Art of Living

Life Cycle

Life Cycle

by Muhammad Sajidul Islam -
Number of replies: 100

Write few words on your understanding of Life Cycle

In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by Ashita Elin -
জীবনটা আসলে একটি যুদ্ধক্ষেত্র। যেমন জন্মের পর আমরা নিজের পায়ে দাঁড়িয়ে প্রথম যুদ্ধে জয় লাভ করি। এরপর ধীরে ধীরে নিজের বিভিন্ন প্রতিবন্ধকতা কাটিয়ে সমাজের মধ্যে নিজের জায়গা করে নিতে থাকি। বন্ধুত্ব করতে শিখি, আত্মনির্ভরশীল হতে শিখি, নিজের জীবনের বিভিন্ন সিদ্ধান্ত নিতে শিখি। আসলে আমাদের এই জীবনে রয়েছে বেশ কিছু ধাপ, যেগুলো পার করে আমরা সেই ধাপ গুলো জয় করি। আর একটা সময় আসে যখন মৃত্যুর জন্য অপেক্ষা করি। এটাই তো জীবন। এটি আসলে একটি চক্র, যার থাকে বিভিন্ন ধাপ।
In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by Nazifa Tasnim Binte Taher Elma -
There are a lot of challenges in every step of our life and when we overcome those challenges, we achieve our success. Likely, at the age of 1, walking without support is a success and this may also be the same success at the age of 90.From this we can say that life is a cycle. Again, making friends at the age of 12 and also having them as a support at the old age is a success. Repetition of several events in our life proves that life is a cycle.
In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by Abdullah Al Mostaed Sefat -
Amdr jibon akta cycle er moto, amdr age jokhn onk kom tokhn hata ta amdr jonno success, er por jokhn akto boro hoye school e keu pore friends thaka akta success. Ei vabe age barar sathe sathe manos jibon er palabodol suru hoe r ei success er bpr ta sob stage e randomly cholte thake. Akta porjai e giye jokhn se onk briddho hoe tokhn abr tar kache kapor pora o cholte para tai success hoye uthe tai amdr jibon er ei recycling e success er shes nei eta akta provabok er moto proti ta stage e kaj kore.
In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by Tamrinul islam Hamim -
There is no single right way to be successful. What works for you might not work for someone else. There may not be a perfect combination of ingredients that can guarantee success, but there are some basic steps you can follow that can improve your chances of being successful in life, love, work, or whatever happens to be important to you.
Discover your values. Highly motivated people often focus too much on execution without spending enough time to think about what to execute in the first place. Compare yourself only to yourself. Measure what's hard to measure. Measure results over the long-term. Measure outcomes, not proxies.
Learn and iterate.
It is the ability to reach your goals in life, whatever those goals may be.
In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by Md. Naved Anzum Abir -
যখন একজন শিশু পৃথিবীতে ভূমিষ্ট হয় তখন তার হাঁটা-চলা থেকে শুরু করে সব ধরনের কাজকর্মে অন্যের সহযোগিতার প্রয়োজন হয় আবার সেই শিশুই যখন কালের পরিকর্মায় বৃদ্ধের তালিকায় নাম লেখায় তখন ও আবার তাকে তার স্বাভাবিক কাজকর্ম সম্পন্ন করার জন্য অন্যের সহযোগিতার প্রয়োজন হয়, এরই মাঝে জীবন কেটে যায়। মাঝের এই ক্ষুদ্র সময়ে একেক জিনিস একেক সময়ে তার জন্য সফলতার অর্থ বহন করে।৷ শিশু বয়সে হাঁটা, স্কুলে যাওয়া, পড়াশোনা শেষ করে ডিগ্রি অর্জন করা,চাকুরি করা, বিবাহ করা, সমাজে প্রতিষ্ঠান হওয়া এসবই একেক সময়ে তার জন্য সফলতার অর্থ বহন করে। তবে অনেক সময় আমরা আমাদের কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে না পেরে হতাশ হয়ে পরি, জীবনের মানি খুঁজে পাই না তবে আমাদের সবসময় মনে রাখতে হবে- সময় সকল জখম ভুলিয়ে দেয়। এজন্য ব্যর্থতায় হতাশ না হয়ে ভবিষ্যতের দিকে তাকিয়ে কাজ করাই বুদ্ধিমানের মতো কাজ।
In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by hriday deb nath -
জীবনটা একটি সাইকেলের মত যেটা সবসময়ই পরিবর্তনশীল।একটা সাইকেল যে ভাবে প্রতিনিয়ত ঘুরে আবার নিজের জায়গায় আসে তেমনি জীবন ও সেই রখময়ই। একটা সময় হাটতে পারাটাই ছিলো সফলতা। কিন্ত ঝখন বয়স বেশি হইবে তখন আবার হাটতে পারাটাই আবার সফলতা মনে হইবে।এক সময় আমাদের মা বাবা ঝখন স্কুল এ দিয়ে আসতো তখন বাড়ি আসতে পারাটাই ছিল সফলতা। কিন্তু সেটা আবার ঝখন বয়স ৮৬এর মত হইবে তখন বাড়িতে আসতে পারাটাও সফলতা হইবে।বয়স দিন দিন বাড়ছে এক সময় যেটা অর্জন করে ছিলাম সেটা আবার অর্জন করা কঠিন হইবে।এর নামই জীবন।তাই বলতে পারি জীবন পরিবর্তনশীল এবং জীবন সবসময় গতিমান। 
In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by Tasfia Jahan -

আমাদের জীবন একটি যুদ্ধের ময়দানের মত। জীবনের প্রতিটি স্তরে গিয়ে বিভিন্ন বাঁধার সম্মুখীন হতে হয়। জীবনের প্রথম দিন থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত এই পরীক্ষা দিয়ে যেতে হয়।একটি শিশুকে ঠিক যে ভাবে লালন পালন করতে হয়, ঠিক ওভাবেই শেষ বয়সে আমাদের লালন পালন করতে হয়। এক কথায় আমাদের জীবনটি হল সাইকেল এর দু চাকার মতো। 

In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by Estiak Ahamed joy -

Life is a challages in every step at the age of 5 our parents  admit at the school then at the age of 12 we made many friends and at the age of 18 we achieved  oue driving  license.. in every year we face many challange. when our age 23 we complete  our graduated at the university. then good job,marriage etc.That is a circle of our life.

In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by Saju Kundu -
আমাদের জীবনটা আসলে একটি চক্রের মতো। আমাদের জীবন যেখান থেকে শুরু হয় আবার সেখানেই শেষ হয়। এই সময়ের মধ্যে আমরা কিছু ধাপ অতিক্রম করি। জন্মের পর আমরা নিজের পায়ে দাঁড়িয়ে প্রথম ধাপ অতিক্রম করি। তারপর আমরা যখন বড় হতে থাকি তখন ধীরে ধীরে হাটতে শিখি, বন্ধুত্ব করতে শিখি, আত্মনির্ভরশীল হতে শিখি, নিজের জীবনের বিভিন্ন সিদ্ধান্ত নিতে শিখি। ৫০ বছর বয়সের পর সন্তানের দায়িত্ব নিতে হয়। তারপর আবার এমন একটা সময় আসে যখন তা ছোটবেলার মতো হয়ে যায়। একসময় মৃত্যু হয়। পরিশেষে বলা যায় জীবন একটি চক্রের মতো যার বিভিন্ন ধাপ অতিক্রম করে থাকে।
In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by Sayed Sarker -
The life cycle is a mandatory subject that is present in the life of every human being. Basically, not only that people have life cycles, but also everything on earth has life cycles. And the life cycle will continue according to its rules. Now if someone runs well in the lock and if it runs badly then it will run badly but the life cycle will not stop . The life cycle will continue according to its own rules.
In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by Jannat Ara Richi -
Success is the name of achievement which is not a permanent thing. It can be changed by our age time.
When we were 1 year old, we deserve success. On the other hand, when we will 80/90 years old, we also deserve the same success which is a helping hand.
Life is a cycle of success that never ends.
Every stage has a success in life that we have to achieve.
In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by Eshan Eshan -
আমাদের জীবন হল চ্যালেঞ্জ। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়।
যেমন একটা শিশু নিজের পায়ে দাঁড়িয়ে প্রথম যুদ্ধে জয় লাভ করে। তারপর কথা বলা শিখে আর একটা জয় লাভ করে।তার পরে বন্ধুত্ব করতে শিখে, আত্মনির্ভরশীল হতে শিখে, নিজের সিদ্ধান্ত নিতে শিখে,নিজে নিজে স্কুলে যেতে শিখে।একটা চ্যালেঞ্জ জয় লাভ করার পর আর একটা চ্যালেঞ্জ আসে। এইভাবে আমাদের জীবন চক্রের মতো গুরতে থাকে।
In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by MD.Mustakim Hasan -
Wealth, job title, and happiness are some of the most common measures of success. It’s important to measure success the right way because it informs how you spend your time and effort. If you don’t measure success in terms of what’s truly important to you, you can’t work towards getting there.

Peter Drucker, one of the great management theorists, stated this idea more succinctly:

“You can’t manage what you can’t measure.”

However, it’s hard to do define success. Cognitive biases and external pressures get in the way of people realizing what they actually want in life. Here are six strategies that have helped me define success and work towards achieving meaningful goals.
1. Discover your values
2. Compare yourself only to yourself
3. Measure what’s hard to measure
4. Measure results over the long-term
5. Measure outcomes, not proxies
6. Learn and iterate
In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by Naeem Hossain -

সমাজে চলার পথে আমাদের সবার সামনে কিছু না কিছু প্রতিকূলতা আসে। বেঁচে থাকার জন্য সবাইকে এই challenge গুলা overcome করতে হয়। আর এই সব প্রতিকূলতা থেকেই মানুষের কাছে success এর সংগা পরিবর্তন হই। যেমন একটা এক বছরের বাচ্চার কাছে success মানে নিজে নিজে হাটা। কিশোরদের কাছে success মানে বন্ধু বানানো।  তারপর আত্মনির্ভরশীল হাওয়া। তেমনি একজন বৃদ্ধের কাছে success টা একা একা হাঁটা। এভাবে প্রতিটা মানুষের কাছে জীবনের প্রতিটা ধাপে সাকসেসের সংজ্ঞাটা পরিবর্তন হতে থাকে। এটাই life cycle.

In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by Ahmad Ullah -
জীবনের প্রতিটা ক্ষেত্রেই আমাদের সাফলতা অর্জন করতে হয়। বয়সের সাথে সাথে এটা চেঞ্জ হতে থাকে। আমরা জীবনের প্রথমে নিজের পায়ে দাঁড়ানো থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত একটা সাফলতার চক্রের মধ্যে দিয়ে যাই। আমরা জীবনের প্রতিটা স্টেজেই সাফলতা অর্জন করে থাকি এটা সাইকেলের মতো, জীবনের প্রতিটা পর্যায়ে ভিন্ন ভিন্ন সাফলতা অর্জন করতে হয় যেমন জন্মের পর নিজের পায়ে দাঁড়াতে শিখি, একা বাসায় আসতে শিখি, বন্ধুত্ব করতে শিখি, ড্রাইভিং লাইসেন্সের করি,  সিদ্ধান্ত নিতে শিখি, গ্রাজুয়েশন করি, বিবাহ বন্ধনে আবদ্ধ হই, এক সময় বৃদ্ধ হয়ে যাই। আমরা জীবনের প্রতিটা স্টেজেই সংগ্রহম করে বড় হই এবং প্রতিটা ক্ষেত্রেই সাফলতা অর্জন করি।
In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by Md Reajul Islam -
A life cycle is a series of stages a living thing goes through during its life. Our life is commonly divided in some stages like birth, growth, shake-out, maturity, and decline. In all these stage our thinking is seen to be different. the purpose of life is to capture everything in one way or another. The meaning of success changes over time. At the age of 1 the biggest is that one can walk without support. At the age of 10 making friends is success. At the age of 23 a degree is success . At the age of 35 making money is success. At the age of 65 success is to live without disease. In every stage if our life our test change and our thought about our life is also changed. We can say that change is life. At the beginning of youth people start to love a kind of loneliness they want a world pf their own. The illusion of a strange loneliness surrounds us all the time in our life. So We live in he hope of living in love.
In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by Sabbir Rahman -
পৃথিবীতে প্রত্যেকটি মানুষ জীনব চক্র দ্বারা আবদ্ধ। জীবনে প্রত্যেকটি ধাপে একটি বিশেষ লক্ষ্য অর্জন করা প্রত্যেকের জন্য একটি সাফল্যের বিষয়। যেমন, একটি শিশু জন্মের ১বৎসরের মাথায় হাটতে শেখে।তখন ওটা তার জন্য সাকসেস। আবার বয়স ৮ এ বাহির থেকে পথ চিনে বাড়ি ফিরে আসাটা তার জন্য একটা সাফল্যের ব্যাপার।ঠিক তেমনি করে ১২ বছর বয়সে তার বন্ধু হয়,১৮ বছর বয়সে সে লাইসেন্স প্রাপ্ত হয় এবং এক এক করে তার জীবনের প্রতিটি ধাপে সে ওই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করে থাকে। আবার যখন বয়স ৫০ পেরোতে থাকে অনেক দায়িত্ববোধ ও মানসিকতা পরিবর্তন হয়। তখন আবার মানুষের সেই তার ছেলে বেলা সময় গুলোতে ফিরে যায়।তার বন্ধুদের সাথে আবার দেখা হয়,একা একা চলাচল করতে পারা,একা পথ চিনে বাড়ি ফিরে আসা ইত্যাদি বিষয় গুলো তার মধ্যে অন্যতম। পরিশেষে এভাবে তার জীবনের পরিসমাপ্তি ঘটে। এরথেকে বলা যায় আমাদের এই জীবন চক্রে আমাদের অনেকগুলো ধাপের সমুক্ষিণ হতে হয়।
In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by Sadia Zannat -

A life cycle is a course of events that brings a new product into existence and follows its growth into a mature product and eventual critical mass and decline. The most common steps in the life cycle of a product include product development, market introduction, growth, maturity, and decline/stability. There are a lot of challenges in every step of our life and when we overcome those challenges, we achieve our success. Likely, at the age of 1, walking without support is a success and this may also be the same success at the age of last steps. Our life is like a battlefield. You have to go through every stage of life and face different obstacles. You have to go through this test from the first day of life to the last day.

