Art of Living

শিক্ষার হেরফের

শিক্ষার হেরফের

by md Shohel rana -
Number of replies: 0

শিক্ষার হেরফের" প্রবন্ধ তে রবীন্দ্রনাথ  ঠাকুর মূলত আমাদের প্রচলিত শিক্ষা ধারাকে তুলে ধরেছেন। তিনি আরও  তুলে ধরেছেন আমরা শিক্ষা অজর্ন করতে করতে কবে যে শিক্ষার মূল লক্ষ্য ভুলে গেছি  আমরা নিজেরাই জানি না। আমরা জানি, শিক্ষাই জাতির মেরুদণ্ড।কিন্তু কথাটা হল আমরা কয়জনই বা প্রকৃত শিক্ষাই শিক্ষিত হতে পারি। আমাদের প্রচলিত শিক্ষা আমাদের শিশুদের একটি পাঠ্যপুস্তক এর মধ্য সীমাবদ্ধ  রাখে। যার ফলে, তারা বড় হয় ঠিকই কিন্তু তাদের চিন্তাধারার বিকাশ হয় না।এখন আমাদের  শিক্ষা গ্রহণের একটিই লক্ষ্য হয়ে দাঁড়িয়েছেন কিভাবে টাকা উপাজর্ন করা যায়। আর যার ফলে, আমরা বাংলা ভাষা শিখার বদলে ইংরেজি ভাষার উপর জোড় দিতে থাকি। কিন্তু দুঃখের বিষয় সেই ইংরেজি ভাষাও আমাদের ভালো মতো শিখা হয় না।