প্রেজেন্টেশন নিয়ে অনেক ধরনের প্রশ্নই আপনাদের আসতে পারে। সেজন্য নিচের কিছু প্রশ্নোত্তরের মাধ্যমে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি কাজে লাগবে ইনশাআল্লাহ
১. প্রেজেন্টেশন এর বিষয় কী?
আমাদের আর্ট অফ লিভিং কোর্সের প্রেজেন্টেশন এর বিষয় হলো বাবা মায়ের ইন্টারভিউ নেয়া।
২. কিসের উপর ইন্টারভিউ নেব?
আমরা সবসময়ই মোটিভেশন খুঁজতে গিয়ে অনেক মানুষের জীবনী পড়ি, তাদের উপর বিভিন্ন ভিডিও দেখি। তাদের অতীত জীবনের অনেক কিছুই কিন্তু আমরা জানি। তাদের ব্যার্থতা, তারপর সে জায়গা থেকে সফলতার অনেক তথ্যই আমাদের কাছে থাকে। কিন্তু লক্ষ্য করলে দেখা যায় যে আমরা আমাদের বাবা মায়ের স্ট্রাগল অথবা সংগ্রাম সম্পর্কে খুব একটা জানি না। আমার বাবা মা কিভাবে আজকের এই অবস্থানে আসলেন, কেমন ছিল তাদের অতীত, কিভাবে তারা তাদের অনেক ব্যার্থতা জয় করেছেন ইত্যাদি। এই প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা আমাদের বাবা মা থেকে এই বিষয়গুলো জানার চেষ্ঠা করব।
৩. আমরা কী ধরনের প্রশ্ন করব?
বাবা মায়ের সংগ্রাম নিয়ে আলোচনার সময় যে ধরনের প্রশ্নগুলো আপনাদের যুক্তিসংগত মনে হবে সেগুলোই করতে পারবেন। কথা বলতে বলতে অনেকগুলো প্রশ্ন অটোমেটিক তৈরী হয়ে যাবে।
৪. এটা কি ভিডিও প্রেজেন্টেশন?
জ্বী! অবশ্যই এটা ভিডিও প্রেজেন্টেশন। আপনাদের বাবা মায়ের ইন্টারভিউটা আপনারা ভিডিও করে জমা দিবেন।
৫. ভিডিওতে আমি, মানে যে প্রশ্ন করবে তার উপস্থিতি কি দরকার?
জ্বী! অবশ্যই দরকার। যেকোন টিভি ইন্টারভিউতে যেরকম ভাবে আমরা প্রশ্নকর্তা এবং উত্তরদাতা দুইপক্ষকেই দেখতে পাই সেভাবে আপনারাও ভিডিওতে থাকবেন।
৬. ভিডিও কোন ভাষায় করব?
আপনাদের বাবা মা যে ভাষায় সাচ্ছন্দ বোধ করবেন সেই ভাষাতেই করবেন।
৭. ভিডিও কত মিনিটের হবে?
যেহেতু এটা একটা ইন্টারভিউ সেহেতু কমপক্ষে ৫-৭ মিনিট তো হওয়ার কথা। তার উপর আপনাদের যতক্ষণ ভাল লাগবে কিন্তু মিনিমাম ৫-৭ হতে হবে।
৮. ভিডিও সাবমিট করব কোথায়?
যেহেতু ভিডিও ফাইল বড় হবে সেহেতু ভিডিওটি গুগল ড্রাইভে রেখে লিংকটি BLC তে দিয়ে দিবেন এবং সেই সাথে গুগল ফর্মে দিয়ে দিবেন যাতে সবগুলো একসাথে পাই আমি। হয়ে যাবে ইনশাআল্লাহ এভাবেই।
৯. সাবমিশন এর তারিখ?
ভিডিওটি আপনারা জুলাই এর ১৫ তারিখের মধ্যে জমা দিবেন। BLC তে আমি একটি অপশন খুলে দিব, সেখানে জমা দিবেন আপনারা।
১০. ফর্মাল ড্রেস কী দরকার?
পরিপাটি ড্রেস দরকার।
১১. যাদের বাবা মা সাথে থাকেন না, অথবা পর্দায় আসতে চান না, তারা কিভাবে করব?
সত্যিকার অর্থেই যাদের বাবা মা সাথে থাকেন না তারা কল করে ইন্টারভিউ নিবেন এবং সেটা রেকর্ড করবেন। পরবর্তীতে বাবা মায়ের সাথে আপনার কিছু ছবি দিয়ে একটি স্লাইড শো বানাবেন এবং এই রেকর্ডিং ব্যাকগ্রাউন্ড সাউন্ড হিসেবে যোগ করে নিবেন।
** আপনাদের সুবিধার জন্য দুইটি সহায়ক ভিডিও দিয়ে দিলাম। আশা করি আপনাদের সহযোগিতা করবে।
১। https://drive.google.com/file/d/1iOgc4VaEAH9zz8SiAT78sVP5teKMzxOd/view
২। https://drive.google.com/file/d/1RTYndRkugB_V_wsZT5uv8kGxOaLnCFCW/view
আশা করছি আপনারা আপনাদের উত্তর পেয়েছেন। তারপরেও যদি আরো কিছু জানার থাকে আমাকে বলবেন।
প্রেজেন্টেশন ভাল হোক। অভিজ্ঞতা সুন্দর হোক।