Good and bad habit

Good and bad habit

by Muhammad Sajidul Islam -
Number of replies: 83
Make a list of your 10 good habit that could be model to others and 10 bad habit that needs to unlearn. 
In reply to Muhammad Sajidul Islam

Re: Good and bad habit

by REZOANA TABASSUM -
খারাপ গুণঃ
১) অল্পেই রেগে যাওয়া
২) অযথা পা নাড়াচাড়া করা
৩) অনেক বেশি আবেগপ্রবণ
৪) সহজে কারো সাথে মিশতে না পারা
৫) অনেক সময় না বুঝে কথা বলা
৬) গুরুত্বপূর্ণ সময় অন্যমনস্ক হয়ে যাওয়া
৭) আত্মবিশ্বাসের অভাব
৮) কোন সিদ্ধান্ত নিতে না পারা
৯) কোন কিছু করার সময় না পারলে বারবার চেষ্টা না করা।
১০) অনেক সময় না বুঝে কাজ করা

ভালো গুণঃ
১) বাবা-মা এবং বড়দের কথা মত চলা
২) বাবা-মায়ের সেবাযত্ন করা
৩) অসুস্থ রোগীর সেবাযত্ন করা
৪) অযথা কথা বেশি না বলা
৫) অল্পতেই সন্তুষ্ট থাকা
৬) যখন যে পরিস্থিতির সম্মুখীন হই সেই পরিস্থিতিতে নিজেকে খাপ খাইয়ে নেওয়া
৭) অসহায় মানুষদের সাথে সুন্দর করে কথা বলা এবং সাধ্যঅনুযায়ী সহায়তা করা
৮) কাউকে কষ্ট দিয়ে কথা না বলা
৯) গালিগালাজ না করা
১০) রেগে গেলেও অল্প কিছুক্ষণের মধ্যেই নিজেকে নিয়ন্ত্রণ করে ফেলা
In reply to Muhammad Sajidul Islam

Re: Good and bad habit

by Fairuj Maliha -
ভালো অভ্যাস-
(১) পজিটিভ চিন্তা ভাবনা
(২) সবার সাথে সহজেই মিশে যাওয়া
(৩)পরিবারকে প্রচন্ডরকম ভাবে ভালো বাসা
(৪) বড়দের যথাযথ সম্মান করা
(৫) সবার সাথে ফ্রেন্ডলি আচরণ করা
(৬) অসহায়দের সাধ্যমত সাহায্য করা
(৭) পড়াশুনার বাইরের বই পড়তে ভালো লাগা
(৮) জীবনের বেশির ভাগ গুরুত্বপূর্ণ ডিসিশন গুলো নিয়ে বাবা মায়ের কাছে পরামর্শ নেওয়া
(৯) সব ধরনের কথা হোক তা ভালো বা খারাপ তা মায়ের সাথে শেয়ার করা।
(১০) কারো উপর রাগ হয়ে খুব ঝাড়ার পর তারপর আবার তাকে আপন করে নেওয়া।

খারাপ অভ্যাস-
(১) অল্পতেই হুট করে রেগে যাওয়া
(২) রাগ উঠলে সবার সাথে কথা বন্ধ করে দেওয়া
(৩) কারো উপর রাগ উঠলে তাকে ইচ্ছা মতো ঝাড়া
(৪) প্রচুর কথা বলা
(৫) জোরে জোরে কথা বলা
(৬) ক্লোজ ফ্রেন্ডের সাথে মাঝে মাঝে গালি ইউস করা
(৭)অনেক সময়ে মায়ের কথা না মানা
(৮) অনেক সময়ে ফ্রেন্ডরা একসাথে হলে অন্য ফ্রেন্ড যাকে কিনা পচ্ছন্দ করি না তার নামে সমালোচনা করা
(৯) পড়াশুনায় আজীবন ফাকিবাজি দেওয়া
(১০) প্রচুর ঘুমানো।
In reply to Muhammad Sajidul Islam

Re: Good and bad habit

by Suraiya Islam Meem -
খারাপ অভ্যাস
১. অতিরিক্ত ও অনিয়মিত ভাবে ঘুমাই।
২. নিয়মিত খাওয়া দাওয়া করিনা
৩. খুব সহজে সবার সাথে মিশতে পারিনা।
৪. রেগে গেলে মাথা ঠিক রাখতে পারিনা।
৫. ক্লাসে yes sir ব্যতীত কোন কথা বলতে পারিনা।
৬. নিজেকে update করতে পারতেছি না।
৭. অনেক বেশি অলস।
৮. কথা বলা শুরু করলে অনেক জোরে কথা বলি।
৯. অগোছালো।
১০. একা থাকতে পছন্দ করি।


ভালো অভ্যাস
১. ভালো শ্রোতা।
২. চুপ থাকতে পারি।
৩. ঝগড়া - ঝামেলার আসে পাশে যাইনা।
৪. সহ্য শক্তি প্রখর।
৫. রাগ অনেক তাড়াতাড়ি ভেঙে যায়।
৬. পরোপকারী।
৭. বন্ধুসুলভ।
৮. রান্না করতে পছন্দ করি।
৯. সবার সাথে ভদ্র ব্যবহার করি।
১০. কথা শুনি।
In reply to Muhammad Sajidul Islam

Re: Good and bad habit

by Tofa Firdaosi -
My bad habits:

1. Sometimes I waste too much time
2. Not really disciplined
3.Sometimes become short tempered and rude
4. Overthinker
5. Used to trust people easily
6. Sleep too much
7. Used to neglect my duties like study, prayers
8. Though I feel bad but I'm a bad speaker when it's about asking apology
9. I do tell lies
10. Drink too much tea

My good qualities:

1. Optimistic
2. Positive thinker
3. Love to helping others
4. Always try to speak truth
5. I always judge my activities to understand I'm right or wrong
6. Always try to improve myself
7. Try to learn new things
8. Try my best to enhance my religious, social and moral values
9. Good listener
10. Believe in sharing.
In reply to Muhammad Sajidul Islam

Re: Good and bad habit

by Mst. Bushra Khatun Sumaiya -
10 good habits of mine;
1.punctuality
2.i do my 5 wakt prayers regularly.
3.respects my elders
4.admires and take cares of my youngers
5. writes about my daily routine in the morning so that i don't miss anything.
6.self-motivetor
7.do savings for future
8.i always study on my reading table.
9.gift myself something on each of my achievements.
10.Try not to hurt others through my words.



10 bad habits of mine;
1.i am a night owl,awakes for late nights.
2.over thinker
3.very sensitive
4.i have trust issues
5.drinks a lot of tea
6.don’t have my meal timely or most of the time i do skip my breakfast.
7.i do tell lies sometime.
8.short-tempered
9.phone addict
10.Don't get enough sleep.
In reply to Muhammad Sajidul Islam

Re: Good and bad habit

by Sharmin Nahar Shathy -
প্রতিটি মানুষের কিছু ভালো ও খারাপ গুন রয়েছে। ঠিক তেমনি আমার ও কিছু ভালো ও খারাপ গুন রয়েছে। নিন্মে আমার ১০ টি করে ভালো এবং খারাপ গুনের তালিকা দেওয়া হলোঃ-

ভালো গুনঃ-
১/সময়ের কাজ সময়ে করতে ভালো লাগে।
২/সর্বদা বড়দের কথা মতো চলি।
৩/ সবার সাথে ভালো ব্যবহার করি।
৪/সহজে মানুষকে বিশ্বাস করি।
৫/বড়দের সম্মান করি।
৬/ প্রায় সব রকমের খাবার রান্না করতে পারি।
৭/মিথ্যা কথা বলি না।
৮/সময় মতো নামাজ পড়ি।
৯/মা-বাবার সেবা করি।
১০/ছোট ভাইবোন ও বাচ্চাদের ভালোবাসি।

খারাপ গুনঃ-

১/ টিভি সিরিয়াল দেখি খুব পরিমানে।
২/ মাঝে মাঝে নামাজ কাজা করি।
৩/ অল্পতেই রেগে যাই।
৪/ প্রচুর পরিমানে জেদ করি।
৫/ খাবারে অনেক বাছ বিচার করি।
৬/ নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারি না।
৭/ অলস সময় কাটাতে বেশি ভালো লাগে।
৮/ অল্পতেই হেরে যাই। কোনো জিনিস বার বার চেষ্টা করি না।
৯/ খুব বেশি পরিমানে আবেগপ্রবণ।
১০/ খুব বেশি পরিমানে ঘুম ভালোবাসি।
In reply to Muhammad Sajidul Islam

Re: Good and bad habit

by Maimuna Akter Rikta -
মন্দ অভ্যাস  ঃঃ
১)দাঁত দিয়ে নখ কাটা।
২)যেকোনো বিষয় খুব seriously নিয়ে ফেলা।
৩)অনেক ঘুম আসা।
৪)যে কোন বিষয় নিয়ে খুব বেশি টেনশন করা।
৫)সবকিছু নিয়ন্ত্রণে রাখতে চাই কিন্তু সম্ভব হয় না।
৬)অল্পতে রাগ করে ফেলা।
৭)সময় মতো পড়াশোনা করি না।
৮)সবাইকে খুব বেশি বিশ্বাস করে ফেলা সহজেই।
৯)নিজের উপর আত্মবিশ্বাস কম।
১০) ফাস্টফুড জাতীয় খাবার বেশি খাওয়ার ফলে মাঝেমধ্যে অসুস্থ হয়ে যাওয়া।
ভাল  অভ্যাস  ঃঃ
১)নিজের কাজগুলো নিজেই করতে পছন্দ করা।
২)মানুষের সাথে সহজেই মিশতে পারা।
৩)গাছ লাগাতে অনেক পছন্দ করা৷
৪)নিজের সামর্থ্য অনুযায়ী যখন সাহায্য করা অবস্থায় থাকা হয় তখন দরিদ্রদের সাহায্য করা।
৫)ভোরবেলা ঘুম থেকে ওঠা।
৬)যেকোনো কাজ গুছিয়ে করার প্রবনতা।
৭)কেউ সাহায্য চাইলে যথাযথভাবে চেষ্টা করা।
৮)ইসলামিক ভাবে চলাফেরা করার চেষ্টা করা।
৯) ছোট বড় সবার সাথেই হাসিমুখে কথা বলার প্রবনতা।
১০)যথাসম্ভব মিথ্যা কথা কম বলার চেষ্টা করা।
In reply to Muhammad Sajidul Islam

Re: Good and bad habit

by Golam Mohammad Rifat -

ভালো দিক :

১. বাবা কথা মেনে চলি

২. সবার সাথে ভালো ব্যবহার করি।

৩. বৃদ্ধ দের সম্মান করি

৪. ছোট দের ভালো কিছু শিখানোর শ্রেষ্ঠা করি

৫.সবার সাথে মিলে মিশে চলতে পছন্দ করি

৬.এলাকার মানুষ কোন ভাবে বিপদগ্রস্ত হলে যেমন : বন্যা,  প্রাকৃতিক দুর্যোগ, মহামারি দেখা দিলে এঁদের সাহায্য করতে সংগঠনে কাজ করি।

৭. নামাজ পড়ি

৮. দরিদ্র  মেধাবী  ছাত্র দের পাশে থাকার শ্রেষ্ঠা করি

৯. রাস্তাঘাটে দরিদ্র এতিম শিশু দের খাবার কিনে দিতে বা ভালো কিছু গিফট করতে ভালোবাসি।

১০. ফ্যামেলি কে অনেক ভালোবাসি।


খারাপ দিক:


১.  টাইম টু টাইম  খাবার না খাওয়া।

২. অনেক বেশি ঘুমাই

৩. খাবারের আইটেম নিয়ে অনেক প্রব্লেম

৪. খেলাধুলা তে বেশি টাইম দেওয়া হয়।

৫. রাগ উঠলে কন্ট্রোল করতে টাইম লাগে।

৬. মাঝে মাঝে রাত করে বাসায় ফেরা যা ফ্যামেলি পছন্দ করে না।

৭. অসুস্থ হলে মেডিসিন নিতে চাই না,,,,বিরক্তিকর লাগে

৮. একা একা কোন সিদ্ধান্ত নিতে না পারা

৯. রাগ উঠলে অনেক সাউন্ড করে কথা বলা।

১০. অগোছালো।

In reply to Muhammad Sajidul Islam

Re: Good and bad habit

by Bipa Sarker -
  • Good Habits -
  1. Like to help helpless people.
  2. Try to solve people's problem by understanding them.
  3. Can communicate easily
  4. Jolly minded and good manner.
  5. Never Give up & self motivator. 
  6. Always try to talk with logic
  7. In any task give my best effort and never.
  8. Respect everyone
  9. Try always not to say any bad words or slang.
  10. Leadership 
  • Bad Habits-
  1. Overthinking
  2. Sometimes can't control anger
  3. Sleeping in specs
  4. Skipping exercise
  5. Sometimes feel guilty without doing any fault
  6. Regrets in decision
  7. Before buying something can't make the decision
  8. Talk too fast sometime
  9. Fail to maintain regular diet.
  10. Handwriting is Lil bit slow
In reply to Muhammad Sajidul Islam

Re: Good and bad habit

by Aisha Siddika -
10 good habit:
1. Positivity
2. Always tell the truth
3.Be punctual
4.Never give up!
5.Learn to exercise.
6.Get on a good schedule.
7. Help restless people.
8. Laugh and smile freely.
9. Respect your parents.
10. Patience when annoyed.

10 bad habit that we should unlearn.

