়া, কথা বলা এবং হাঁটা চলা সবকিছুই।মনে পড়ে, হাঁটতে শুরু করার আগে দাঁড়ানোর কি অদম্য প্রচেষ্টা, আবার পড়ে যাওয়া, হাঁটার প্রস্তুতি, পড়ে যাওয়া তারপর একটু একটু করে হেটে এগিয়ে যাওয়া।খেতে শেখার আগে কত অখাদ্য খেয়ে ফেলা। আর কথা বলাতো এক দীর্ঘ মেয়াদী সাধনা। প্রথমদিকের কিছু অর্থহীন শব্দগুলো একসময় অর্থবহ শব্দ হয়ে ওঠে আমাদের ক্রমাগত পর্যবেক্ষণ আর প্রচেষ্টার ফলে।পেরিয়ে আসা এই সময় আর প্রচেষ্টাগুলোর কথা চিন্তা করে আমরা বুঝতে পারি যে সেই বুনিয়াদি শিক্ষার জন্য আমাদের কত দীর্ঘ সময় ব্যয় করতে হয়েছে। সাথে ছিল আমাদের হার না মানা প্রচেষ্টা।
In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Jannatul Ferdous Konok 202-15-3828 -

বিশ্ববিদ্যালয় হলো এমন একটি প্রতিষ্ঠান যেখানে আমরা আমাদের জ্ঞান বৃদ্ধির জন্য আসি। শিক্ষার কোনো শেষ নেই। মানুষ সারা জীবনি শিক্ষা লাভ করে যায়। শিক্ষার্থীদের জন্য স্কুল কলেজের পড়াশুনাই যথেষ্ট নয়। আমাদের জীবনে উন্নতি করতে অনেক কিছুর শিখার দরকার হয়। অনেক কিছুর বিষয়ে জ্ঞান থাকতে হয়। যা নিজে থেকে শিখা সহজ নয়। যার জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়তে হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমাদের ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যান। আমরা যারা যে লাইনে কাজ করতে চাই সেই লাইনে যাওয়ার জন্য আমাদের যে সময় শিক্ষার দরকার সে গুলো আমাদের দিয়ে থাকেন। যার ফলে আমরা উচ্চশিক্ষিত হতে পারবো। অনেক অজানা সম্পর্কে জ্ঞান লাভ করবো। নিজের পরিশ্রমে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের ভবিষ্যৎ গড়ে তুলতে পারবো। মূলত উচ্চশিক্ষায় শিক্ষিত হতে এবং ভবিষ্যৎ গড়তেই আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি।

In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Biplob Dutta -
“ বিশ্ববিদ্যালয় ” শব্দটাকে যদি বিশ্লেষণ করা হয় তাহলে তা হবে বিশ্বের বিদ্যালয়। অর্থাৎ যেখানে সব রকম জ্ঞান অর্জন করা সম্ভব।
বিশ্ববিদ্যালয়ে আমাদের গমনের মূল কারণ যদি বলি তাহলে তা হবে এই জ্ঞান বা শিক্ষা অর্জন। আর শিক্ষা কথাটার সবথেকে সহজ অর্থ হলো, কোন কিছু শেখা। আর এই শেখা হতে পারে প্রাতিষ্ঠানিক কিংবা অপ্রাতিষ্ঠানিক। কিন্তু কোনো একটা প্রতিষ্ঠান থেকে যদি আমরা সবথেকে বেশি শিক্ষা পেয়ে থাকি তা হলো বিশ্ববিদ্যালয়। আর এ শিক্ষা হচ্ছে জীবনের শিক্ষা, বাঁচার  শিক্ষা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকে বলা হয়  টারশিয়ারি শিক্ষা ব্যবস্থা। বিশ্ববিদ্যালয়ে আসতে গেলে আমাদেরকে শিক্ষার আরো দুইটা ধাপ পার করতে হয়, প্রাইমারি এবং সেকেন্ডারি। প্রথম ২ ধাপে আমাদের মস্তিষ্কের সম্পূর্ণ বিকাশ হয় না। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গ্ৰহণের সময় তা সম্পন্ন হয়। বিশ্ববিদ্যালয় আমাদেরকে জ্ঞানের সাগরের সন্ধান দেয়। বলা হয়ে থাকে মানুষের জন্ম নাকি দুবার হয়। একবার অন্যান্য আর প্রাণির মতো আর
একবার জ্ঞান অর্জন করে প্রকৃত মানুষ হয়। বিশ্ববিদ্যালয় হলো সেই মানুষের মতো হয়ে ওঠার সবথেকে উপযোগী উপায়। এ কারণেই আমি বা আমরা বিশ্ববিদ্যালয়ে আসি। যদিও দেখা যায় সবার জীবনে বিশ্ববিদ্যালয়ের সুন্দর প্রভাব পড়ে না। কিন্তু তা ব্যক্তি দোষে। আমাদের সকলেরই উচিত বিশ্ববিদ্যালয়কে বিশ্বের বিদ্যালয় হিসাবেই গ্ৰহণ করা। আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও শিক্ষার্থীর কাছে বিশ্বের বিদ্যালয় হিসাবেই প্রদান করা উচিত। 
In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Mayeen Ahmed -
আমাদের তথাকথিত সমাজে নিজেকে
ভাল একটা অবস্থানে রাখতে হলে নিজের নামের পাশে এক্টা ট্যাগ বসাতে হয়,
তা হোক,ডাক্তার,হোক ইঞ্জিয়ার টাইটেল চাই এই চাই,,,,, পেশাগত দিক দিয়ে আমার বাবা একজন শিক্ষক,
অসংখ্য ছাত্রী -ছাত্রী তার হাতে গড়া, তার কিছু সংখ্যক ডাক্তার,ইঞ্জিনিয়ার, আর কিছু
পিএচডি হোল্ডার,,,, আর ঠিক তার কারণে আমার উপর চাপ প্রয়োগ করা হয় সেই ছোট বেলা থেকেই,,,
বাবার হাতে অসংখ্য শিক্ষার্থী আজ সাফল্যের প্রাচীরে ঘেরা,,,

তাই আমার বাবার ও স্বপ্ন দেখতে শুরু করলো, ছেলে বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে"
বাবার মুখে যখন ইঞ্জিনিয়ার কথা টা শুনতাম তখন এর মানেও বুঝতাম নাহ,,
তাই বাবার মুখের কথায় আমিও স্বপ্ন দেখতে শুরু করলাম ইঞ্জিনিয়ার হবো,
আর তারপর যখন এর মানে বুঝলাম তখন থেকে আমার ইঞ্জিনিয়ার হওয়ার ক্ষুদা আরো বেড়ে গেলো!

এইচএসসির ফলাফল পাওয়ার পর । উচ্চ শিক্ষার সিঁড়ি হাতছানি দিয়ে ডাকে, আমাকে। কিছুদিন পরেই শুরু হবে শিক্ষা জীবনের কঠিনতম ভর্তিযুদ্ধ। পড়াশুনার বিরাম নেই । একটাই লক্ষ্য ইঞ্জিনিয়ার হতে হবে,
বিশ্ববিদ্যালয়ে একটা আসন পেতেই হবে আমাকে,
আর সেই লক্ষ কে প্রাধান্য দিয়ে সারা দেশে ঘুরেছি এডমিশন দিয়েছে,
এক সময় ভেংগে পড়েছিলাম,
আমি হইতো বাবার স্বপ্ন পূরন করতে পারবোনা!
কোথাও চান্স হয়নি,
অনেক চিন্তা ভাবনার পর প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হই,,,
কারণ যে ভাবেই হোক আমার বাবার স্বপ্ন পূরণ করতে হবে!
যদি দিনশেষে বলতে চাই
বাবার স্বপ্ন পূরণ করার জন্য,
বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি!
In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Mayeen Ahmed -
আমাদের তথাকথিত সমাজে নিজেকে
ভাল একটা অবস্থানে রাখতে হলে নিজের নামের পাশে এক্টা ট্যাগ বসাতে হয়,
তা হোক,ডাক্তার,হোক ইঞ্জিয়ার টাইটেল চাই এই চাই,,,,, পেশাগত দিক দিয়ে আমার বাবা একজন শিক্ষক,
অসংখ্য ছাত্রী -ছাত্রী তার হাতে গড়া, তার কিছু সংখ্যক ডাক্তার,ইঞ্জিনিয়ার, আর কিছু
পিএচডি হোল্ডার,,,, আর ঠিক তার কারণে আমার উপর চাপ প্রয়োগ করা হয় সেই ছোট বেলা থেকেই,,,
বাবার হাতে অসংখ্য শিক্ষার্থী আজ সাফল্যের প্রাচীরে ঘেরা,,,

তাই আমার বাবার ও স্বপ্ন দেখতে শুরু করলো, ছেলে বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে"
বাবার মুখে যখন ইঞ্জিনিয়ার কথা টা শুনতাম তখন এর মানেও বুঝতাম নাহ,,
তাই বাবার মুখের কথায় আমিও স্বপ্ন দেখতে শুরু করলাম ইঞ্জিনিয়ার হবো,
আর তারপর যখন এর মানে বুঝলাম তখন থেকে আমার ইঞ্জিনিয়ার হওয়ার ক্ষুদা আরো বেড়ে গেলো!

