শিক্ষার মাইন্ডসেটে প্রয়োজন যে পরিবর্তন করা উচিতঃ
১.পারিবারিক পেশা থেকে বের হয়ে, যে বিষয়ে আগ্রহ আছে সেই বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে।
২. কোন বিষয় শিক্ষা গ্রহণ এর আগে, যে বিষয় ভালোভাবে জানতে হবে। সে বিষয় এর প্রতি টান অনুভব না করলে, সে বিষয় ভালো ফলাফল করা সম্ভব না।
৩. যে শিক্ষা ব্যবস্তা আত্তিক উন্নতি করতে পারে না, সে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে হবে। এমন শিক্ষা ব্যবস্থা তৈরি করতে হবে, যে ব্যবস্থায় বাস্তব জীবনের সাথে সংঘর্ষ করে না।
৪. আমাদের মানোষিকতা এমন হয়ে গেছে, ভালো রেজাল্ট আর সারটিফিকেট এর জন্য পড়ি। আমরা আত্তার উন্নতি এবং বাস্তব জ্ঞান অর্জন এর জন্য শিক্ষা গ্রহণ করি না। শিক্ষা গ্রহণ এর ক্ষেত্রে, যে টুকু আমাদের সিলেবাস য়ে আছে, সেই টুকই পড়ি। এই ধারণা থেকে সরে আসতে হবে।
৫. আমাদের শিক্ষা গ্রহণ এর সাথে সাথে প্রয়োগ এর ক্ষেত্র কম। শিক্ষা ব্যবস্তায় কারিগরি শিক্ষাকে যুক্ত করতে হবে। কারিগরি শিক্ষা মানুষকে যোগ্যতা সম্পন্ন করে তুলে।
৬. শিক্ষার সাথে বাস্তবের মিল ঘটাতে হবে, আমরা যে বিষয় য়ে জানবো বাস্তব য়ে কতটুল মিলে এবং আমাদের আসে পাশের পরিবেশ এর মিল আছে কিনা সে বিষয় লক্ষ্য রাখবো।
৭. যে পেশার প্রতি আগ্রহ বেশি, সেই পেশাকে কেন্দ্র করে শিক্ষা গ্রহণ করতে হবে, কাউকে কোন কিছুতে চাপিয়ে দেওয়া যাবে না।