Attend and Complete free online course from GoEdu.ac on Employability Skills

Opened: Thursday, 3 September 2020, 6:00 AM
Due: Friday, 9 October 2020, 11:59 PM
View Make a submission

গ্রাজুয়েশনের পর প্রায় প্রতিটি শিক্ষার্থী চায় একটি কাংক্ষিত চাকরী লাভ করতে। সেই জন্য তারা নানান প্রকার চেষ্টা করতে থাকে। কিন্তু সব থেকে গুরুত্বপুর্ণ যে কাজটি করতে প্রায় অধিকাংশ শিক্ষার্থীরাই ভুলে যায়, সেটি হলো নিজেকে শুরু থেকেই Employable করে গড়ে তোলা আর এই প্রস্তুতীটি নেয়া শুরু করতে হয় ছাত্র-জীবন থেকেই। ছাত্র-জীবন থেকেই যদি একটি শিক্ষার্থী নিজেকে চাকরী পাবার উপযোগী ও যোগ্য করে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় সকল প্রকার জ্ঞান ও দক্ষতা অর্জন করে তবে ছাত্র-জীবন শেষে যখন সেই শিক্ষার্থীটিই চাকরীর জন্য আবেদন করে, তখন তার জন্য তার কাংক্ষিত চাকরী পাওয়াটা অনেক সহজ হয়ে পড়ে। নিজেকে চাকরীর উপযোগী করে গড়ে তোলার জন্য এই Employability জ্ঞান ও দিক নির্দেশনা গুলো সকল শিক্ষার্থীদের মাঝে থাকাটা জরুরী। কিন্তু অধিকাংশ শিক্ষার্থীরাই এই বিষয়টি সম্পর্কে বিস্তারিতভাবে অবগত নয়, যার কারণে তারা নিজেদেরকে ছাত্র-জীবন থেকেই Develop করতে না পারার কারণে পড়াশোনা শেষে তাদেরকে বেকার বসে থাকতে হচ্ছে। একটি দেশে বেকারত্বের হার বৃদ্ধির পিছনেও এই Employability Skill এর অভাব অনেকাংশেই দায়ী হিসেবে কাজ করে। তাই যারা যারা নিজেকেরকে চাকরী বাজারের জন্য তৈরী করতে আগ্রহী, সেটা ছাত্র-জীবন থেকেই হোক কিংবা ছাত্র-জীবন শেষেই হোক, তাদের জন্য আজকের Employability Skills কোর্সের এই প্রথম পর্বে অনেক কিছুই বিস্তারিত ভাবে আলোচনা করা হবে।