এইচএসসির ফলাফল পাওয়ার পর । উচ্চ শিক্ষার সিঁড়ি হাতছানি দিয়ে ডাকে, আমাকে। কিছুদিন পরেই শুরু হবে শিক্ষা জীবনের কঠিনতম ভর্তিযুদ্ধ। পড়াশুনার বিরাম নেই । একটাই লক্ষ্য ইঞ্জিনিয়ার হতে হবে,
বিশ্ববিদ্যালয়ে একটা আসন পেতেই হবে আমাকে,
আর সেই লক্ষ কে প্রাধান্য দিয়ে সারা দেশে ঘুরেছি এডমিশন দিয়েছে,
এক সময় ভেংগে পড়েছিলাম,
আমি হইতো বাবার স্বপ্ন পূরন করতে পারবোনা!
কোথাও চান্স হয়নি,
অনেক চিন্তা ভাবনার পর প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হই,,,
কারণ যে ভাবেই হোক আমার বাবার স্বপ্ন পূরণ করতে হবে!
যদি দিনশেষে বলতে চাই
বাবার স্বপ্ন পূরণ করার জন্য,
বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি!
In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Md Abdullah 202-15-3842 -

শিক্ষার হেরফের প্রবন্ধ বস্তুত লক্ষয করা যায় শিশদিষ্ট পাঠক্রফের েফযয সীোবদ্ধ হেফক শিফেফক কারাবন্দি করা কখফিাই শিফের যে িেফত পাফরিা শবস্তৃত এই েগফতর সাশেতয ,উপলশি তার োযুয িতা োিফত সাশেতয চচিা এবং অপাঠযপুস্তক গুশল প্রযাি েযাযযে শেফসফব কাে করফব হদিীয় সাশেফতযর প্রতু লতা প্রাবশন্ধক স্বীকার করফলও এর শেি চচিাই হয এর দুব িলতা তা শতশি বুন্দিফয়ফেি শবফদশি সাশেতয প্রবন্ধ আর গফের প্রশত আকর্ িণ শকংবা তাফক সব িখযাত অশযক গুরুত্ব হদওয়া এবং হসই গুশল আশ্রয় কফর শবফদফি পাশ়ি শদফয় শিক্ষা অেিি তকো লাগাফিা শিেক তীক্ত স্বাদ গ্রেণ োত্র । আবিযকীয় পাঠযসূশচর সাফে োিুফর্র েফির শবফিাদি এবং আিি উপফ াগ েয় শিক্ষণীয় ন্দেশিস সংফযান্দেত করফত েফব ।শকন্তু আেরা একটা ন্দেশিস হোটফবলা হেফকই লক্ষয কফর োশক একেি শিশুফক কখফিা শুদ্ধ াফব বাংলা সাশেতয হিখাফিা েয় িা তাফক উৎসাশেত করা েয় ার্া ইংফরন্দে সাশেতয খুব সুির াফব হিখাফিা, িব্দশবিযাস পদশবিযাস সম্বফন্ধ আোফদর ার্ার সশেত তাোর হকাফিাপ্রকার শেল িাই। একটট সোে ,হদি শকংবা রাষ্ট্র পূণ িশবকিত ,উদ্দীপ্ত ও সেৃ িিীল েয় যশদ তার শবদযাপীঠ গুশল পূণ িেয়। এই পূণ িতা শকংবা স্বয়ং সম্পূণ িেওয়ার েূল শবর্য় শিক্ষাবযবস্থা হক সটঠক,গ্রেিফযাগয এবং প্রফয়ােূলক করা, আেরা সাশেফতযর আত্মেীবি িন্দক্ত আর তার েীবফির েফযয হতেি সেে াফব প্রকাি কশরফত পাশরিা । এই শিক্ষা বযবস্থা আোফদর োশতর উপর একরকে শবরূপ প্র াব হেলফে । িখ বা ইচ্ছার বইগুফলা সংফযান্দেত িা েফল শিক্ষার গুণগত োি এবং শিশু শিক্ষাফক পূণ িএবং উন্নশত হকাি াফব সম্ভব িা শিশু শকংবা শিক্ষােীফদর েি পাঠযসূশচ িা োকফল সাশেফতযর চচিা বন্ধ েওয়ার উপক্রে েফব শিরস পাঠক্রে কখফিাই শিক্ষণীয় োযযে েফয় ওফঠ িা এবং শবফদশি সাশেতয বা শিক্ষাও শিশু সেফয় যফোপযুক্ত িয় ।

In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Shanto Karmoker -
সবার প্রথমে বলতে চাই বিশ্ববিদ্যালয় এসেছি সর্বপ্রথম উচ্চ শিক্ষা গ্রহণের জন্য l কিন্তু বিশ্ববিদ্যালয়রে আসার পেছনে উদ্দেশ্য মূলত শুধুমাত্র একটাই নয় l নিজেকে মেলে ধরতে, দেশকে এগিয়ে নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় এসেছিl বিশ্ববিদ্যালয় এমন একটি জায়গা যেখানে আমরা নিজেদের কোনো একটি বিষয়ে দক্ষ করে তুলতে পারি ,তার পাশাপাশি নিজেকে মেলে ধরতে পারি এবং নিজেকে বিকশিত করতে পারি l তারুণ্য সমাজই একটি দেশের প্রধান শক্তি l আমরা যদি আমাদের ইতিহাস ঘেটে দেখি তাহলে এই বিশ্ববিদ্যালয় তারুণ্য শক্তি আমাদের দেশকে স্বাধীন করতে সাহায্য করেছেl নিজের মানবিক মূল্যবোধ , সততা মানবিকতা এবং মানসিকতা ইত্যাদির পরিপূর্ণতা পেতে হলে বিশ্ববিদ্যালয় অন্যতম l বিশ্ববিদ্যালয় আমাদের নিজস্ব সুপ্ত প্রতিভা বিকশিত করার একটি জায়গা, তাই বিশ্ববিদ্যালয় যেমন একটি আমাদের নির্দিষ্ট বিষয়ে দুঃঃ দক্ষ করে তুলবে ঠিক সেভাবেই আমাদের দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে. উপরোক্ত কারণগুলোর জন্যই আমি বিশ্ববিদ্যালয় এসেছি এবং মানুষের মত মানুষ বলতে যেটি বুঝায় সেটি হওয়ার জন্য বিশ্ববিদ্যালয় এসেছি..
In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Israt Jahan Bristy -
বিশ্ববিদ্যালয় এসেছি নিজেকে পরিপূর্ণ করতে l বিশ্ববিদ্যালয় মূলত উচ্চ শিক্ষার প্রতিষ্ঠান l এখানে অধিকাংশই আসছে একটি নির্দিষ্ট বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করার জন্যl তার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে এসেছি নিজেকে মেলে ধরতে. নিজের চিন্তাধারা প্রকাশিত করতে l দেশের জন্য নিজেকে মেলে ধরতে l মানুষ হিসাবের তখনই পরিপূর্ণ ভাবে পরিচয় দেওয়া যায় যখন মানুষের গুনাবলী গুলো সম্পূর্ণরূপে মানুষের মাঝে পরিপূর্ণতা লাভ করে l বিশ্ববিদ্যালয় হল সেই স্থান যেখানে আমরা পরিপূর্ণ মানুষ হিসেবে নিজেদেরকে পরিপূর্ণতা লাভ করাতে পারবো l তাই বিশ্ববিদ্যালয় এসেছি সুনির্দিষ্ট ডিগ্রী অর্জনের পাশাপাশি নিজের মানসী গুণাবলীগুলো পরিপূর্ণতা লাভ করাতে l
In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Sabrina Ahasan Reeti -
Ans:বিশ্ববিদ্যালয় এমন একটি জায়গা যেখানে আমি উচ্চ শিক্ষা লাভের জন্য নিজের মেধাকে আরো অনেক বেশি বিস্তৃত করার পাশাপাশি নৈতিক শিক্ষা লাভ করে দেশ ও জাতির কল্যাণ করতে পারব।যে দেশ মেধাকে যত বেশি কাজে লাগাতে পারছে তত বেশি উন্নতির শিখরে পৌঁছাচ্ছে।স্কুল,কলেজের গন্ডি পেরিয়ে আমরা সবাই স্বপ্ন দেখি একটি ভাল বিশ্ববিদ্যালয়ে পড়ার।যেখানে পড়াশোনার সীমাটাকে একটু বড় করে নিজেকে প্রতিষ্ঠিত করে তোলার।বর্তমান এই প্রতিযোগীতার যুগে উচ্চ শিক্ষা গ্রহণ না করলে আমরা কোন ভাবেই ভাল ক্যারিয়ার গড়ে তুলতে পারবো না। নিজেকে এবং দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় যার আছে তার জন্য বিশ্ববিদ্যালয় উপযুক্ত স্থান। যেকোনো শিক্ষার্থীর জন্য বিশ্ববিদ্যালয় এমন একটি প্ল্যাটফর্ম যার আশ্রিত হয়ে একজন শিক্ষার্থী নিজেকে যোগ্য করে গড়ে তোলার সুযোগ পেয়ে থাকে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে সৃজনশীল করে তোলার পাশাপাশি পণ্ডিত ব্যক্তিদের সাহচর্য তাকে জ্ঞান অর্জনে উৎসাহিত করে এবং জ্ঞান অর্জনের ক্ষেত্র সে খুঁজে পায়। এখানে নিজের প্রতিভা গুলো বিকাশের সুযোগ করে বিশ্ববিদ্যালয়ের ক্লাবগুলো তেমনি উন্মুক্ত চিন্তা থেকে কোন নতুন কিছু আবিষ্কার করতে সাহায্য করে উদ্ভাবন গবেষণাগারে।বিশ্ববিদ্যালয় যেমন কাজ করার প্রতি স্পৃহা ও ধৈর্য বাড়িয়ে তোলে অ্যাসাইনমেন্টগুলো তেমনি নিজেকে সবার সামনে সাহসের সাথে কথা বলতে শেখায় প্রেজেনটেশন!আবার তেমনি দলগত কাজ আমাদের একটি সঠিক সিদ্ধান্ত নিয়ে সবার সাথে কাজ করাতে শেখায়।সব গুণের বিকাশ ঘটাতে তার জন্য থাকে অনুকূল পরিবেশ। দেশের বেশির ভাগ ক্ষেত্রে নেতৃত্ব দেয় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। সুতরাং নিজকে তৈরি করার এবং দেশকে কিছু দেয়ার উপযুক্ত স্থান হচ্ছে বিশ্ববিদ্যালয়। আর নিজের মধ্যে এই আগ্রহ তৈরি করে বিশ্ববিদ্যালয় থেকে উপযুক্ত শিক্ষা গ্রহণ করতে পারলেই বিশ্ববিদ্যালয়ে পড়া সার্থক হবে এবং উপরোক্ত কারনেই আমি বিশ্ববিদ্যালয়ে এসেছি।
In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Sonia Akter Rumi -
“ বিশ্ববিদ্যালয় ” শব্দটাকে যদি বিশ্লেষণ করা হয় তাহলে তা হবে বিশ্বের বিদ্যালয়। অর্থাৎ যেখানে সব রকম জ্ঞান অর্জন করা সম্ভব।সবার প্রথমে বলতে চাই বিশ্ববিদ্যালয় এসেছি সর্বপ্রথম উচ্চ শিক্ষা গ্রহণের জন্য l কিন্তু বিশ্ববিদ্যালয়রে আসার পেছনে উদ্দেশ্য মূলত শুধুমাত্র একটাই নয় l নিজেকে মেলে ধরতে, দেশকে এগিয়ে নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় এসেছিl বিশ্ববিদ্যালয় এমন একটি জায়গা যেখানে আমরা নিজেদের কোনো একটি বিষয়ে দক্ষ করে তুলতে পারি ,তার পাশাপাশি নিজেকে মেলে ধরতে পারি এবং নিজেকে বিকশিত করতে পারি l তারুণ্য সমাজই একটি দেশের প্রধান শক্তি l আমরা যদি আমাদের ইতিহাস ঘেটে দেখি তাহলে এই বিশ্ববিদ্যালয় তারুণ্য শক্তি আমাদের দেশকে স্বাধীন করতে সাহায্য করেছেl নিজের মানবিক মূল্যবোধ , সততা মানবিকতা এবং মানসিকতা ইত্যাদির পরিপূর্ণতা পেতে হলে বিশ্ববিদ্যালয় অন্যতম l বিশ্ববিদ্যালয় আমাদের নিজস্ব সুপ্ত প্রতিভা বিকশিত করার একটি জায়গা, তাই বিশ্ববিদ্যালয় যেমন একটি আমাদের নির্দিষ্ট বিষয়ে দুঃঃ দক্ষ করে তুলবে ঠিক সেভাবেই আমাদের দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে. উপরোক্ত কারণগুলোর জন্যই আমি বিশ্ববিদ্যালয় এসেছি এবং মানুষের মত মানুষ বলতে যেটি বুঝায় সেটি হওয়ার জন্য বিশ্ববিদ্যালয় এসেছি।
In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Fairuj Maliha -
বিশ্ববিদ্যালয়- শব্দটিতেই অনেক কিছু প্রকাশ করে। যেমন বিশ্বের সকল ধরনের উন্মুক্ত জ্ঞান আমরা একমাত্র বিশ্ববিদ্যালয় থেকেই গ্রহন করতে পারি।সহজ ভাবে বলা যায় বিশ্ববিদ্যালয় এমন একটি শিক্ষা মঞ্চ যেখান থেকে মানুষ তার উচ্চশিক্ষা গ্রহন করতে পারে সাবলীল ভাবে। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক শিক্ষা ব্যবস্থাটা মোটামুটি প্রত্যেকটা মানুষকে এক অদৃশ্য জোরে গ্রহণ করতে হয়,,,ভালো লাগলেও গ্রহন করতে হবে বা না লাগলেও,,,বাধ্যবাধকতা বলা যায় আরকি। এই শিক্ষা ব্যবস্থা উন্মুক্ত নয়। কিন্তু যখন এই দুই স্টেজ পার হয়ে মানুষ উচ্চশিক্ষা নিতে যায় তখন তার বিশ্ববিদ্যালয় নামক শব্দটির সাথে পরিচিত হতে হয়। আর এই স্টেজে মানুষ তার স্বাধীন ভাবে অজানাকে জানতে পারে, বিস্তারিত জ্ঞান লাভ করতে পারে। এখানে কোন বাধ্যবাধকতা থাকে না।আমরা এই সুযোগটা গ্রহন করার জন্য বিশ্ববিদ্যালয়ে এসেছি।
In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Sadia Zannat -

