Art of Living

Learning to learn

Re: Learning to learn

by Md Omor Faruk -
Number of replies: 0
"Learning to Learn"

বলা হয় মানুষ তার জন্মলগ্ন থেকে মৃত্যু পর্যন্ত শিখতে থাকে, আর এটাই মানব জীবনের সারমর্ম। জ্ঞানের কোনো সীমানা নেই কিন্তু জ্ঞানের পরিধি বাড়ানো সম্ভব। আমরা আমদের জীবনে আনেক কিছু শিখি তার মধ্যে কিছু আমরা খুব তারাতারি ভুলে যাই আবার কিছু সবসময় মনে থাকে। আমরা জানি মানুষ অভ্যাসের দাস। আমাদের একটা বদ অভ্যাস আছে, যেমন আমরা কোনো জিনিস শিখতে চাচ্ছি আর ধাম করে তা শিখা শুরু করে দিচ্ছি, মানসিক ভাবে প্রস্তুত হচ্ছি না। মন কে আগে থেকে প্রস্তুত ও করে নিচ্ছি না, যার ফলে আমরা কোনো জিনিসই ভালোভাবে আয়ত্ত করতে পারছি না। আর খুব তারাতারি মুখস্থ করা জিনিসগুলো ভুলে যাচ্ছি। তাই কোনো জিনিস ভালোভাবে শেখার জন্য মানসিক ভাবে প্রস্তুতি নেওয়া উচিৎ এবং আগ্রহ থাকা দরকার। শেখার আগ্রহ না থাকলে কোনো কিছুই ভালোভাবে শেখা সম্ভব না। কোনো কিছু শেখার জন্য মন কে আগে থেকে প্রস্তুত করে নিতে হবে।

সুতরাং কোনো কিছু শেখার জন্য সর্বপ্রথম নিজের ইচ্ছাশক্তি থাকতে হবে যাতে করে নিজের মনোনিবেশ ধরে রাখা যায় এবং নতুন কোনোকিছু সঠিকভাবে শিখতে পারা যায়।