In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by shoun islam -
একটা সাইকেল যে ভাবে প্রতিনিয়ত ঘুরে আবার নিজের জায়গায় আসে তেমনি জীবন ও সেই রখময়ই। একটা সময় হাটতে পারাটাই ছিলো সফলতা। কিন্ত ঝখন বয়স বেশি হইবে তখন আবার হাটতে পারাটাই আবার সফলতা মনে হইবে।এক সময় আমাদের মা বাবা ঝখন স্কুল এ দিয়ে আসতো তখন বাড়ি আসতে পারাটাই ছিল সফলতা। কিন্তু সেটা আবার ঝখন বয়স ৮৬এর মত হইবে তখন বাড়িতে আসতে পারাটাও সফলতা হইবে।বয়স দিন দিন বাড়ছে এক সময় যেটা অর্জন করে ছিলাম সেটা আবার অর্জন করা কঠিন হইবে।এর নামই জীবন।তাই বলতে পারি জীবন পরিবর্তনশীল এবং জীবন সবসময় গতিমান। মাঝের এই ক্ষুদ্র সময়ে একেক জিনিস একেক সময়ে তার জন্য সফলতার অর্থ বহন করে।৷ শিশু বয়সে হাঁটা, স্কুলে যাওয়া, পড়াশোনা শেষ করে ডিগ্রি অর্জন করা,চাকুরি করা, বিবাহ করা, সমাজে প্রতিষ্ঠান হওয়া এসবই একেক সময়ে তার জন্য সফলতার অর্থ বহন করে। তবে অনেক সময় আমরা আমাদের কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে না পেরে হতাশ হয়ে পরি, জীবনের মানি খুঁজে পাই না তবে আমাদের সবসময় মনে রাখতে হবে- সময় সকল জখম ভুলিয়ে দেয়। এজন্য ব্যর্থতায় হতাশ না হয়ে ভবিষ্যতের দিকে তাকিয়ে কাজ করাই বুদ্ধিমানের মতো কাজ।
In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by Mahfuzur Rahman,, ( 201-23-885) -

Jibon holo ackta juddho khatro,  ackta potijogita.  jokhon amra school a vorty hoi tokhon amader target thaka valo result korar or 1st hobar. abr jokhon porasona ses hoya jai tokhon job er jonno abr juddho korte hoy.  job hobar pore abr valo post a jabar jonno juddho korte hoy.  job sesa susto vabe ses din porjonto bese thakar jonno juddho korte hoy..  sob milia jibon ta ackta juddhokhatro.  jibon ta ackta cokrer moto avabei colte thake

In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by Saima Shila -
আমরা জীবনের মধ্য দিয়ে যাত্রা করার সাথে সাথে আমাদের কোন দিকগুলি পরিবর্তন এবং বিকাশ লাভ করে? আমরা আমাদের সারা জীবন উল্লেখযোগ্য শারীরিক, জ্ঞানীয় এবং মনস্তাত্ত্বিক পরিবর্তনের মধ্য দিয়ে চলেছি এই পরিবর্তনগুলি কি নিয়মতান্ত্রিক উপায়ে ঘটে এবং প্রত্যেকের কাছে? জেনেটিক্সের কারণে কতটুকু হয় এবং পরিবেশগত প্রভাব এবং অভিজ্ঞতার কারণে কতটুকু হয় (আমাদের ব্যক্তিগত নিয়ন্ত্রণের মধ্যে উভয়ই) মানব বিকাশ সারা জীবন জুড়ে মানুষের শারীরিক, জ্ঞানীয় এবং মনস্তাত্ত্বিক বিকাশকে বোঝায় life এই তিনটি ডোমেন বা ক্ষেত্রের প্রতিটি ক্ষেত্রেই কী ধরণের বিকাশ জড়িত? শারীরিক বিকাশ শরীরের বৃদ্ধি এবং পরিবর্তনের সাথে জড়িত এবং মস্তিষ্ক, ইন্দ্রিয়, মোটর দক্ষতা, এবং স্বাস্থ্য এবং সুস্থতা জ্ঞানীয় বিকাশ শেখার, মনোযোগ, স্মৃতি, ভাষা, চিন্তাভাবনা, যুক্তি এবং সৃজনশীলতা জড়িত মনস্তাত্ত্বিক বিকাশ সংবেদন, ব্যক্তিত্ব এবং সামাজিক সম্পর্ক জড়িত।যেগুলো পার করে আমরা সেই ধাপ গুলো জয় করি। আর একটা সময় আসে যখন মৃত্যুর জন্য অপেক্ষা করি। এটাই তো জীবন। এটি আসলে একটি চক্র, আর এর বিভিন্নভাবে ‌ধাপ রয়েছে ।
In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by Shreerup Bhattacharjee -
Life cycle is actually a time machine where everyday, every-moment we have to overcome different challenges science our birth to death. We have maintain a flow chart that is { store -> explore-> store}. That means at the first stage of our life we have earn knowledge that we can reach our goal, afterwards we have to explore our knowledge to be successful at our goal & at the last stage of our life we have to again store all of things to enjoy and having a good life forever.
In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by alma akondo -

Our life is actually like a cycle.  Where our life begins and ends again.  During this time we go through some steps.  After birth we stand on our own two feet and go through the first step.  Then when we grow up we slowly learn to walk, learn to make friends, learn to be self-reliant, learn to make different decisions in our own lives.

On the way to society, we all face some adversity.  Everyone has to overcome this challenge to survive.  And from all these adversities, the association of success with people changes.  For such a one-year-old child, success means walking on one's own.  For teenagers, success means making friends.  Then the self-sufficient wind.  Similarly, for an old man, success is walking alone.  In this way, the definition of success changes for every human being at every step of life.  This is the life cycle.

In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by sumi 295 -
A life cycle is defined as the developmental stages that occur during an organism's lifetime. In general, the life cycles of plants and animals have three basic stages including a fertilized egg or seed, immature juvenile, and adult. A life cycle can be comprised of more than the three stages depending on the species.

There are a lot of challenges in every step of our life and when we overcome those challenges, we achieve our success. . Repetition of several events in our life proves that life is a cycle. It is my short describe of life cycle.
In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by Sharmin Sultana Mim -
Success is the name of achievement which is not a permanent thing. It can be changed by our age time. Likely, at the age of 1, walking without support is a success and this may also be the same success at the age of 90. There are a lot of challenges in every step of our life and when we overcome those challenges, we achieve our success. Repetition of several events in our life proves that life is a cycle. Life is a cycle of success that never ends. Every stage has a success in life that we have to achieve.
In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by Sonia Afrose -

When a child is born on earth, he needs the help of others in all kinds of activities starting from his walk and when he is enrolled in the list of elders in the course of time and again he needs the help of others to complete his normal activities.  Goes.  In this small time in the middle, one thing at a time means success for him  Walking as a child, going to school, getting a degree after graduation, getting a job, getting married, being institutionalized in the society all mean success for him at the same time.  However, many times we are frustrated with not being able to achieve our desired success, we do not find the money of life, but we must always remember - time forgets all the injuries.  Therefore, it is wise to look to the future without being frustrated by failure.

