শিক্ষাই দর্শন আর দর্শনই শিক্ষা by Nasrin Akter - Sunday, 14 February 2021, 6:30 PM Number of replies: 0 আমদের সমাজ শিক্ষা সকল কিছুতে আজ ইংরেজি ভাষায় ব্যবহার করতেহয়। আমার যে ভাষার জন্য যুদ্ধ করতে হয়েছে আজ সেই ভাষা কে পিছনে ফেলে ইংরেজিভাষায় পিছনে আমরা ছুটছি। আমাদির শিক্ষার মাধ্যম হওয়া উচিত বাংলাভাষা। Permalink Reply