1.Negativity
2.Lying
3.Lack of manners
4.Bad body language
5.Blaming others
6.Comparison
7. Short temper
8. Overthinking
9.Nail biting
10.Nose picking
In reply to Muhammad Sajidul Islam

Re: Good and bad habit

by Sadia Afrin Tama -

আমার ১০ টি ভালো স্বভাবঃ

১.জনসেবা, সমাজসেবা,সামাজিক কর্ম কান্ডে অংশগ্রহণ, মানুষের বিপদে সাহায্য করার মন মানসিকতা। 

২.উচ্চস্বরে কথা না বলা

৩.ছোটদের স্নেহ করা।

৪.বড়দের সম্মান করা।

৫.চুপ থাকতে পারি।

৬.রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারি।

৭.তর্কে না জড়ানো।

৮.আমানতের কিছু খেয়ানত করি না।

৯. সকাল সকাল ঘুম থেকে উঠি।

১০.আব্বু আম্মুর কথা মতো চলার চেষ্টা করি।


আমার ১০ টি খারাপ স্বভাব যা আমি পরিবর্তন করতে চাইঃ

১.অতিরিক্ত চিন্তা। 

২.অলসতা। 

৩.অল্পতেই রেগে যাওয়া। 

৪.শব্দ করে খাওয়া। 

৫.অতিরিক্ত ইন্টারনেট ব্যবহার 

৬.সব কিছু নিজের নিয়ন্ত্রণ এ রাখতে চাওয়া। 

৭.অন্যের সাথে তুলনা করা।

৮.সব কিছুতে দেরি করা।

৯.সময়ের  অপচয় করি।

১০.সিদ্ধান্ত নিতে না পারা।

In reply to Muhammad Sajidul Islam

Re: Good and bad habit

by Mir Monadil Hasan -
ভালো গুণঃ
১) বুঝে কাজ করা
২) নিজের সাধ্যমত অন্যকে সাহায্য করা
৩) কারো বিপদে সহায়তা করা
৪) মানুষের সমালোচনা না করার চেষ্টা করা
৫) সবার সাথে সুন্দরভাবে মিশতে পারা
৬) মৃদুভাষায় কথা বলা
৭) বাস্তববাদী চিন্তা ভাবনা করা
৮) নিজের যা আছে তা নিয়ে খুশি থাকা
৯) কোন কিছু করার সময় অনেক চিন্তা করে করা
১০) আত্মবিশ্বাসী

খারাপ গুণঃ

১) যখন রাগ হয় তখন অনেক বেশি উত্তেজিত হয়ে যাওয়া
২) দুঃখিত অনুভব না করা
৩) হঠাৎ করে নতুন কারো সাথে মিশতে না পারা
৪) শেষ মুহূর্তে কাজ করা।
৫) কোনো নিয়মের মধ্যে না থাকা
৬) গুছিয়ে কথা বলতে না পারা
৭) গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে গিয়ে বিভ্রান্ত হয়ে যাওয়া।
৮) রাতে দেরি করে ঘুমানো
৯) অনুষ্ঠানে যাইতে পছন্দ করি না, এদিক থেকে একটু অসামাজিক বলা যায়।
১০) অগোছালো
In reply to Muhammad Sajidul Islam

Re: Good and bad habit

by Jannatul Maoa -
সব মানুষেরই কিছু ভালো ও খারাপ গুণ থাকে।আমার ভালো গুণগুলো হলো :
১.আমি প্রচন্ড ধৈর্যশীল।
২.সবার সাথে ভালো আচরণ করি।
৩.বাবা-মার সাথে কখনো খারাপ ব্যবহার করি না।
৪.বাবা মার কথা শুনে ও মেনে চলার চেষ্টা করি।
৫.মিথ্যা কথা না বলার চেষ্টা করি।
৬.ধর্মীয় কাজে আনুগত্য থাকি।
৭.যেকোন প্রকার খারাপ কাছে থেকে নিজেকে দুরে রাখি।
৮.কখনো অন্যের সমালোচনা করি না বা করা পছন্দ করি না।
৯.নিজের প্রতি আত্মনির্ভরশীল।
১০.বন্ধুবান্ধব ও পরিচিতদের বিপদে পাশে দাঁড়ানোর চেষ্টা করি।
আমার খারাপ গুণ গুলো হলো:
১.অল্পেই প্রচন্ড রেগে যাই।
২.মানুষকে খুব সহজে বিশ্বাস করে ফেলি।
৩.ইন্টারনেট আসক্তি।
৪.মন মত কিছু না হলে মানতে পারিনা।
৫.সকালে ঘুম থেকে উঠতে পারি না।
৬.মানুষের সাথে সহজে মিশতে না পারা।
৭.অতিরিক্ত দুশ্চিন্তা করি।
৮.অনেক সময় নিজের ভুল সিদ্ধান্ত গুলোকেউ সঠিক বলে মনে করি।
৯.খুব বেশি সময় নষ্ট করি।
১০.নিজের লাইফে খুব বেশি অগোছালো।
In reply to Muhammad Sajidul Islam

Re: Good and bad habit

by Abida Zaman -
খারাপ গুন

1. Overthink করি
2. Influenced হই অনেক বেশি
3. অতিরিক্ত Emotional
4. Expectation বেশি করি সবার থেকে
5. আমি চাই নিজেকে "bitching" থেকে দূরে রাখতে কিন্তু তবুও মাঝে মাঝে করে ফেলি আর আমি এটি ঠিক করতে চাই এবং করবোই ।
6. চুপচাপ থাকতে পারি না
7. ঠিক মতো নামাজ পরি না
8. নিজের কাজ নিজে করি না
9. অনেক তাড়াতাড়ি হতাশাগ্রস্ত হয়ে পরি
10. নিজের প্রতি আত্মবিশ্বাস নেই




ভালো গুন :
1. আমি চেষ্টা করি সবাইকে সাহায্য করার
2. আমি নিজের রাগকে control করতে পারি ।
3. আমি কারো সাথেই খারাপ ব‍্যবহার করি না
4. নিজেকে সব পরিবেশে মানিয়ে নিতে পারি
5. সবার সাথে অনেক তাড়াতাড়ি মিশতে পারি
6. বড়দের সম্মান করি এবং জেনে বুঝে কখনো বেয়াদবি করি না ।
7. অল্পতে সন্তুষ্ট হ ওয়ার চেষ্টা করি
8. গরিব মানুষদের সাহায্য করার সুযোগ থাকলে অবশ্যই করি
9. যে কোনো কিছু অনেক তাড়াতাড়ি মেনে নিতে পারি
10. আম্মু আব্বু কষ্ট পাবে এরকম কাজ avoid করার চেষ্টা করি
In reply to Muhammad Sajidul Islam

Re: Good and bad habit

by Saima Shila -
Kharap dik
1Deri kore ghumai
2 Aktu olosh
3 Porashuna te aktu faki Mari
4Nokh khaoyar habit
5.pochur kotha boli.
6.besi rag Kori.
7 .chila chili besi kori .
8 ja boli muk ar upor boila dai .9 .majay majay mittha boli.
10.friend dar shatay dustomi kortay jaiaa gala gali kori.
Valo dik
1. Jiboner besir vhag gurutto purno decision ammur kas theke nei
2. Ma Baba kono Kotha omanno kori na
3. Relatives Der Sathe contact kori protiniyoto
4. Basar kaj e help kori
5.Sotto kotha boli
6.Sobar sathe valo vabe kotha boli 7.Sobar help kori parle Khoti korina
9.Jekono obostay nijere maniye nite try kori.
10.ranna kortay pari.
In reply to Muhammad Sajidul Islam

Re: Good and bad habit

by Md. Almoshabir Haque Pranto -
ভালো গুনঃ
১। কোন রকম নেশা করি না বা আসক্ত না।
২। উপকারি
৩। সবাইকে আমার জানা সকল গুরুত্বপূর্ণ তথ্য দিতে পছন্দ করি।
৪। নতুন কাউকে খাওয়াতে পছন্দ করি।
৫। আত্মবিশ্বাসি।
৬। নতুন কিছু জানার অনেক আগ্রহি।
৭।সামর্থ্য অনুযায়ী মানুষকে সাহায্য করি।
৮।সত্য কথা বলার চেষ্টা করি।
৯। সবসময় ইসলাম এর পথে চলতে চেষ্টা করি।
১০।কোন রকম হিংসা নাই।


খারাপ গুনঃ
১।নিয়মিতভাবে নামাজ পরতে পারি না।
২। অতান্ত রাগি।
৩। মজা করতে গিয়ে তরকে যরাই।
৪। অলস প্রক্রিতি।
৫। অল্পতেই মানুষকে বিশ্বাষ করি।
৬। আআবেগপ্রবণ
৭। কাছের মানুষের কাছে বেশি রাগ দেখাই।
৮।জানার পরও অনেক কিছু না জানার ভান করি।
৯। প্রায় মিথ্যা কথা বলি।
১০। সব ধরনের মানুষকে পছন্দ করতে পারি না।( বিশেষ করে গুটিবাজদের)
In reply to Muhammad Sajidul Islam

Re: Good and bad habit

by Rayhan Sobhan -
ভালো গুনঃ
১.রুটিন করে চলার চেষ্টা করি।
২.টাকার সঠিক ব্যবহার করে থাকি।
৩.সব পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করি।
৪.সর্বদা সত্য বলার চেষ্টা করি।
৫.নিয়মিত কিছু বই পড়ে থাকি।
৬.সময়কে কাজে লাগানোর চেষ্টা করি।যদিও মাঝে মধ্যে ব্যর্থ হই।
৭.ধর্মীয় বিধিনিষেধ মেনে চলার চেষ্টা করি।
৮.সকাল সকাল ঘুম থেকে উঠি।
৯.মানুষের ভালো কাজকে সম্মান করি।
১০.বাবা-মা ও বড়দের সাথে সম্মান ও ছোটদের সাথে স্নেহভরে কথা বলে থাকি।

খারাপ গুণঃ
১.রাতে দেরিতে ঘুমাতে যাই।
২.আমার সহজে রাগ হয় না।কিন্তু কারো ওপর রাগ হলে তার সাথে আর কথা বলিনা।
৩.মাঝে মধ্যে ফেসবুকে সময় একটু বেশি নষ্ট হয়ে যাই।
৪.Fast Food মাঝে মধ্যে বেশি খাই।
৫.মোবাইলে অনেক বেশি সময় অতিবাহিত করি।
৬.শাক-সবজি খুব একটা পছন্দ করি না।
৭.নতুন কিছু দক্ষতা অর্জনের চেষ্টা করি না।
৮.কোন একটি কাজ সঠিকভাবে সম্পূর্ণ করতে অনেক খানি সময় নিয়ে ফেলি।
৯.আগে পর্যাপ্ত পানি পান করতাম না।কিন্তু এখন পর্যাপ্ত পানি পানের চেষ্টা করি।
১০.মাঝে মধ্যে ক্লাসে অমনোযোগী হয়ে পড়ি।
In reply to Muhammad Sajidul Islam

Re: Good and bad habit

by Anamul Hoque -

আমার খারাপ অভ্যাস গুলো হলো : 


 1. মাঝে মাঝে আমি খুব বেশি সময় নষ্ট করি

 2. কিছু সময় সংক্ষিপ্ত স্বভাবের এবং অভদ্র হয়ে ওঠে

 3. কিছু মানুষ দেখলে হিংসা করতে পছন্দ করি. 

 4. সহজেই মানুষকে বিশ্বাস করতে ব্যবহৃত করি

 5. বেশি ঘুমান

 6.  অধ্যয়ন, প্রার্থনার মতো আমার কর্তব্যগুলিকে অবহেলা করি বেশি 

 7. আমি মিথ্যা বলি

 8. বেশি পরিমাণে চা পান করুন

 9.  রাত জাগতে বেশি পছন্দ করি

 10. পড়াশোনা করতে মন চাই না 

 আমার ভাল গুণাবলী হলো : 


 1. আমি আমার পরিবারের সকলে নিয়ে ভালো থাকলে বেশি আনন্দ পাই

2. ইতিবাচক চিন্তা করি 

3. সাহস নিয়ে কথা বলতে বেশি ভালবাসি

4. সর্বদা সত্য কথা বলার চেষ্টা করুন

5. আমি সঠিক বা ভুল তা বোঝার জন্য সর্বদা প্রস্তুত থাকি 

 6. নতুন জিনিস শেখার চেষ্টা করুন

 7. আমি ধর্মীয়, সামাজিক এবং নৈতিক মূল্যবোধ বাড়ানোর জন্য যথাসাধ্য চেষ্টা করুন

 8. আমি মানুষকে সাহায্য করতে ভালোবাসি 

 9.  ভাগ করে নেওয়ার প্রতি বিশ্বাস অর্জন করি।

10. আমি অন্যে কাজের সাহায্য করতে প্রতি বেশি আগ্রহ প্রকাশ করি  

In reply to Muhammad Sajidul Islam

Re: Good and bad habit

by Sajia Afrin -
ভালো অভ্যাসঃ
১. সব সময় বাবা-মায়ের কথা শুনে চলা।
২.বড়দের সম্মান করা এবং সালাম দেওয়া।
৩.কোনো পেশার মানুষকে ছোট করে না দেখা।
৪.প্রাণীর প্রতি ভালোবাসা।
৫.পজিটিভ চিন্তা করা।
৬.যে কোনো কাজ অনেক আগ্রহ নিয়ে করা এবং গুছিয়ে করা। নিজের কাজও নিজেই করি।
৭.অসুস্থ রোগীর সেবা করা।
৮.সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করা।
৯.সৎভাবে থাকার চেষ্টা করা।
১০.কখনো গালি না দেওয়া।

খারাপ অভ্যাসঃঃ
১.অল্পতেই কষ্ট পাওয়া।
২.ওভারথিংক করা।
৩.সময়ের কাজ সময়ে না করা।
৪.মানুষকে সহজে বিশ্বাস করা।
৫. অনেক বেশী ফোন ব্যাবহার করা।
৬.অলসতা করে নামাজ আদায় না করা।
৭.কারো সাথে কিছু শেয়ার না করা।
৮. অনেক সাধারণ বিষয়কে অনেক জটিল করে নিয়ে ভয় পাওয়া।
৯. ঘরকুনো স্বভাবের।
১০.অনেক সময় না বুঝে কথা বলা।
In reply to Muhammad Sajidul Islam

Re: Good and bad habit

by Nusrat Tafannum Moon -
10 good habits of mine-
1. I am quite hygienic.
2. I always try to stay positive.
3. I pray namaz five times a day.
4. I can read Quran. And i read it everyday.
5. I can make friends easily.
6. I always try to help people.
7. I know when and where to use money. I dont waste money.
8. I drink a lot of water.
9. I do exercise sometimes.
10. I do respect others.
Some bad habits of mine-
1. Sometimes i bite my nails.
2. I can not say no to anything.
3. I can not wake up early in the morning.
4. I trust people easily.
5. I have overthinking issue.
6. I am kind of emotional.
7. I talk really slowly that sometimes people cant even hear me.
8. I do not eat my food in time.
9. I do hide my emotions.
10. I m kind of scared of every little things.
In reply to Muhammad Sajidul Islam

Re: Good and bad habit

by Jannatul Nipa -
my good habits:
1. Im friendly with people.
2. Im a kind person.
3. Im a good secret keeper.
4. I make good use of money .. I never waste it
5. Im obedient towards my parents
6. good listener
7. I never refuse to help.
8. I always apologize If im wrong .
9. I like to keep it simple.
10. Im good at cracking jokes.

my bad habits:
1.Short tamper
2.Sometimes I overreact without understanding the situation
3. Over think too much
4.Keep things to myself which you could shared.
5.Look down on myself.
6. wasting time.
7. getting late
8. I have zero tolerance .
9. I drink too much tea.
10. sleeping really late at night.
In reply to Muhammad Sajidul Islam

Re: Good and bad habit

by Biplob Dutta -
খারাপ অভ্যাস:
১. বদমেজাজি
২. অধিকাংশ ব্যাপারে অমনোযোগী
৩. কিছুটা খামখেয়ালি
৪. দেরিতে ঘুমায়, দেরিতে উঠি
৫. পড়াশোনা করিনা ঠিকমতো
৬. নিজের ইচ্ছামত চলি অধিকাংশ সময়
৭. পরীক্ষার সময় সামনে ডকুমেন্ট রাখি
৮. পরিচিত মানুষদেরও খবর নিই না
৯. গুছিয়ে কথা বলতে পারি না
১০. দ্রুত এবং অস্পষ্ট ভাবে কথা বলি মাঝে মাঝে