In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by Labiya Islam Sristy -
অদ্ভুত এক একাকিত্বের মোহময়তা ঘিরে থাকে আমাদের জীবনে সারাক্ষণ জুড়ে.তাই নিয়ে আমরা বাঁচি আশায় ঘর বাধি ভালোবাসায়.একদিন শিশুটি জন্মগ্রহণ করে একা, ভালোবাসার উষ্ণতা ছড়াতে শুরু করে চার পাশ জুড়ে মা-বাবা, ভাই-বোন, আত্মীয়-সজন, ছোট্ট শিশুটিকে সারাক্ষণ আগলে রাখে,শিশুটি বড় হয় আদরে, আনন্দে, স্বপ্নরা জাল বুনে প্রতিনিয়ত.কৈশোরে স্বপ্ন দানা বাঁধে, ছোট থাকার আর বড় হওয়ার মাঝামাঝি একটা অবস্থানে,
যৌবনের শুরুতে এক ধরনের একাকিত্ব ভালোবাসতে শুরু করে মানুষ, নিজের একটা জগৎ​ চায় নিজের স্বপ্নের সবুজ প্রান্তরে ভালোবাসার সবুজ ঘাস দখিনা বাতাসে দোল খেতে থাকে,একদিন সেই ঘাসে ফুল ফোটে, একজন মানুষ আসে তার জীবনে.একলা থেকে দুজন, এই বুঝি কাম্য ছিল জীবনে, আনন্দে কেটে যায় আরও কিছুটা সময়. আবার একাকিত্ব ভর করে, কি যেন নেই, কে যেন নাই দুজনের মাঝে।
আবার আরও একজন, দুজন, কখনো বা তিনজন আসে দুজনের মাঝে জীবন চক্রে অতিথিরা বেড়ে উঠতে থাকে, ওরাও স্বপ্ন দেখে, ভালোবাসার বীজ বুনে,নতুন অতিথিরা যে যার মতো তার সঙ্গী নিয়ে দূরে চলে যায়, ঠিক পাখিদের মতো.মাঝে মাঝে সন্তানদের ফোন কল, নাতি নাতনিদের কলকাকলি, ব্যস আবার তারা সব হাওয়ায় মিলিয়ে যায় শুধু দুজনে দুজনের মুখোমুখি, বেলা বয়ে যায়, কঠিন সময়ে অনেক কাছের মানুষটিও এক সময় হারিয়ে যায়.এইবারে একদম একা হয়ে যায় মানুষ, সেই যে যেমনি একলা এসেছিল তেমনি করে.আসলে আমরা মানুষ একা, একদম একা। মাঝের পরিজন পারিপার্শ্বের সাহচর্যময় মধুর সময়গুলো সত্যিই আমাদের জীবন চক্রের এক মহা মূল্যবান অধ্যায়.
In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by Faiza Fariha -
জীবনটা মূলত একপ্রকার কালচক্র। শৈশবে যেসব কাজের মাধ্যমে আমরা সফলতা লাভ করতাম কৈশোর বা যৌবনে সেসব আমাদের কাছে কোনো বিষয়ই না আবার বৃদ্ধ অবস্থায় আমরা আমাদের ছোট অবস্থায় ফিরে যাই।এটাই প্রকৃতির নিয়ম এবং এভাবেই চলে আসছে পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত। জন্মের পর প্রথমে আমরা হাটতে শিখি।এটা আমাদের প্রথম জীবন যুদ্ধ,প্রথম সফলতা। এরপর যত বড় হতে থাকি জীবনে বিভিন্ন ধরণের প্রতিবন্ধকতা আসতে থাকে, আমরা সেইসব কিছুর বিরুদ্ধে যুদ্ধ করে জয় লাভ করে সফলতা অর্জন করতে থাকি কিন্তু যখন পিছনের সফলতার দিকে তাকাই তখন মনে হয় এসব কোনো কিছুই না।এসব কিছু জীবনে না থাকলেও জীবন অনায়াসে চলে যেতো। তারপর আমরা বৃদ্ধ হতে থাকি, তখন শৈশবের সব বৈশিষ্ট্য পুনরায় আমাদের মধ্যে প্রতিফলিত হয় আর মৃত্যুর জন্য অপেক্ষা করি।এভাবেই জীবনের প্রতিটি ধাপে যুদ্ধ করে টিকে থাকতে হয়।
In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by Humayra Asima Mim -
জীবনের প্রতিটা ক্ষেত্রেই আমাদের সাফলতা অর্জন করতে হয়। জীবনটা আসলে একটি যুদ্ধক্ষেত্র। সমাজে চলার পথে আমাদের সবার সামনে কিছু না কিছু প্রতিকূলতা আসে। যেমন একটা শিশু নিজের পায়ে দাঁড়িয়ে প্রথম যুদ্ধে জয় লাভ করে। তারপর কথা বলা শিখে আর একটা জয় লাভ করে।তার পরে বন্ধুত্ব করতে শিখে, আত্মনির্ভরশীল হতে শিখে, নিজের সিদ্ধান্ত নিতে শিখে,নিজে নিজে স্কুলে যেতে শিখে।একটা চ্যালেঞ্জ জয় লাভ করার পর আর একটা চ্যালেঞ্জ আসে। এইভাবে আমাদের জীবন চক্রের মতো গুরতে থাকে।তবে অনেক সময় আমরা আমাদের কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে না পেরে হতাশ হয়ে পরি, জীবনের মানি খুঁজে পাই না তবে আমাদের সবসময় মনে রাখতে হবে- সময় সকল জখম ভুলিয়ে দেয়। এজন্য ব্যর্থতায় হতাশ না হয়ে ভবিষ্যতের দিকে তাকিয়ে কাজ করাই বুদ্ধিমানের মতো কাজ।
In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by Maimuna Akter Rikta -
" সাফল্য ও জীবন "দুটি শব্দ অনেকটা বিনি সুতার মালার মতো।
জীবনের সাথে সাফল্য পাশাপাশি বেড়ে ওঠে, পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে বার্ধক্য পর্যন্ত এ সফলতা নামক শব্দটিকে ধারণ করে থাকতে হয়। যদিও প্রতিটা সময় এর সাফল্য একরকম হয় না, জীবনের ধাপে ধাপে এটি পরিবর্তিত হতে থাকে। তবে মজার বিষয় হলো এ সাফল্য কিন্তু আমাদের জীবনের সাথে চক্রাকারে ঘুরছে। জীবনের শুরুতে যেমন কারো সাহায্য ছাড়া একা চলতে পারাটাই এক ধরনের সাফল্য ঠিক তেমনিভাবে জীবনের শেষ সময়টা একা চলতে পারাটাই ওই সময়ের সাফল্য। আসলে পুরোটা জীবন নিজেকে টিকিয়ে রাখতে নানারকমের সাফল্যের সিঁড়ি বেয়ে অতিক্রম করতে হয় , এই অতিক্রমের পথটা বৃত্তের মত চক্রাকারে ঘুরে।
পরিশেষে আমি বলতে পারি, জীবনের সাথে সাফল্যের এই চক্রাকার সম্পর্ককেই "Life cycle "
In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by Baharun Nissa Borsha -
The life cycle has four stages - introduction, growth, maturity and decline.
Step by step we complete our life . It’s looking like a cycle .
Human beings have a relatively long period of gestation of growth and development between birth and adulthood. The meaning of success changes over time. At the age of 1 the biggest is that one can walk without support. At the age of 10 making friends is success. At the age of 23 a degree is success . At the age of 35 making money is success. At the age of 65 success is to live without disease. In every stage if our life our test change and our thought about our life is also changed. We can say that change is life.
In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by Jaima Jannat Shikha -
Life cycle বা জীবনচক্র দ্বারা বুঝানো হয় জীবনের বিভিন্ন পর্যায় পার করি আবার সেটা কোনো না কোনো সময়ে ফিরে পাওয়া যেমন আমরা জন্মের পর শিশু অবস্থায় নিজের যাবতীয় কাজ হাটা-চলা,খাওয়া সব করতে হয় অন্যের সাহায্যে আবার ঠিক যখন বৃদ্ধ হই নিজের কাজ আর নিজের করার মত শক্তি বা সামর্থ্য থাকে না তখন আবার অন্যের সাহায্যের ওপর ভরসা কর‍তে হয়।আবার,ছোটবেলায় স্কুলে বা বাইরে গেলে নিজে থেকে বাসা চিনে আসাটা এক প্রকার লক্ষ্য হত আমাদের আবার যখন বয়স বাড়ে চোখের জোত্যি কমে আসে তখনও রাস্তা চিনে নিজে নিজে বাড়ি ফেরাটা অনেকটা অভেদ্য লক্ষ্যের সমান হয়।আবার যখন আমরা বড় হই তখন রাস্তা চিনে বাড়ি আসাটা কোনো ব্যাপারই মনে হয় না। সময়ে সময়ে মানুষ বদলায় তার ইচ্ছা,লক্ষ্য সব বদলায়।আজ যা অনেক কিছু কাল হয়তো তা কিছুই না আমাদের কাছে কিন্তু আজ যা কিছুনা হয়তো সেটা পাওয়ার জন্যই একদিন জীবনের সবকিছু দিয়ে লড়াই করে থাকি।জীবন চক্র এভাবেই পার হয়ে যায়,যা জন্মের মাধ্যমে শুরু হয়েছিলো তা মৃত্যুর মাধ্যমে শেষ হয়।
In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by Shayma Aziz -
Life cycle means the stages a living thing goes through during its life. In some cases the process is slow, and the changes are gradual. Humans have various stages of growth during their lives, such as zygote, embryo, child and adult. The change from a child to an adult is slow and continuous. The life cycle has four stages - introduction, growth, maturity and decline. Life cycle, in biology, the series of changes that the members of a species undergo as they pass from the beginning of a given developmental stage to the inception of that same developmental stage in a subsequent generation. Example The life cycle of a butterfly is truly amazing. Butterflies have four life stages, the egg, the larva (caterpillar), the pupa (chrysalis), and the adult butterfly. Each of the four stages are very unique to individual species of butterflies which is part of what makes watching and raising butterflies so much fun.
Attachment sddefault.jpg
In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by Sayma Sworna -
জীবন যুদ্ধে টিকে থাকাই সফলতা।জীবনটা আসলে একটি যুদ্ধক্ষেত্র। যেমন জন্মের পর আমরা নিজের পায়ে দাঁড়িয়ে প্রথম যুদ্ধে জয় লাভ করি। এরপর ধীরে ধীরে নিজের বিভিন্ন প্রতিবন্ধকতা কাটিয়ে সমাজের মধ্যে নিজের জায়গা করে নিতে থাকি। তারপর কথা বলা শিখে আর একটা জয় লাভ করে।তার পরে বন্ধুত্ব করতে শিখে, আত্মনির্ভরশীল হতে শিখে, নিজের সিদ্ধান্ত নিতে শিখে,নিজে নিজে স্কুলে যেতে শিখে।একটা চ্যালেঞ্জ জয় লাভ করার পর আর একটা চ্যালেঞ্জ আসে। এইভাবে আমাদের জীবন চক্রের মতো গুরতে থাকে।তবে অনেক সময় আমরা আমাদের কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে না পেরে হতাশ হয়ে পরি, জীবনের মানি খুঁজে পাই না তবে আমাদের সবসময় মনে রাখতে হবে- সময় সকল জখম ভুলিয়ে দেয়। এজন্য ব্যর্থতায় হতাশ না হয়ে ভবিষ্যতের দিকে তাকিয়ে কাজ করাই বুদ্ধিমানের মতো কাজ।সফলতা মানে যদি একজন  ভাল মানুস হতে পারি।
In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by Tania Nasrin -
যখন একজন শিশু পৃথিবীতে আসে এবং যখন ১ বছর লাভ করে তখন সে হাটা চলা শুরু করে ।এরপর ধীরে ধীরে নিজের বিভিন্ন প্রতিবন্ধকতা কাটিয়ে সমাজের মধ্যে নিজের জায়গা করে নিতে থাকে ।তারপর আমরা যখন বড় হতে থাকি তখন ধীরে ধীরে বন্ধুত্ব করতে শিখি, আত্মনির্ভরশীল হতে শিখি, নিজের জীবনের বিভিন্ন সিদ্ধান্ত নিতে শিখি।তারপর আমরা বৃদ্ধ হতে থাকি, তখন শৈশবের সব বৈশিষ্ট্য পুনরায় আমাদের মধ্যে প্রতিফলিত হয় আর মৃত্যুর জন্য অপেক্ষা করি।এভাবেই জীবনের প্রতিটি ধাপে যুদ্ধ করে টিকে থাকতে হয়।
In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by Mahfuz Shawon -
আমাদের জীবনটা আসলে একটি চক্রের মতো। আমাদের জীবন যেখান থেকে শুরু হয় আবার সেখানেই শেষ হয়। এই সময়ের মধ্যে আমরা কিছু ধাপ অতিক্রম করি। জন্মের পর আমরা নিজের পায়ে দাঁড়িয়ে প্রথম ধাপ অতিক্রম করি। তারপর আমরা যখন বড় হতে থাকি তখন ধীরে ধীরে হাটতে শিখি, বন্ধুত্ব করতে শিখি, আত্মনির্ভরশীল হতে শিখি, নিজের জীবনের বিভিন্ন সিদ্ধান্ত নিতে শিখি। ৫০ বছর বয়সের পর সন্তানের দায়িত্ব নিতে হয়। তারপর আবার এমন একটা সময় আসে যখন তা ছোটবেলার মতো হয়ে যায়। একসময় মৃত্যু হয়। পরিশেষে বলা যায় জীবন একটি চক্রের মতো যার বিভিন্ন ধাপ অতিক্রম করে থাকে।
In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by Md Forkan Sikder -

জীবনটা আসলে একটি যুদ্ধক্ষেত্র। যেমন জন্মের পর আমরা নিজের পায়ে দাঁড়িয়ে প্রথম যুদ্ধে জয় লাভ করি। এরপর ধীরে ধীরে নিজের বিভিন্ন প্রতিবন্ধকতা কাটিয়ে সমাজের মধ্যে নিজের জায়গা করে নিতে থাকি। বন্ধুত্ব করতে শিখি, আত্মনির্ভরশীল হতে শিখি, নিজের জীবনের বিভিন্ন সিদ্ধান্ত নিতে শিখি। আসলে আমাদের এই জীবনে রয়েছে বেশ কিছু ধাপ, যেগুলো পার করে আমরা সেই ধাপ গুলো জয় করি। আর একটা সময় আসে যখন মৃত্যুর জন্য অপেক্ষা করি। এটাই তো জীবন। 

In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by Suraiya Islam Meem -
মানব জীবনটা আসলে একটি চক্রের মতো। কারন আমাদের জীবন যেখান থেকে শুরু হয় আবার সেখানেই শেষ হয়। এই সময়ের মধ্যে আমরা কিছু ধাপ অতিক্রম করি। জন্মের পর আমরা আস্তেধীরে নিজের পায়ে দাঁড়িয়ে প্রথম ধাপ অতিক্রম করি। তারপর আমরা যখন বড় হতে থাকি তখন ধীরে ধীরে হাটতে শিখি,কথা বলতে শিখি, বন্ধুত্ব করতে শিখি, আত্মনির্ভরশীল হতে শিখি, নিজের জীবনের বিভিন্ন সিদ্ধান্ত নিতে শিখি। তারপর আবার এমন একটা সময় আসে যখন তা ছোটবেলার মতো হয়ে যায়। একসময় মৃত্যু হয়। পরিশেষে বলা যায় জীবন একটি চক্রের মতো যার বিভিন্ন ধাপ অতিক্রম করে থাকে।
In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by Md. Habibur Rahman (ShanTo) -
When we born we have a totally empty brain and also a empty life. We filled up this empty space of life with success, happiness, sorrows and various things. In childhood our expectations have as like a child. With grow up our body and brain our expectations also growing up. Sometimes our life means a day where we want to get a temporary success. Day by day we reached in a age where we get back to our child like (empty brain & everything is empty). That time energy has there so poor, we have no expectations there without thinking of death. So, It's a cycle that happening every human's life.
In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by Sabrina Ahasan Reeti -
"Life cycle"- is a series of stages a living thing goes through during its life. Our life is commonly divided in some stages like birth, growth, shake-out, maturity, and decline.Life cycle is actually a time machine where everyday, every-moment we have to overcome different challenges science our birth to death.On the way to society, we all face some adversity. Everyone has to overcome this challenge to survive. For such a one-year-old child, success means walking on one's own. For teenagers, success means making friends. Then the self-sufficient wind. Similarly, for an old man, success is walking alone. In this way, the definition of success changes for every human being at every step of life and we can say this is the 'life cycle'.
In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by Sonia Akter Rumi -
জীবনটা আসলে একটি যুদ্ধক্ষেত্র। যেমন জন্মের পর আমরা নিজের পায়ে দাঁড়িয়ে প্রথম যুদ্ধে জয় লাভ করি। এরপর ধীরে ধীরে নিজের বিভিন্ন প্রতিবন্ধকতা কাটিয়ে সমাজের মধ্যে নিজের জায়গা করে নিতে থাকি। বন্ধুত্ব করতে শিখি, আত্মনির্ভরশীল হতে শিখি, নিজের জীবনের বিভিন্ন সিদ্ধান্ত নিতে শিখি। আসলে আমাদের এই জীবনে রয়েছে বেশ কিছু ধাপ, যেগুলো পার করে আমরা সেই ধাপ গুলো জয় করি। আর একটা সময় আসে যখন মৃত্যুর জন্য অপেক্ষা করি। এটাই তো জীবন।
In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by Mosfique Alam Zidan -