উচ্চশিক্ষা গ্রহণের লক্ষ্যে এবং সঠিক ক্যারিয়ার গড়ার লক্ষ্যে আমাদের মাঝে বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রবণতা সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের চার বছরের শিক্ষাটা শুধুমাত্র একটা সার্টিফিকেটের জন্য না। এই চার বছর শেখাবে অনেক সামাজিক মুল্যবোধ,নেতৃত্ব দানের অভিব্যক্তি, নিজেকে প্রতিনিধিত্ব করার প্রবণতা এবং পরিবার ও দেশের উন্নয়নে কাজ করার ইচ্ছাশক্তি। যা আমাদের ক্যারিয়ার জীবনে এক ধাপ এগিয়ে রাখবে। স্কুল এবং কলেজের গন্ডি পেড়িয়ে যখন আমারা ইউনিভার্সিটিতে আসি তখন আমাদের জ্ঞানের পরিধির সাথে সাথে নিজেকে জানার ইচ্ছাটাও প্রবল হয়ে ওঠে। আমার বাবা-মায়ের ও ইচ্ছা ছিলো উচ্চশিক্ষা গ্রহণ করে জীবনে প্রতিষ্ঠিত হই। আর বিশ্ববিদ্যলয়ে আসার পিছনে তাদের এই ইচ্ছা পূরণের ভূমিকাও অনেক। আমাদের শিল্প, সাহিত্য, দর্শন, কারিগরি জ্ঞান, ব্যাবসায় বাণিজ্য এবং বিজ্ঞান সবকিছুর যে বিশেষায়িত জ্ঞান তার ভাণ্ডার রয়েছে বিশ্ববিদ্যলয়গুলোতে। এই বিশাল জ্ঞান ভাণ্ডার সবার জন্য উন্মুক্ত। যে কয়জন এর সামান্যতম অংশের খোজ পায় তার জন্য সারা পৃথিবীর সম্ভাবনার দ্বার উন্মুক্ত।আমার লক্ষ্য হল , আমি একজন পুষ্টিবিদ হব । পুষ্টিবিদ হওয়ার জন্য যে জ্ঞান দরকার , সে জ্ঞান কেবল বিশ্ববিদ্যালয় থেকে নেওয়া সম্ভব ।  


In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by MD.Mustakim Hasan -
First of all, i came to University to get higher education and some qualities. It will be help me in my future Career and also get a good job. Secondly, i want to make a well communication with my classmates and teachers. So that, i have already joined two different club, which will be help me to increase this equality very much. And i believe that i could be achieve some different things from those clubs. At last, my expectation, get a good jod. And also i want to be a good person in my society.
In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Mahbubul Haque Shaon -
From a young age I was dreamed of becoming a textile engineer since my father was a textile engineer. Due to my acquaintance with many people in the textile sector, I was admitted as a textile engineer. I was admitted to the university to get a good job and a beautiful life in future. And I couldn't be a textile engineer without going to university.
In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Ahmad Ullah -
প্রাথমিক, মাধ্যমিক, এবং উচ্চ মাধ্যমিক পাশ করার পর, উচ্চ শিক্ষা এবং বিশ্ব মানের জ্ঞান অর্জনের জন্য বিশ্ববিদ্যালয়ে কোনো বিকল্প নেই। একজন শিক্ষার্থীর জন্য স্কুল কলেজের পড়াশুনাই যথেষ্ট নয়। স্কুল কলেজে আমরা শুধু একাডেমিক পড়া শুনা গুলোই করে থাকি, বাস্তব মুখি শিক্ষা বা ফলিত বা প্রয়োগিক শিক্ষার বিষয়ে আমরা অনেক অজ্ঞ থাকি। এই সময়টা তে আমরা শুধু জেনারেল পড়াশুনা গুলাই করে থাকি। তখন আমাদের বয়স টা কম থাকে, ক্যারিয়ার বা জীবন সম্পর্কে খুব একটা সঠিক ধারনা থাকে না।
কিন্তু বিশ্ববিদ্যালয় জীবনে আমরা একটা নিদিষ্ট বিষয়ের উপর অধ্যয়ন করি এবং পরবর্তীতে এটা প্রয়োগ করে জীবনে সফল হতে পারি।

আর বিশ্ববিদ্যালয় শুধু বিশ্ব মানের জ্ঞানই নয়।বিশ্ববিদ্যালয়ের জ্ঞান, শিক্ষা,দক্ষতা, বাস্তব জীবনে চলার পথে ক্যারিয়া থেকে শুরুকরে জীবনের প্রতিটা ক্ষেত্রেই আমাদের অনেক সহায়তা করে।বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা কোনো গন্ডির মধ্যে সীমাবদ্ধ নয় । বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা বইয়ের পাতার মধ্যেই শেষ নয় । সঠিক মানুষ হিসেবে গড়ে তুলে , নিজেকে সবার সামনে উপস্থাপন করা শিখায় বিশ্ববিদ্যালয় । সত্যি কার অর্থে সামাজিক হতে শিখায় , সামাজিক মূল‍্যবোধ , নেতৃত্ব দেওয়া , প্রতিনিধিত্ব করা সব কিছুই আমরা মূলত বিশ্ববিদ্যালয়ে এসেই শিখি । এখানে আসলে আমরা আমাদের ভবিষ্যৎ গড়ি এবং সঠিক , সুন্দর ও পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে ওঠি ।
In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Md. Naved Anzum Abir -
I strongly believe that everyone whose goal is being successful in life should go to University.First of all,University provide me to have knowledge in my majors in depth,meet new people & develop my career.A University is the best place where I can gain knowledge and become valuable to the society. It offers to meet people who have different cultures or abilities and a really good social life. Universities help me in achieving my goals by preparing me for the career i have picked. There is no doubt that university can be the turning point of my future,That’s why I came to University.
In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Asrat Jahan Rupa -
University provides a higher level of education and has all these resources and facilities for people who crave knowledge.I came to University to get higher degree,good job. I can learn further rules and manners which will be needed in future path and job sector.And also I want to build myself as an established and ideal person.
In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Ashita Elin -
I have a goal . My dreams are my life . For this ,I have to go through some steps. And University is one of those steps which I have to go through. I just want to achieve my goal, and this is my intention to be in University.
In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Labiya Islam Sristy -

