আসসালামু আলাইকুম। আশা করি এই লেখাটা আপনাদের অ্যাসাইনমেন্ট সম্পর্কে একটা ভাল ধারণা দিতে পারবে।
অ্যাাসাইনমেন্টের বিষয়ঃ অ্যাানিমেটেড শর্ট ফিল্ম
দৈর্ঘ্যঃ ৫ মিনিট
প্ল্যাটফর্মঃ Plotagon App (https://www.plotagon.com/)
ভাষাঃ বাংলা/ইংরেজী
জমা দেওয়ার তারিখঃ ২১ই জুন, ২০২১
যেভাবে জমা দিবেনঃ
১. প্রথমে গুগল ড্রাইভে সেভ করে নিবেন (আমার সাথে শেয়ার করবেন) এবং লিংক BLC তে দিবেন আইডি সহ। প্রতি গ্রুপ থেকে একজন জমা দিলেই হবে।
২. BLC তে জমা দেওয়ার সাথে, প্রতি গ্রুপে একজন এই লিংকেও (https://forms.gle/go5VTBU6hRb6P7ny8) সেভ করে রাখবেন।
প্রস্তুতিঃ একটি শর্ট ফিল্ম তৈরী করতে আমাদের কিছু কাজ করতে হবে। যেমন ১- গল্প তৈরী করা, ২ - ডায়লগ বা সংলাপ তৈরী করা, ৩- ক্যারেক্টার বা চরিত্র ঠিক করা, ৪- অ্যাপ ভিত্তিক কাজ এবং ৫- এডিটিং। এখন এই সবগুলো কাজ কিন্তু একা করা কষ্টসাধ্য। তাই আপনারা ৪ জন করে একটি গ্রুপ তৈরী করবেন (যা আপনারা তৈরী করেছেন) এবং নিজেদের মধ্যে কাজ ভাগ করে নিবেন। শর্ট ফিল্মের শেষ দিকে ক্রেডিটে কাজ ভিত্তিক সবার নাম দিয়ে দিবেন। আইডি প্রয়োজন পড়বে না।
আমরা ৫ টি টপিকের উপর কাজ করব
১। Self Guardianship
(নিজের যত্ন নেওয়াটা কেন জরুরী, কিভাবে নিজের যত্ন নেওয়া যায় সে সম্পর্কে একটি গল্প তৈরী করবেন। Parents, Life and Living অধ্যায়ে এ সম্পর্কে স্লাইড আছে। আপনাদের কাজে লাগতে পারে। (লিঙ্ক)
২। Conscious Parenting
(সচেতনভাবে কিভাবে বাবা মায়ের দায়িত্ব পালন করা যায় সে সম্পর্কে একটি গল্প তৈরী করবেন। Parents, Life and Living অধ্যায়ে এ সম্পর্কে স্লাইড আছে। আপনাদের কাজে লাগতে পারে। এ ছাড়াও আপনারা এই লিংকগুলো থেকে আইডিয়া নিতে পারেন। ১ - https://www.facebook.com/watch/?v=1291657361174769 , ২ - https://m.facebook.com/story.php?story_fbid=3145367092256537&id=1199853033474629, ৩ - https://www.facebook.com/watch.bongo/videos/691976158324032/ )
৩। Behavior with Parents
(আমাদের এই বয়সে বাবা মায়ের সাথে কেমন ব্যবহার করা উচিৎ সেটা নিয়ে গল্প তৈরী করবেন। আপনারা এই লিংক থেকে কিছু আইডিয়া নিতে পারেন https://www.facebook.com/ZakirsBCSspecials/videos/581505669380113/?sfnsn=wa)
৪। Out of the Box
(প্রথাগত চিন্তার বাইরে ভাল চিন্তা করে কিভাবে এগিয়ে যাওয়া যায় সে সম্পর্কে একটি গল্প তৈরী করবেন। আইডিয়া https://www.facebook.com/watch.bongo/videos/691976158324032/ )
৫। Learning to Learn - Counseling to Admit in YOUR Department
(একজন ছাত্র আপনার ডিপার্ট্মেন্টে ভালভাবে পড়তে গেলে কোন কোন বিষয় সম্পর্কে তার জানা থাকাটা খুব জরুরী, তার ভবিষ্যৎ শিক্ষা কী হবে এবং কোন ধরনের প্রফেশন সে বেছে নিতে পারবে সেটা নিয়ে একটু কাউন্সেলিং গল্প তৈরী করবেন)
Tutorial:
আশা করি সবাই মিলে সুন্দর কিছু কাজ তৈরী করবেন। কোন প্রশ্ন থাকলে আমার সাথে যোগাযোগ করবেন সরাসরি।
ধন্যবাদ
মিঠু
Some Sample Films
1.
2. https://drive.google.com/file/d/1rVK3uFil4XTzGI9Nr-FEaIrb1cPvI3yV/view?usp=sharing
3. https://drive.google.com/file/d/194tkPcu9u5vgIv8_pv2tyUnEcX7er1tB/view