মানুষ যেখানে শুরু হয় সেখানেই শেষ কথা সত্য।কিন্তু মানুষের  জীবনে বেশ কিছু প্রয়োজন আছে।তা তার লক্ষ্য।মানুষ সেই লক্ষের দিকে আগায়।এইভাবে সে জীবন আবার একা সমাপ্তি ঘটায়।এটাই লাইফ সাইকেল

In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by Mahmuda Huq -

আমাদের ক্ষণিকের জীবনে সফলতা গুলোও ক্ষণস্থায়ী। আজ যা আমার কাছে বিরাট কিছু তা কাল অতি নগন্য। আমাদের এই মানব জীবনটা চক্র‍াকার। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনটা যেন একটা চক্র‍েই সীমাবদ্ধ।আর এই জীবনচক্রের মূল কেন্দ্রবিন্দু হিসেবে আমরা সফলতাকে নির্বাচন করি। কিন্তু এই সাফল্যের সঙ্গা আমাদের কারো জীবনেই ধ্র‍ূবক নয়। জীবনের ধাপে ধাপে পরিবর্তিত হয় এই সাফল্যের সঙ্গা। একটি নবজাতকের কাছে সফল্য হচ্ছে  কত দ্রুত সে কথা বলতে পারবে আবার সেই নবজাত যখন জীবনের অন্তিম পর্যায়ে পৌছাবে তখনো তার সফল্য বলতে মনে করা হবে সে যেন তার মনের ভাবটা সঠিকভাবে সবাইকে বোঝাতে সক্ষম হয়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের এই পথ চলা যেন একটি বৃত্তেই সীমাবদ্ধ,  যেখান থেকে আদি আবার সেখানেই এসে যেন অন্ত । 

In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by Aisha Siddika -
জীবনটা একটি সাইকেলের মত যা সবসময়ই পরিবর্তনশীল।একটা সাইকেল যে ভাবে প্রতিনিয়ত ঘুরে আবার পূর্বের অবস্থানে ফিরে আসে। জীবন ও একইরকম। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের জীবনও একটা চক্রের মধ্যে আবর্তিত হয়।যেমন জন্মের পরে আস্তে আস্তে হাটতে পারাটাই ছিলো সফলতা। এভাবে জীবনের বিভিন্ন স্তরে আমাদের সফলতা ভিন্ন হয়। জীবনের বিভিন্ন কঠিন স্তর পার করে আমরা আবার আগের অবস্থানে ফিরে যায় বয়স বাড়ার সাথে সাথে। একজন বৃদ্ধাকেও বাচ্চার মতো লালন-পালন করতে হয়। এটাই তো জীবন। জীবনটা আসলে একটি চক্র।
In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by Israt Jahan Bristy -
A life cycle is a course of events that brings a new product into existence and follows its growth into a mature product and eventual critical mass and decline. The most common steps in the life cycle of a product include product development, market introduction, growth, maturity, and decline, stability.
In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by Sanzida Zaman Mim -
মানব জীবনটা আসলে একটি চক্রের মতো। কারন আমাদের জীবন যেখান থেকে শুরু হয় আবার সেখানেই শেষ হয়। এই সময়ের মধ্যে আমরা কিছু ধাপ অতিক্রম করি। জন্মের পর আমরা আস্তেধীরে নিজের পায়ে দাঁড়িয়ে প্রথম ধাপ অতিক্রম করি। তারপর আমরা যখন বড় হতে থাকি তখন ধীরে ধীরে হাটতে শিখি,কথা বলতে শিখি, বন্ধুত্ব করতে শিখি, আত্মনির্ভরশীল হতে শিখি, নিজের জীবনের বিভিন্ন সিদ্ধান্ত নিতে শিখি। তারপর আবার এমন একটা সময় আসে যখন তা ছোটবেলার মতো হয়ে যায়। একসময় মৃত্যু হয়। পরিশেষে বলা যায় জীবন একটি চক্রের মতো যার বিভিন্ন ধাপ অতিক্রম করে থাকে।
In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by Anamul Hoque -

The life cycle is a mandatory subject that is present in the life of every human being. Basically, not only that people have life cycles, but also everything on earth has life cycles. And the life cycle will continue according to its rules. Now if someone runs well in the lock and if it runs badly then it will run badly but the life cycle will not stop . The life cycle will continue according to its own rules.



“You can’t manage what you can’t measure.”

However, it’s hard to do define success. Cognitive biases and external pressures get in the way of people realizing what they actually want in life. Here are six strategies that have helped me define success and work towards achieving meaningful goals.
1. Discover your values
2. Compare yourself only to yourself
3. Measure what’s hard to measure
4. Measure results over the long-term
5. Measure outcomes, not proxies
6. Learn and iterate

In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by Sharmin Nahar Shathy -
মানব জীবন একটি গোলাকার চক্রের মতো। মানুষের জীবন যেখান থেকে শুরু হয় কোনো না কোনো সময় মানুষকে আবার সেখানেই ঘুরে আসতে হয়।
মানুষ জন্মগ্রহণ করে, তারপর হাটা শেখে, তারপর কথা বলা শেখে, তারপর প্রাইমারি স্কুল, হাইস্কুল, তারপর হাইস্কুল পেড়িয়ে কলেজ তারপর ভার্সিটি। ভার্সিটির পড় একটা চাকুরী তারপর বিয়ে। এভাবেই মানুষের জীবন অতিবাহিত হয়ে থাকে।
তারপর মানুষ আবার জন্মদেয় তার সন্তানকে। সেই মানুষটি যেভাবে তার জীবন অতিবাহিত করেছে একটার পর একটা পর্ব পেড়িয়ে তার সন্তানও ঠিক সেই লাইফ সাইকেলের মাঝেই বড় হয়।

মানুষের জীবন এই সাইকেলের চাকার মতোই ঘুরে যেখানে শুরু আবার সেখানেই এসে শেষ হয়। এই সাইকেলের মাঝেই মানুষের দেখা হয় বন্ধু-বান্ধব, আত্বীয় স্বজন সহ বিভিন্ন মানুষের সাথে। দেখা হয় বিভিন্ন প্রতিকুলতার সাথে। এই সব কাটিয়ে মানুষ কে হতে হয় জীবনে সফল। অর্জন করতে হয় সাফল্য।
In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by Mohimenul Islam -
জীবনটা একটি সাইকেলের মত যেটা সবসময়ই পরিবর্তনশীল।একটা সাইকেল যে ভাবে প্রতিনিয়ত ঘুরে আবার নিজের জায়গায় আসে তেমনি জীবন ও সেই রখময়ই। একটা সময় হাটতে পারাটাই ছিলো সফলতা। কিন্ত ঝখন বয়স বেশি হইবে তখন আবার হাটতে পারাটাই আবার সফলতা মনে হইবে।এক সময় আমাদের মা বাবা ঝখন স্কুল এ দিয়ে আসতো তখন বাড়ি আসতে পারাটাই ছিল সফলতা। কিন্তু সেটা আবার যখন বয়স ৮০ এর মত হইবে তখন বাড়িতে আসতে পারাটাও সফলতা হইবে।বয়স দিন দিন বাড়ছে এক সময় যেটা অর্জন করে ছিলাম সেটা আবার অর্জন করা কঠিন হইবে।এর নামই জীবন।তাই বলতে পারি জীবন পরিবর্তনশীল এবং জীবন সবসময় গতিমান।
In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by Nishat 201-34-253 -

সমাজে চলার পথে আমাদের সবার সামনে কিছু না কিছু প্রতিকূলতা আসে। বেঁচে থাকার জন্য সবাইকে এই challenge গুলা overcome করতে হয়। আর এই সব প্রতিকূলতা থেকেই মানুষের কাছে success এর সংগা পরিবর্তন হই। যেমন একটা এক বছরের বাচ্চার কাছে success মানে নিজে নিজে হাটা। কিশোরদের কাছে success মানে বন্ধু বানানো।  তারপর আত্মনির্ভরশীল হাওয়া। তেমনি একজন বৃদ্ধের কাছে success টা একা একা হাঁটা। এভাবে প্রতিটা মানুষের কাছে জীবনের প্রতিটা ধাপে সাকসেসের সংজ্ঞাটা পরিবর্তন হতে থাকে। এটাই life cycle.

In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by Mst. Bushra Khatun Sumaiya -
আমাদের জীবনটা একটা ক্রমান্বয় চক্রে আবদ্ধ।আমাদের সবার জীবন একটা শেকড়ে বাধা।আমরা জন্ম নেওয়া মাত্রই সেই শেকড়ের সাথে যুক্ত হয়ে যাই।তারপর একটু একটু করে বড় হতে থাকি,জীবনের নানা রকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাই।মাঝে মাঝে হয়তো আমরা সেই শেকড় থেকে অনেক দূরে চলে যাই-সময়ের টানে বলুন কিংবা স্ব-ইচ্ছায়। ঠিক তারপরই,আমাদের আয়ু যত কমতে থাকে, আমরা তত আবার সেই শেকড়ের দিকে ঝুকে পড়ি।নবজাতক থাকার সময় যেমন বিছানায় থাকতাম,হাটা চলা পারতাম না ঠিক তেমনই শেষ বয়সে এসেও আমরা বিছানাগত হয়ে পড়ি,চলার শক্তি হারিয়ে ফেলি।জীবনটা এমনই একটা চক্র।এই চক্রের বিবর্তনের সময় আপনি যা যা করবেন,তার সব কিছুর ফল আপনাকে এই চক্রেই ভোগ করে যেতে হবে।
In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by Sanzida Zaman Mim -
মানুষের জীবনটা বড়ই বৈচিত্র্যময়!

কোন একটি পরিবারে জন্মগ্রহণ করার পর পরই যেন শুরু এক নতুন অভিযাত্রা। সেই ছোটবেলা থেকে মনের ছোট ছোট আশা আকাঙ্খাকে ত্যাগ করে একটু একটু করে বেড়ে উঠা।বাইরের জগতটাকে একটু একটু করে চেনা। ধীরে ধীরে শৈশব কৈশর পেরিয়ে যৌবনে পৌঁছা,তারপর জীবনে প্রতিষ্ঠিত হওয়ার রেসে অংশগ্রহণ করা এবং একটা সময় সে রেসে জয়ী হয়ে বিপরীত লিঙ্গের কাউকে বেছে নেয়া জীবন সঙ্গী হিসেবে
তারপর শুরু হয় সংসার জীবন! এক সময় ঘরের মুখ আলো করে আসে এক টি সন্তান এখানেই শেষ নয়....

চলে আসে সন্তান প্রতিপালনের গুরু দায়িত্ব! নিজে খেয়ে না খেয়ে সন্তানদের লালন পালন করা তাদের যথোপযুক্ত শিক্ষার ব্যবস্থা করা।এক সময় সন্তানেরা বড় হয়ে যে যার মতো নিজের জীবনকে গুছিয়ে নেয়। তাদের মা-বাবার কথা অতটা মনে রাখে না।যে মা বাবা শত কষ্ট করে নিজে না খেয়ে শরীরের রক্ত বিন্দু পানিতে পরিণত করে সন্তানদের লালন পালন করে এত বড় করলো সেই সন্তান মা বাবাকে তাদের প্রাপ্য সম্মান দেয় না।সন্তানেরা বিয়ে করে এবং বাবা-মা'র কাছ থেকে একটু একটু করে দূরে সরে যেতে থাকে।এক সময় নাতি-নাতনী আসে ঘরে। সে নাতি নাতনীর সাথে সখ্যতা গড়ে তোলে মা-বাবা .. তাদেরকে মজার মজার গল্প বলাই যেন হয়ে উঠে দৈনন্দিন জীবনের একমাত্র কাজ! অথচ নিজের জীবনই থাকে শত দুঃখ আর অভিমানে পরিপূর্ণ।

এক সময় এই অভিমানী মা-বাবা পৃথিবীর মায়া ত্যাগ করে পাড়ি দেয় না ফেরার দেশে। কিছুদিন লোক দেখানো কান্নাকাটি করে মা-বাবার আদরের সন্তানেরা। তারপর মা-বাবাকে আর কেউ স্মরণ করেনা.. এমনকি যে নাতি নাতনীর সাথে এত ঘনিষ্ঠতা ছিল তারাও একসময় তাদের দাদা-দাদী, নানা-নানীকে ভুলে যায়।এভাবেই চক্রাকারে চলতে থাকে মানুষের জীবনচক্র!

