Art of Living

Coming Out of Box

Re: Coming Out of Box

by Md Omor Faruk -
Number of replies: 0
Coming Out of The Box - বলতে বাক্সের বাইরে। কিন্তু এখানে বুঝানো হয়েছে একটি নির্দিষ্ট জায়গা বা নিজের কমফোর্ট জায়গা থেকে বেরিয়ে এসে চিন্তা করা। মুক্ত ভাবে চিন্তা করা। আবদ্ধ গন্ডির মাঝে আর যাইহোক অভিজ্ঞতা ও সফলতা খুঁজে পাওয়া যায় না। বদ্ধ ঘরের মাঝে জীবনকে ছোট মনে হয় ঠিক তেমনি মানুষের চিন্তা করার পরিধিও সংকীর্ণ হয়ে যায়। পৃথিবীতে এ পর্যন্ত যারা উন্নতি করেছে তারা সকলেই তাদের নিয়ম মাফিক জীবন থেকে বের হয়ে এসেছে। নতুন কিছু চিন্তা করেছে।জীবনের সাফল্যতায় পৌঁছাতে চাইলে আমাদের কেউ আমাদের নিজেদের যে কম্ফর্ট জোন রয়েছে তার থেকে বেরিয়ে আসতে হবে। নতুন কিছু চিন্তা করতে হবে ক্রিয়েটিভ কিছু চিন্তা-ভাবনা করতে হবে এবং সমস্ত পরিস্থিতিতে নিজেকে প্রস্তুত রাখতে হবে। জীবনে চলার পথে অনেক প্রতিকূলতা আসবে তাদের ভয় পাওয়া যাবেনা সাহসিকতার সাথে মোকাবেলা করতে হবে। যেকোনো পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে হবে যেহেতু একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে টিকে থাকা। তাই আমাদের সমস্ত পরিবর্তনকে মেনে নিতে হবে।পরিবর্তন গুলোর মধ্যে যেসব পরিবর্তন আমাদের উপকারে আসে সেগুলো গ্রহণ করতে হবে এবং যা নিকৃষ্ট তা বর্জন করতে হবে।