যে দেশ মেধাকে যত বেশি কাজে লাগাতে পারছে তত বেশি উন্নতির শিখরে পৌঁছাচ্ছে। নিজেকে এবং দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় যার আছে তার জন্য বিশ্ববিদ্যালয় উপযুক্ত স্থান। যেকোনো শিক্ষার্থীর জন্য বিশ্ববিদ্যালয় এমন একটি প্ল্যাটফর্ম যার আশ্রিত হয়ে একজন শিক্ষার্থী নিজেকে যোগ্য করে গড়ে তোলার সুযোগ পেয়ে থাকে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে সৃজনশীল করে তোলার পাশাপাশি পণ্ডিত ব্যক্তিদের সাহচর্য তাকে জ্ঞান অর্জনে উৎসাহিত করে এবং জ্ঞান অর্জনের ক্ষেত্র সে খুঁজে পায়। সব গুণের বিকাশ ঘটাতে তার জন্য থাকে অনুকূল পরিবেশ। দেশের বেশির ভাগ ক্ষেত্রে নেতৃত্ব দেয় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। সুতরাং নিজকে তৈরি করার এবং দেশকে কিছু দেয়ার উপযুক্ত স্থান হচ্ছে বিশ্ববিদ্যালয়। নিজের মধ্যে এই আগ্রহ তৈরি করে নিতে হবে।

In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Md.Rakibul Hasan Zihad -
From childhood i want to be a engineer then when I passed my intermediate I decide to read in textile engineering for getting a good job easily in this country or abroad.so To be a textile engineer and build a bright career and make an identity I went to university.
In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Aisha Siddika -
বিশ্ববিদ্যালয় জীবন মানেই উচ্চশিক্ষায় প্রবেশ করা, সামনে জ্ঞানের বিশাল মহাসাগরের হাতছানি। শিক্ষালাভের সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক পর্যায় হচ্ছে উচ্চশিক্ষা। আমরা প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কিছু নির্দিষ্ট গণ্ডির ভেতরে থেকে জ্ঞান অর্জন করে থাকি৷ এ সময়ে আমাদেরকে বিভিন্ন ধরনের বিষয়ের ওপর একইসাথে পড়াশোনা করতে হয়। কিন্তু বিশ্ববিদ্যালয়ে এসে আমার একটি মাত্র বিষয়ে জ্ঞান লাভর সুযোগ পাই । আর এই স্টেজে মানুষ তার স্বাধীন ভাবে অজানাকে জানতে পারে। এখানে কোন বাধ্যবাধকতা থাকে না।আমরা এই সুযোগটা গ্রহন করার জন্য বিশ্ববিদ্যালয়ে এসেছি। 

"শিক্ষা হচ্ছে মানুষের আচরণের কাঙ্ক্ষিত ইতিবাচক পরিবর্তন, যা সমাজ কর্তৃক স্বীকৃত ও একটি নির্দিষ্ট সময়কাল পর্যন্ত স্থায়ী হয়।"
অর্থাৎ, উচ্চশিক্ষার ক্ষেত্রেও যথাযথভাবে সমাজের প্রতিচ্ছবি বিবেচনা ও বাস্তবতার নিরিখে দীর্ঘস্থায়ী পরিবর্তনের প্রয়োজনীয়তা রয়েছে। এজন্য আমরা বিশ্ববিদ্যালয়ে শুধু পাঠ্যবইয়ের মাঝে সীমাবদ্ধ না থেকে বিভিন্ন বাস্তবধর্মী ও গবেষণাধর্মী জ্ঞানলাভ করে থাকি।
In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Humayra Asima Mim -
A university is an institution where students are imparted higher education and various research activities are carried out. It is a place of free will. There is a tendency among us to go to university for higher education and to build a proper career. University teaches us Independence, Self-motivation, Time management, Teamwork, Taking criticism, Communication, Resolving conflicts etc. Besides the skills gained from university degree, we’ll have gained a number of highly transferrable skills from your university experience and we can add these to our graduate CV. As we embark upon your graduate career path and look for graduate jobs, these are all skills that will be valuable in our day to day work now, and in the future.
In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Jannatul Nipa -
Students go to university for academic interest, future career, or social life. First, many students attend university to study a particular subject in depth. In addition, universities have various research facilities that help students learn a lot of things. we go to university for higher education and to build a proper career. Four years of university education is not just for a certificate. Universities teaches us independence, Time management, organisation , research, networking ,Presenting ideas ,Decision-making , team work . I came to university to prepare myself for building a career in the food industry and become an independent women. I want to be able to support myself as well as my family.
In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Anamul Hoque -
একটি বিশ্ববিদ্যালয় এমন একটি প্রতিষ্ঠান যেখানে শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা দেওয়া হয় এবং বিভিন্ন গবেষণা কার্যক্রম পরিচালিত হয়। এটি স্বাধীন ইচ্ছার জায়গা। আমাদের মধ্যে একটি উচ্চতর শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে যাওয়ার এবং একটি সঠিক ক্যারিয়ার গড়ার প্রবণতা রয়েছে। একটি উক্তি আছে 'মহিলা ক্ষমতায়ন'! এবং আমি এটি বিশ্বাস করি। আমি সবসময় স্বাবলম্বী হতে চেয়েছি। যাতে দিন শেষে আমি বলতে পারি যে আমি নিজের জন্য। আমাকে অন্য কারও উপর নির্ভর করতে হবে না। চার বছর বিশ্ববিদ্যালয় পড়াশোনা কেবল একটি শংসাপত্রের জন্য নয়। এই চার বছর ধরে অনেক সামাজিক মূল্যবোধ, নেতৃত্বের বহিঃপ্রকাশ, নিজের প্রতিনিধিত্ব করার প্রবণতা এবং পরিবার ও দেশের উন্নয়নের জন্য কাজ করার ইচ্ছা প্রকাশ করবে।

যা আমাদের ক্যারিয়ারের জীবনে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। যখন আমরা স্কুল এবং কলেজের সীমানা ছাড়িয়ে বিশ্ববিদ্যালয়ে আসি তখন আমাদের জানার আকাঙ্ক্ষা আমাদের জ্ঞানের পরিধি সহ আরও দৃষ্টি জ্ঞান হয়। আমার বাবা-মায়েরাও চেয়েছিলেন যে আমি উচ্চশিক্ষা গ্রহণ করি এবং জীবনে নিজেকে প্রতিষ্ঠিত করি। এবং বিশ্ববিদ্যালয়ে আসার পেছনে এই আকাঙ্ক্ষা পূরণে অনেক ভূমিকা রয়েছে। সর্বোপরি, আমি সফলভাবে উচ্চতর পড়াশোনা করতে, আমার পিতামাতার ইচ্ছা পূরণ করতে এবং নিজের ক্যারিয়ার গড়ার ইচ্ছা নিয়ে আমার বিশ্ববিদ্যালয়ে এসেছি
In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Mahmuda Huq -


আমি উচ্চশিক্ষা অর্জনের জন্য  বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি যা আমার ক্যারিয়ার গড়তে এবং একটি ভাল চাকরি পেতে আমাকে সহায়তা করবে। এছাড়াও, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সময় আমি এমন সমস্ত নীতিশাস্ত্র,  এবং শিষ্টাচার শিখতে চাই যা আমাকে ভাল ও সৎ মানুষ হতে সাহায্য করবে। আমি শিক্ষিত ও স্বাবলম্বী হতে চাই।

সুতরাং  নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এবং নিজের জ্ঞানের পরিধি সম্প্রসারণের জন্যই আমি বিশ্ববিদ্যালয়ে এসেছি।

In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Sayma Sworna -

বিশ্ববিদ্যালয় হল এমন একটি প্রতিষ্ঠান যেখানে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা প্রদান করা হয় এবং বিভিন্ন গবেষণা মূলক কাজকর্ম করা হয়। এটি একটি মুক্তবুদ্ধি চর্চার জায়গা। উচ্চশিক্ষা গ্রহণের লক্ষ্যে এবং সঠিক ক্যারিয়ার গড়ার লক্ষ্যে আমাদের মাঝে বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রবণতা সৃষ্টি হয়েছে।আমাদের জীবনে শিক্ষার গুরুত্বটা অনেক এবং সেটা আমাদের মধ্য সবাই জানে।আমাদের শিক্ষাজীবনের কয়েকটি ধাপ পেরিয়ে তারপর বিশ্ববিদ্যালয় নামক ধাপটিতে আসি।আর এই ধাপটি আমাদের জ্ঞানের ভান্ডার যেমন প্রসার করতে সাহায্য করে তেমনি আমাদের ভবিষ্যত ক্যারিয়ারে একটি বড় ধরনের ভূমিকা পালন করে।আর এখানে যেভাবে আমাদের জ্ঞানের পরিসীমা বৃদ্ধি পায় সেটা আমাদের ক্যারিয়ারকে উজ্জ্বল করতে সাহায্যে করে।আমরা প্রাথমিক,মাধ্যমিক,উচ্চ মাধ্যমিক স্তর পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে শিক্ষাজীবন শুরু করে জ্ঞানের উচ্চতম ধাপে পৌঁছে যে জ্ঞান অর্জন করি সেই আহরিত জ্ঞান দ্বারা কিভাবে  দেশ ও দশের জন্য সেবা করা যায় তার ধারনা পাই এবং ভালো ক্যারিয়ার নিজের এবং পরিবারের জন্য একটি উন্নত জীবন গড়তে পারব।বিশ্ববিদ্যালয়ের দেওয়া সুশিক্ষা অর্জনের মাধ্যমে দেশের একজন সুনাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারি।একজন সত্যিকারের সুনাগরিক হিসেবে দেশ ও মানুষের সেবা করার ব্রত নিয়ে বিশ্ববিদ্যালয়ের জ্ঞান অর্জন করতে আসা।