ভালো অভ্যাস:
১. ঝামেলা থেকে দূরে থাকতে চেষ্টা করি সবসময়
২. অন্যদের ব্যাপারে সৎ থাকার চেষ্টা করি
৩. নেশা জাতীয় দ্রব্যের প্রতি কোন আকর্ষন নেই
৪. মোটামুটি সময়নিষ্ঠ
৫. চেষ্টা করি খারাপ ব্যবহার না করার
৬. প্রায় সব পরিস্থিতিতে ঘুমাতে পারি
৭. নিজেকে মটিভেট করতে পারি
In reply to Muhammad Sajidul Islam

Re: Good and bad habit

by shourov shishir -
ভালো গুণঃ

১) নিজের পরিবারকে ভালোবাসি এবং শ্রদ্ধা করি।
২) মা-বাবার সাথে সুসম্পর্ক।
৩) সবার সাথে সহজে মিশতে পারি।
৪) অত্মীয় স্বজনদের প্রতি শ্রদ্ধাশীল আচার-আচরণ করা।
৫) পজিটিভ চিন্তা ভাবনা বেশি করি।
৬) খারাপ হোক আর ভালো তা পরিবারের সাথে শেয়ার করা
৭) রাস্তায় নানা রকম অনিয়ম দেখলে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে নিরব প্রতিবাদ করা।
৮) সবার সাথে বন্ধুত্ব পূর্ণ আচারণ।
৯) যে কোনো পদক্ষেপ এ বাবা মার সাথে ডিসকাশন করা
১০) ছোটদের স্নেহ করা।

খারাপ অভ্যাসঃ

১) বিপরীত পরিবেশের সাথে নিজেকে না মানাতে পারা
২) রেগে গেলে জিনিসপত্র ভাঙ্গা।
৩) অযথা গালাগালি করা।
৪) করো উপর রাগ উঠলে তার উপর অতিরিক্ত চিল্লাপাল্লা করা।
৫) দাঁত দিয়ে নখ কাটা।
৬) অযথা পা নাড়ানো মুদ্রা দোষ।
৭) জোরে কথা বলা।
৮) রাত জাগা।
৯) দেরিতে ঘুম থেকে উঠা।
১০) খাওয়া দাওয়া ঠিক মতো না করা।
In reply to Muhammad Sajidul Islam

Re: Good and bad habit

by Nishat 201-34-253 -

প্রতিটি মানুষের কিছু ভালো ও খারাপ গুন রয়েছে। ঠিক তেমনি আমার ও কিছু ভালো ও খারাপ গুন রয়েছে।  তবে নিজের খারাপ গুন গুলো সহজেই তুলে ধরতে পেরেছি। নিচে আমার ১০ টি ভালো ও খারাপ গুন গুলো তুলে ধরা হলো।


খারাপ গুন : 

১. খুব অলস। সকালে ঘুম থেকে উঠতে পারিনা।

২. সহজেই সবাইকে বিশ্বাস করে ফেলি।

৩. আমার সবচেয়ে খারাপ গুন হলো,  অল্পেতে রেগে যাওয়া। 

৪. ধৈর্য কম। 

৫. কোন কিছু সহজে সিদ্ধান্ত নিতে পারিনা। এজন্য  বিভ্রান্তিতে ভুগি।

৬. পড়াশোনায় অমনোযোগী, দিনের প্রায় সময় সোশ্যাল মিডিয়াতে সময় অপচয় করি।

৭. রেগে গেলে আপনজনের সাথে খারাপ ব্যবহার করে ফেলি। 

৮. ঠিকমত খাওয়া-দাওয়া করি না।

৯. নিজের দোষ কখনও খোঁজার চেষ্টা করিনা।

১০. সিরিয়াস বিষয়ে হেসে ফেলি।


ভাল গুন : 

নিজের ১০ টি ভাল গুন খোঁজা একটু কষ্টকর ছিল।

তবে বন্ধুবান্ধবদের সহযোগিতায় আমার ভাল১০ টি গুন উল্লেখ করা হলো :

১. সবচেয়ে ভাল গুন, আমি মিশুক। সবার সাথে খুব সহজে মিশতে পারি। নতুন বন্ধু তৈরী করতে পারি।

২. ভালো গান গাইতে পারি। ও ভালো রান্না করতে পারি।

৩. সবসময় চেষ্টা করি, আপনজন,বন্ধুবান্ধবদের বিপদে নিজের সর্বোচ্চ দিয়ে সাহায্য করতে।

৪. ধনি-গরিবের মধ্য কখনো ভেদাভেদ করিনা, নিজের সামর্থ্য অনুযায়ী গরিবের সাহায্য করি।

৫.  সবসময় পরিপাটি থাকতে পছন্দ করি।

৬. সর্বদা ভালো চিন্তাবিদ ও সত্যবাদী। 

৭. টাকা সঠিক ব্যবহার করি। অপচয় করতে পছন্দ করিনা।

৮. মানুষকে হাসাতে পারি। কারো মন খারাপ থাকলে তার মন ভাল করে দেওয়ার মত গুনও রয়েছে।

৯. পরিবাবের প্রতি যত্নশীল।

১০. বেশিক্ষণ কারো প্রতি রেগে থাকতে পারিনা।


In reply to Muhammad Sajidul Islam

Re: Good and bad habit

by Humayra Asima Mim -
খারাপ গুণ:
১. অল্পতে কান্না করা
২. বড়দের সামনে পা এর উপর পা তুলে বসি
৩. কোনো কিছু করার আগ্রহ নেই
৪. মানুষের নামে সমালোচনা করি
৫. কাউর সাথে মিশতে পারিনি
৬. খুব তারাতারি excited হয়ে যাই
৭. জোড়ে জোড়ে কথা বলি
৮. Friendly না
৯. মানুষের সামনে নিজেকে তুলে ধরতে না পারা
১০. Drama দেখার প্রতি খুব obsessed.

ভালো গুণ:
১. কথা কম বলি
২. কখনও গালি দেই না
৩. মানুষের secret রাখতে পারি
৪. Study তে কেউ help চাইলে help করি
৫. বাবা মা কে না বলে কিছু করি না
৬. সবার সাথে ভালো ব্যবহার করি
৭. সব পরিস্থিতিতে থাকতে পারি
৮. গোছালো
৯. ভালো শ্রতা
১০. টাকা অপচয় না করা
In reply to Muhammad Sajidul Islam

Re: Good and bad habit

by Mahmuda Huq -

খারাপ অভ্যাস :

১) অতিরিক্ত পরনির্ভরশীল 

২) সহজেই প্রচন্ড রেগে যাওয়া এবং রাগ নিয়ন্ত্র‍ণ করতে না পারা 

৩) মাঝে মাঝে বয়োজ্যেষ্ঠদের কথা অমান্য করা 

৪) সময়ের কাজ সময়ে না করা 

৫) সহজেই নতুন কারো সাথে মিশতে না পারা

৬) হীনমন্যতায় ভোগা ও নিজের প্রতি আত্নবিশ্বাসী হতে না পারা 

৭) কোনো কিছু নিয়ে মাত্র‍াতিরিক্ত চিন্তা করা 

৮)  বই পড়তে অপছন্দ করা 

৯) কিছুটা অসামাজিক ও বোকা প্রকৃতির 

১০) গুছিয়ে কথা বলতে না পারা এবং জোড়ে জোড়ে কথা বলা 


ভালো অভ্যাস :

১) স্বল্পব্যয়ী ও সংরক্ষণশীল

২) আত্নীয় ও প্র‍তিবেশীদের বিপদে সাহায্য করা 

৩) বাড়ির বাইরে সময় কাটাতে অপছন্দ করা এবং আম্মুর সঙ্গ খুব বেশি ভালো লাগা 

৪) পরিবারকে অতিরক্তি ভালোবাসা 

৫) সহানুভূতিশীল এবং অল্পতেই সন্তুষ্ট থাকা

৬) গালিগালাজ না করা 

৭) ক্ষমাশীল ও ঝামেলা অপছন্দ করা 

৮) মিথ্যা কথা বলা থেকে যথাসম্ভব নিজেকে বিরত রাখা 

৯) আল্লাহ্কে ভয় পাওয়া এবং আল্লাহর উপর প্র‍চন্ড বিশ্বাসী 

১০) জীবনকে ইসলামের আঙ্গিকে গড়ে তোলার চেষ্টা করা 

সর্বপরি আমরা মানুষ, আমাদের জীবন ভালো ও খারাপ উভয়কে কেন্দ্র করেই গড়ে ওঠে। কিন্তু সেই প্রকৃত মানুষ যে নিজের ভুল গুলোকে সনাক্ত করতে পারে এবং সেগুলোকে সংশোধন করার চেষ্টা করে। 


In reply to Muhammad Sajidul Islam

Re: Good and bad habit

by Sonia Afrose -
  • Good habit

 1. Don't talk too much. 

 2.To be satisfied with a little. 

 3.To adapt to the situation when I face. 

 4. I respect the elderly.

 5.I do my best to teach the little ones something.  

 6. If the people of the area are endangered in any way, such as floods, natural disasters, epidemics, we work in the organization to help them.

 7. I do my best to be by the side of poor meritorious students.

 8. I love to buy food or give good gifts to poor orphans on the streets.

9. I share everything with my mother. 

10.  I love my family very much.

  • Had habit

 1.I prefer to stay up at night

 2.The mind does not want to study

 3.I use the phone for a long time. 

 4. I insist a lot.

 5. I judge a lot of choices in food.

 6. I can not make my own decision.

 7.It is better to spend lazy time.

 8.I lost a little.  Don't try anything over and over again.

 9.  Too much emotional.

 10.  I love too much sleep.

In reply to Muhammad Sajidul Islam

Re: Good and bad habit

by Sadia Zannat -

ভালো গুণঃ

১.উচ্চস্বরে কথা না বলা

২.ছোটদের স্নেহ করা।

৩.বড়দের সম্মান করা।

৪.চুপ থাকতে পারি।

৫.রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারি।

৬.তর্কে না জড়ানো।

৭.আমানতের কিছু খেয়ানত করি না।

৮.সবার সাথে সুন্দরভাবে মিশতে পারা|

৯.ধর্মীয় কাজে আনুগত্য থাকি।

১০. হিংসা থেকে দূরে থাকার চেষ্টা করি |


খারাপ গুণঃ

১. অনেক সময় না বুঝে কথা বলা

২. গুরুত্বপূর্ণ সময় অন্যমনস্ক হয়ে যাওয়া

৩.আত্মবিশ্বাসের অভাব কোন সিদ্ধান্ত নিতে না পারা

৪.কোন কিছু করার সময় না পারলে বারবার চেষ্টা না করা।

৫. অনেক সময় না বুঝে কাজ করা

৬.প্রচুর ঘুমানো।

৭.অল্পতেই হুট করে রেগে যাওয়া

৮. রাগ উঠলে সবার সাথে কথা বন্ধ করে দেওয়া

৯.প্রচুর পরিমানে জেদ করি।

১০. অলস সময় কাটাতে বেশি ভালো লাগে।

In reply to Muhammad Sajidul Islam

Re: Good and bad habit

by Sayma Sworna -
ভালো গুণঃ
১.বাবা মার কথা অনুযায়ী চলতে চেষ্টা করি সবসময়।
২.সবার সাথে অনেক তারাতাড়ি মিশতে পারি।
৩.বই পড়তে ভালো লাগে,
৪.নতুন কিছু শিখতে আগ্রহ অনেক বেশি।
৫.নামাজ কুরআন পড়তে ভালো লাগে।
৬.রান্না করতে ভালো লাগে।
৭. আমার লাইফের এর সব কিছুই মার সাথে শেয়ার করি।
৮.সব সময় পজিটিব চিন্তা করি
৯.সত্যি কথা বলতে চেষ্টা করি,
১০.সবাইকে সাহায্য করতে ভালো লাগে।

খারাপ গুণঃ
১.অল্পতেই হাইপার হয়ে যাই,
২.রাগ অনেক বেশি,
৩.অনেক অগোছালো
৪.সবকিছু নিয়ে বেশি চিন্তা  করি,
৫.ফোন ব্যবহার করি বেশি, 
৬.কাজ করতে  একদম ভালো লাগেনা,
৭.সবাইকে তারাতাড়ি  বিলিভ করি,
৮.অনেক বেশি আবেগপ্রবণ,
৯.আমি অনেক অলস,
১০.কোনো কিছু করার আগেই না পারার ভয় অনেক বেশি। 
In reply to Muhammad Sajidul Islam

Re: Good and bad habit

by Afrin Akter -
খারাপ গুণঃ
১.অল্পতেই রেগে যাই
২.অতিরিক্ত জেদী
৩.জোরে জোরে কথা বলি
৪.অলস প্রকৃতির
৫.মাঝে মাঝে মার কথা অমান্য করি
৬.অতিরিক্ত ঘুম
৭.খামখেয়ালিপনা বেশি
৮.অল্পতেই কোন কাজে হাল ছেড়ে দেই
৯.খুব সহজেই মানুষকে বিশ্বাস করি
১০.নিজের উপর আত্নবিশ্বাস কম
ভালো গুণঃ
১.পরোপকারী
২.সবার সাথে বন্ধুসুলভ
৩.সবার সাথে সহজেই মিশে যেতে পারি
৪.সত্যের পথে চলার চেষ্টা করি
৫.বড়দের সম্মান করি
৬.সবসময় হাসিখুশি থাকতে পছন্দ করি
৭.আমানতের খেয়ানত করি না
৮.যথাসম্ভব মিথ্যা বলা পরিহার করি
৯.অন্যের নেয্য মতামতকে প্রাধান্য দেই
১০.সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করি
In reply to Muhammad Sajidul Islam

Re: Good and bad habit

by Sabrina Ahasan Reeti -
★10 Good habits of mine-

1. I always try to stay positive.
2. I am quite tidy and hygienic.
3. I am so friendly with people &i can make friend easily.
4. I make good use of money & never waste it.
5. I never refuse to help and like to help helpless people.
6. I always apologize If im wrong .
7. I help with household chores & also help my mother with cooking.
8. I am obedient towards my parents, respect others and love childrens.
9. Always try not to hurt others through my words.
10. I can adapt myself to all environments.


