Art of Living

শিক্ষাই দশন, দশনই শিক্ষা

শিক্ষাই দশন, দশনই শিক্ষা

by Fatema Tuj Johora Dola -
Number of replies: 0

 জিনিস কে অন্তরের চোখে দেখলে তাকে দর্শন বলে। এর একটি উদাহরণ হচ্ছে সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্থ যায় প্রতিদিন আমরা দেখছি না? কিন্তু আমরা যখন স্কুলের বাচ্চাকে বলছি যে পৃথিবী সূর্য এর চারদিকে ঘুরে তার চোখে এটা কিভাবে প্রামাণিত হবে কারণ সে তো দেখে পৃথিবী স্থির। এমতাবস্থায় তাকে এটা বুঝানোর জন্য ট্রেনে তুলতে হবে তাকে এটা বুঝাতে হবে দেখো গাছগুলো দৌড়াচ্ছে কিন্তু আসলে গাছ দৌড়াচ্ছে না এভাবে তাকে বলতে হবে। আমরা প্রত্যেকে কোথায় না কোথায় পড়াশোনা করেছি।কিন্তু আমরা শুধু সার্টিফিকেট পাওয়ার জন্যই পড়াশোনা করি।যার কারণে আমাদের অনেক কিছু জানার ঘাটতি পড়ে।কিন্তু শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের ও পড়াশোনা করা উচিত। আমাদের দেশে ভালো শিক্ষকের অভাব রয়েছে। মানে ভালো শিক্ষক নেই বললেই চলে।এর প্রধান কারণ হচ্ছে আমাদের নিজস্ব মাতৃভাষা বাংলাকে প্রধান্য না দিয়ে ইংরেজি ভাষাকে প্রধান্য দেওয়া।শিক্ষার্থীরা কিভাবে পড়লে ভালো বুঝবে তা না করে তাদের ওপর ইংরেজি ভাষা চাপিয়ে দেওয়া হচ্ছে। এর ফলে শিক্ষার্থীদের পড়াশোনায় অনীহা চলে আসছে।আমাদের শিক্ষা ব্যবস্থায় তিনটি দিক ঠিক রাখতে হবে।শিক্ষক, শিক্ষার্থী এবং বই।আমরা ১৮ বছর পর্যন্ত অন্যের তত্ত্বাবধানে শিক্ষা লাভ করি যাকে বুনিয়াদি শিক্ষা বলে।