In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Mahfuz Shawon -
যে দেশ মেধাকে যত বেশি কাজে লাগাতে পারছে তত বেশি উন্নতির শিখরে পৌঁছাচ্ছে।বিশ্ববিদ্যালয় হল এমন একটি প্রতিষ্ঠান যেখানে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা প্রদান করা হয় এবং বিভিন্ন গবেষণা মূলক কাজকর্ম করা হয়। এটি একটি মুক্তবুদ্ধি চর্চার জায়গা। উচ্চশিক্ষা গ্রহণের লক্ষ্যে এবং সঠিক ক্যারিয়ার গড়ার লক্ষ্যে আমাদের মাঝে বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রবণতা সৃষ্টি হয়েছে। 'উইমেনস ইমপাওয়ারমেন্ট' বলে একটা কথা আছে! আর আমি এটাতে বিশ্বাসী। আমি সবসময় চেয়েছি আত্ননির্ভরশীল হতে। যাতে দিন শেষে বলতে পারি যে,আমার জন্য আমিই আছি।অন্য কারো উপর আমাকে নির্ভর করতে হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের চার বছরের শিক্ষাটা শুধুমাত্র একটা সার্টিফিকেটের জন্য না। এই চার বছর শেখাবে অনেক সামাজিক মুল্যবোধ,নেতৃত্ব দানের অভিব্যক্তি, নিজেকে প্রতিনিধিত্ব করার প্রবণতা এবং পরিবার ও দেশের উন্নয়নে কাজ করার ইচ্ছাশক্তি। যা আমাদের ক্যারিয়ার জীবনে এক ধাপ এগিয়ে রাখবে। স্কুল এবং কলেজের গন্ডি পেড়িয়ে যখন আমারা ইউনিভার্সিটিতে আসি তখন আমাদের জ্ঞানের পরিধির সাথে সাথে নিজেকে জানার ইচ্ছাটাও প্রবল হয়ে ওঠে। আমার বাবা-মায়ের ও ইচ্ছা ছিলো উচ্চশিক্ষা গ্রহণ করে জীবনে প্রতিষ্ঠিত হই। আর বিশ্ববিদ্যলয়ে আসার পিছনে তাদের এই ইচ্ছা পূরণের ভূমিকাও অনেক।
In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Baharun Nissa Borsha -
The results of the research confirmed that the main factors of entrepreneurial intention are personality.
self-efficacy, risk-taking, need for achievement, proactiveness, attitude towards entrepreneurship, behavioural control and internal locus of control.

they can be developed during the study process. With reference to the research results, it was established that in spite of the chosen study program, young people studying in the higher education institution.

The students of economics are of the opinion that economic education not only provides useful knowledge about business start-up, but also contributes to the development of the personality traits mentioned above.


education does not provide useful information about business, does not encourage young people’s creativity for business start-up, does not contribute to the development of particular personality traits .

In general, studies in a higher education institution should develop entrepreneurial abilities, so the programs designed for the students with technological specialization should be supplemented with the subjects enabling to form entrepreneurial knowledge and skills.

Studying entrepreneurial intention has long been an important topic.

One day we Finished our university life our study then we have a chance to prove as a work life that how we Mentally physically and smartly complete our study days . How much we learn , how much we have experience. University not give as a Certificate it’s give as a chance to make our Bright future also to make your country in different good ways .

entrepreneurship education is explained through a literature review, and the need for the development and re-structure of these educational programs that focus on entrepreneurship is also highlighted. This study recommends some ways to enhance the entrepreneurial culture among university students.

The importance of entrepreneurial activity for the economic and social development of countries is now well established.
In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Limon Hossain -
আমি বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছি উচ্চশিক্ষা এবং নৈতিক শিক্ষা গ্রহণ করার জন্য ।কারণ একটি ক্যারিয়ার বিকাশের জন্য যে জ্ঞান থাকার দরকার বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের গভীরতার সাথে সে জ্ঞান দিয়ে থাকে। বিশ্ববিদ্যালয় এমন এক সেরা স্থান যেখানে কোন ব্যক্তি জ্ঞান অর্জন করতে এবং সমাজের কাছে মূল্যবান মানুষ হয়ে উঠতে পারে। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন কেবল তাদের জ্ঞান বৃদ্ধি করে না, বিশ্ববিদ্যালয় বিভিন্ন পেশাজীবি এবংবিভিন্ন সংস্কৃতি অধিকারী ব্যাক্তি দের সাথে দেখা করার সু্যোগ করে দেয় দেয় ।
In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Rashedul Islam Pavel -
বিশ্ববিদ্যালয় সেই ব্যক্তিদের জন্য উন্মুক্ত জায়গা যারা নিজেকে এবং জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দৃঢ় প্রত্যয়। যেকোনো ব্যক্তির জন্য বিশ্ববিদ্যালয় এমন একটি পর্যায় যার মাধ্যমে একজন শিক্ষার্থী নিজেকে তৈরি করার সুযোগ রাখে। বিশ্ববিদ্যালয় আমাদের জ্ঞানের ভান্ডার যেমন প্রসার করতে সাহায্য করে তেমনি আমাদের ভবিষ্যত ক্যারিয়ার গঠনে একটি বড় ভূমিকা পালন করে। একটি জাতি তার শিক্ষাকে যত বেশি ব্যবহার করতে পারবে সে জাতি তত দ্রুত উন্নতির শিখরে পৌঁছাতে পারবে। সুতরাং বিশ্ববিদ্যালয় হল নিজেকে তৈরী এবং দেশকে কিছু দেওয়ার সঠিক জায়গায়। আর আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার কারণটি হলো আমার পরিবার, বন্ধুবান্ধব এবং দেশের জন্য নিজেকে যোগ্য করে গড়ে তোলা।
In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Alif Ahad -
আমরা ছোট থেকেই স্বপ্ন দেখি নিজের মত কিছু করার। সেই হিসেবে আমরা আমাদের পথ চলা শুরু করি। প্রাইমারি থেকে হাই স্কুল তার এক একটি ধাপ যেন। আর আমাদের সেই স্বপ্নের চূড়ায় আরোহণ এর শেষ ধাপ হচ্ছে বিশ্ববিদ্যালয়। এটা ঠিক জীবনে সফল হতে হলেই যে বিশ্ববিদ্যালয়ের দ্বারস্থ হতে হবে তা নয় তবে এটা মানতে হবে কেউ যদি কিছু করার মানসিকতা নিয়ে বিশ্ববিদ্যালয়ে আসে তার সাফল্য হবেই। কারন বিশ্ববিদ্যালয় এমন এক স্থান যেখান সবাই তার নিজস্ব মেধা অনুযায়ী শিক্ষা গ্রহণ করতে হবে। সেক্ষেত্রে বলা যায় এটি এক বিচিত্র লীলাভূমি। এক দিকে এটি যেমন সবার মেধা অনুযায়ী সতন্ত্র আবার কেউ চাইলে বিভিন্ন বিষয়ে শিক্ষা অর্জন করতে পারবে।
আমার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় এক স্বর্গ উদ্যান। হয়ত একটি বিষয় নিয়ে এখানে পড়তে এসেছি কিন্তু বিশ্ববিদ্যালয় যেন বিশাল এক অজানা দ্বার উন্মোচন করে দিয়েছে।
In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Mohimenul Islam -
বিশ্ববিদ্যালয় হল এমন একটি প্রতিষ্ঠান যেখানে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা প্রদান করা হয় এবং বিভিন্ন গবেষণা মূলক কাজকর্ম করা হয়। এটি একটি মুক্তবুদ্ধি চর্চার জায়গা। উচ্চশিক্ষা গ্রহণের লক্ষ্যে এবং সঠিক ক্যারিয়ার গড়ার লক্ষ্যে আমাদের মাঝে বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রবণতা সৃষ্টি হয়েছে। 'উইমেনস ইমপাওয়ারমেন্ট' বলে একটা কথা আছে! আর আমি এটাতে বিশ্বাসী। আমি সবসময় চেয়েছি আত্ননির্ভরশীল হতে। যাতে দিন শেষে বলতে পারি যে,আমার জন্য আমিই আছি।অন্য কারো উপর আমাকে নির্ভর করতে হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের চার বছরের শিক্ষাটা শুধুমাত্র একটা সার্টিফিকেটের জন্য না। এই চার বছর শেখাবে অনেক সামাজিক মুল্যবোধ,নেতৃত্ব দানের অভিব্যক্তি, নিজেকে প্রতিনিধিত্ব করার প্রবণতা এবং পরিবার ও দেশের উন্নয়নে কাজ করার ইচ্ছাশক্তি। যা আমাদের ক্যারিয়ার জীবনে এক ধাপ এগিয়ে রাখবে। স্কুল এবং কলেজের গন্ডি পেড়িয়ে যখন আমারা ইউনিভার্সিটিতে আসি তখন আমাদের জ্ঞানের পরিধির সাথে সাথে নিজেকে জানার ইচ্ছাটাও প্রবল হয়ে ওঠে। আমার বাবা-মায়ের ও ইচ্ছা ছিলো উচ্চশিক্ষা গ্রহণ করে জীবনে প্রতিষ্ঠিত হই। আর বিশ্ববিদ্যলয়ে আসার পিছনে তাদের এই ইচ্ছা পূরণের ভূমিকাও অনেক। সর্বোপরি, সফলতার সাথে উচ্চশিক্ষা গ্রহণ করে বাবা-মায়ের ইচ্ছা পূরণ করা এবং নিজের ক্যারিয়ার গড়ে তোলার আগ্রহ নিয়েই আমার বিশ্ববিদ্যলয়ে আসা।
In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Sharmin Nahar Shathy -
কিন্ডারগার্ডেন, প্রাইমারি, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে দীর্ঘ ১৬-১৮ বছর পড়াশুনার পড়ে একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের জীবনে প্রবেশ করে। প্রতিটি শিক্ষার্থীকে এই বিশ্ববিদ্যালয়ের জীবনে প্রবেশের জন্য অনেক বাধা সমূখীন হতে হয়। কারন বিশ্ববিদ্যালয়ে জীবনই একজন শিক্ষার্থীর জীবনের মানদন্ড নির্ধারণের সময়। এখান থেকে একজন শিক্ষার্থী প্রকৃত মানুষ হয়ে জীবন সংসারে ফিরে আসে।
যে দেশ মেধাকে যত বেশি কাজে লাগাতে পারছে তত বেশি উন্নতির শিখরে পৌঁছাচ্ছে। নিজেকে এবং দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় যার আছে তার জন্য বিশ্ববিদ্যালয় উপযুক্ত স্থান। যেকোনো শিক্ষার্থীর জন্য বিশ্ববিদ্যালয় এমন একটি প্ল্যাটফর্ম যার আশ্রিত হয়ে একজন শিক্ষার্থী নিজেকে যোগ্য করে গড়ে তোলার সুযোগ পেয়ে থাকে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে সৃজনশীল করে তোলার পাশাপাশি পণ্ডিত ব্যক্তিদের সাহচর্য তাকে জ্ঞান অর্জনে উৎসাহিত করে এবং জ্ঞান অর্জনের ক্ষেত্র সে খুঁজে পায়। সব গুণের বিকাশ ঘটাতে তার জন্য থাকে অনুকূল পরিবেশ। দেশের বেশির ভাগ ক্ষেত্রে নেতৃত্ব দেয় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। সুতরাং নিজকে তৈরি করার এবং দেশকে কিছু দেয়ার উপযুক্ত স্থান হচ্ছে বিশ্ববিদ্যালয়। নিজের মধ্যে এই আগ্রহ তৈরি করে নিতে হবে।
In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by MD. JUNAYED -
আমাদের শিল্প, সাহিত্য, দর্শন, কারিগরি জ্ঞান, ব্যাবসায় বাণিজ্য এবং বিজ্ঞান সবকিছুর যে বিশেষায়িত জ্ঞান তার ভাণ্ডার রয়েছে বিশ্ববিদ্যলয়গুলোতে। এই বিশাল জ্ঞান ভাণ্ডার সবার জন্য উন্মুক্ত। বিশেষায়িত জ্ঞান চর্চার সাথে সাথে বিশেষায়িত কারিগরি জ্ঞানের পরিধি বাড়াতে বিশ্ববিদ্যালয়ে এসেছি।
In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Limon Hossain -
A university is an institution where students are imparted higher education and various research activities are carried out. It is a place of free will. There is a tendency among us to go to university for higher education and to build a proper career. There is a saying 'Women's Empowerment'! And I believe in it. I have always wanted to be self-reliant. So that at the end of the day I can say that I am for myself. I don't have to depend on anyone else. Four years of university education is not just for a certificate. These four years will teach many social values, expressions of leadership, tendency to represent oneself and willingness to work for the development of the family and the country.
In reply to Muhammad Sajidul Islam