★10 Bad habits of mine:-

1. I sleep late at night.
2. I can not wake up early in the morning.
3. I do not eat on time.
4. I use phone more.
5. Lack of self-confidence.
6. Don't pray regularly.
7. sometimes do not work on time.
8. I trust people easily.
9. A lot of times I work without thinking of anything.
10. Overthinking and Over Expectation.
In reply to Muhammad Sajidul Islam

Re: Good and bad habit

by Shanto Karmoker -

✅ 10 Good habits of mine-

1. I am helping people a lot.

2. I can adapt my-self from any situation.

3. I always try to make my friends and family happy.

4. I always understand to my-self that i'am happy.

5. I love to singing and love to listen to music of my voice to people.

6. If i am wrong, i always  apologize to people and correct my-self.

7. I always try to make my parents happy and obediant to my parents.

8.  I always protest if there happen any wrong rhings.

9.  I can manage all people for good work

10.  I like to reading book in library, Library is love!



⛔10 Bad habits of mine:-


1. I am  very angry sometimes.

2. I can't accept if someone hurt me without reason.

3. Overthinking and over expectation is my another bad habit

4. I waste my time and can't use proper use of time.

5. I am so much emotional.

6. I don't eat my food in proper time

7. I stay overnight

8.  Give much time in phone without my need!

9. Late to wake-up

10. Trust easily any people and always it hurtful for me in future.

In reply to Muhammad Sajidul Islam

Re: Good and bad habit

by Tania Nasrin -

 

ভাল গুণ

১ । বাবা মার কথা মতো চলি 

২ । সকালে ঘুম থেকে উঠি 

৩ । ধর্মীয় কাজে আনুগত্য থাকি 

৪ । ছোটদের স্নেহ করি এবং  ছোটদের সাথে সময় কাটাতে ভাল লাগে 

৫ ।  বড়দের শ্রদ্ধা করি 

৬ । বই পড়তে ভালবাসি 

৭ ।  গাছ লাগা্তে ভালো লাগে 

৮ ।  বাবা মার সেবা যত্ন করি

৯ । সময়ের কাজ সময়ে করতে চেষ্টা করি 

১০ । পাড়া প্রতিবেশী কেউ অসুস্থ হলে দেখতে যাই 


 

খারাপ গুনঃ

১ । অল্পতেই রেগে  যাই 

২ । অল্পতেই মানুষকে বিশ্বাস করি 

৩ । রেগে গেলে রাগ নিয়ন্ত্রন করতে পারি না 

৪ । একা কোনো সিদ্ধান্ত নিতে পারি না 

৫ । অযথা টাকা নষ্ট করি 

৬ । সহজে নতুন কারো সাথে মিশতে পারি না 

৭ । প্রচুর জেদ করি 

৮  । কোনো কিছু নিয়ে বেশি  চিন্তা করি 

৯ ।  আত্মবিশ্বাসী না হতে পারা

১০ ।  রেগে গেলে গালিগালাজ করি


In reply to Muhammad Sajidul Islam

Re: Good and bad habit

by Md Ibrahim Hossen -
খারাপ অভ্যাসঃ

১)দাঁত দিয়ে নখ কাটা।
২)যেকোনো বিষয় খুব seriously নিয়ে ফেলা।
৩)অনেক ঘুম আসা।
৪)যে কোন বিষয় নিয়ে খুব বেশি টেনশন করা।
৫)সবকিছু নিয়ন্ত্রণে রাখতে চাই কিন্তু সম্ভব হয় না।
৬)অল্পতে রাগ করে ফেলা।
৭)সময় মতো পড়াশোনা করি না।
৮)সবাইকে খুব বেশি বিশ্বাস করে ফেলা সহজেই।
৯)নিজের উপর আত্মবিশ্বাস কম।
১০) সময় মত কাজটা শেষ করা।
ভাল অভ্যাসঃ

১)নিজের কাজগুলো নিজেই করতে পছন্দ করা।
২)মানুষের সাথে সহজেই মিশতে পারা।
৩)গাছ লাগাতে অনেক পছন্দ করা৷
৪)নিজের সামর্থ্য অনুযায়ী যখন সাহায্য করা অবস্থায় থাকা হয় তখন দরিদ্রদের সাহায্য করা।
৫)ভোরবেলা ঘুম থেকে ওঠা।
৬)যেকোনো কাজ গুছিয়ে করার প্রবনতা।
৭)কেউ সাহায্য চাইলে যথাযথভাবে চেষ্টা করা।
৮)ইসলামিক ভাবে চলাফেরা করার চেষ্টা করা।
৯) ছোট বড় সবার সাথেই হাসিমুখে কথা বলার প্রবনতা।
১০)যথাসম্ভব মিথ্যা কথা কম বলার চেষ্টা করা।
In reply to Muhammad Sajidul Islam

Re: Good and bad habit

by Faria Rimi -
ভালো অভ্যাস-
(১) সবকিছু পজিটিভ ভাবে চিন্তা ভাবনা করতে পছন্দ করি।
(২) সবার সাথে সহজেই মিশে যেতে পারি।
(৩)পরিবারকে প্রচন্ডরকম ভাবে ভালো বাসা
(৪) বড়দের যথাযথ সম্মান করা
(৫) কেউ কিছু বললে সহজে গায়ে না লাগানো দরকারে এড়িয়ে চলি।
(৬) অসহায়দের সাধ্যমত সাহায্য করা
(৭) কখনো কারো ক্ষতি বা খারাপ করার কথা চিন্তাও করিনা কখনো।কারন কারো খারাপ করলে নিজের খারাপ হবে এটা খুব বিশ্বাস করি।
(৮) চাহিদা খুব কম।সাধারণ জীবনযাপন করতে পছন্দ করি।
(৯) রান্না করতে পারি।রান্নায় আম্মুকে সাহায্য করতে পারি।
(১০) অপচয় বা বিলাসিতা করতে পছন্দ করিনা।

খারাপ অভ্যাস-
(১) অল্পতেই হুট করে রেগে যাই।
(২) সময়ের কাজ সময়ে করিনা।
(৩) বেশি ফোন চালানো।
(৪) জিনিস ভাংচুর করা।
(৫) খুব অলস।
(৬) খুব জেদি।
(৭)অনেক সময়ে মা বাবার কথা না শুনা।
(৮) অনেক সময়ে ফ্রেন্ডরা একসাথে হলে অন্য ফ্রেন্ড যাকে কিনা পচ্ছন্দ করি না তার নামে সমালোচনা করা
(৯) পড়াশুনায় আজীবন ফাকিবাজি দেওয়া
(১০) প্রচুর ঘুমানো।
In reply to Muhammad Sajidul Islam

Re: Good and bad habit

by Shayma Aziz -
My 10 good habit that could be model to others are:

  1. I always try to speak truth
  2. I always judge my activities to understand I'm right or wrong
  3. Always try to improve myself
  4. Always to learn new things
  5. I try my best to enhance my religious, social and moral values
  6. I'm a Good listener 
  7. I like sharing.
  8. I do my 5 wakt prayers regularly.
  9. Try always not to say any bad words or slang
  10. I know when and where to use money. I don't waste money.                  

 My 10 bad habit that needs to unlearn are:

  1. Overthinking and over expectation is my most common bad habit.
  2. I Used to trust people easily
  3. I'm Not really disciplined
  4. Sometimes become short tempered and rude
  5. Most of time i Don't get enough sleep and stay overnight without sleep.
  6. Before buying something i can't make the decision sometime.
  7. Most of time i fail to maintain my regular diet.
  8. I can not say no to anything and anyone.
  9. Sometimes I overreact without understanding the situation
  10. I waste my time and can't use proper use of time
Attachment HabitNotes-780x480.jpg
In reply to Muhammad Sajidul Islam

Re: Good and bad habit

by alma akondo -

খারাপ গুণঃ
১) অল্পেই রেগে যাওয়া
২) অযথা পা নাড়াচাড়া করা
৩) অনেক বেশি আবেগপ্রবণ
৪) সহজে কারো সাথে মিশতে না পারা
৫) অনেক সময় না বুঝে কথা বলা
৬) গুরুত্বপূর্ণ সময় অন্যমনস্ক হয়ে যাওয়া
৭) আত্মবিশ্বাসের অভাব
৮) কোন সিদ্ধান্ত নিতে না পারা
৯) কোন কিছু করার সময় না পারলে বারবার চেষ্টা না করা।
১০) অনেক সময় না বুঝে কাজ করা

ভালো গুণঃ
১) বাবা-মা এবং বড়দের কথা মত চলা
২) বাবা-মায়ের সেবাযত্ন করা
৩) অসুস্থ রোগীর সেবাযত্ন করা
৪) অযথা কথা বেশি না বলা
৫) অল্পতেই সন্তুষ্ট থাকা
৬) যখন যে পরিস্থিতির সম্মুখীন হই সেই পরিস্থিতিতে নিজেকে খাপ খাইয়ে নেওয়া
৭) অসহায় মানুষদের সাথে সুন্দর করে কথা বলা এবং সাধ্যঅনুযায়ী সহায়তা করা
৮) কাউকে কষ্ট দিয়ে কথা না বলা
৯) গালিগালাজ না করা
১০) রেগে গেলেও অল্প কিছুক্ষণের মধ্যেই নিজেকে নিয়ন্ত্রণ করে ফেলা


In reply to Muhammad Sajidul Islam

Re: Good and bad habit

by Faiza Fariha -
ভালো গুন:
১.মনের দিক থেকে শক্ত।
২.বন্ধুত্বপূর্ণ মনোভাব।
৩.অবসর সময়ে সাহিত্য বিষয়ক বই পড়ার নেশা।
৪.পরিস্থিতি অনুসারে আচরণ করা হয়।
৫.নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া।
৬.যেকোনো পরিস্থিতিতে নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে।
৭.নিজের পরিবারকে ভালোবাসা।
৮.সম্মানিত মানুষদের শ্রদ্ধা ও সম্মান করা আর ছোটদের স্নেহ করার প্রবণতা আছে।
৯.নিজের প্রতি আত্নবিশ্বাস আছে।
১০.সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষদের সাহায্য করার চেষ্টা।

খারাপ গুন:
১.অলস প্রকৃতির।
২.রেগে গেলে উচ্চস্বরে কথা বলা হয়।
৩.ধৈর্য্য কম।
৪.রাত জাগা।
৫.কাজকর্ম কম করা হয়।
৬.সময়মত খাবার না খাওয়া।
৭.মাঝেমাঝে নামাজ কাজা হয়।
৮. সময় অপচয়ের প্রবণতা আছে।
৯.মাঝেমাঝে বাবা-মার কথা শুনা হয় না।
১০.সকালে উঠা হয় না।
In reply to Muhammad Sajidul Islam

Re: Good and bad habit

by sumi 295 -
my bad habit s:
1. Sometimes i bite my nails.
2. I can not say no to anything.
3. I can not wake up early in the morning.
4. I trust people easily.
5. I have overthinking issue.
6. I am kind of emotional.
7. I talk really slowly that sometimes people cant even hear me.
8. I do not eat my food in time.
9. I do hide my emotions.
10. I m kind of scared of every little things.
my good habits:
1. Im friendly with people.
2. Im a kind person.
3. Im a good secret keeper.
4. I make good use of money .. I never waste it
5. Im obedient towards my parents
6. good listener
7. I never refuse to help.
8. I always apologize If im wrong .
9. I like to keep it simple.
10. Im good at cracking jokes.
In reply to Muhammad Sajidul Islam

Re: Good and bad habit

by Afia Tasnim -

ভাল গুণ:


১.কেউ সাহায্য চাইলে সাহায্য করার চেষ্টা করি।

২.আম্মুকে কাজ করতে সাহায্য করি।

৩.কোন বিষয়ে আগে পজিটিভটা চিন্তা করি।

৪.সঠিক judgment করার চেষ্টা করি।

৫.প্রয়োজন ছাড়া অতিরিক্ত কথা বলি না।

৬.পরিবেশের সাথে তাড়াতাড়ি খাপখাওয়াতে পারি।

৭.কেউ কোন কথা বললে মনোযোগ সহকারে শুনি।

৮.কেউ কোন ভুল ধরে দিলে নিজেকে শুধরানো চেষ্টা করি।

৯.ছোটদের সাথে তাড়াতাড়ি বন্ধুত্ব করতে পারি।

১০.কোন সিদ্ধান্ত নেওয়ার আগে ভাল-মন্দ গুলো চিন্তা করি।


খারাপ দিক:


১.সকালের খাবার দেরিতে খাই।

২.রাতে দেরিতে ঘুমাই।

৩.সময়ের কাজ সময়ে করি না।

৪.নামাজ পড়ি না ঠিক মতো।

৫.কোন কাজ করার ক্ষেত্রে নিজেকে বেশি চাপ দিয়ে ফেলি।

৬.রাগ উঠলে অনেক সময় নিজেকে সামলাতে পারি না।

৭.অনলাইনে বেশি সময় নষ্ট করি।পরিবারের সাথে সময় কম কাটাই।

৮.সামান্য বিষয় নিয়ে অনেক সময় রাগ করি আর ওটা নিয়ে বেশি ভাবি আর নিজেকে কষ্ট দেই।

৯.বড়দের সাথে তেমন মিশতে পারি না।

১০.মাঝে মাঝে মিথ্যা কথা বলি।

In reply to Muhammad Sajidul Islam

Re: Good and bad habit

by Labiya Islam Sristy -
ভালো গুণ:
১.সবার সাথে মিশতে পারি
২.অন্যের কষ্টে কাতর হয়ে যায়
৩.বড়দের কথা মেনে চলি
৪.ছোটদের সাথে খেলতে ভালোবাসি
৫.বাসায় মেহমান আসলে অনেক ভালো লাগে
৬.কোনো কিছু নিয়ে জেদ করি না
৭.মিসকিনদের খাওয়াতে ভালোবাসি
৮.আমার মা, আমার বেস্টফ্রেন্ড সব কথা তাকে বলি
৯.কোনো ভুল করলে একটু পরেই অনুতপ্ত হই
১০.সবার মতামত শোনার চেষ্টা করি

খারাপ গুণ:
১.দিনের বেশির ভাগ সময় ঘুমিয়ে থাকি
২.বেশি কথা বলি
৩.একটুতেই রেগে গিয়ে সবার সাথে কথা বলা বন্ধ করি
৪.অনেক আবেগপ্রবণ একজন মানুষ
৫.বাসার কোনো কাজে সাহায্য করি না
৬.অনেক রাত জাগি
৭.কারো মজা সহজে নিতে পারি না
৮.অনেক জোরে জোরে কথা বলি
৯.খাদ্যাভাসে অনিয়মিত
১০.খাবার সময় রান্নার ভুল ধরি
In reply to Muhammad Sajidul Islam

Re: Good and bad habit

by Md. Habibur Rahman (ShanTo) -
#Good Habit:
1. Strongest about my goal
2. Helpful
3. Best happiness to give 5tk or 10tk extra to rickshaw puller
4. Working for street child
5. obedient to my parents
6. Hard worker
7. Cool minded
8. Don't smoking
9. Friendly
10. Persevering

#10 Bad Habit:
1. Late wake up in the morning
2. Irregular meals
3. Living a mediocre life
4. Self-sabotaging
5. Lazy for sometimes
6. Sometime being careless
7. Believe someone easily
9. Not sleeping enough
10. Angry level high
In reply to Muhammad Sajidul Islam

