Art of Living

Your intention to be in University

Re: Your intention to be in University

by Iffat Ara Nowshin -
Number of replies: 0
বিশ্ববিদ্যালয়ে কেনো এসেছি?

বিশ্ববিদ্যালয়ে মূলত আমরা উচ্চশিক্ষার উদ্দেশ্যে এসে থাকি। তবে এই শিক্ষার উদ্দেশ্য বিভিন্ন মানুষ এর বিভিন্ন হয়ে থাকে।
আমার আইটি সেক্টর এর দিকে ছোট থেকেই খুব আগ্রহ কাজ করতো, সেখান থেকেই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট টি বেছে নেয়া। ড্যাফোডিল ইউনিভা্সিটি তে স্নাতক ডিগ্রি নেয়ার সিদ্ধান্ত আমার বাবার ছিল কারণ এটি মানসম্মত শিক্ষা প্রদান করে এবং মেধাবী শিক্ষার্থী দের বিভিন্ন সুযোগ দিয়ে তাদের মেধার বিকাশ ঘটাতে সাহায্য করে।
তবে এসব ছাড়াও আমার নিজের ব্যক্তিগত উদ্দেশ্য হলো, আমার মা বাবা কে তাদের ত্যাগ এবং পরিশ্রমের প্রতিদান দেয়া, তারা যেনো গর্ব বোধ করতে পারে তাদের সন্তানের উপর। ইনশাল্লাহ একদিন এই স্বপ্ন সত্যি করবো এবং এই স্বপ্ন বাস্তবায়নের একটি ধাপ হলো বিশ্ববিদ্যালয়ে আসা।
ধন্যবাদ

ইফ্ফাত আর নওশিন
২২১-৩৫-১০০৯
সেকশন:C
ডিপার্টমেন্ট অফ সটওয়্যার ইঞ্জিনিয়ারিং