Re: বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি

by sadia Snigdha -

ছোট্ট বেলা থেকে আমার এক টাই উদ্দেশ্য ছিল বাবা মাকে খুশি রাখা এবং সম্মানিত করা। আর বাবা মায়ের একটাই কথা ছিল উচ্চশিক্ষায় শিক্ষিত হও মানুষের মত মানুষ হও । মানুষের মত মানুষ হওয়ার জন্য এবং সম্মানিত হওয়ার জন্য চাই উচ্চ শিক্ষা। কারণ একজন শিক্ষিত মানুষই পারে তার দেশকে বিশ্বের বুকে সম্মানজনক অবস্থানে পৌঁছে দিতে। আর একটি বিশ্ববিদ্যালয় হচ্ছে উচ্চশিক্ষা অর্জনের জন্য সর্বোচ্চ প্রতিষ্ঠান। একটি বিশ্ববিদ্যালয় পারে একটি শিক্ষার্থীকে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করে তুলতে। একটি বিশ্ববিদ্যালয় পারে একটি শিক্ষার্থীকে নীতি নৈতিকতায় আদর্শ করে গড়ে তুলতে। আর এই শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যৎ। নিজেকে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করে তুলতে এবং নিজের দেশকে ভালো কিছু উপহার দেয়ার অন্তর্নিহিত প্রত্যাশা থেকেই আমার বিশ্ববিদ্যালয়ে আসা।

In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Nishat 201-34-253 -

আমি বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছি উচ্চশিক্ষা এবং নৈতিক শিক্ষা গ্রহণ করার জন্য ।কারণ একটি ক্যারিয়ার বিকাশের জন্য যে জ্ঞান থাকার দরকার বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের গভীরতার সাথে সে জ্ঞান দিয়ে থাকে। বিশ্ববিদ্যালয় এমন এক সেরা স্থান যেখানে কোন ব্যক্তি জ্ঞান অর্জন করতে এবং সমাজের কাছে মূল্যবান মানুষ হয়ে উঠতে পারে। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন কেবল তাদের জ্ঞান বৃদ্ধি করে না, বিশ্ববিদ্যালয় বিভিন্ন পেশাজীবি এবংবিভিন্ন সংস্কৃতি অধিকারী ব্যাক্তি দের সাথে দেখা করার সু্যোগ করে দেয় দেয় । বিশ্ববিদ্যালয়গুলি শিক্ষার্থীদের বেছে নেওয়া ক্যারিয়ারের জন্য তাদের প্রস্তুত করে তাদের লক্ষ্য অর্জনে সহায়তা করে। এখানে কোন
সন্দেহ নেই যে বিশ্ববিদ্যালয়ই ছাত্রছাত্রীদের ভবিষ্যতের টার্নিং পয়েন্ট হতে পারে। বিশ্ববিদ্যালয় থেকে একটি ডিগ্রি নেওয়ার পর ছাত্রছাত্রীদের একটি পরিচয় দেয় যা তাদের প্রতিযোগীদের মধ্যে দাঁড় করিয়ে দেয়। আমার লক্ষ্য হল , আমি একজন পুষ্টিবিদ হব । পুষ্টিবিদ হওয়ার জন্য যে জ্ঞান দরকার , সে জ্ঞান কেবল বিশ্ববিদ্যালয় থেকে নেওয়া সম্ভব । অন্যদিকে নৈতিক শিক্ষা গ্রহন করার জন্য যে পরিবেশ দরকার
তা কেবল বিশ্ববিদ্যালয়ে পাওয়া সম্ভব । বর্ত্মান সময়ে
নৈতিক শিক্ষা অত্যন্ত জরুরি । কারন আমি যদি ভাল মানুষ না হতে পারি তাহলে আমার নেওয়া উচ্চশিক্ষা , মানব এবং দেশের কল্যাণে কাজে আসবে না ।

In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Faiza Fariha -
বিশ্ববিদ্যালয় হলো উচ্চ স্তরের শিক্ষাব্যবস্থার একটি প্রতিষ্ঠান যেখানে বিস্তৃত জ্ঞান অর্জনের সাথে শিক্ষা লাভ করা যায়।স্বাধীন, স্বতন্ত্র, সম্মানিত, নিজেদের পেশা উন্নতির দিকে নিতে হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অতিব জরুরি। যে কোনো বিষয় বিস্তারিতভাবে জানতে হলে উচ্চতর শিক্ষা গ্রহণ করতে হবে।প্রতিটা বিষয় সম্পর্কে ধারণা, গভীর জ্ঞান, গবেষণা, দক্ষতা এসব কিছু আমরা বিশ্ববিদ্যালয় থেকেই শিখি।এখানে শিক্ষার্থীরা সৃজনশীলতার মাধ্যমে নিজেদের যোগ্য হিসাবে গড়ে তোলার সুযোগ পায়। এখানে এসে শিক্ষার্থীরা আত্ননির্ভরশীল, সামাজিক মূল্যবোধ, নেতৃত্ব, নতুন পরিবেশে খাপ খাওয়ানোর ক্ষমতা এসব কিছু অর্জন করে নেয়।স্কুল - কলেজে যে মানুষিক বিকাশ ঘটে বিশ্ববিদ্যালয় এসে তার বিস্তৃত রুপ নেয়।বিশ্ববিদ্যালয়ে শিক্ষার কোনো সীমা-পরিসীমা থাকে না।সবাই নিজেদের মেধা অনুযায়ী বিভিন্ন বিষয়ে শিক্ষা লাভ করতে পারে।