Re: Good and bad habit

by Mohammad Ali -
ভালো গুনঃ
১। কোন রকম নেশা করি না বা আসক্ত না।
২। উপকারি
৩। সবাইকে আমার জানা সকল গুরুত্বপূর্ণ তথ্য দিতে পছন্দ করি।
৪। নতুন কাউকে খাওয়াতে পছন্দ করি।
৫। আত্মবিশ্বাসি।
৬। নতুন কিছু জানার অনেক আগ্রহি।
৭।সামর্থ্য অনুযায়ী মানুষকে সাহায্য করি।
৮।সত্য কথা বলার চেষ্টা করি।
৯। সবসময় ইসলাম এর পথে চলতে চেষ্টা করি।
১০।কোন রকম হিংসা নাই।


খারাপ দিক:
১. টাইম টু টাইম খাবার না খাওয়া।
২. অনেক বেশি ঘুমাই
৩. খাবারের আইটেম নিয়ে অনেক প্রব্লেম
৪. খেলাধুলা তে বেশি টাইম দেওয়া হয়।
৫. রাগ উঠলে কন্ট্রোল করতে টাইম লাগে।
৬. মাঝে মাঝে রাত করে বাসায় ফেরা যা ফ্যামেলি পছন্দ করে না।
৭. অসুস্থ হলে মেডিসিন নিতে চাই না ।
৮. একা একা কোন সিদ্ধান্ত নিতে না পারা
৯. রাগ উঠলে অনেক সাউন্ড করে কথা বলা।
১০. অগোছালো।
In reply to Muhammad Sajidul Islam

Re: Good and bad habit

by Aysha Akter Soha -
প্রত্যেকটা মানুষের ই ভালো গুণ আর খারাপ দিক থাকে। ভালো খারাপ মিলিয়ে ই মানুষ । আমার ও কিছু ভালো গুণ আর কিছু খারাপ দিক আছে তার মধ্যে ১০ টি ভালো গুণ এবং ১০টি খারাপ দিক তুলে ধরা হলো....
আমার ১০টি ভালো গুণ-
১. মা,বাবার কথা মেনে চলি এবং তাদের আদেশ পালন করি।
২. আমি সব মানুষকে সমান ভাবে গুরুত্ব দেই, আমার কাছে ধনী গরীব সবাই সমান।
৩. যতটা পারি ধর্মীয় অনুশাসন ও বিধি বিধান মেনে চলি।
৪. আমি আমার সাধ্য মতো অসহায় ও গরীব মানুষদের সাহায্য করি।
৫ . আমি সহজেই সবার সাথে মিশতে পারি।
৬. আমি বড়দের স্রদ্ধা ও সম্মান করি।
৭. আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক বজায় চলি।
৮. আমি অনেক বন্ধুসুলভ এবং অন্যের নামে সমালোচনা করি না।
৯. মানুষ সহ সকল প্রাণীর প্রতি আমার মায়া এবং ভালোবাসা রয়েছে।
১০. আমি সবসময় সোজাসুজি কথা বলতে পছন্দ করি।

আমার ১০টি খারাপ দিক-
১. আমি অল্পতেই রেগে যাই।
২. সহজেই সঠিক সিদ্ধান্ত নিতে পারি না।
৩. অনেক অলস।
৪. সময় মতো কোনো কাজ করিনা।
৫. মানুষদের খুব সহজে বিশ্বাস করি যার কারণে অনেক সময় বিপদে পরতে হয়।
৬. কেউ একবার অন্যায় করে ফেললে তাকে ক্ষমা করতে পারিনা।
৭. মাঝে মাঝে অনেক বেশি অমনোযোগী হয়ে যাই।
৮. কোনো কাজে ব্যার্থ হলে অল্পতেই ভেঙ্গে পরি।
৯. কোনো কিছু নিয়ে সমস্যা হলে অনেক বেশি মানসিক দুশ্চিন্তা করি।
১০. মাঝে মাঝে মিথ্যা কথা বলি।
In reply to Muhammad Sajidul Islam

Re: Good and bad habit

by Sudipta Biswas -

🔘 ভালো অভ্যাস :

১. আমি কখনো কারো সাথে খারাপ ব্যাবহার করি না।

২. কাউকে অপমান করি না, কাউকে ছোট করে বা কারো মনে কষ্ট দিয়ে কথা বলি না।

৩. অসদাচরণ করি না।

৪. সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে পছন্দ করি।

৫. কেউ কিছু বললে তার কথা মন দিয়ে শুনি, কারো কথার মাঝখানে কথা বলি না।

৬. নিজের কাজ নিজে করতে পছন্দ করি।

৭. সবকিছু যত্ন করে গুছিয়ে রাখতে পছন্দ করি। 

৮. আমি সহজসরল আর শান্তিপ্রিয় স্বভাবের, সবসময় ভালো চিন্তাভাবনা করি।

৯. আমার সাধ্যমতো সবাইকে সাহায্য করি।

১০. ধর্মীয় অনুশাসন মেনে চলার চেষ্টা করি।


🔘 খারাপ অভ্যাস : 

১. অতিরিক্ত আবেগপ্রবণ, অল্পতেই খুশি হই, কষ্ট পাই, রেগে যাই।

২. কোনো কিছু সহজে ভুলতে পারি না ( যা ভুলে যাওয়াই ভালো)। 

৩. অনেক রেগে গেলে চিৎকার-চেচামেচি, ভাংচুর, মুখে যা আসে তাই বলে দেই।

৪. রাগ-অভিমান করে খাওয়া দাওয়া বন্ধ করে দেই, ঘরের দরজা বন্ধ করে দিয়ে বসে থাকি।

৫. খারাপ পরিস্থিতির সাথে মোকাবেলা করতে পারি না, কিভাবে "না" বলতে হয় জানি না।

৬. নিজের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলি মাঝেমাঝে।

৭. ভুল পদক্ষেপ নিয়ে ফেলি অনেকক্ষেত্রে। 

৮. সব কিছুতে অনুয়ম করি।

৯. পড়াশোনা করতে ভালো লাগে না।

১০. অনেক আলসে।

In reply to Muhammad Sajidul Islam

Re: Good and bad habit

by Muntasir Mahmud -
ভালো অভ্যাস :
১. সবার সাথে সহজেই মিশে যাওয়া
২. বড়দের যথাযথ সম্মান করা
৩. পরোপকারী
৪.  রাগ অনেক তাড়াতাড়ি ভেঙে যায়
৫. বন্ধুসুলভ
৬. যেকোনো কাজ গুছিয়ে করার প্রবনতা
৭. ছোট বাচ্চা খুব বেশি ভালবাসি
৮. নিজেকে সব পরিবেশে মানিয়ে নিতে পারি
৯. পরিবারের সাথে সুসম্পর্ক
১০. ভ্রমণ প্রিয়

খারাপ অভ্যাস :
১. অনেক রাগী
২. অনেক জেদি
৩. অলস
৪. সময় মতো ঘুম আর খাইনা
৫. অতিরিক্ত আবেগ প্রবন
৬. আত্মবিশ্বাসের অভাব
৭. নিজেকে উপস্থাপন করতে ভয় পাই
৮. গেম,মুভি,সিরিজ এ আশক্ত
৯. শেষ মুহূর্তে কাজ করা
১০. overthinking
In reply to Muhammad Sajidul Islam

Re: Good and bad habit

by Mahima Afroz -
আমার ১০ টি ভালো অভ্যাসঃ
১. আমি পাঠ্যবই এর বাইরে অনেক ধরনের বই পড়তে পছন্দ করি। যেমনঃ উপন্যাস, সায়েন্স ফিকশন।
২. সবসময় মা-বাবার কথা শুনে চলতে চেষ্টা করি।
৩. বড়দের এবং শিক্ষকদের যথেষ্ট সম্মান করি।
৪. যতটুকু সম্ভব হয় সবাইকে সাহায্য করতে চেষ্টা করি।
৫. আমি একজন ভালো শ্রোতা। নিজে কথা কম বলে অন্যদের থেকে শুনতে পছন্দ করি।
৬. কখনো অধিক কোনো কিছু পাওয়ার আশা করি না। অল্পতেই সন্তুষ্ট থাকি।
৭. সকলের সাথে খুব সহজেই মিশতে পারি।
৮. মিথ্যা বলা অপছন্দ করি। সবসময় সত্যি বলার চেষ্টা করি।
৯. শালীনতা বজায় রাখি।
১০. বাচ্চাদের ভালোবাসি।

আমার ১০টি খারাপ অভ্যাসঃ
১. আমি খুব অলস।
২. সহ্যশক্তি কম।
৩. রাগের বশে ভুল কাজ করে ফেলি।
৪. আত্মবিশ্বাস কম।
৫. যেখানে সেখানে ঘুমিয়ে পড়া।
৬. পড়াশোনা কম করা।
৭. সমালোচনা করা।
৮. অতিরিক্ত চিন্তা করা।
৯. শুয়ে বসে দিন কাটিয়ে দেওয়া।
১০. নিজে কোনো সিদ্ধান্ত নিয়ে আবার নিজেকেই গুটিয়ে ফেলা।
In reply to Muhammad Sajidul Islam

Re: Good and bad habit

by Jannatul Ferdous -
খারাপ অভ্যাস
১. অল্পতেই রেগে যাওয়া
২. যার উপর রেগে যায় তার সাথে দীর্ঘ সময় কথা না বলে থাকা
৩.বাইরের সব রাগ আম্মুর উপর ঝাড়া
৪.নিজের উপর কনফিডেন্স কম
৫.অল্প সময়ের মধ্যে সিদ্ধান্ত নিতে পারি না
৬.একটা বিষয় নিয়ে অনেক সময় ভাবি
৭.মাঝে মধ্যে মিত্থা বলি
৮.অল্পতেই হতাশাগ্রস্ত হওয়া
৯.সকালে দেরিতে ঘুম থেকে ওঠা
১০.বাইরে বের হতে ভালো লাগে না

ভালো অভ্যাস
১. কম কথা বলা
২.বাবা মায়ের বাধ্যগত
৩.নিজের কাজ নিজে করা
৪.যে কোন পশু কে সাধ্য মত সেবা করি
৫.কাউকে খুব সহজে আপন করে নিতে পারি
৬.ছোট বাচ্চা দের কে স্নেহ করি
৭.কথা দিয়ে রাখার চেষ্টা করি
৮.বড়দের সম্মান করি
৯.অন্য কে সাহায্য করি
১০. সেভিংস করা।
In reply to Muhammad Sajidul Islam

Re: Good and bad habit

by Md Forkan Sikder -

খারাপ গুণঃ

১) অল্পেই রেগে যাওয়া

২) অযথা পা নাড়াচাড়া করা

৩) অনেক বেশি আবেগপ্রবণ

৪) সহজে কারো সাথে মিশতে না পারা

৫) অনেক সময় না বুঝে কথা বলা

৬) গুরুত্বপূর্ণ সময় অন্যমনস্ক হয়ে যাওয়া

৭) আত্মবিশ্বাসের অভাব

৮) কোন সিদ্ধান্ত নিতে না পারা

৯) কোন কিছু করার সময় না পারলে বারবার চেষ্টা না করা।

১০) অনেক সময় না বুঝে কাজ করা


ভালো গুণঃ

১) বাবা-মা এবং বড়দের কথা মত চলা

২) বাবা-মায়ের সেবাযত্ন করা

৩) অসুস্থ রোগীর সেবাযত্ন করা

৪) অযথা কথা বেশি না বলা

৫) অল্পতেই সন্তুষ্ট থাকা

৬) যখন যে পরিস্থিতির সম্মুখীন হই সেই পরিস্থিতিতে নিজেকে খাপ খাইয়ে নেওয়া

৭) অসহায় মানুষদের সাথে সুন্দর করে কথা বলা এবং সাধ্যঅনুযায়ী সহায়তা করা

৮) কাউকে কষ্ট দিয়ে কথা না বলা

 ৯.রেগে গেলেও অল্প কিছুহ্মনের মধ্যে নিজেকে নিয়ন্ত্রণ করে ফেল

১০.গালিগালাজ  না করা

In reply to Muhammad Sajidul Islam

Re: Good and bad habit

by Farzana Rahman Prottasha -
খারাপ অভ্যাসঃ
১.একা থাকতে পছন্দ করা
২.হুট করে রেগে যাওয়া
৩.অযথা একটা বিষয় নিয়ে চিন্তা করে সময় নষ্ট করা
৪.যে কাজটা নিজেই করতে পারবো, সে কাজে অন্যের সাহায্য নেওয়া
৫.গুরুত্বপূর্ণ বিষয়ে অন্য মনষ্ক থাকা 
৬.জেনে বুঝে প্রয়োজনীয় কাজ ফেলে রাখা
৭. নিজের শখকে গুরুত্ব না দেওয়া
৮.অল্পতেই ভেংে পড়া
৯.ক্লাসে স্যার/ম্যামদের করা প্রশ্নের উওর জেনেও ক্লাসে চুপ থাকা
১০.আবেগ প্রবণতায় সিদ্ধান্ত নেওয়া



ভালো অভ্যাস ঃঃ
১.বড়দের সিদ্ধান্তে বিশ্বাস রাখা
২.ভালো শ্রোতা
৩.নতুন মানুষের সাথে পরিচয়ে হতে ভালো লাগা
৪.সৃষ্টিকর্তা অনুগত, জানার আগ্রহ
৫.পজিটিভ মানসিকতার,আমার যা আছে তাতে সন্তুষ্ট থাকা
৬.রেগে ,খুব তাড়াতাড়ি রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা
৭.পরিবারকে ভালোবাসা
৮.প্রকৃতি প্রেমী
৯.সহ্য হ্মমতা বেশি
১০.যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়া
In reply to Muhammad Sajidul Islam

Re: Good and bad habit

by sadia Snigdha -

ভালো দিকঃ

১. সত্য কথা বলার চেষ্টা করি। 

২.৫ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি।

৩.বাবা মায়ের কথামত চলি।

৪. সব কিছু পসিটিভ ভাবে নেই। 

৫.সময়মত ঘুমাই।

৬. সময় মত খাই ও স্বাদের দিক থেকে পুষ্টি র দিক বেশি বিবেচনা করি।

৭.গাছ লাগাতে ভালবাসি।

৮.নিজের সব কাজ নিজে করি।

৯. গরিব আসহায়দের সাহায্য করি।

১০.যেকোনো পরিস্থিতিতে নিজেকে সামলাতে পারি ও তার ভালো সমাধান দিতে পারি।

মন্দ দিকঃ

১.ঠিকমত ঘুম থেকে উঠিনা।

২.খুব সহজে কারো সাথে মিশতে পারিনা। 

৩.ক্লাসে কোনো কিছু বা বুঝলেও প্রশ্ন করি না। 

৪.সময়মত পড়াশোনা করিনা। 

৫.অনেক অলস।

৬. ফোন এ অনেক বেশি সময় নষ্ট করি।

৭.আমি আমার দোষ দেখিনা, সব সময় মনে হয় আমি সঠিক।

৮.ছোট বোনের সাথে রাগ করি বেশি।

৯.নিজ থেকে কারো খুজখবর নেইনা। 

১০.ক্লাস এ অমনোযোগী

In reply to Muhammad Sajidul Islam

Re: Good and bad habit

by Sharmin Sultana Mim -
গুণঃ
১) অল্পেই রেগে যাওয়া
২) অযথা পা নাড়াচাড়া করা
৩) অনেক বেশি আবেগপ্রবণ
৪) সহজে কারো সাথে মিশতে না পারা
৫) অনেক সময় না বুঝে কথা বলা
৬) গুরুত্বপূর্ণ সময় অন্যমনস্ক হয়ে যাওয়া
৭) আত্মবিশ্বাসের অভাব
৮) কোন সিদ্ধান্ত নিতে না পারা
৯) কোন কিছু করার সময় না পারলে বারবার চেষ্টা না করা।
১০) অনেক সময় না বুঝে কাজ করা

