রবীন্দ্রনাথ ঠাকুরের একটি প্রবন্ধ হল শিক্ষার হেরফের
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধের মূল বিষয়বস্তু হল আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা যেটি কিনা কেবল পাঠ্য পুস্তক এর উপর সীমাবদ্ধ। কিন্তু প্রকৃত সত্য হল শুধু পাঠ্য বই পড়লেই এই বিশাল জগত সম্পর্কে জানা সম্ভব নয় । শুধু এই পাঠ্যবই পরে এই জগতের সুন্দর ভাব প্রকাশ করা সম্ভব নয় । এই দেশের মানুষের একটি অনেক বড় ভুল ধারণা যে ইংলিশ ভাষা শিখলেই অনেক বড় মানুষ হওয়া যায় । আসলে তা নয় নিজের মাতৃভাষার উপর আর কিছু নেই । কেও যদি নিজ মাতৃভাষাই ঠিক মত রপ্ত করতে না পরে তাহলে সে অন্যের ভাষা কিভাবে রপ্ত করবে । আমাদের দেশের ছেলেমেয়েরা ইংরেজি ভাষার উপর বেশি পারদর্শী হতে যেয়ে বাংলা ভাষাও ভালো মত রপ্ত করতে পারে না । কিন্তু এখানে তাদের কোন দোষ দেওয়া যাবে না কারন ছোটকাল থেকে এই প্রথা চালু আছে । আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা অনুযায়ী কেবল বই পরে বড় ডিগ্রি নিলেই শিক্ষিত মানুষ হওয়া যায় আসলে তা নয় বিশ্বজগত সম্পর্কে ধারনা না থাকলে কোন যুদ্ধ জয় করা সম্ভব নয় । আবার মনের শান্তির জন্য লেখাপড়ার পাশাপাশি শখ রাখা কোন দোষের কাজ নয় । কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপট অনুযায়ী এটি অনেক দোষের । যার ফলে ছেলেমেয়েরা নিজেদের শখ আল্লাদ প্রকাশ করতেও ভয় পায় কারন তাদের বিশাল ডিগ্রি ধারী হতে হবে ।
এভাবেই চলতে থাকবে আমাদের ব্যবস্থা যদি না আমরা এটা ঠিক করার কোন চেষ্টা করি । অনেক সময় নিয়ে একই বিষয় নিয়ে অধয়্যন করলে সেই বিষয়টার উপর ক্লান্তি আসবে এটাই স্বাভাবিক তাই এই বিষয় গুলো আরও আনন্দময় করলে ক্লান্তি আসবে না ।
শিক্ষিত মানুষের থেকে যে সুশিক্ষায় শিক্ষিত তার মূল্য বেশি হবে । কবি ঠিক একই জিনিসটি বলতে চেয়েছেন ।
Name : Maisha Rahman
ID : 222-26-665