Art of Living

শিক্ষার মাইন্ডসেট

শিক্ষার মাইন্ডসেট

by Fatema Tuj Johora Dola -
Number of replies: 0

বর্তমান সময়ে শিক্ষার্থীদের জন্য অনেক আলোচিত একটি বিষয় হল শিক্ষায় মাইন্ডসেট। শিক্ষা এবং মাইন্ডসেট এই দুইটি বিষয় আমাদের জীবনের সাথে গভীরভাবে জড়িত। আমাদের বর্তমান সমাজের শিক্ষা অবস্থার পরিপ্রেক্ষিতে শিক্ষা এক জিনিস এবং মাইন্ডসেট আরেক জিনিস। অথচ শিক্ষা এবং মাইন্ডসেট একটি আরেকটির জন্য অনেক গুরুত্বপূর্ণ। এক ডর্জন বই মুখস্থ করার মাঝে আমরা ডুবে থাকি অথচ আমরা জানি না আমরা কি পড়ছি এবং কেন পড়ছি।কারণ আমাদের ছোটবেলা থেকেই মাইন্ডসেট হয়ে আছে যে পড়তে হবে তাই পড়ছি অর্থোপার্জন করতে হবে তাই পড়ছি। ছোটবেলা থেকে বাবা-মা নির্ধারণ করে দিয়ে রাখে ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হতে হবে অথচ ডাক্তারি এবং ইঞ্জিনিয়ারিং পড়ার চেয়ে বাংলাদেশের অন্য একটি সেক্টরের দায়িত্ব নেয়া যায়।  বাবা-মা সমাজের প্রথার দিকে তাকিয়ে চাপিয়ে দেয় সন্তানের উপর ডাক্তার এবং ইঞ্জিনিয়ারিং এর সেই বোঝাটি চাপিয়ে দেয় অথচ আরো অনেক সেক্টর আছে যেখানে গিয়েও জীবনের সাফল্য অর্জন করা সম্ভব। সুন্দর এবং সুস্থ জীবনযপন করা সম্ভব। কিন্তু মা-বাবার চাপিয়ে দেয়া ডাক্তার এবং ইঞ্জিনিয়ারিং এর বোঝা অনেক শিক্ষার্থী বইতে পারে না বেশির ভাগ শিক্ষার্থী সাফল্য অর্জন করতে ব্যর্থ হয় আরে ব্যর্থতা শুধু একটি শিক্ষার্থীর ব্যর্থতা নয় একটি পরিবারের ব্যর্থতা, মা বাবার স্বপ্নের ব্যর্থতা আর এখানেই মাইন্ডসেট এর বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। একটি ভুল সিদ্ধান্তের কারণে একটি জীবনের আনন্দ হারিয়ে যায়।আর তাই একজন শিক্ষার্থী যে বিষয়ে অভিজ্ঞ হয়ে উঠে তাকে সে বিষয়ে শিক্ষা গ্রহণের সুযোগ দেওয়া উচিত প্রত্যেক বাবা-মার প্রত্যেক পরিবারের। শিক্ষার্থী দের উৎসাহ দিতে হবে এগিয়ে যাওয়ার জন্যএতে করে শিক্ষার্থীদের সফল হওয়ার আকাঙ্ক্ষা বেড়ে যায়। এবং এক সময় তারা হাসিমুখে সাফল্যকে ছুঁয়ে ফেলে। সুতরাং ছোটবেলা থেকেই মাইন্ডসেট অফ করে রাখতে হবে শিক্ষার্থী যে বিষয়ে বেশি পারদর্শী তাকে সেই বিষয়ে অধ্যয়ন করতে হবে এবং সেই সেক্টরে সর্বোচ্চ পরিশ্রম করে সাফল্য অর্জন করতে হবে। ডাক্তার ইঞ্জিনিয়ার অধ্যায়ন ছাড়া জবনে সাফল্য আসবে না এমন চিন্তা থেকে বের হতে হবে এর জন্য প্রয়োজন নিজেকে সময় দেয়া নিজের মাইন্ড সেটআপ করা।লেখাপড়ার বাহিরেও যে একটি শিক্ষা আছে সেটি আমাদেরকে মনে রাখতে হবে। নিজের যে বিষয়ে যতটুকু জ্ঞান আছে সে বিষয়ের প্রতি জ্ঞানের প্রসার ঘটাতে হবে। তাই আমাদের ছোট থেকেই নিজের জ্ঞানের প্রতি মাইন্ড সেট করে নিতে হবে যে শিক্ষার্থী কোন বিষয়ে অভিজ্ঞ হয়ে উঠবেএবং প্রত্যেক পরিবারের উচিত শিক্ষার্থীর সে বিষয়কে প্রাধান্য দেয়া ।