“শূণ্য থেকে যাত্রা শুরু আবার শূণ্যেই মিলিয়ে যাওয়া”

প্রয়োজন দায়িত্বশীলতার পাশাপাশি শ্রদ্ধাবোধ আর সম্পর্কের প্রতি অফুরন্ত ও নিঃস্বার্থ ভালবাসা
In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by Md Ibrahim Hossen -
ঘড়ি যেমন নিদিষ্ট সময় পর,একটা নিদিষ্ট জাইগা অতিক্রম করে।তেমনি আমাদের জীবনটা হলো ঘড়ির একটি চক্রের মতো। আমাদের জীবন যেখান থেকে শুরু হয় আবার সেখানেই শেষ হয়। এই সময়ের মধ্যে আমরা কিছু ধাপ অতিক্রম করি। জন্মের পর আমরা নিজের পায়ে দাঁড়িয়ে প্রথম ধাপ অতিক্রম করি। তারপর আমরা যখন বড় হতে থাকি তখন ধীরে ধীরে হাটতে শিখি, বন্ধুত্ব করতে শিখি, আত্মনির্ভরশীল হতে শিখি, নিজের জীবনের বিভিন্ন সিদ্ধান্ত নিতে শিখি। ৫০ বছর বয়সের পর সন্তানের দায়িত্ব নিতে হয়। তারপর আবার এমন একটা সময় আসে যখন তা ছোটবেলার মতো হয়ে যায়। একসময় মৃত্যু হয়। পরিশেষে বলা যায় জীবন একটি চক্রের মতো যার বিভিন্ন ধাপ অতিক্রম করে থাকে।
In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by Afia Tasnim -

ছোট থেকে বৃদ্ধ হওয়া অবদি আমাদের জীবন অনেক জটিল সময় পার করে ফেলে।আর জীবনের প্রতিটি ধাপ ভাল ভাবে পার করতে পারাই যেন আমাদের জীবনে এক একটি success.তাই সংগ্রামের এই জীবনে আমাদের সফলতার জন্য প্রতিটি পদক্ষেপ নিতে বুদ্ধিমত্তার সাথে চলতে হয়।আর মানুষ শিশুকাল থেকেই চেষ্টা ও বুদ্ধি খাটিয়ে প্রতিটি ধাপ পার করে।কিন্তু আমাদের জীবনের সেই ধাপ গুলো বৃদ্ধকালে যেন আবার ফিরে আসে।আর এই ধাপ গুলোকে আমরা life circle বলি।

In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by Tasnim Reza Mahi -
আমাদের জীবন একটি চক্রের মতো৷ জীবনের প্রতিটি ধাপে এবং প্রতিটি সময় আমারা নতুন কিছু শিখি আর সেটিই আমাদের কাছে সফলতা৷ শিশুকাল থেকেই অল্প অল্প করে আমারা এই ধাপ গুলো এগোতে থাকি৷ কিন্তু জীবনের এক সময় সেই ধাপ গুলো ফিরে আসে৷ তাই বলা হয় জীবন একটি চক্র৷
In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by Someya Reza -
Life cycle বলতে গতিশীল জীবনকে বুঝি।জন্ম থেকে মৃত্যুর আগে পর্যন্ত জীবন চলতে থাকে। একদম শুরুতে আমরা আলতো আলতো কথা বলা শিখি । এভাবেই অর্জন হয় আমাদের প্রথম সাফল্য । এরপর হাঁটতে শুরু করি , দৌড়াতে ও পারি । নিজেনিজে খেতে ও শিখে ফেলি । ভালো মন্দ প্রথম বুঝতে পারি খাবারের মধ্যেই । আমাদের কি ভালো লাগছে কি ভালো লাগছে না এটাও বুঝতে শুরু করি। এরপর আমাদের নিয়ে যাওয়া হয় নতুন এক পরিবেশে ।সেটি হচ্ছে বিদ্যালয় । আমরা নতুন নতুন মানুষ দেখি গড়ে তুলি বন্ধুত্ব। শিখতে থাকি আদব -কায়দা জীবনের শৃঙ্খলা। শিশুকাল পেড়িয়ে পদার্পন হয় কৈশোরকালে । জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে সুন্দর মুহূর্ত । Golden period of life. শত ভুল আর নানান রঙে রঙিন থাকে দিনগুলো । ভালো মন্দের প্রকৃত জ্ঞান তখন ও হয় না। এরপর আমরা প্রাপ্ত বয়স্ক থেকে প্রবীণ। এর মাঝে আমরা মানুষকে চিনতে থাকি জীবনকে বুঝতে থাকি । নিজেদের আরো একটি নতুন পরিবার ও গড়ে তুলি । এভাবেই জীবনের সফলতা গুলো অর্জন করতে থাকি পাওয়া না পাওয়ার হিসাব কষতে কষতে একপর্যায়ে জীবনের সমাপ্তি। জীবন কিন্তু কখনই থেমে ছিল না। গতিশীল এই জীবনে স্থিরতার জায়গা হয়নি কখনো।
In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by Sajia Afrin -
আমাদের জীবন একটা চক্রের মধ্যে আবদ্ধ। অর্থাৎ আমাদের জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত সময়কাল টা। আমাদের জীবনের শুরুর দিকে আমাদের সাথে যেই জিনিস গুলো ঘটে, জীবনের শেষ ধাপে যেয়েও ওই একই জিনিসগুলো ঘটে। শুধু পার্থক্য একটা। সেটি হচ্ছে সময়, বয়স। সময়ের সাথে আমাদের বয়সের অনেক তারতম্য ঘটতে থাকে। যেমন ঃ একটা শিশু জন্মের পর তার সব কাজ করার জন্য অন্যের সাহায্য প্রয়োজোন হয় ঠিক তেমন কালের পরিক্রমায় এই শিশু যখন বার্ধক্যে পৌঁছে তখনও তার অন্যের সাহায্য প্রয়োজন হয়।
আর এই সব কিছুই নির্ভর করে সময়ের উপর।
In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by Farhana Akter Popy -
Life cycle বলতে  জীবন  চক্র বুঝি।জন্ম থেকে মৃত্যুর আগে পর্যন্ত জীবন চলতে থাকে। একদম শুরুতে আমরা আলতো আলতো কথা বলা শিখি । এভাবেই অর্জন হয় আমাদের প্রথম সাফল্য । এরপর হাঁটতে শুরু করি , দৌড়াতে ও পারি । নিজেনিজে খেতে ও শিখে ফেলি । ভালো মন্দ প্রথম বুঝতে পারি খাবারের মধ্যেই । আমাদের কি ভালো লাগছে কি ভালো লাগছে না এটাও বুঝতে শুরু করি। এরপর আমাদের নিয়ে যাওয়া হয় নতুন এক পরিবেশে ।সেটি হচ্ছে বিদ্যালয় । আমরা নতুন নতুন মানুষ দেখি গড়ে তুলি বন্ধুত্ব। শিখতে থাকি আদব -কায়দা জীবনের শৃঙ্খলা। শিশুকাল পেড়িয়ে পদার্পন হয় কৈশোরকালে । জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে সুন্দর মুহূর্ত । Golden period of life. শত ভুল আর নানান রঙে রঙিন থাকে দিনগুলো । ভালো মন্দের প্রকৃত জ্ঞান তখন ও হয় না। এরপর আমরা প্রাপ্ত বয়স্ক থেকে প্রবীণ। এর মাঝে আমরা মানুষকে চিনতে থাকি জীবনকে বুঝতে থাকি । নিজেদের আরো একটি নতুন পরিবার ও গড়ে তুলি । এভাবেই জীবনের সফলতা গুলো অর্জন করতে থাকি পাওয়া না পাওয়ার হিসাব কষতে কষতে একপর্যায়ে জীবনের সমাপ্তি। জীবন কিন্তু কখনই থেমে ছিল না। গতিশীল এই জীবনে স্থিরতার জায়গা হয়নি কখনো।
REPLY

In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by Limon Hossain -
জীবনের প্রতিটা ক্ষেত্রেই আমাদের সাফলতা অর্জন করতে হয়। বয়সের সাথে সাথে এটা চেঞ্জ হতে থাকে। আমরা জীবনের প্রথমে নিজের পায়ে দাঁড়ানো থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত একটা সাফলতার চক্রের মধ্যে দিয়ে যাই। আমরা জীবনের প্রতিটা স্টেজেই সাফলতা অর্জন করে থাকি এটা সাইকেলের মতো, জীবনের প্রতিটা পর্যায়ে ভিন্ন ভিন্ন সাফলতা অর্জন করতে হয় যেমন জন্মের পর নিজের পায়ে দাঁড়াতে শিখি, একা বাসায় আসতে শিখি, বন্ধুত্ব করতে শিখি, ড্রাইভিং লাইসেন্সের করি, সিদ্ধান্ত নিতে শিখি, গ্রাজুয়েশন করি, বিবাহ বন্ধনে আবদ্ধ হই, এক সময় বৃদ্ধ হয়ে যাই। আমরা জীবনের প্রতিটা স্টেজেই সংগ্রহম করে বড় হই এবং প্রতিটা ক্ষেত্রেই সাফলতা অর্জন করি।
In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by Habiba Ahmed -

A life cycle is a course of events that brings a new product into existence and follows its growth into a mature product and eventual critical mass and decline. The most common steps in the life cycle of a product include product development, market introduction, growth, maturity, and decline/stability. There are a lot of challenges in every step of our life and when we overcome those challenges, we achieve our success. Likely, at the age of 1, walking without support is a success and this may also be the same success at the age of last steps. Our life is like a battlefield. You have to go through every stage of life and face different obstacles. You have to go through this test from the first day of life to the last day.

In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by Liza Akter -

জীবনটা আসলে একটি যুদ্ধক্ষেত্র। জীবনটা একটি সাইকেলের মত যেটা সবসময়ই পরিবর্তনশীল।একটা সাইকেল যে ভাবে প্রতিনিয়ত ঘুরে আবার নিজের জায়গায় আসে তেমনি জীবন ও সেই রখময়ই।সমাজে চলার পথে আমাদের সবার সামনে কিছু না কিছু প্রতিকূলতা আসে। যেমন একটা শিশু নিজের পায়ে দাঁড়িয়ে প্রথম যুদ্ধে জয় লাভ করে।এটা আমাদের প্রথম জীবন যুদ্ধ,প্রথম সফলতা। তার পরে বন্ধুত্ব করতে শিখে, আত্মনির্ভরশীল হতে শিখি।তারপর আবার এমন একটা সময় আসে যখন তা ছোটবেলার মতো হয়ে যায়। একসময় মৃত্যু হয়।তাই বলতে পারি জীবন পরিবর্তনশীল এবং জীবন সবসময় গতিমান। 