আমার কাছে বিশ্ববিদ্যালয় এমন এক জায়গা যেখানে নিজেদের জ্ঞান বৃদ্ধি করার সাথে সাথে একজন শিক্ষিত সুনাগরিক হিসাবে গড়ে উঠা যায়।
In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Someya Reza -
প্রতিটি ব্যক্তির বিশ্ববিদ্যালয়ে আসার কোনো একটি উদ্দেশ্য থাকে । আমার উদ্দেশ্য ছিল উচ্চশিক্ষা অর্জন। উচ্চ মাধ্যমিকে আমার ফলাফল ভালো ছিল না তাই চাকরি বা অন্য কাজের আসা ছিল না। কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়লে কিছুটা হলেও জ্ঞান অর্জন হবে যা জীবনের প্রায় প্রতি ক্ষেত্রেই কাজে লাগবে । এবং আমাদের সমাজে সার্টিফিকেটের অনেক মূল্য রয়েছে তাই লোকের অবহেলার পাত্রী ও হতে হবে । মানুষ হিসেবে ও আর একটু ভালোভাবে মূল্যায়ন করবে। বিশ্ববিদ্যালয়ে আসার আগে বিশ্ববিদ্যালয় সম্পর্কে প্রকৃত ধারণা ছিল না। মোটামুটি ভুল ধারণা ছিল কিছু। কিন্তু বিশ্ববিদ্যালয়ে আসার পরে আমি অনেক কিছু বুঝতে পেরেছি বিশ্ববিদ্যালয়ে শুধুই উচ্চশিক্ষার জন্য না বা আমি যা ধারণা করেছিলাম তা নয় এখানে একাডেমিক শিক্ষার পাশাপাশি কো_ একাডেমিক শিক্ষাটাও সমান গুরুত্বপূর্ণ। তা একটি সুন্দর ক্যারিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন ধরনের মানুষের সাথে মেলামেশার দক্ষতা। নিজের মতামতকে গুরুত্ব দাওয়া ও উপস্থাপন করা পাশাপাশি অন্যের মতামতকে গুরুত্ব দাওয়া। প্রত্যেকের কাছেই শিক্ষার অনেক কিছু রয়েছে। ব্যক্তিগত ভাবে নিজেকে আরো উন্নত করা । বিশ্ববিদ্যালয়ে আসার আগে এত বিস্তৃত ধারণা আমার ছিল না। উচ্চশিক্ষাকে প্রাধান্য দিয়েই আমার বিশ্ববিদ্যালয়ে আসা।
In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Suraiya Islam Meem -
আমি আমার নিজের মেধাকে আরো অনেক বেশি বিস্তৃত করার জন্য পাশাপাশি নৈতিক শিক্ষা লাভ করে দেশ ও জাতির কল্যাণ করার জন্য।সুন্দর একটা সমাজ তথা দেশ গড়ার জন্য।যা শুধু বিশ্ব বিদ্যালয়ের এসেই পাওয়া সম্ভব। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার কোনো সীমা থাকে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা জ্ঞান লাভের পাশাপাশি একজন আদর্শ মানুষ হতে শিখায়, নেতৃত্ব শিখায় একে ওপরের সাথে আরো ভালো ভাবে যাতে কমিনিকেশন করা যায় সেটিও শিখায়।আমাদের সংকৃতি কে কাছ থেকে উপলুদ্ধি করা শিখায় । যা আমাদের একজন আদর্শ মানুষ হিসাবে গড়ে উঠার জন্য থাকা দরকার। এর সবই আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা থেকে পাই। এই জন্যে আমি বিশ্ববিদ্যালয়ে এসেছি
In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Faria Rimi -
বিশ্ববিদ্যালয় এমন একটি প্রতিষ্ঠান যেখানে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা প্রদান করা হয় পাশাপাশি গঠনমূলক ও বিভিন্ন গবেষণা মূলক কাজকর্ম করা হয়। বিশ্ববিদ্যালয়ে আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াও সামাজিক মুল্যবোধ,নেতৃত্ব দানের অভিব্যক্তি, নিজেকে প্রতিনিধিত্ব করার প্রবণতা নৈতিকতা শিক্ষা, সহমর্মিতা, সদাচরণ ইত্যাদি সামাজিক শিক্ষাও অর্জন করি।উচ্চশিক্ষা গ্রহণের লক্ষ্যে এবং সঠিক ক্যারিয়ার গড়ার লক্ষ্যে আমাদের মাঝে বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রবণতা সৃষ্টি হয়েছে। শুধুমাত্র তাই নয়,নানান জায়গার, নানান ধরনের মানুষের সাথে পরিচয়ের মাধ্যমে অনেক জ্ঞান উপলব্ধি সহজে করতে পারি। স্কুল এবং কলেজের গন্ডি পেড়িয়ে যখন আমারা বিশ্ববিদ্যালয়ে আসি, তখন আমাদের জ্ঞানের পরিধির সাথে সাথে নিজেকেও জানতে পারি। নিজেকে দক্ষ ও প্রতিষ্ঠিত করার পাশাপাশি পরিবার ও দেশের উপকারে আসতে পারি।বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার মাধ্যমে আমরা আমাদের জ্ঞানের পরিধি আরো প্রশস্থ করতে পারি।আর সেজন্যই আমি বিশ্ববিদ্যালয়ে এসেছি।
In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Sadia Afrin Tama -

বিশ্ববিদ্যালয় আমরা আসি মূলত উচ্চতর শিক্ষা অর্জনের জন্য। বিশ্ববিদ্যালয় একটি বৃহৎ পরিসর। উচ্চতর শিক্ষার পাশাপাশি এখানে রয়েছে বিভিন্ন গবেষণা মূলক কাজকর্ম করার সুযোগ। বিশ্ববিদ্যালয়ের উচ্চতর শিক্ষা আমাদের  ক্যারিয়ার জীবন এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 

এছাড়াও বিশ্ববিদ্যালয়ে এসে বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে পরিচয় হয়। বিভিন্ন অঞ্চলের সংস্কৃতি জানতে পারি।

মূলত বিশ্ববিদ্যালয়ে আসার উদ্দেশ্য  হলো আমার স্বপ্নটাকে বাস্তবায়নের লক্ষ্য শিক্ষা অর্জন।বিশ্ববিদ্যালয় আমাদের অনেককিছু শেখায় সেই শিক্ষা অর্জনের উদ্দেশ্যই আমার বিশ্ববিদ্যালয়ে আসা।

In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Jannatul Maoa -
যে দেশ মেধাকে যত বেশি কাজে লাগাতে পারছে তত বেশি উন্নতির শিখরে পৌঁছাচ্ছে। নিজেকে এবং দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় যার আছে তার জন্য বিশ্ববিদ্যালয় উপযুক্ত স্থান। যেকোনো শিক্ষার্থীর জন্য বিশ্ববিদ্যালয় এমন একটি প্ল্যাটফর্ম যার আশ্রিত হয়ে একজন শিক্ষার্থী নিজেকে যোগ্য করে গড়ে তোলার সুযোগ পেয়ে থাকে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে সৃজনশীল করে তোলার পাশাপাশি পণ্ডিত ব্যক্তিদের সাহচর্য তাকে জ্ঞান অর্জনে উৎসাহিত করে এবং জ্ঞান অর্জনের ক্ষেত্র সে খুঁজে পায়। সব গুণের বিকাশ ঘটাতে তার জন্য থাকে অনুকূল পরিবেশ। দেশের বেশির ভাগ ক্ষেত্রে নেতৃত্ব দেয় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। সুতরাং নিজকে তৈরি করার এবং দেশকে কিছু দেয়ার উপযুক্ত স্থান হচ্ছে বিশ্ববিদ্যালয়। নিজের মধ্যে এই আগ্রহ তৈরি করে নিতে হবে। সর্বোপরি একজন আত্ননির্ভরশীল নারী হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য শিক্ষা খুব গুরুত্বপূর্ণ যেটা পরিপূর্ণ হয় বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার মাধ্যমে।
In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Sabikun Nahar -
বিশ্ববিদ্যালয় হল এমন একটি প্রতিষ্ঠান যেখানে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা প্রদান করা হয় এবং বিভিন্ন গবেষণা মূলক কাজকর্ম করা হয়। এটি একটি মুক্তবুদ্ধি চর্চার জায়গা। উচ্চশিক্ষা গ্রহণের লক্ষ্যে এবং সঠিক ক্যারিয়ার গড়ার লক্ষ্যে আমাদের মাঝে বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রবণতা সৃষ্টি হয়েছে। 'উইমেনস ইমপাওয়ারমেন্ট' বলে একটা কথা আছে! আর আমি এটাতে বিশ্বাসী। আমি সবসময় চেয়েছি আত্ননির্ভরশীল হতে। যাতে দিন শেষে বলতে পারি যে,আমার জন্য আমিই আছি।অন্য কারো উপর আমাকে নির্ভর করতে হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের চার বছরের শিক্ষাটা শুধুমাত্র একটা সার্টিফিকেটের জন্য না। এই চার বছর শেখাবে অনেক সামাজিক মুল্যবোধ,নেতৃত্ব দানের অভিব্যক্তি, নিজেকে প্রতিনিধিত্ব করার প্রবণতা এবং পরিবার ও দেশের উন্নয়নে কাজ করার ইচ্ছাশক্তি। যা আমাদের ক্যারিয়ার জীবনে এক ধাপ এগিয়ে রাখবে। স্কুল এবং কলেজের গন্ডি পেড়িয়ে যখন আমারা ইউনিভার্সিটিতে আসি তখন আমাদের জ্ঞানের পরিধির সাথে সাথে নিজেকে জানার ইচ্ছাটাও প্রবল হয়ে ওঠে। আমার বাবা-মায়ের ও ইচ্ছা ছিলো উচ্চশিক্ষা গ্রহণ করে জীবনে প্রতিষ্ঠিত হই। আর বিশ্ববিদ্যলয়ে আসার পিছনে তাদের এই ইচ্ছা পূরণের ভূমিকাও অনেক। সর্বোপরি, সফলতার সাথে উচ্চশিক্ষা গ্রহণ করে বাবা-মায়ের ইচ্ছা পূরণ করা এবং নিজের ক্যারিয়ার গড়ে তোলার আগ্রহ নিয়েই আমার বিশ্ববিদ্যলয়ে আসা।
In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Rudra Prashad Shil 201-15-3338 -
A university is an institution where students are imparted higher education and various research activities are carried out. It is a place of free will. There is a tendency among us to go to university for higher education and to build a proper career. There is a saying 'Women's Empowerment'! And I believe in it. I have always wanted to be self-reliant. So that at the end of the day I can say that I am for myself. I don't have to depend on anyone else. Four years of university education is not just for a certificate. These four years will teach many social values, expressions of leadership, tendency to represent oneself and willingness to work for the development of the family and the country.

