Art of Living

Good and bad habit

Re: Good and bad habit

by Sharmin Sultana Mim -
Number of replies: 0
খারাপ গুণঃ
১) অল্পেই রেগে যাওয়া
২) অযথা পা নাড়াচাড়া করা
৩) অনেক বেশি আবেগপ্রবণ
৪) সহজে কারো সাথে মিশতে না পারা
৫) অনেক সময় না বুঝে কথা বলা
৬) গুরুত্বপূর্ণ সময় অন্যমনস্ক হয়ে যাওয়া
৭) আত্মবিশ্বাসের অভাব
৮) কোন সিদ্ধান্ত নিতে না পারা
৯) কোন কিছু করার সময় না পারলে বারবার চেষ্টা না করা।
১০) অনেক সময় না বুঝে কাজ করা

ভালো গুণঃ
১) বাবা-মা এবং বড়দের কথা মত চলা
২) বাবা-মায়ের সেবাযত্ন করা
৩) অসুস্থ রোগীর সেবাযত্ন করা
৪) অযথা কথা বেশি না বলা
৫) অল্পতেই সন্তুষ্ট থাকা
৬) যখন যে পরিস্থিতির সম্মুখীন হই সেই পরিস্থিতিতে নিজেকে খাপ খাইয়ে নেওয়া
৭) অসহায় মানুষদের সাথে সুন্দর করে কথা বলা এবং সাধ্যঅনুযায়ী সহায়তা করা
৮) কাউকে কষ্ট দিয়ে কথা না বলা
৯.রেগে গেলেও অল্প কিছুহ্মনের মধ্যে নিজেকে নিয়ন্ত্রণ করে ফেল
১০.গালিগালাজ না করা