Art of Living

শিক্ষার হেরফের

শিক্ষার হেরফের

by Fatema Tuj Johora Dola -
Number of replies: 0

শিক্ষার হেরফের প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সমাজের বর্তমান শিক্ষা ব্যবস্থার ধারাকে তুলে ধরেছেন।বর্তমানে শিক্ষার্থীদের শিক্ষার মূল লক্ষ্য কি তিনি সে বিষয়টি তুলে ধরেছেন। আজকাল মানুষ শিক্ষা গ্রহণ করে শিক্ষিত হওয়ার জন্য মানুষ হওয়ার জন্য নয়। অথচ শিক্ষার মূল লক্ষ্য হলো ভালো মানুষ হয়ে ওঠা। বর্তমানে শিক্ষার প্রধান উদ্দেশ্য হলো অর্থ উপার্জন করা অথচ শিক্ষা জাতির মেরুদন্ড। বর্তমানে আমরা বেশিরভাগ মানুষই প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে পারছিনা তার কারণ আমরা ছোট থেকেই শিখে এসেছি শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে অর্থ উপার্জন করা শিক্ষিত হওয়ার নয় আর তাই অর্থোপার্জনের চিন্তাটা আমাদের মস্তিষ্কের মধ্যে এমনভাবে প্রবেশ করেছে যেন আমরা প্রকৃত শিক্ষা কি ভুলে গিয়েছি। অথচ আমরা জানি একটি শিক্ষিত মা একটি শিক্ষিত জাতি গড়ে তোলে আমাদের মধ্যে থেকে এই চিন্তাটা একদম চলে গিয়েছে।শিক্ষা মানুষের মাঝে মূল্যবোধ সৃষ্টি করে এবং শান্তি তৈরি করে সমাজব্যবস্থাকে সুন্দর জায়গায় নিয়ে যায়। কবিগুরু তাই বারবার বর্তমান শিক্ষা ব্যবস্থা কে দোষারোপ করছেন। তাই আমাদের শুধুমাত্র পাঠ্যপুস্তক এর মধ্যে সীমাবদ্ধ না থেকে বাহ্যিক জ্ঞান অর্জন করা উচিত এবং জ্ঞান অর্জনের প্রধান লক্ষ্য হওয়া উচিত একজন ভালো মানুষ হয়ে ওঠা।