In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by Jahid Hasan -
জীবনটা আসলে একটি যুদ্ধক্ষেত্র। যেমন জন্মের পর আমরা নিজের পায়ে দাঁড়িয়ে প্রথম যুদ্ধে জয় লাভ করি। এরপর ধীরে ধীরে নিজের বিভিন্ন প্রতিবন্ধকতা কাটিয়ে সমাজের মধ্যে নিজের জায়গা করে নিতে থাকি। বন্ধুত্ব করতে শিখি, আত্মনির্ভরশীল হতে শিখি, নিজের জীবনের বিভিন্ন সিদ্ধান্ত নিতে শিখি। আসলে আমাদের এই জীবনে রয়েছে বেশ কিছু ধাপ, যেগুলো পার করে আমরা সেই ধাপ গুলো জয় করি। আর একটা সময় আসে যখন মৃত্যুর জন্য অপেক্ষা করি। এটাই তো জীবন। এটি আসলে একটি চক্র, যার থাকে বিভিন্ন ধাপ।
In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by Farzana Rahman Prottasha -
আমাদের ক্ষণিকের জীবনে সফলতা গুলোও ক্ষণস্থায়ী। আজ যা আমার কাছে বিরাট কিছু তা কাল অতি নগন্য। আমাদের এই মানব জীবনটা চক্র‍াকার। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনটা যেন একটা চক্র‍েই সীমাবদ্ধ।আর এই জীবনচক্রের মূল কেন্দ্রবিন্দু হিসেবে আমরা সফলতাকে নির্বাচন করি। কিন্তু এই সাফল্যের সঙ্গা আমাদের কারো জীবনেই ধ্র‍ূবক নয়। জীবনের ধাপে ধাপে পরিবর্তিত হয় এই সাফল্যের সঙ্গা। একটি নবজাতকের কাছে সফল্য হচ্ছে কত দ্রুত সে কথা বলতে পারবে আবার সেই নবজাত যখন জীবনের অন্তিম পর্যায়ে পৌছাবে তখনো তার সফল্য বলতে মনে করা হবে সে যেন তার মনের ভাবটা সঠিকভাবে সবাইকে বোঝাতে সক্ষম হয়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের এই পথ চলা যেন একটি বৃত্তেই সীমাবদ্ধ, যেখান থেকে আদি আবার সেখানেই এসে যেন অন্ত ।
In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by Mohammad Ali -
আমাদের জীবনটা একটা ক্রমান্বয় চক্রে আবদ্ধ।আমাদের সবার জীবন একটা শেকড়ে বাধা।আমরা জন্ম নেওয়া মাত্রই সেই শেকড়ের সাথে যুক্ত হয়ে যাই।তারপর একটু একটু করে বড় হতে থাকি,জীবনের নানা রকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাই।মাঝে মাঝে হয়তো আমরা সেই শেকড় থেকে অনেক দূরে চলে যাই-সময়ের টানে বলুন কিংবা স্ব-ইচ্ছায়। ঠিক তারপরই,আমাদের আয়ু যত কমতে থাকে, আমরা তত আবার সেই শেকড়ের দিকে ঝুকে পড়ি।নবজাতক থাকার সময় যেমন বিছানায় থাকতাম,হাটা চলা পারতাম না ঠিক তেমনই শেষ বয়সে এসেও আমরা বিছানাগত হয়ে পড়ি,চলার শক্তি হারিয়ে ফেলি।জীবনটা এমনই একটা চক্র।এই চক্রের বিবর্তনের সময় আপনি যা যা করবেন,তার সব কিছুর ফল আপনাকে এই চক্রেই ভোগ করে যেতে হবে।
In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by Jannatul Maoa -
আমাদের জীবনটা আসলে একটি চক্রের মতো। আমাদের জীবন যেখান থেকে শুরু হয় আবার সেখানেই শেষ হয়। জীবন একটা যুদ্ধ ক্ষেত্র।জন্মের পর থেকে প্রতিনিয়ত আমাদের যুদ্ধ করার মাধ্যমে বেঁচে থাকতে হয়। যখন আমরা প্রথম হাঁটতে শেখার চেষ্টা করি তখন আমাদের নিজের সাথে লড়াই করে হাঁটতে শিখতে হয় এবং সেটাই হয় জীবনের প্রথম সফলতা । শৈশব-কৈশোর-যৌবন সবগুলো পর্যায় শেষ করে আমাদেরকে আবার জীবনের ঠিক আগের পর্যায়ে চলে আসতে হয়। কিন্তু এ পর্যায়গুলো পার করার জন্য আমাদের জীবনে বিভিন্ন ধরনের যুদ্ধের সম্মুখীন হতে হয়। যখন একদম ছোট ছিলাম তখন হাঁটতে পারাটা যেমন আমাদের জন্য কষ্টকর ছিল ঠিক তেমনই বৃদ্ধ বয়সে আমাদের জন্য এই হাঁটতে পারাটাই কষ্টকর হয়ে উঠে। তাই আমরা বলতে পারি লাইফ ইজ এ সাইকেল যা প্রতিনিয়ত তার নির্দিষ্ট নিয়মে ঘুরছে।
In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by Jannatul Ferdous -
There are a lot of challenges in every step of our life and when we overcome those challenges, we achieve our success. Likely, at the age of 1, walking without support is a success and this may also be the same success at the age of last steps. Our life is like a battlefield. You have to go through every stage of life and face different obstacles. You have to go through this test from the first day of life to the last day, its a cycle of our life
In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by REZOANA TABASSUM -
The human body constantly develops and changes throughout the human life cycle, and food provides the fuel for those changes. The major stages of the human lifecycle include pregnancy, infancy, the toddler years, childhood, puberty, older adolescence, adulthood, middle age, and the senior years.
Attachment human-life-cycle-slide4.png
In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by Sabikun Nahar -
খন একজন শিশু পৃথিবীতে ভূমিষ্ট হয় তখন তার হাঁটা-চলা থেকে শুরু করে সব ধরনের কাজকর্মে অন্যের সহযোগিতার প্রয়োজন হয় আবার সেই শিশুই যখন কালের পরিকর্মায় বৃদ্ধের তালিকায় নাম লেখায় তখন ও আবার তাকে তার স্বাভাবিক কাজকর্ম সম্পন্ন করার জন্য অন্যের সহযোগিতার প্রয়োজন হয়, এরই মাঝে জীবন কেটে যায়। মাঝের এই ক্ষুদ্র সময়ে একেক জিনিস একেক সময়ে তার জন্য সফলতার অর্থ বহন করে।৷ শিশু বয়সে হাঁটা, স্কুলে যাওয়া, পড়াশোনা শেষ করে ডিগ্রি অর্জন করা,চাকুরি করা, বিবাহ করা, সমাজে প্রতিষ্ঠান হওয়া এসবই একেক সময়ে তার জন্য সফলতার অর্থ বহন করে। তবে অনেক সময় আমরা আমাদের কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে না পেরে হতাশ হয়ে পরি, জীবনের মানি খুঁজে পাই না তবে আমাদের সবসময় মনে রাখতে হবে- সময় সকল জখম ভুলিয়ে দেয়। এজন্য ব্যর্থতায় হতাশ না হয়ে ভবিষ্যতের দিকে তাকিয়ে কাজ করাই বুদ্ধিমানের মতো কাজ।
In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by Mohimenul Islam -
জীবনটা আসলে একটি যুদ্ধক্ষেত্র। যেমন জন্মের পর আমরা নিজের পায়ে দাঁড়িয়ে প্রথম যুদ্ধে জয় লাভ করি। এরপর ধীরে ধীরে নিজের বিভিন্ন প্রতিবন্ধকতা কাটিয়ে সমাজের মধ্যে নিজের জায়গা করে নিতে থাকি। বন্ধুত্ব করতে শিখি, আত্মনির্ভরশীল হতে শিখি, নিজের জীবনের বিভিন্ন সিদ্ধান্ত নিতে শিখি। আসলে আমাদের এই জীবনে রয়েছে বেশ কিছু ধাপ, যেগুলো পার করে আমরা সেই ধাপ গুলো জয় করি। আর একটা সময় আসে যখন মৃত্যুর জন্য অপেক্ষা করি। এটাই তো জীবন। এটি আসলে একটি চক্র, যার থাকে বিভিন্ন ধাপ।
In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by sadia Snigdha -
আমাদের জীবনটা চক্রের মতো যার প্রতিটি পযার্য়ের আমাদেরকে অতিক্রম করতে হয়। আমাদের জীবন যেখান থেকে শুরু হয় আবার সেখানেই শেষ হয়। এই সময়ের মধ্যে আমরা কিছু ধাপ অতিক্রম করি। জন্মের পর আমরা নিজের পায়ে দাঁড়িয়ে প্রথম ধাপ অতিক্রম করি। তারপর আমরা যখন বড় হতে থাকি তখন ধীরে ধীরে হাটতে শিখি, বন্ধুত্ব করতে শিখি, আত্মনির্ভরশীল হতে শিখি, নিজের জীবনের বিভিন্ন সিদ্ধান্ত নিতে শিখি।  সন্তানের দায়িত্ব নিতে শিখি। তারপর আবার এমন একটা সময় আসে যখন তা ছোটবেলার মতো হয়ে যায়। একসময় মৃত্যু হয়। পরিশেষে বলা যায় জীবন একটি চক্রের মতো যার বিভিন্ন ধাপ অতিক্রম করে থাকে।
In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by Rudra Prashad Shil 201-15-3338 -
Our life is actually like a cycle. Where our life begins and ends again. During this time we go through some steps. After birth we stand on our own two feet and go through the first step. Then when we grow up we slowly learn to walk, learn to make friends, learn to be self-reliant, learn to make different decisions in our own lives.

On the way to society, we all face some adversity. Everyone has to overcome this challenge to survive. And from all these adversities, the association of success with people changes. For such a one-year-old child, success means walking on one's own. For teenagers, success means making friends. Then the self-sufficient wind. Similarly, for an old man, success is walking alone. In this way, the definition of success changes for every human being at every step of life.
In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by Zannatul Ferdousi193-15-2972 -
মানব জীবনটা আসলে একটি চক্রের মতো। কারন আমাদের জীবন যেখান থেকে শুরু হয় আবার সেখানেই শেষ হয়। এই সময়ের মধ্যে আমরা কিছু ধাপ অতিক্রম করি। জন্মের পর আমরা আস্তেধীরে নিজের পায়ে দাঁড়িয়ে প্রথম ধাপ অতিক্রম করি। তারপর আমরা যখন বড় হতে থাকি তখন ধীরে ধীরে হাটতে শিখি,কথা বলতে শিখি, বন্ধুত্ব করতে শিখি, আত্মনির্ভরশীল হতে শিখি, নিজের জীবনের বিভিন্ন সিদ্ধান্ত নিতে শিখি। তারপর আবার এমন একটা সময় আসে যখন তা ছোটবেলার মতো হয়ে যায়। একসময় মৃত্যু হয়।
In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by Mahima Afroz -

আমাদের জীবন একটি চক্রের মতো। এটি চক্রাকারে ঘুরতে থাকে। ছোটবেলায় বাবা মার হাতে ধরে মানুষ চলতে শিখে। কৈশোর বয়সটা তে আর চলার জন্য কাওকে দরকার পরে না। সবাই নিজের মতো চলতে পারে। নিজের পায়ে দাড়িয়ে যায়। আবার ঠিক ৮০ বছর বয়সটাতে মানুষ পুনরায় শিশুর মতো হয়ে যায়। অন্যের উপর ভরসা করে চলতে হয়। কিন্তু জীবনের সফলতা তা নয়। জীবনের সফলতা হলো তা ৮০ বছরেও যেন একটি মানুষ তার নিজের উপর ভরসা রেখেই চলতে পারে। এবং কৈশোরেও নিজ পায়ে শক্তভাবে দাড়াতে পারে।  

In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by Nausin Onti 202-15-3827 -
আমাদের জীবনটা আসলে একটি চক্রের মতো। আমাদের জীবন যেখান থেকে শুরু হয় আবার সেখানেই শেষ হয়। জীবন একটা যুদ্ধ ক্ষেত্র।জন্মের পর থেকে প্রতিনিয়ত আমাদের যুদ্ধ করার মাধ্যমে বেঁচে থাকতে হয়।একটা সাইকেল যে ভাবে প্রতিনিয়ত ঘুরে আবার নিজের জায়গায় আসে তেমনি জীবন ও সেই রখময়ই।সমাজে চলার পথে আমাদের সবার সামনে কিছু না কিছু প্রতিকূলতা আসে।আমাদের ক্ষণিকের জীবনে সফলতা গুলোও ক্ষণস্থায়ী। আজ যা আমার কাছে বিরাট কিছু তা কাল অতি নগন্য। আমাদের এই মানব জীবনটা চক্র‍াকার। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনটা যেন একটা চক্র‍েই সীমাবদ্ধ।এই চক্রের বিবর্তনের সময় আপনি যা যা করবেন,তার সব কিছুর ফল আপনাকে এই চক্রেই ভোগ করে যেতে হবে।
In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by sumaiya Islam Meem -
জীবনচক্র হয় একটি জীবের জন্ম থেকে তার মৃত্যু পর্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া.