ভালো গুণঃ
১) বাবা-মা এবং বড়দের কথা মত চলা
২) বাবা-মায়ের সেবাযত্ন করা
৩) অসুস্থ রোগীর সেবাযত্ন করা
৪) অযথা কথা বেশি না বলা
৫) অল্পতেই সন্তুষ্ট থাকা
৬) যখন যে পরিস্থিতির সম্মুখীন হই সেই পরিস্থিতিতে নিজেকে খাপ খাইয়ে নেওয়া
৭) অসহায় মানুষদের সাথে সুন্দর করে কথা বলা এবং সাধ্যঅনুযায়ী সহায়তা করা
৮) কাউকে কষ্ট দিয়ে কথা না বলা
৯) গালিগালাজ না করা
১০) রেগে গেলেও অল্প কিছুক্ষণের মধ্যেই নিজেকে নিয়ন্ত্রণ করে ফেলা
In reply to Muhammad Sajidul Islam

Re: Good and bad habit

by Jaima Jannat Shikha -
ভালো গুন:
১)মা-বাবার অবাধ্য না হওয়া।
২)বড়দের সম্মান করি।
৩)কেউ সাহায্যে চাইলে সহসা না করি না।
৪)সহজেই সবাইকে বিশ্বাস করি।
৫) দুঃখ-কষ্ট সহ্য করার শক্তি প্রখর।
৬)সময় অনুযায়ী নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারি।
৭)নিজের জীবনের সব সিন্ধান্তে মা-বাবাকে প্রথমে প্রাধান্য দেওয়া।
৮)যতটা সম্ভব মিথ্যা না বলার চেষ্টা করি।
৯)মানুষের বিষয়ে যথাসম্ভব সমালোচনা না করা এবং এড়িয়ে যাওয়া।
১০)নিজের ভুল বুঝতে পারার সাথে সাথে ক্ষমা চাওয়া।
খারাপ গুন:
১)অল্পতেই রেগে যাওয়া।
২)নিজের সিদ্ধান্ত নিজে নিজে নিতে না পারা।
৩)একবার না পারিলে দেখ শতবার কথাটিতে বিশ্বাস করলেও তা বাস্তব জীবনে প্রয়োগ না করা।
৪)খুব বেশি ঘুমে আসক্তি।
৫)খুব সহজে সবার সাথে মিশতে না পারা।
৬)খুব বেশি অলস।
৭)নিজের কাজ নিজে না করা।
৮)বেশি কথা বলা
৯)মোবাইলে বেশি সময় ব্যয় করা।
১০)বেশি চিন্তা করা।
In reply to Muhammad Sajidul Islam

Re: Good and bad habit

by Ananya Dutta -

ভালো গুনঃ

১/ সময়ের  কাজ সময়ে করতে ভালো লাগে

২/মা বাবার কথা শুনে চলি

৩/চুপ চাপ থাকি

৩/সত্য কথা বলি

৪/পরিবারে সময় কাটাতে ভালোবাসি 

৫/বড়দের সম্মান করি

৬/কারো বিপদে নিজের সাধ্য মতো সাহায্য করি

৭/সবার সাথে সুন্দর ভাবে মিশতে পারি 

৮/খারাপ কাজ থেকে বিরত থাকি

৯/অন্যায়ের পক্ষ না নেওয়া 

১০/ ভালো চিন্তা করা

খারাপ অভ্যাসঃ

১/অল্পে রেগে যাই

২/হঠাৎ করে কারো সাথে মিশতে না পারা

৩/ সকালে ঘুম থেকে উঠতে না পারা

৪/রেগে গিয়ে জিনিসপত্র ভেঙ্গে ফেলা

৫/রাতে দেরি করে ঘুমনো

৬/ঠিক সময়ে খাবার না খাওয়া 

৭/ইন্টারনেটে বেশি থাকা 

৮/over think করি

৯/মাঝে মাঝে বেশি emotional হয়ে পরি

১০/নিজের পরে আত্নবিশ্বাস হারিয়ে ফেলি




In reply to Muhammad Sajidul Islam

Re: Good and bad habit

by wajed ali khan shakil -


ভালো গুন:

১) নিজের পরিবারকে ভালোবাসি এবং শ্রদ্ধা করি।

২) মা-বাবার সাথে সুসম্পর্ক।

৩) সবার সাথে সহজে মিশতে পারি।

৪) অত্মীয় স্বজনদের প্রতি শ্রদ্ধাশীল আচার-আচরণ করা।

৫) পজিটিভ চিন্তা ভাবনা বেশি করি।

৬) খারাপ হোক আর ভালো তা পরিবারের সাথে শেয়ার করা

৭) রাস্তায় নানা রকম অনিয়ম দেখলে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে নিরব প্রতিবাদ করা।

৮) সবার সাথে বন্ধুত্ব পূর্ণ আচারণ।

৯) যে কোনো পদক্ষেপ এ বাবা মার সাথে ডিসকাশন করা

১০) ছোটদের স্নেহ করা।


খারাপ অভ্যাসঃ

১)বদমেজাজি।

২) রেগে গেলে জিনিসপত্র ভাঙ্গা।

৩) অযথা গালাগালি করা।

৪) করো উপর রাগ উঠলে তার উপর অতিরিক্ত চিল্লাপাল্লা করা।

৫) দাঁত দিয়ে নখ কাটা।

৬) অযথা পা নাড়ানো মুদ্রা দোষ।

৭) জোরে কথা বলা।

৮) রাত জাগা।

৯) দেরিতে ঘুম থেকে উঠা।

১০) খাওয়া দাওয়া ঠিক মতো না করা।

In reply to Muhammad Sajidul Islam

Re: Good and bad habit

by Farhana Akter Popy -

ভালো দিকঃ


১. সত্য কথা বলার চেষ্টা করি। 

২.৫ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি।

৩.বাবা মায়ের কথামত চলি।

৪. সব কিছু পসিটিভ ভাবে নেই। 

৫.সময়মত ঘুমাই।

৬.যে কোন পশু কে সাধ্য মত সেবা করি।

৭.গাছ লাগাতে ভালবাসি।

৮.নিজের সব কাজ নিজে করি।

৯. গরিব আসহায়দের সাহায্য করি।

১০.যেকোনো পরিস্থিতিতে নিজেকে সামলাতে পারি ও তার ভালো সমাধান দিতে পারি।


মন্দ দিকঃ


১.ঠিকমত ঘুম থেকে উঠিনা

২.সময়মত পড়াশোনা করিনা। 


৩.অনেক অলস।

৪. ফোন এ অনেক বেশি সময় নষ্ট করি।

৫.আমি আমার দোষ দেখিনা, সব সময় মনে হয় আমি সঠিক।

৬.নিজ থেকে কারো খুজখবর নেইনা।

In reply to Muhammad Sajidul Islam

Re: Good and bad habit

by Sanzida Zaman Mim -
ভালো অভ্যাস
১. নতুন কিছু শিখতে অনেক বেশি ভালো লাগে।
২. বাবা-মাকে অনেক অনেক বেশি ভালোবাসি।
৩. সবকিছু গুছিয়ে রাখতে এবং গুছিয়ে কাজ করতে ভালো লাগে।
৪. অল্পতেই সন্তুষ্ট থাকি।
৫. সবার সাথে ভালো ব্যবহার করি।কাউকে কোনো কথা দিলেই সে টা রাখার যথাসাধ্য চেষ্টা করি।
৬. ভালো শ্রোতা। যে কারো কথাই অনেক মনোযোগ দিয়ে শুনি।
৭. কেউ সাহায্য চাইলে যথাসাধ্য চেষ্টা করি তাকে সাহায্য করতে।
৮. সব সময় ঝগড়া বা তর্ক এড়িয়ে চলি।
৯. সবসময় চেষ্টা করি আব্বু আম্মু কষ্ট পায় এমন কাজ না করতে।
১০. যথাসম্ভব মিথ্যা কথা কম বলার চেষ্টা করি।

খারাপ অভ্যাস
১. যে কোন কিছু নিয়ে অনেক বেশি চিন্তা করি।
২. অনেক বেশি ইমোশনাল।
৩. প্রিয় মানুষদের সাথে জেদ করি অনেক বেশি।
৪. এরপর কি হবে অনেক সময় সেইটা না ভেবে কাজ করে ফেলি।
৫. অনেক সিদ্ধান্তই নিজে নিতে পারিনা বিভ্রান্ত হয়ে যাই।
৬. সময় অপচয় না করতে চেষ্টা করি কিন্তু হয়ে ওঠে না।
৭. নামাজ অনেক সময় কাজা করে ফেলি।
৮. অল্পতেই ভেঙে পরি।
৯. কোন কিছু ভাল না লাগলে সেটা আবার বোঝার চেষ্টা করি না।
১০. ফোন কলে জোরে কথা বলি।
In reply to Muhammad Sajidul Islam

Re: Good and bad habit

by Limon Hossain -
Good Habits -
Like to help helpless people.
Try to solve people's problem by understanding them.
Can communicate easily
Jolly minded and good manner.
Never Give up & self motivator.
Always try to talk with logic
In any task give my best effort and never.
Respect everyone
Try always not to say any bad words or slang.
Leadership
Bad Habits-
Overthinking
Sometimes can't control anger
Sleeping in specs
Skipping exercise
Sometimes feel guilty without doing any fault
Regrets in decision
Before buying something can't make the decision
Talk too fast sometime
Fail to maintain regular diet.
Handwriting is Lil bit slow
In reply to Muhammad Sajidul Islam

Re: Good and bad habit

by Habiba Ahmed -

খারাপ গুণঃ

১) অল্পেই রেগে যাওয়া

২) অযথা পা নাড়াচাড়া করা

৩) অনেক বেশি আবেগপ্রবণ

৪) সহজে কারো সাথে মিশতে না পারা

৫) অনেক সময় না বুঝে কথা বলা

৬) গুরুত্বপূর্ণ সময় অন্যমনস্ক হয়ে যাওয়া

৭) আত্মবিশ্বাসের অভাব

৮) কোন সিদ্ধান্ত নিতে না পারা

৯) কোন কিছু করার সময় না পারলে বারবার চেষ্টা না করা।

১০) অনেক সময় না বুঝে কাজ করা


ভালো গুণঃ

১) বাবা-মা এবং বড়দের কথা মত চলা

২) বাবা-মায়ের সেবাযত্ন করা

৩) অসুস্থ রোগীর সেবাযত্ন করা

৪) অযথা কথা বেশি না বলা

৫) অল্পতেই সন্তুষ্ট থাকা

৬) যখন যে পরিস্থিতির সম্মুখীন হই সেই পরিস্থিতিতে নিজেকে খাপ খাইয়ে নেওয়া

৭) অসহায় মানুষদের সাথে সুন্দর করে কথা বলা এবং সাধ্যঅনুযায়ী সহায়তা করা

৮) কাউকে কষ্ট দিয়ে কথা না বলা

৯) গালিগালাজ না করা

১০) রেগে গেলেও অল্প কিছুক্ষণের মধ্যেই নিজেকে নিয়ন্ত্রণ করে ফেলা

In reply to Muhammad Sajidul Islam

Re: Good and bad habit

by Md. Naved Anzum Abir -
List Of My 10 Good Habit
1. Positive Attitude
2. Waking up in the morning
3. Sharing & Caring
4. live a simple life
5. Hardworking
6. Speak the truth
7. Choose to do my own things
8. Socially Active
9. Friendly
10.Maintain Discipline


List Of My 10 Bad Habit
1. Living in the past or in the future
2. Blaming others
3. Lake of manners
4. Being with negativity
5. Lack of self-confidence
6. Laziness
7. keep my work for tomorrow
8. Go to sleep at late night
9. Do not study on time
10.Don't Finish the work on time
In reply to Muhammad Sajidul Islam

Re: Good and bad habit

by Israt Jahan Bristy -
Good habits:
1. Easily blended in with everyone
2. Respect adults properly
3. Kind
4. Anger breaks down very quickly
5. Friendly
. The tendency to sort out any task
. Love little kids too much
. I can adapt myself to all environments
9. Good relationship with family
10. Travel favorite

Bad habits:
1. angry
2. Very stubborn
3. Lazy
4. I don't sleep like time anymore
5. Prone to excess emotions
. Lack of confidence
. Afraid to present myself
. Addicted to games, movies, series
9. Working at the last minute
10. overthinking
In reply to Muhammad Sajidul Islam

Re: Good and bad habit

by Liza Akter -

ভাল  অভ্যাস -

1.ইসলামিক ভাবে চলাফেরা করার চেষ্টা করা।   

  2.সবার সাথে ভালো ব্যবহার করি।

3.বৃদ্ধ দের সম্মান করি

4. ছোট দের ভালো কিছু শিখানোর শ্রেষ্ঠা করি

5.সবার সাথে মিলে মিশে চলতে পছন্দ করি।

6.দরিদ্র  মেধাবী  ছাত্র দের পাশে থাকার শ্রেষ্ঠা করি।

7.আব্বু আম্মুর কথা মতো চলার চেষ্টা করি।

8.আত্মবিশ্বাসী। 

9.বাস্তববাদী চিন্তা ভাবনা করা। 

10.নিজের সাধ্যমত অন্যকে সাহায্য করা।

খারাপ অভ্যাস-

1.অল্পেই রেগে যাওয়া

 2.অযথা পা নাড়াচাড়া করা

 3. অনেক বেশি আবেগপ্রবণ। 

4.খুব বেশি পরিমানে ঘুম ভালোবাসি।

5.অতিরিক্ত চিন্তা।

 6.অলসতা। 

7.অন্যের সাথে তুলনা করা।

 8.সব কিছুতে দেরি করা।

9.অগোছালো।

10.কোনো নিয়মের মধ্যে না থাকা।


In reply to Muhammad Sajidul Islam

Re: Good and bad habit

by Mohimenul Islam -
ভালো গুণঃ
১) বুঝে কাজ করা
২) নিজের সাধ্যমত অন্যকে সাহায্য করা
৩) কারো বিপদে সহায়তা করা
৪) মানুষের সমালোচনা না করার চেষ্টা করা
৫) সবার সাথে সুন্দরভাবে মিশতে পারা
৬) মৃদুভাষায় কথা বলা
৭) বাস্তববাদী চিন্তা ভাবনা করা
৮) নিজের যা আছে তা নিয়ে খুশি থাকা
৯) কোন কিছু করার সময় অনেক চিন্তা করে করা
১০) আত্মবিশ্বাসী

খারাপ গুণঃ

১) যখন রাগ হয় তখন অনেক বেশি উত্তেজিত হয়ে যাওয়া
২) দুঃখিত অনুভব না করা
৩) হঠাৎ করে নতুন কারো সাথে মিশতে না পারা
৪) শেষ মুহূর্তে কাজ করা।
৫) কোনো নিয়মের মধ্যে না থাকা
৬) গুছিয়ে কথা বলতে না পারা
৭) গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে গিয়ে বিভ্রান্ত হয়ে যাওয়া।
৮) রাতে দেরি করে ঘুমানো
৯) অনুষ্ঠানে যাইতে পছন্দ করি না, এদিক থেকে একটু অসামাজিক বলা যায়।
১০) অগোছালো
In reply to Muhammad Sajidul Islam

Re: Good and bad habit

by Rudra Prashad Shil 201-15-3338 -
10 good habit:
1. Positivity
2. Always tell the truth
3.Be punctual
4.Never give up!
5.Learn to exercise.
6.Get on a good schedule.
7. Help restless people.
8. Laugh and smile freely.
9. Respect your parents.
10. Patience when annoyed.