Which will take us one step further in our career life. When we come to the university beyond the boundaries of school and college, our desire to know ourselves becomes stronger along with the scope of our knowledge. My parents also wanted me to get higher education and establish myself in life. And there is a lot of role in fulfilling this desire behind coming to the university. After all, I came to my university with the desire to successfully pursue higher education, fulfill my parents' wishes, and build my own career.
In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Zannatul Ferdousi193-15-2972 -
আমি বিশ্ববিদ্যালয়ে এসেছি উচ্চশিক্ষার পাশাপাশি মানবিক এবং নৈতিক গুনাবলী অর্জন করার জন্য। বিশ্ববিদ্যালয় আমাদের যে শুধু পাঠ্যপুস্তক শেখায় তা কিন্তু নয়। বিশ্ববিদ্যালয় আমাদেরকে সবার সাথে মিশে চলতে শেখায়, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক গুনাবলী শেখায়। বিশ্ববিদ্যালয়ে আমি নিজেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি নিজেকে প্রতিষ্ঠিত, বিভিন্ন ধরনের মানুষের সাথে মিশে চলা ও দেশের কল্যাণে কিছু করতে এসেছি।
In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Mir Monadil Hasan -
My intention be in university is to get higher education which should be very important for my further carrier. Actually we always read to pass the exam and get the desired certificate but that isn't the actual meaning of education. So, I wanna learn something from this place along with obtaining the certificate. That's it.
In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Tofa Firdaosi -

 Reasons behind admitting myself at university:


1. "Little learning is a dangerous thing"- to get rid of this danger I have admitted myself

2. When we are in school teacher taught us how to read how to write how to speak but when I will be in university the surrounding will teach me how to reflect and build your personality without speaking loudly.

3. To gather more knowledge about the subject I'm interested.

4. To get a new degree with knowledge



In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Taslima Islam Srity -
 বিশ্ববিদ্যালয় আমরা আসি মূলত উচ্চতর শিক্ষা অর্জনের জন্য। বিশ্ববিদ্যালয় একটি বৃহৎ পরিসর। উচ্চতর শিক্ষার পাশাপাশি এখানে রয়েছে বিভিন্ন গবেষণা মূলক কাজকর্ম করার সুযোগ। বিশ্ববিদ্যালয়ের উচ্চতর শিক্ষা আমাদের  ক্যারিয়ার জীবন এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 

এছাড়াও বিশ্ববিদ্যালয়ে এসে বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে পরিচয় হয়। বিভিন্ন অঞ্চলের সংস্কৃতি জানতে পারি।

মূলত বিশ্ববিদ্যালয়ে আসার উদ্দেশ্য  হলো আমার স্বপ্নটাকে বাস্তবায়নের লক্ষ্য শিক্ষা অর্জন।বিশ্ববিদ্যালয় আমাদের অনেককিছু শেখায় সেই শিক্ষা অর্জনের উদ্দেশ্যই আমার বিশ্ববিদ্যালয়ে আসা।

In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Tofa Firdaosi -

Reasons behind admitting myself at university:


1. "Little learning is a dangerous thing"- to get rid of this danger I have admitted myself

2. When we are in school teacher taught us how to read how to write how to speak but when  I will be in  university  the surrounding will teach me how to reflect and build your personality without speaking loudly.

3. To gather more knowledge about the subject I'm interested.

4. To get a new degree with knowledge


5. To a self reliant person educational degree is required.


In reply to Muhammad Sajidul Islam

by Sudipta Biswas -

My parents believe that being a good person is more important than being a good student and I agree with them.

A degree will not only give students the opportunity to gain an in-depth knowledge of their chosen subject but also to develop transferable skills such as communication, presentation and problem-solving skills, while enhancing their ability to work as part of a team. University can help students to build their self-confidence and independence. Students will have plenty of opportunities to make new friends from different countries and backgrounds. Living independently can also nurture an increased level of responsibility.

That's why I got admitted to the University.

In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Esa Bin Faysal -
আমরা মাধ্যমিক থেকে পড়াশোনা শুরু করি এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে সে পড়াশোনা শেষ হয়। এর মাঝে আমাদের মধ্যে ব্যাপক ভাবে শিক্ষার পরিবর্তন ঘটে। বিশ্ববিদ্যালয় হল একজন শিক্ষার্থীর জীবনের শেষ একটি প্রতিষ্ঠান এবং শেষ একটি পরিবার যেখান থেকে শিক্ষা অর্জন করে। আমরা বিশ্ববিদ্যালয় এসেছি আমাদের জ্ঞান কে আরো প্রসারিত করার জন্য জ্ঞানের ভান্ডার কে বাড়ানোর জন্য। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার ফলে আমাদের জীবনের মাঝে ব্যাপক পরিবর্তন সাধন হয় আমরা ভবিষ্যৎ জীবনে গিয়ে বুঝতে পারি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমাদেরকে চাকরি জীবন সম্পর্কে ধারণা দেন এবং একজন চাকরিজীবী হিসেবে গড়ে তোলেন। যোগ্য শিক্ষার মাধ্যমে আমাদের জীবনের চাকুরী নিশ্চিত করেন। আর এটি শুধুমাত্র সম্ভব বিশ্ববিদ্যালয়ে গিয়ে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষককের ভালোবাসা দোয়া এবং শিক্ষার মাধ্যমে। বিশ্ববিদ্যালয় খুব বড় একটি জায়গা যেখানে আমরা খুব সহজে আমাদের জ্ঞানের পরিবর্তন আনতে পারি মূলত এ কারণেই আমরা বিশ্ববিদ্যালয়ে যাই।
In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Md Abdullah An Nayeem -

University is almost more than an education.  University experience gives us knowledge, skills, confidence and experience to help us improve our world.  Whether we are school dropouts or adult students, the university opens up many new opportunities and lets us take control of your future.  My purpose in being a university is to be a well-educated, enlightened and optimistic good entrepreneur. 

In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Sadid hosen -
A university is an institution where students are imparted higher education and various research activities are carried out. It is a place of free will. There is a tendency among us to go to university for higher education and to build a proper career. There is a saying 'Women's Empowerment'! And I believe in it. I have always wanted to be self-reliant. So that at the end of the day I can say that I am for myself. I don't have to depend on anyone else. Four years of university education is not just for a certificate. These four years will teach many social values, expressions of leadership, tendency to represent oneself and willingness to work for the development of the family and the country. Which will take us one step further in our career life. When we come to the university beyond the boundaries of school and college, our desire to know ourselves becomes stronger along with the scope of our knowledge. My parents also wanted me to get higher education and establish myself in life. And there is a lot of role in fulfilling this desire behind coming to the university. After all, I came to my university with the desire to successfully pursue higher education, fulfill my parents' wishes, and build my own career.
In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Zahid Hasan Fahim -
যে দেশ মেধাকে যত বেশি কাজে লাগাতে পারছে তত বেশি উন্নতির শিখরে পৌঁছাচ্ছে। নিজেকে এবং দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় যার আছে তার জন্য বিশ্ববিদ্যালয় উপযুক্ত স্থান। যেকোনো শিক্ষার্থীর জন্য বিশ্ববিদ্যালয় এমন একটি প্ল্যাটফর্ম যার আশ্রিত হয়ে একজন শিক্ষার্থী নিজেকে যোগ্য করে গড়ে তোলার সুযোগ পেয়ে থাকে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে সৃজনশীল করে তোলার পাশাপাশি পণ্ডিত ব্যক্তিদের সাহচর্য তাকে জ্ঞান অর্জনে উৎসাহিত করে এবং জ্ঞান অর্জনের ক্ষেত্র সে খুঁজে পায়। সব গুণের বিকাশ ঘটাতে বিশ্ববিদ্যালয়ে থাকে অনুকূল পরিবেশ। দেশের বেশির ভাগ ক্ষেত্রে নেতৃত্ব দেয় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। সুতরাং নিজকে তৈরি করার এবং দেশকে কিছু দেয়ার উপযুক্ত স্থান হচ্ছে বিশ্ববিদ্যালয়। নিজের মধ্যে এই আগ্রহ নিয়েই আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া।
In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Zahid Hasan Fahim -
প্রথমত, শিক্ষা পড়ার এবং লেখার দক্ষতা শেখায়। পড়া এবং লেখাই শিক্ষার প্রথম পদক্ষেপ। ফলস্বরূপ, শিক্ষা মানুষকে শিক্ষিত করে তোলে। একটি বিশ্ববিদ্যালয় শিক্ষা শিক্ষার্থীদের আত্মবিশ্বাসের মাত্রা বাড়িয়ে তোলে। তারা স্কুলের প্রতিদিনের নিয়মানুবর্তিত পরিবেশ থেকে মুক্তি পায়। শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় জীবনে শৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা তাদের ভাল নম্বর দিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষা সম্পূর্ণ করতে সহায়তা করে। বিশ্ববিদ্যালয় শিক্ষা জ্ঞান, দক্ষতা উন্নত করে এবং ব্যক্তিত্ব এবং মনোভাব বিকাশ করে। একজন উচ্চ শিক্ষিত ব্যক্তি সম্ভবত একটি ভাল চাকরি পাওয়ার সম্ভাবনা খুব বেশি ।উচ্চশিক্ষা কৃপণতা এবং দৃঢতার সাথে শিক্ষার্থীদের এই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করতে প্রস্তুত করে। একটি কলেজ শিক্ষা শ্রেণিকক্ষে নির্দেশাবলীর চেয়ে বেশি। এটি একটি সামগ্রিক ভ্রমণ যা স্বতন্ত্রতা, অধ্যবসায় এবং দক্ষতার দিকগুলি অন্বেষণ করে। একটি ডিগ্রী কীভাবে চিন্তাভাবনা করা, যোগাযোগ করা এবং বিতরণ করা যায় তা শেখার বিষয়ে।
In reply to Muhammad Sajidul Islam

Re: Intention to be in university (বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি?)

by Sharmin Sultana Mim -
There are many reasons to study at university, some of which are,

1. To be well educated.

2. To become a skilled engineer and be engaged in the service of the country.

3. To follow my passion.

4. Be self-reliant etc.