চক্রটি একটি বৃত্তাকার আন্দোলনকে বোঝায়, সময়োপযোগী, যেখানে মারা যায় একই চক্রটির পুনরাবৃত্তির জন্য জন্ম হিসাবে কাজ করে। এইভাবে, একটি বীজের জন্ম একটি ফল বা ফুলের জীবনচক্রের মৃত্যুকে বোঝায়।

সাধারণভাবে, জীবনচক্রটি চারটি পর্যায়ে বিভক্ত: জন্ম, বিকাশ, প্রজনন এবং মৃত্যু। জীবনচক্রের এই পর্যায়গুলি সমস্ত মানুষ এবং জিনিসের জন্য প্রযোজ্য।
In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by MD.Fuad Hasan Pulok -
পৃথিবীতে প্রত্যেকটি মানুষ জীনব চক্র দ্বারা আবদ্ধ। জীবনে প্রত্যেকটি ধাপে একটি বিশেষ লক্ষ্য অর্জন করা প্রত্যেকের জন্য একটি সাফল্যের বিষয়। যেমন, একটি শিশু জন্মের ১বৎসরের মাথায় হাটতে শেখে।তখন ওটা তার জন্য সাকসেস। আবার বয়স ৮ এ বাহির থেকে পথ চিনে বাড়ি ফিরে আসাটা তার জন্য একটা সাফল্যের ব্যাপার।ঠিক তেমনি করে ১২ বছর বয়সে তার বন্ধু হয়,১৮ বছর বয়সে সে লাইসেন্স প্রাপ্ত হয় এবং এক এক করে তার জীবনের প্রতিটি ধাপে সে ওই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করে থাকে। আবার যখন বয়স ৫০ পেরোতে থাকে অনেক দায়িত্ববোধ ও মানসিকতা পরিবর্তন হয়। তখন আবার মানুষের সেই তার ছেলে বেলা সময় গুলোতে ফিরে যায়।তার বন্ধুদের সাথে আবার দেখা হয়,একা একা চলাচল করতে পারা,একা পথ চিনে বাড়ি ফিরে আসা ইত্যাদি বিষয় গুলো তার মধ্যে অন্যতম। পরিশেষে এভাবে তার জীবনের পরিসমাপ্তি ঘটে। এরথেকে বলা যায় আমাদের এই জীবন চক্রে আমাদের অনেকগুলো ধাপের সমুক্ষিণ হতে হয়।
In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by Monir Husain Shuvo 202-15-3853 -
জন্মের মাধ্যমে আমার জীবন চক্র শুরু হয়।আমাদের জীবন যেখান থেকে শুরু হয় আবার সেখানেই শেষ হয়। ।জন্মের পর থেকে প্রতিনিয়ত আমাদের যুদ্ধ করার মাধ্যমে বেঁচে থাকতে হয়।একটা সাইকেলের চাকা যে ভাবে প্রতিনিয়ত ঘুরতে থাকে আবার নিজের জায়গায় আসে তেমনি জীবনটাও তেমনি হয়।
জন্মের পর বাবা মায়ের হাত ধরে সন্তান হাটতে শেখে,জড়তা কাটিয়ে কথা বলতে শেখে। এরপর একটা সময় নিজে চলতে শিখে। তারপর সময়ের ফেরে মানুষের বল চলে যায়। আবার তাকে কষ্ট করে হাটতে হয়। একসময় কথাটাও জড়িয়ে যায়। আর তাই, বার্ধক্যকে বলা হয় দ্বিতীয় শৈশব।আর এভাবেই একটা সময় জীবনায়ু শেষ হয়ে যায়।সাইকেলের চাকা যেমন গন্তব্যে পৌঁছে থেমে যায় তেমনি জীবনের চাকাটাও মৃত্যুর মাধ্যমে থেমে যায়। আর এভাবেই একটি জীবন চক্র শেষ হয়ে যায়।
In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by Sadia Afrin Tama -

জীবন চক্র। জীবনের যেমন শুরু আছে তেমনি রয়েছে শেষ। ছোট শিশুটি ভূমিষ্ট হওয়ার পর থেকে সংগ্রামের সম্মুখীন হয়।জীবন চলার এই যুদ্ধ ক্ষেত্র শেষ হয় কবরে যাওয়া পযর্ন্ত। জীবনে অনেক বাধা-বিপত্তি আসবে, এর মধ্যেই মোকাবিলা করে বেঁচে থাকতে হবে। ছোট বেলায় যেমন কারো সাহায্য নিয়ে হাঁটতে চলা শিখতে হয়,বৃদ্ধ বয়সে ও লাগে সাহায্য। জীবনটা এমনই এক চক্র। 

In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by Mir Monadil Hasan -
Our life is like a cycle. It's a pleasant journey which starts the day we came to this world and be continued till our last breath. Throughout the life we go through many ups and downs. When were child we needed support to stay on our legs but slowly we finally learn to stand on our feet. At our old age we all go back to the condition how we started. That means we need support like a newborn.
In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by Biplob Dutta -
ঘড়ির কাটা যেমন চক্রাকারে ঘুরে ঘুরে এক ই জায়গায় ফিরে আসে, আমাদের জীবনও তেমনি। পার্থক্য শুধু সময়ের ব্যাপ্তির। জন্মের সময় মানুষ যেমন পরনির্ভরশীল থাকে, তারপর আস্তে আস্তে বেড়ে ওঠে আর আত্মনির্ভরশীল হয়। ঠিক জীবনের অনেকটা সময় পার করার পর সেই আত্মনির্ভরশীলতা চলে যায় আস্তে আস্তে, আর ফিরে আসে পরনির্ভরশীলতা। কিন্তু জীবনের এই চলার পথে সে তখন পুরাতন। সবাই হয়তো ততোদিনে পুরাতন জিনিসের মতো তার প্রতিও আগ্ৰহ হারিয়েছে। অথচ একটা শিশু তখন‌ অতি নবীন। এই দুই পরনির্ভরশীলের মধ্যে মূল পার্থক্য হয়তো এটুকুই। একজন চক্রের শেষ প্রান্তে আরেকজন শুরুতে।
In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by Abida Zaman -
প্রথমে জানতে হবে life cycle মানে কি ? Life cycle মানে জীবনচক্র মানে একটি জীবন্ত জিনিস তার জীবনের দিনগুলো অতিক্রম করে । মানুষের জীবনকালে বিভিন্ন ধরনের বিকাশ থাকে । যেমন জাইগোট , ভ্রুণ , শিশু এবং প্রাপ্ত বয়স্ক । কিন্তু আমার ভাষায় যদি বলি তাহলে life cycle মানে তুমি জীবন যেখান থেকে শুরু করে ছিলে সেখানে আবার ফিরে আসবে । তোমার এই ছোট্ট জীবনে অনেক পরিবর্তন আসবে । এক এক সময় এক এক জিনিস কে অর্জন করাই থাকবে সেই পরিস্থিতি তে শ্রেষ্ঠ অর্জন । এখন এই পুরো সময়ে এতো অর্জনের মধ্যে তুমি তোমার জীবন টাকে ঠিক কীভাবে পরিচালনা করেছো সেটিই হচ্ছে আসল প্রাপ্তি ।

জীবনের যে পর্যায়তেই থাকি না কেন নিজের জীবনকে উপভোগ করতে হবে , সকল সুযোগ কে সাদরে গ্রহণ করতে হবে , সকল profession কে সম্মান করতে হবে এবং দূর্বল কে সাহায্য করতে হবে । এই ছোট্ট জীবনের এটাই স্বার্থকতা ।
In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by Muntasir Mahmud -
আমাদের জীবন একটি যুদ্ধের ময়দানের মত। জীবনের প্রতিটি স্তরে গিয়ে বিভিন্ন বাঁধার সম্মুখীন হতে হয়। জীবনের প্রথম দিন থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত এই পরীক্ষা দিয়ে যেতে হয়।একটি শিশুকে ঠিক যে ভাবে লালন পালন করতে হয়, ঠিক ওভাবেই শেষ বয়সে আমাদের লালন পালন করতে হয়। এক কথায় আমাদের জীবনটি হল সাইকেল এর দু চাকার মতো।
In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by Taslima Islam Srity -
আমাদের জীবনটা আসলে একটি চক্রের মতো। আমাদের জীবন যেখান থেকে শুরু হয় আবার সেখানেই শেষ হয়। জীবন একটা যুদ্ধ ক্ষেত্র।জন্মের পর থেকে প্রতিনিয়ত আমাদের যুদ্ধ করার মাধ্যমে বেঁচে থাকতে হয়। যখন আমরা প্রথম হাঁটতে শেখার চেষ্টা করি তখন আমাদের নিজের সাথে লড়াই করে হাঁটতে শিখতে হয় এবং সেটাই হয় জীবনের প্রথম সফলতা । শৈশব-কৈশোর-যৌবন সবগুলো পর্যায় শেষ করে আমাদেরকে আবার জীবনের ঠিক আগের পর্যায়ে চলে আসতে হয়। কিন্তু এ পর্যায়গুলো পার করার জন্য আমাদের জীবনে বিভিন্ন ধরনের যুদ্ধের সম্মুখীন হতে হয়। যখন একদম ছোট ছিলাম তখন হাঁটতে পারাটা যেমন আমাদের জন্য কষ্টকর ছিল ঠিক তেমনই বৃদ্ধ বয়সে আমাদের জন্য এই হাঁটতে পারাটাই কষ্টকর হয়ে উঠে। তাই আমরা বলতে পারি লাইফ ইজ এ সাইকেল যা প্রতিনিয়ত তার নির্দিষ্ট নিয়মে ঘুরছে।
In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by Shanto Karmoker -
আমরা অনেকে মাঝে মাঝে বলে থাকি জীবন নাটকের থেকেও নাটকীয়।
এমন টা মনে হয় আমাদের Life Cycle er জন্যে। আমাদের জীবনটা একটা চক্রের মতো! জীবনের প্রতিটি মুহূর্ত থেকে শিক্ষা নিতে হয়। শৈশব, কৈশোর, যৌবন, প্রবীণ সব গুলো জীবনের অবিচ্ছেদ্য অংশ, আমরা পৃথিবীতে আসি খুব ক্ষণিকের জন্যে, জীবনের প্রতিটি কোমরে সুখী থাকাটাই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত।
আমাদের মৃত্যুর পর কিছু দিন পর আর কারোর দুঃখ থাকবেনা, কেউ মনেও থাকবেনা।
কিন্তু আমরা বেঁচে থাকতে পারবো আমাদের ভালো কাজের মাধ্যমে,
জীবনে অনেক অপূর্ণতা আছে, অনেক না পাওয়া আছে, তবে এই না পাওয়ার ভিড়ে সব থেকে বেশি পাওয়া হলো আমাদের জীবন,
এই পৃথিবীতে যেই কয়দিন এসেছি এই কয়েকদিন যেন সুখে থাকতে পারি এটাই সকলের কাম্য হওয়া উচিত,
তবেই জীবন সার্থক হবে, আমাদের লাইফ সাইকেল এর সবসময় শিক্ষা নিয়ে সামনে এগিয়ে গিয়ে জীবনটা অর্থপূর্ণ করতে হবে।
In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by Ananya Dutta -
Our life is actually like a cycle. Where our life begins and ends again. During this time we go through some steps. After birth we stand on our own two feet and go through the first step. Then when we grow up we slowly learn to walk, learn to make friends, learn to be self-reliant, learn to make different decisions in our own lives.

On the way to society, we all face some adversity. Everyone has to overcome this challenge to survive. And from all these adversities, the association of success with people changes. For such a one-year-old child, success means walking on one's own. For teenagers, success means making friends. Then the self-sufficient wind. Similarly, for an old man, success is walking alone. In this way, the definition of success changes for every human being at every step of life. This is the life cycle.
In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by Asma Ankhi -
সংক্ষেপে, মানবজীবন চক্রের ছয়টি প্রধান স্তর রয়েছে: ভ্রূণ, শিশু, কৈশোর, যৌবনকাল, প্রাপ্তবয়স্ক এবং বয়স্ক। যদিও আমরা মানব জীবনের চক্রকে পর্যায়ক্রমে বর্ণনা করি, মানুষ ক্রমাগত এবং ধীরে ধীরে এই সমস্ত পর্যায়ে দিন দিন পরিবর্তিত হয়।
জন্মের পর শিশু যখন প্রথম হাঁটতে শিখে তখন সে নিজেকে স্বার্থক মনে করে।সে পরিবারের থেকে শিক্ষা লাভ করে।সে যখন স্কুলে ভর্তি হয় তখন সহপাঠীদের সঙ্গে তাদের কৈশোর এবং যৌবনকাল কাটে।একসময় তারা প্রাপ্ত বয়স্ক হয় এবং পারিবারিক বন্ধনে আবদ্ধ হয়।এভাবে জিবন চলতে চলতে একসময় তারা বৃদ্ধ হয়ে যায়।অবশেষে তাকে মৃত্যু বরণ করতে হয়।এটাই আমাদের জীবন চক্র।
In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by Dilshat Dristy -

জীবনটা আসলে একটি যুদ্ধক্ষেত্র। যেমন জন্মের পর আমরা নিজের পায়ে দাঁড়িয়ে প্রথম যুদ্ধে জয় লাভ করি। এরপর ধীরে ধীরে নিজের বিভিন্ন প্রতিবন্ধকতা কাটিয়ে সমাজের মধ্যে নিজের জায়গা করে নিতে থাকি। বন্ধুত্ব করতে শিখি, আত্মনির্ভরশীল হতে শিখি, নিজের জীবনের বিভিন্ন সিদ্ধান্ত নিতে শিখি। আসলে আমাদের এই জীবনে রয়েছে বেশ কিছু ধাপ, যেগুলো পার করে আমরা সেই ধাপ গুলো জয় করি। আর একটা সময় আসে যখন মৃত্যুর জন্য অপেক্ষা করি। এটাই তো জীবন। এটি আসলে একটি চক্র, যার থাকে বিভিন্ন ধাপ।

In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by Sudipta Biswas -

Life is just a cycle to complete, billions completed in the past and billions will complete in future. Our existence on this planet earth is so insignificant compared to length of time and massiveness of this whole universe. Keeping in mind that we are simply part of the nature, nature is not part of us, all we need to do is make our tiny fractional of existence on this planet worth as much as possible, try to fill it up with pieces of  happiness and successes, small or large, until one day we say bye to our life. 