10 bad habit that we should unlearn.

1.Negativity
2.Lying
3.Lack of manners
4.Bad body language
5.Blaming others
6.Comparison
7. Short temper
8. Overthinking
9.Nail biting
10.Nose picking
In reply to Muhammad Sajidul Islam

Re: Good and bad habit

by Monir Husain Shuvo 202-15-3853 -
10 Good Habits:
1.Listening to my parents.
2.Maintaining a proper amount of sleep time as every adult need 7 hours of sleep in average.
3.Most often go to sleep early and even rise up early.
4.Love towards animals and birds.
5.Love to plant tress and gardening.
6.Love Learn new skills like art,writing poems etc and develop them.
7.Friendly and free minded.
8.When tension come over my head about studying, I get a bit serious.
9.Love to do daily physical exercise.
10.Always try to make a depressed person motivated.

10 Bad HabitsHabits:
1.Do nothing and just scroll up and down through Facebook's Newsfeed and waste a huge amount
of time in it.
2.Always late in almost everything,in every work.
3.Always on the bed.
4.Telling lies.
5.Passing time doing unnecessary works and stuff.
6.Laughing in a serious situation.
7.Don't attend fully in necessary work because of idleness.
8.Eating very little amount of food.
9.For shyness,keep myself away from social interactions and gatherings.
10.Sometimes can't control anger.
In reply to Muhammad Sajidul Islam

Re: Good and bad habit

by Zannatul Ferdousi193-15-2972 -
ভালো গুণঃ
১) বাবা মা কে সম্মান করা।
২) নিজের সাধ্যমত অন্যকে সাহায্য করা
৩) কারো বিপদে সহায়তা করা
৪) মানুষের সমালোচনা না করার চেষ্টা করা
৫) সবার সাথে সুন্দরভাবে মিশতে পারা
৬) নিজের যা আছে তা নিয়ে খুশি থাকা
৭) সবসময় সত্য কথা বলা
৮)ছোটদের ভালো কি সিখানোর চেষ্টা করা
৯) ঝগড়া এড়িয়ে চলা
১০) নিজের সবকিছু গুছিয়ে রাখা।


খারাপ গুণ:
১) অলসতা
২) কিছু না পারলে রেগে যাওয়া
৩) অতিরিক্ত ঘুমানো
৪) ধৈর্য ধরতে না পারা
৫) পড়াশোনা কম করা
৬) রাতে দেরি করে ঘুমানো
৭) অল্পতেই ভেঙে পড়া
৮) সিদ্ধান্ত নিতে না পারা
৯) সময়মতো খাবার না খাওয়া
১০) রেগে গেলে নিজের জিনিসপত্র ভাঙ্গা
In reply to Muhammad Sajidul Islam

Re: Good and bad habit

by MD.Fuad Hasan Pulok -
১০ টি ভালো গুণঃ
১) বাবা-মা এবং বড়দের কথা মত চলা
২) বাবা-মায়ের সেবাযত্ন করা
৩) অসুস্থ রোগীর সেবাযত্ন করা
৪) অযথা কথা বেশি না বলা
৫) অল্পতেই সন্তুষ্ট থাকা
৬) যখন যে পরিস্থিতির সম্মুখীন হই সেই পরিস্থিতিতে নিজেকে খাপ খাইয়ে নেওয়া
৭) অসহায় মানুষদের সাথে সুন্দর করে কথা বলা এবং সাধ্যঅনুযায়ী সহায়তা করা
৮) কাউকে কষ্ট দিয়ে কথা না বলা
৯) ধূমপান ও মাদক সেবন না করা
১০) সত্য কথা বলা ও নিয়মিত নামায পড়া।


১০ টি খারাপ গুণঃ
১) অল্পেই রেগে যাওয়া
২)যখন তখন ঘুমানো
৩) অনেক বেশি আবেগপ্রবণ
৪) বেশী সময় ধরে মোবাইলে ব্যবহার করা
৫) অনেক সময় না বুঝে কথা বলা
৬) গুরুত্বপূর্ণ সময় অন্যমনস্ক হয়ে যাওয়া
৭) আত্মবিশ্বাসের অভাব
৮) কোন সিদ্ধান্ত নিতে না পারা
৯) কোন কিছু করার সময় না পারলে বারবার চেষ্টা না করা।
১০) অনেক সময় না বুঝে কাজ করা
In reply to Muhammad Sajidul Islam

Re: Good and bad habit

by Tasnim Reza Mahi -
ভালো অভ্যাস
১. মা-বাবার কথা মতো চলা৷
২. ৫ ওয়াক্ত নামাজ পরার চেষ্টা করি৷
৩. অন্যকে উপকার করার চেষ্টা করি৷
৪. পজেটিভ চিন্তা করা৷
৫ . সবকিছু পরিষ্কার এবং গুছিয়ে রাখা৷
৬. সত্য কথা বলার চেষ্টা করা৷
৭. সকল পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নাওয়া৷
৮. ব্যায় কম করা৷
৯. গরিব অসহায় মানুষের সাহায্য করা৷
১০. আত্নবিশ্বাসী৷
মন্দ অভ্যাস
১. অল্প কিছুতে রাগ করা৷
২. নিজের রাগকে কন্ট্রোল না করতে পারা৷
৩. মাঝে মাঝে খারাপ ব্যবহার করে ফেলা৷
৪. কারও উপর রাগ থাকলে সেটা মনে করে রাখা৷
৫. জোরে জোরে কথা বলা৷
৬. অলসতা৷
৭. মোবাইলে বেশি সময় ব্যয় করা৷
৮. রাত জাগা৷
৯. সহজে মিশতে না পারা৷
১০. কাজকর্ম কম করা৷
In reply to Muhammad Sajidul Islam

Re: Good and bad habit

by Someya Reza -
মন্দ গুন__
১/ হটাৎ রেগে যাই
২/ মিশুক নই
৩/বাসার কাজ কম করি
৪/কোনো কিছু নিয়ে দ্বিধাগ্রস্ত বেশি থাকি
৫/মাঝে মাঝে ভাবনা চিন্তা না করে কথা বলে ফেলি।
৬/ না বুঝে অনেক কাজ করে‌ ফেলি
৭/অগোছালো
৮/ সহ্য শক্তি খুব কম
৯/ ধৈর্য্য ও খুব কম
১০/অযথা পা নাড়াই
ভালো গুণ__
১/পরিবারকে খুব গুরুত্ব দেই
২/বাহিরে খুব কম কথা বলি
৩/পজিটিভ চিন্তা করি।
৪/আড্ডা দিতে ও মানুষের নিন্দা করতে পছন্দ করি না।
৫/অল্পতেই রাগ ভেঙে যায়।
৬/সন্তুষ্ট থাকি
৭/একা থাকতে খুবি ভালো লাগে।
৮/শিশুদের খুব ভালো লাগে ওদের সাথে সময় কাটাতে খুব আনন্দ হয়।
৯/মানুষের সাথে তর্কে জড়াই না
১০/ মানুষকে সম্মান করি।
In reply to Muhammad Sajidul Islam

Re: Good and bad habit

by Taslima Islam Srity -
খারাপ অভ্যাসঃ

১. অতিরিক্ত ও অনিয়মিত ভাবে ঘুমাই।
২. নিয়মিত খাওয়া দাওয়া করিনা
৩ অল্পতেই রেগে যাই, রেগে গেলে মাথা ঠিক রাখতে পারিনা।
৪. অনেক বেশি আবেগপ্রবণ।
৫. সহজে সিদ্ধান্ত নিতে না পারা।
৬. আত্মবিশ্বাসের অভাব।
৭. প্রচুর রাত জাগার অভ্যাস আছে।
৮. সব কিছুতে দেরি করি।
৯. ফেসবুকে সময় একটু বেশি নষ্ট হয়ে যায়।
১০. ধমক সহ্য করতে পারি না, সামান্য বিষয়ে খুব সহজেই কান্না করে ফেলি।

ভালো অভ্যাসঃ

১. সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষদের সাহায্য করার চেষ্টা করি।
২. বাসায় মেহমান আসলে অনেক ভালো লাগে।
৩. নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হই।
৪. অল্পতেই সন্তুষ্ট থাকি।
৫. কখনো কারো ক্ষতি করার চিন্তা মাথায় আসে না।
৬. সহজেই সবাইকে আপন করে নেই।
৭. ভ্রমণ করতে ভালোবাাসি , রাতের শহর খুব প্রিয়।
৮. অন্যের কষ্ট বা খারাপ লাগা মন দিয়ে অনুভব করি।
৯. পরিবারকে ভালোবাসি।
১০. বন্ধুদের মধ্যে ঝগড়া বা ভুল বুঝাবুঝি মিটিয়ে দেয়ার যথাসাধ্য 
চেষ্ট৷ করি। 
In reply to Muhammad Sajidul Islam

Re: Good and bad habit

by Nasrin Akter -
খারাপ গুণঃ
১) অল্পেই রেগে যাওয়া
২) অযথা পা নাড়াচাড়া করা
৩) অনেক বেশি আবেগপ্রবণ
৪) সহজে কারো সাথে মিশতে না পারা
৫) অনেক সময় না বুঝে কথা বলা
৬) গুরুত্বপূর্ণ সময় অন্যমনস্ক হয়ে যাওয়া
৭) আত্মবিশ্বাসের অভাব
৮) কোন সিদ্ধান্ত নিতে না পারা
৯) কোন কিছু করার সময় না পারলে বারবার চেষ্টা না করা।
১০) অনেক সময় না বুঝে কাজ করা
মা এবং বড়দের কথা মত চলা
২) বাবা-মায়ের সেবাযত্ন করা
৩) অসুস্থ রোগীর সেবাযত্ন করা
৪) অযথা কথা বেশি না বলা
৫) অল্পতেই সন্তুষ্ট থাকা
৬) যখন যে পরিস্থিতির সম্মুখীন হই সেই পরিস্থিতিতে নিজেকে খাপ খাইয়ে নেওয়া
৭) অসহায় মানুষদের সাথে সুন্দর করে কথা বলা এবং সাধ্যঅনুযায়ী সহায়তা করা
৮) কাউকে কষ্ট দিয়ে কথা না বলা
৯) গালিগালাজ না করা
১০) রেগে গেলেও অল্প কিছুক্ষণের মধ্যেই নিজেকে নিয়ন্ত্রণ করে
In reply to Muhammad Sajidul Islam

Good and bad habit:

by Dilshat Dristy -

খারাপ গুণ ঃ 

১) অল্পেই রেগে যাওয়া

২) অযথা পা নাড়াচাড়া করা

৩) অনেক বেশি আবেগপ্রবণ

৪) সহজে কারো সাথে মিশতে না পারা

৫) অনেক সময় না বুঝে কথা বলা

৬) গুরুত্বপূর্ণ সময় অন্যমনস্ক হয়ে যাওয়া

৭) আত্মবিশ্বাসের অভাব

৮) কোন সিদ্ধান্ত নিতে না পারা

৯) কোন কিছু করার সময় না পারলে বারবার চেষ্টা না করা।

১০) অনেক সময় না বুঝে কাজ করা


ভালো গুণঃ

১) বাবা-মা এবং বড়দের কথা মত চলা

২) বাবা-মায়ের সেবাযত্ন করা

৩) অসুস্থ রোগীর সেবাযত্ন করা

৪) অযথা কথা বেশি না বলা

৫) অল্পতেই সন্তুষ্ট থাকা

৬) যখন যে পরিস্থিতির সম্মুখীন হই সেই পরিস্থিতিতে নিজেকে খাপ খাইয়ে নেওয়া

৭) অসহায় মানুষদের সাথে সুন্দর করে কথা বলা এবং সাধ্যঅনুযায়ী সহায়তা করা

৮) কাউকে কষ্ট দিয়ে কথা না বলা

৯) গালিগালাজ না করা

১০) রেগে গেলেও অল্প কিছুক্ষণের মধ্যেই নিজেকে নিয়ন্ত্রণ করে ফেলা। 

In reply to Muhammad Sajidul Islam

Re: Good and bad habit

by Asma Ankhi -
ভালো গুণঃ
১.সবসময় সত্য কথা বলার চেষ্টা করি।
২.বাবা মার কথা মেনে চলি।
৩.বিপদে ধৈর্যধারণ করতে পারি।
৪.মা কে রান্নার কাজে সাহায্য করি।
৫.বড়দের শ্রদ্ধা করি এবং ছোটদের স্নেহ করি।
৬.অল্পতেই সন্তুষ্ট থাকি।
৭.সবার সাথে সহজেই মিশে যায়।
৮.ইতিবাচক চিন্তা ভাবনা করি।
৯.বিপদে মানুষকে সাহায্য করি।
১০.কারো উপর বেশি রাগ করে থাকতে পারি না।

খারাপ গুণঃ
১.টিভিতে বেশি নাটক দেখায় পড়াশোনা করার জন্য সময় কম পাই।
২.অতিরিক্ত ঘুমাই।
৩.একটুতেই রেগে উঠি।
৪.বেশি কথা বলি।
৫.রেগে গেলে কারও কথা শুনি না।
৬.ঠিকমতো হাতের নখ কাটি না।
৭.নিজে কোন সিদ্ধান্ত নিতে পারি না।
৮.পরিশ্রম কম করি।
৯.একা থাকতে পছন্দ করি।
১০.সময়ের কাজ সময়ে করতে পারি না।
In reply to Muhammad Sajidul Islam

Re: Good and bad habit

by Mahfuz Shawon -
ent

5
Notifications

You have no notifications
See all

Course Overview
SECTIONS

Art of Living
1
Course Teacher
2
Attendance
3
Recorded Class
4
CLASS SCHEDULE in google calendar
5
Discussion Forum
6
Coming Out of Box
7
Presentation
8
Learning to Learn
9
Parents, Life and Living
10
Quiz I
11
Questionnaire (Pre-Mid-Exam Feedback)
12
H5P Interactive Activities
13
ETIQUETTE
14
Midterm Exam
15
Self Esteem and YOU
16
ESSENTIAL SKILLS FOR 21ST CENTURY
17
Impression Management
18
STYLE OF LIVING
19
Assignment
20
MIND MAPPING
21
Transforming Failure into Success
22
Job, Work and Business Search
23
Universal Human Values
24
Presentation Skills Anywhere
25
Final Evaluation
26
External Resources & Activities
27
Reading Materials & Resources
28
Skip to main content
Art of Living (Spring-2021)
Dashboard
My courses
AOL 101 (MSI-211)
Discussion Forum
Art of Living
Good and bad habit
Re: Good and bad habit
Search
Art of Living
Good and bad habit
Display mode
Display replies in threaded form
Picture of Aisha Siddika
Re: Good and bad habit
by Aisha Siddika - Wednesday, 3 March 2021, 11:12 PM
Number of replies: 0
10 good habit:
1. Positivity
2. Always tell the truth
3.Be punctual
4.Never give up!
5.Learn to exercise.
6.Get on a good schedule.
7. Help restless people.
8. Laugh and smile freely.
9. Respect your parents.
10. Patience when annoyed.