In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by Tofa Firdaosi -

এই ছোট্ট খন্ড চিত্রটির বিষয়বস্তু হলো সফলতা ও জীবনের চক্রাকার আবর্তন ।

খন্ড চিত্রটি দেখার পর আমি একে ২ ভাগে বিভক্ত করেছি। 

প্রথমত যে বিষয়টি লক্ষণীয় তা হলো সফলতা আপেক্ষিক পরম নয়। যদি সফলতার কোনো পরম অর্থাৎ যা অপরিবর্তনশীল সংজ্ঞা বলতে বলা হয় তবে টা সম্ভব নয় কারণ পৃথিবীতে যত মানুষ আছে সফলতার সংজ্ঞা ও ঠিক ততগুলো হবে । অর্থাৎ সময়ের পরিক্রমায় টা বদলায় আজকে যে অর্জন সফলতা মনে হবে , তা অতীত হলে তা মনে হবে প্রয়োজন ছিল মাত্র! খন্ড চিত্রটির দিকে খেয়াল করলে দেখবো এক সময় গুটি গুটি পায়ে হেঁটে বেড়ানোর নাম সফলতা অন্য সময় একা বাড়ি ফিরে আসার নাম সফলতা । ঠিক লক্ষ্য করলে দেখবো সময়ের উপর ভর করে বদলে যাচ্ছে সফলতার সংজ্ঞা। 

অর্থাৎ সফলতা প্রত্যেক ব্যাক্তির সময়, অবস্থা এবং প্রয়োজন অনুযায়ী বদলে যায়। 




দ্বিতীয় যে বিষয়টি শেষাংশে এক বাক্যের মাধ্যমে জুড়ে দেয়া হয়েছে তা হলো জীবন চক্রাকারে আবর্তিত এক চক্র অর্থাৎ 'Life is a cycle' 

এটি কোন সাইকেল? প্যাডেল দেয়া সাইকেল নাকি মোটর সাইকেল? অথবা ছোট বেলায় পড়া খাদ্য শৃঙ্খল এর চক্র? 

নাহ কোনোটিই নয়! এখানে চক্র বলতে মানুষের শারীরিক ভাবে একটু একটু করে বড় হয়ে উঠার পর শেষ হয়ে যাওয়া জীবন বোঝানো হয় নি বোঝানো হয়েছে মানুষের মানসিক আচরণ এর চক্রাকার আবর্তন। তা অতীত কাজের পুনরাবৃত্তি বোঝায়। কিন্তু পার্থক্য হলো বয়স আর অবস্থার মাঝে ।

সবশেষে এটুকু বলবো জীবন চক্রাকারে আবর্তিত এক ছক যার মাঝে জুড়ে রয়েছে সফলতা , ব্যার্থতার গল্পের মালা।

In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by Faria Rimi -
যখন একজন শিশু পৃথিবীতে ভূমিষ্ট হয় তখন তার হাঁটা-চলা থেকে শুরু করে সব ধরনের কাজকর্মে অন্যের সহযোগিতার প্রয়োজন হয় আবার সেই শিশুই যখন কালের পরিকর্মায় বৃদ্ধের তালিকায় নাম লেখায় তখন ও আবার তাকে তার স্বাভাবিক কাজকর্ম সম্পন্ন করার জন্য অন্যের সহযোগিতার প্রয়োজন হয়, এরই মাঝে জীবন কেটে যায়। মাঝের এই ক্ষুদ্র সময়ে একেক জিনিস একেক সময়ে তার জন্য সফলতার অর্থ বহন করে।৷ শিশু বয়সে হাঁটা, স্কুলে যাওয়া, পড়াশোনা শেষ করে ডিগ্রি অর্জন করা,চাকুরি করা, বিবাহ করা, সমাজে প্রতিষ্ঠান হওয়া এসবই একেক সময়ে তার জন্য সফলতার অর্থ বহন করে। তবে অনেক সময় আমরা আমাদের কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে না পেরে হতাশ হয়ে পরি, জীবনের মানি খুঁজে পাই না তবে আমাদের সবসময় মনে রাখতে হবে- সময় সকল জখম ভুলিয়ে দেয়। এজন্য ব্যর্থতায় হতাশ না হয়ে ভবিষ্যতের দিকে তাকিয়ে কাজ করাই বুদ্ধিমানের মতো কাজ।
In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by Md Abdullah An Nayeem -
প্রত্যকে জীবর জীবনই জীবনচক্র থাকে । একটি জীবের জন্ম থেকে তার মৃত্যু পর্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। আর এটা একটা চক্রের মতো।

চক্রটি একটি বৃত্তাকার আন্দোলনকে বোঝায়, সময়োপযোগী, যেখানে মারা যায় একই চক্রটির পুনরাবৃত্তির জন্য জন্ম হিসাবে কাজ করে। এইভাবে, একটি বীজের জন্ম একটি ফল বা ফুলের জীবনচক্রের মৃত্যুকে বোঝায়।

সাধারণভাবে, জীবনচক্রটি চারটি পর্যায়ে বিভক্ত: জন্ম, বিকাশ, প্রজনন এবং মৃত্যু। জীবনচক্রের এই পর্যায়গুলি সমস্ত মানুষ এবং জিনিসের জন্য প্রযোজ্য
In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by Esa Bin Faysal -
সফল হওয়ার কোনও সঠিক উপায় নেই। আপনার জন্য যা কাজ করে তা অন্য কারও জন্য কাজ নাও করতে পারে। সাফল্যের গ্যারান্টি দিতে পারে এমন উপাদানের একটি নিখুঁত সংমিশ্রণ নাও থাকতে পারে, তবে আপনি অনুসরণ করতে পারেন এমন কয়েকটি মৌলিক পদক্ষেপ রয়েছে যা আপনার জীবনে সফল হওয়া, ভালোবাসা, কাজকর্ম বা আপনার কাছে গুরুত্বপূর্ণ হওয়ার জন্য যা কিছু ঘটায় তা উন্নতি করতে পারে।
আপনার মান আবিষ্কার করুন। উচ্চ উত্সাহিত লোকেরা প্রায়শই প্রথম স্থানে কী কার্যকর করতে হবে তা ভেবে পর্যাপ্ত সময় ব্যয় না করে প্রায়শই মৃত্যুদণ্ড কার্যকর করার দিকে মনোনিবেশ করে। নিজেকে কেবল নিজের সাথে তুলনা করুন। কি পরিমাপ করা কঠিন তা পরিমাপ করুন। দীর্ঘমেয়াদে ফলাফল পরিমাপ করুন। প্রক্সিগুলি নয়, ফলাফলগুলি পরিমাপ করুন।
শিখুন এবং পুনরাবৃত্তি করুন।
এটি আপনার লক্ষ্যগুলিতে পৌঁছানোর দক্ষতা, সেই লক্ষ্যগুলি যাই হোক না কেন।
In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by MD Sufian -
Life is a battlefield of truth, There are a lot of challenges in every step of our life, and when we overcome those challenges. After birth, we live for the first time. We gradually learn to stop, learn to be self-reliant, learn to live our own lives. In fact, our situation is some step, the part in which we do not suffer in that step. This is life waiting for no time to come. Actually a cycle, a step of green.
In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by Md. N.I. NUMAN (201-23-906) -
পৃথিবীতে প্রত্যেকটি মানুষ জীনব চক্র দ্বারা আবদ্ধ। জীবনে প্রত্যেকটি ধাপে একটি বিশেষ লক্ষ্য অর্জন করা প্রত্যেকের জন্য একটি সাফল্যের বিষয়। যেমন, একটি শিশু জন্মের ১বৎসরের মাথায় হাটতে শেখে।তখন ওটা তার জন্য সাকসেস। আবার বয়স ৮ এ বাহির থেকে পথ চিনে বাড়ি ফিরে আসাটা তার জন্য একটা সাফল্যের ব্যাপার।ঠিক তেমনি করে ১২ বছর বয়সে তার বন্ধু হয়,১৮ বছর বয়সে সে লাইসেন্স প্রাপ্ত হয় এবং এক এক করে তার জীবনের প্রতিটি ধাপে সে ওই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করে থাকে। আবার যখন বয়স ৫০ পেরোতে থাকে অনেক দায়িত্ববোধ ও মানসিকতা পরিবর্তন হয়। তখন আবার মানুষের সেই তার ছেলে বেলা সময় গুলোতে ফিরে যায়।তার বন্ধুদের সাথে আবার দেখা হয়,একা একা চলাচল করতে পারা,একা পথ চিনে বাড়ি ফিরে আসা ইত্যাদি বিষয় গুলো তার মধ্যে অন্যতম। পরিশেষে এভাবে তার জীবনের পরিসমাপ্তি ঘটে। এরথেকে বলা যায় আমাদের এই জীবন চক্রে আমাদের অনেকগুলো ধাপের সমুক্ষিণ হতে হয়।
In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by Sadid hosen -
Life is actually a battlefield. For example, after birth, we stand on our own two feet and win the first battle. After that I gradually overcame my various obstacles and started to take my place in the society. Learn to make friends, learn to be self-reliant, learn to make different decisions in your life. In fact, we have a number of steps in our lives, which we go through to win those steps. And there comes a time when we wait for death. That is life. It is actually a cycle, which consists of several stages.
In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by Ripon Ahmad -
জীবনটা একটি সাইকেলের মত যা সবসময়ই পরিবর্তনশীল।একটা সাইকেল যে ভাবে প্রতিনিয়ত ঘুরে আবার পূর্বের অবস্থানে ফিরে আসে। জীবন ও একইরকম। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের জীবনও একটা চক্রের মধ্যে আবর্তিত হয়।যেমন জন্মের পরে আস্তে আস্তে হাটতে পারাটাই ছিলো সফলতা। এভাবে জীবনের বিভিন্ন স্তরে আমাদের সফলতা ভিন্ন হয়। জীবনের বিভিন্ন কঠিন স্তর পার করে আমরা আবার আগের অবস্থানে ফিরে যায় বয়স বাড়ার সাথে সাথে। একজন বৃদ্ধাকেও বাচ্চার মতো লালন-পালন করতে হয়। এটাই তো জীবন। জীবনটা আসলে একটি চক্র।
In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by Ripon Ahmad -
যখন একজন শিশু পৃথিবীতে আসে এবং যখন ১ বছর লাভ করে তখন সে হাটা চলা শুরু করে ।এরপর ধীরে ধীরে নিজের বিভিন্ন প্রতিবন্ধকতা কাটিয়ে সমাজের মধ্যে নিজের জায়গা করে নিতে থাকে ।তারপর আমরা যখন বড় হতে থাকি তখন ধীরে ধীরে বন্ধুত্ব করতে শিখি, আত্মনির্ভরশীল হতে শিখি, নিজের জীবনের বিভিন্ন সিদ্ধান্ত নিতে শিখি।তারপর আমরা বৃদ্ধ হতে থাকি, তখন শৈশবের সব বৈশিষ্ট্য পুনরায় আমাদের মধ্যে প্রতিফলিত হয় আর মৃত্যুর জন্য অপেক্ষা করি।এভাবেই জীবনের প্রতিটি ধাপে যুদ্ধ করে টিকে থাকতে হয়।
In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by Zahid Hasan Fahim -
There is no single right way to be successful. What works for you might not work for someone else. There may not be a perfect combination of ingredients that can guarantee success, but there are some basic steps you can follow that can improve your chances of being successful in life, love, work, or whatever happens to be important to you.
Discover your values. Highly motivated people often focus too much on execution without spending enough time to think about what to execute in the first place. Compare yourself only to yourself. Measure what's hard to measure. Measure results over the long-term. Measure outcomes, not proxies.
Learn and iterate.
It is the ability to reach your goals in life, whatever those goals may be.
In reply to Muhammad Sajidul Islam

Re: Life Cycle

by Sharmin Sultana Mim -
Success is the name of achievement which is not a permanent thing. It can be changed by our age time. Likely, at the age of 1, walking without support is a success and this may also be the same success at the age of 90. There are a lot of challenges in every step of our life and when we overcome those challenges, we achieve our success. Repetition of several events in our life proves that life is a cycle. Life is a cycle of success that never ends. Every stage has a success in life that we have to achieve.