10 bad habit that we should unlearn.

1.Negativity
2.Lying
3.Lack of manners
4.Bad body language
5.Blaming others
6.Comparison
7. Short temper
8. Overthinking
9.Nail biting
10.Nose picking
In reply to Muhammad Sajidul Islam

Re: Good and bad habit

by Mayeen Ahmed -
খারাপ দিক-

১-রাত জাগা
২- দেরিতে ঘুম থেকে উঠা
৩- চাপের সময় কাজে ভুল করা
৪-খুব সহজেই মানুষ কে বিশ্বাস করে ফেলা

৫-অলপতে রেগে যাওয়া
৬- এক্সাম হলে নার্ভাস হয়ে যাওয়া
৭- হুট করে সিদ্ধান্ত নিয়ে ঘুরতে বের হয়ে যাওয়া
৮- রিক্স নেওয়ার সময় না ভাবা

৯. দৈনন্দিন জীবনের কাজ মাঝ রাতে করা

১০- অল্পতেই কারোর প্রতি ইমুশন তৈরি হওয়া

ভাল দিক-
১- গরীবের কষ্ট সহ্য না করতে পারা!


২- সহজেই কারোর সাথে মিশতে পারা,

৩- যে কোন কন্ডিশনে নিজেকে মানিয়ে নেওয়া

৪- নিজের সব টা দিয়ে বন্ধুদের হেল্প করা!

৫- ভাল লিডারশীপ দেওয়া

৬- ভাল ফুটবল খেলা

৭- নিজের সব সিদ্ধান্তে বাবা মা এর মতামত কে প্রাধান্য দেওয়া!

৮. আল্লাহকে ভয় করা!

৯- শিক্ষক এর সাথে ভাল সম্পর্ক তৈরি করা!


১০- মৃত্যুকে ভয় না পাওয়া!
In reply to Muhammad Sajidul Islam

Re: Good and bad habit

by sumaiya Islam Meem -

খারাপ গুন ; 

১. অল্পতেই বিরক্ত হওয়া

২. সামান্য কিছুতেই অতিরিক্ত দুশ্চিন্তা করা

৩. রাত জাগা

৪. নেগেটিভ চিন্তা করা

৫. অলসতা 

৬. অনিয়মিত 

৭. আবেগী

৮. কোন কাজের চাপ নিতে না পারা

৯. সময়ের খাবার সময়ে না খাওয়া 

১০. রাতে ঘুমানোর পরিবর্তে দিনে ঘুমিয়ে অনেকটা সময় ব্যায় করা।


ভালো গুন ; 

১. মিশুক প্রকৃতির

২. সবার কথা মেনে চলা

৩. গুরুজনদের সম্মান এবং শ্রদ্ধা করা

৪. পরিবারের সবার সাথে সময় কাটাতে পছন্দ করা

৫. কোন কাজ করার আগে ভেবে নেওয়া অনেকবার যে আমি ঠিক করছি না বেঠিক

৬. কোন সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের সদস্যদের কাছ থেকে পরামর্শ নেওয়া 

৭. কোন ভুল কাজ করে ফেললে সাথে সাথে সংশোধন করে নেওয়া 

৮. আমার কাছের মানুষ গুলোকে খুশি রাখার চেষ্টা করা

৯. কারো বিপদে তার পাশে থেকে সাহায্য করা

১০. ধৈর্যশীল

In reply to Muhammad Sajidul Islam

Re: Good and bad habit

by Mayeen Ahmed -
খারাপ দিক-

১-রাত জাগা
২- দেরিতে ঘুম থেকে উঠা
৩- চাপের সময় কাজে ভুল করা
৪-খুব সহজেই মানুষ কে বিশ্বাস করে ফেলা

৫-অলপতে রেগে যাওয়া
৬- এক্সাম হলে নার্ভাস হয়ে যাওয়া
৭- হুট করে সিদ্ধান্ত নিয়ে ঘুরতে বের হয়ে যাওয়া
৮- রিক্স নেওয়ার সময় না ভাবা

৯. দৈনন্দিন জীবনের কাজ মাঝ রাতে করা

১০- অল্পতেই কারোর প্রতি ইমুশন তৈরি হওয়া,





ভাল দিক-



১- গরীবের কষ্ট সহ্য না করতে পারা!


২- সহজেই কারোর সাথে মিশতে পারা,

৩- যে কোন কন্ডিশনে নিজেকে মানিয়ে নেওয়া

৪- নিজের সব টা দিয়ে বন্ধুদের হেল্প করা!

৫- ভাল লিডারশীপ দেওয়া

৬- ভাল ফুটবল খেলা

৭- নিজের সব সিদ্ধান্তে বাবা মা এর মতামত কে প্রাধান্য দেওয়া!

৮. আল্লাহকে ভয় করা!

৯- শিক্ষক এর সাথে ভাল সম্পর্ক তৈরি করা!


১০- মৃত্যুকে ভয় না পাওয়া!
In reply to Muhammad Sajidul Islam

Re: Good and bad habit

by Esa Bin Faysal -
ভালো গুণ:
১. ধর্মীয় অনুশাসন মেনে চলা।
২. যেকোনো পরিস্থিতিতে আত্মবিশ্বাস রাখা।
৩. মা বাবার সাথে হাসিমুখে কথা বলা
৪. বিপদে ধৈর্যধারণ করা
৫. সহজে কোন ব্যক্তি কে বিশ্বাস করা
৬. রাত না জেগে সঠিক ভাবে ঘুমানো
৭. মানুষের উপকার করা
৮. সঠিকভাবে পড়াশোনা করা
৯. মা বাবার কথা ঠিকভাবে সোনা
১০. হঠাৎ করে রেগে না যাওয়া।

খারাপ গুণ:
১. কথায় কথায় মিথ্যা বলা।
২. মা বাবার অবাধ্য হওয়া।
৩. অতিরিক্ত রাত্রি জাগরন।
৪. যেকোনো বিষয়ে অহংকার করা
৫. অসৎ চিন্তা করা
৬. অযথা বেশি কথা বলা
৭. সিদ্ধান্তহীনতায় ভোগা।
৮. বড়দের সাথে তর্ক করা
৯. অকারণে রেগে যাওয়া
১০. ছোটদের গায়ে হাত তোলা।
In reply to Muhammad Sajidul Islam

Re: Good and bad habit

by Md Abdullah An Nayeem -

My 10 good habits

1. Public service, social service, participation in social work, the mentality of helping people in danger.

2.  Do not speak loudly.

3.  Respect the elders and love the younger ones.

 4.  A different kind of love for religious work.

5.  Don't talk needlessly.

6.  Not getting angry easily.

7.  Not involved in the argument.

8.  I do not betray anything of the deposit.

9.  I wake up in the morning.

10. I try to follow the words of my father and mother.


 Here my 10 bad habits I want to change:

1.  Indifferent to his own work.

2.  Sleep late.

3.  I lost control in anger.

 4.  Eating more unhealthy foods.

5.  Excess internet usage

 6.  Think of everything as your own.

 7. To compare with others.

 8. To be lazy in one's work.

 9.  Waste unnecessarily.

 10.  Not being able to make quick decisions.

In reply to Muhammad Sajidul Islam

Re: Good and bad habit

by Sadid hosen -
খারাপ গুণঃ
১) অল্পেই রেগে যাওয়া
২) অযথা পা নাড়াচাড়া করা
৩) অনেক বেশি আবেগপ্রবণ
৪) সহজে কারো সাথে মিশতে না পারা
৫) অনেক সময় না বুঝে কথা বলা
৬) গুরুত্বপূর্ণ সময় অন্যমনস্ক হয়ে যাওয়া
৭) আত্মবিশ্বাসের অভাব
৮) কোন সিদ্ধান্ত নিতে না পারা
৯) কোন কিছু করার সময় না পারলে বারবার চেষ্টা না করা।
১০) অনেক সময় না বুঝে কাজ করা

ভালো গুণঃ
১) বাবা-মা এবং বড়দের কথা মত চলা
২) বাবা-মায়ের সেবাযত্ন করা
৩) অসুস্থ রোগীর সেবাযত্ন করা
৪) অযথা কথা বেশি না বলা
৫) অল্পতেই সন্তুষ্ট থাকা
৬) যখন যে পরিস্থিতির সম্মুখীন হই সেই পরিস্থিতিতে নিজেকে খাপ খাইয়ে নেওয়া
৭) অসহায় মানুষদের সাথে সুন্দর করে কথা বলা এবং সাধ্যঅনুযায়ী সহায়তা করা
৮) কাউকে কষ্ট দিয়ে কথা না বলা
৯.রেগে গেলেও অল্প কিছুহ্মনের মধ্যে নিজেকে নিয়ন্ত্রণ করে ফেল
১০.গালিগালাজ না করা
In reply to Muhammad Sajidul Islam

Re: Good and bad habit

by Ripon Ahmad -
খারাপ অভ্যাস
১. অতিরিক্ত ও অনিয়মিত ভাবে ঘুমাই।
২. নিয়মিত খাওয়া দাওয়া করিনা
৩. খুব সহজে সবার সাথে মিশতে পারিনা।
৪. রেগে গেলে মাথা ঠিক রাখতে পারিনা।
৫. ক্লাসে yes sir ব্যতীত কোন কথা বলতে পারিনা।
৬. নিজেকে update করতে পারতেছি না।
৭. অনেক বেশি অলস।
৮. কথা বলা শুরু করলে অনেক জোরে কথা বলি।
৯. অগোছালো।
১০. একা থাকতে পছন্দ করি।


ভালো অভ্যাস
১. ভালো শ্রোতা।
২. চুপ থাকতে পারি।
৩. ঝগড়া - ঝামেলার আসে পাশে যাইনা।
৪. সহ্য শক্তি প্রখর।
৫. রাগ অনেক তাড়াতাড়ি ভেঙে যায়।
৬. পরোপকারী।
৭. বন্ধুসুলভ।
৮. রান্না করতে পছন্দ করি।
৯. সবার সাথে ভদ্র ব্যবহার করি।
১০. কথা শুনি।
In reply to Muhammad Sajidul Islam

Re: Good and bad habit

by Zahid Hasan Fahim -
খারাপ গুণঃ
১) অল্পেই রেগে যাওয়া
২) অযথা পা নাড়াচাড়া করা
৩) অনেক বেশি আবেগপ্রবণ
৪) সহজে কারো সাথে মিশতে না পারা
৫) অনেক সময় না বুঝে কথা বলা
৬) গুরুত্বপূর্ণ সময় অন্যমনস্ক হয়ে যাওয়া
৭) আত্মবিশ্বাসের অভাব
৮) কোন সিদ্ধান্ত নিতে না পারা
৯) কোন কিছু করার সময় না পারলে বারবার চেষ্টা না করা।
১০) অনেক সময় না বুঝে কাজ করা

ভালো গুণঃ
১) বাবা-মা এবং বড়দের কথা মত চলা
২) বাবা-মায়ের সেবাযত্ন করা
৩) অসুস্থ রোগীর সেবাযত্ন করা
৪) অযথা কথা বেশি না বলা
৫) অল্পতেই সন্তুষ্ট থাকা
৬) যখন যে পরিস্থিতির সম্মুখীন হই সেই পরিস্থিতিতে নিজেকে খাপ খাইয়ে নেওয়া
৭) অসহায় মানুষদের সাথে সুন্দর করে কথা বলা এবং সাধ্যঅনুযায়ী সহায়তা করা
৮) কাউকে কষ্ট দিয়ে কথা না বলা
৯) গালিগালাজ না করা
১০) রেগে গেলেও অল্প কিছুক্ষণের মধ্যেই নিজেকে নিয়ন্ত্রণ করে ফেলা
In reply to Muhammad Sajidul Islam

Re: Good and bad habit

by Sharmin Sultana Mim -
খারাপ গুণঃ
১) অল্পেই রেগে যাওয়া
২) অযথা পা নাড়াচাড়া করা
৩) অনেক বেশি আবেগপ্রবণ
৪) সহজে কারো সাথে মিশতে না পারা
৫) অনেক সময় না বুঝে কথা বলা
৬) গুরুত্বপূর্ণ সময় অন্যমনস্ক হয়ে যাওয়া
৭) আত্মবিশ্বাসের অভাব
৮) কোন সিদ্ধান্ত নিতে না পারা
৯) কোন কিছু করার সময় না পারলে বারবার চেষ্টা না করা।
১০) অনেক সময় না বুঝে কাজ করা

ভালো গুণঃ
১) বাবা-মা এবং বড়দের কথা মত চলা
২) বাবা-মায়ের সেবাযত্ন করা
৩) অসুস্থ রোগীর সেবাযত্ন করা
৪) অযথা কথা বেশি না বলা
৫) অল্পতেই সন্তুষ্ট থাকা
৬) যখন যে পরিস্থিতির সম্মুখীন হই সেই পরিস্থিতিতে নিজেকে খাপ খাইয়ে নেওয়া
৭) অসহায় মানুষদের সাথে সুন্দর করে কথা বলা এবং সাধ্যঅনুযায়ী সহায়তা করা
৮) কাউকে কষ্ট দিয়ে কথা না বলা
৯.রেগে গেলেও অল্প কিছুহ্মনের মধ্যে নিজেকে নিয়ন্ত্রণ করে ফেল
১০.গালিগালাজ না করা